Earning digital E-learning & earning platform

বর্তমান সময়ে Earning digital E-learning & earning platform এর জনপ্রিয়তা অনেক।এই প্লাটফর্ম প্রত্যোক মেম্বার কে দিচ্ছে কাজ করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে।
এখানে জয়েন হওয়ার প্রথম দিন থেকেই পাচ্ছে ইনকাম করার সুযোগ পাশাপাশি তাদের জন্য রাখা হয়েছে বিভিন্ন ধরণের কোর্স।Earning digital E-learning & earning platform সম্পর্কে আরও ধারণা পেতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন।

পোস্টের সূচিপত্রঃEarning digital E-learning & earning platform

Earning digital E-learning & earning platform 

earning digital platform এ বিভিন্ন ধরণের কোর্স রয়েছে যেগুলো শিখে লাইফ টাইম কাজ করার সুযোগ।এখানে রয়েছে কাজ শেখার পাশাপাশি ইনকাম করার সুযোগ।এই প্লাটফর্মে যখন কোনো লোক কাজ শেখার জন্য জয়েন হবে, তখন তাকে কাজ শেখানোর জন্য থাকছে একজন টেনার এবং একজন টিমলিডার। তারা দুইজন মিলে তাকে সম্পূর্ণ ভবে গাইডলাইন দিবে। এছাড়াও থাকছে earning digital support। কোনো প্রকার সমস্যা হলে earning digital support গ্রুপ তাকে সাপোর্ট করবে।

সুবিধাঃ- এখানে কাজ করলে প্রত্যোক মেম্বার একটা স্টুডেন্ট আইডি নিয়ে কাজ করার পাশাপাশি একটা সাব-এডমিন আইডি নিয়ে কাজ করার সুযোগ রয়েছে।সাব-এডমিন বা টেনার আইডি নিয়ে কোনো মেম্বার কাজ করতে হলে তাকে স্টুডেন্ট আইডি-তে ভালো কাজ করে দেখাতে হবে।তাহলে, তাকে কোম্পানি থেকে একটা সাব-এডমিন বা টেনার আইডি দিবে।এভাবে তারা ধীরে ধীরে তার অবস্থান কে আরও উপরে নিয়ে যেতে পারবে। এছাড়াও,এখানে কাজ করলে প্রত্যোক মেম্বার-কে যতদিন এই কোম্পানিতে কাজ করবে ততদিনই তাকে তার টেনার আর টিমলিডার সম্পূর্ণ ভবে গাইডলাইন দিবে। যখন কোনো মেম্বার সাব- এডমিন আইডি বা টেনার আইডি নিয়ে কাজ করবে তখন তাকে কোম্পানি থেকে মাসিক একটা সেলারি দিবে।

১.Earning digital E-learning & earning platform এ রেজিষ্ট্রেশন করার নিয়ম

earning digital platform এ কাজ করার জন্য আপনাকে সর্ব প্রথম একটা একাউন্ট ক্রিয়েট করা লাগবে।নিম্নে কিভাবে একাউন্ট ক্রিয়েট করবেন তা নিম্নোক্ত তুলে ধরা হলোঃ

সর্ব প্রথম গুগল অথবা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করতে হবে earningdigital.org। সার্চ করার পরে যে সাইটটি আসবে তার উপর ক্লিক করতে হবে।ক্লিক করার পর sign up বাটনে ক্লিক করতে হবে। sign up বাটনে ক্লিক করলে একটা রেজিষ্ট্রেশন ফরম ওপেন হবে।
  • ১.আপনার নাম দিয়ে একটা e-mail adress তৈরি করতে হবে।
  • ২. country code সিলেক্ট করতে হবে।
  • ৩. whattsapp number দিতে হবে।
  • ৪. first name দিতে হবে।
  • ৫. last name দিতে হবে।
  • ৬. পাসওয়ার্ড দিতে হবে।সর্বনিম্ন ৬ সংখ্যা যুক্ত হতে হবে।সর্বোচ্চ ২৪ সংখ্যা যুক্ত পাসওয়ার্ড সেট করা যায়। পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে।
  • পাসওয়ার্ড সেট করা শেষে sign up বাটনে ক্লিক করলে রেজিষ্ট্রেশন করা শেষ।

রেজিষ্ট্রেশন করার পর একাউন্ট-টা পেন্ডিং এ থাকবে।যখন এডমিন তাকে approval দিবে তখন সে তার একাউন্টে প্রবেশ করতে পারবে।

Earning digital site লগইন করার নিয়ম

আমরা ইতি মধ্যে earning digital site এ কিভাবে রেজিষ্ট্রেশন করতে হয় সেটা জানলাম।এখন আমরা জানবো কিভাবে লগইন করতে হয়। একইভবে লাগইন করার জন্য গুগল অথবা ক্রোম ব্রাউজার এ এসে earningdigital.org লিখে সার্চ করার পরে যে সাইটটি আসবে তার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে login নামে একটা বাটন আসবে। login বাটনে ক্লিক করলে নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। রেজিষ্ট্রেশন করার সময় যে ওয়াটসআপ নাম্বার এবং পাসওয়ার্ড সেট করা হয়েছিল সেই ওয়াটসআপ নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর, নিচে sign in বাটন আসবে।sign in বাটনে ক্লিক করলে লগইন হয়ে যাবে।

earning digital platform এর কোর্স সমূহ

আমরা ইতি মধ্যে কিভাবে earning digital platform এ কিভাবে একটা একাউন্ট তৈরি করতে হয় এবং কিভাবে একাউন্ট লগইন করতে হয় সেটা জানলাম।এখন আমরা জানবো earning digital platform এর কোর্স সমূহ। earning digital platform এ ৯ টি কোর্স রয়েছে।যেগুলো শিখে রয়েছে লাইফ টাইম কাজ করার সুযোগ এবং সম্পূর্ণ গাইড লাইন।নিম্নে কোর্স সমূহ তুলে ধরা হলোঃ
  • ১.আল-কুরান ও ইসলামিক সংগতি শেখা
  • ২.ফটো এডিটিং
  • ৩. ভিডিও এডিটিং
  • ৪. জেনারেশন
  • ৫. গ্রাফিক ডিজাইন
  • ৬. ডেটা এন্ট্রি
  • ৭. সোশ্যাল-মার্কেটিং
  • ৮. ফ্রম পুরন করা
  • ৯. কন্টেন্ট রাইটিং
বর্তমানে সকলেই কম বেশি জানেন উপরোক্ত কোর্স গুলোর মূল্য কতখানি।যেগুলো শিখে রয়েছে লাইফ টাইম ইনকাম করার সুযোগ। তাই এই কাজ গুলো শেখার জন্য প্রয়োজন দক্ষ মানুষের। তাই earning digital platform এ কাজ শেখানোর জন্য রাখা হয়েছে সব দক্ষ teacher। প্রত্যোক কাজের জন্য ৩-৪ জন করে teacher রাখা হয়েছে।

টাকা কিভবে পাবো এবং উত্তোলন করার উপায়

আমরা উপরিউক্ত লেখা থেকে earning digital platform এ কোর্স সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পারছি।এখন সবার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে এখানে কাজ করলে টাকা কিভাবে পাবো এবং টাকা কিভাবে উত্তোলন করবো?তাই চলুন দেরি না করে জেনে নিই কিভাবে টাকা গুলো পকেট পর্যন্ত নিয়ে আসবো।
টাকা পাওয়ার উপায়ঃ- earning digital platform এ জয়েন হওয়ার সময় যে একাউন্ট ক্রিয়েট করা হয়েছিল ঐ একাউন্টে টাকা গুলো পাবো।যখন কোম্পানির কাজ করে দিবো তখন অটোমেটিক আপনার একাউন্টে টাকা যুক্ত হয়ে যাবে। কোনো একাউন্ট থেকে প্রথম বার টাকা উত্তোলন করার জন্য সর্বনিম্ন ৫০০ টাকা হতে হবে। টাকা উত্তোলন করার উপায়ঃ টাকা উত্তোলন করার জন্য একাউন্ট লগইন করার পর বাম পাশে উপরে ৩ লাইনে ক্লিক করতে হবে। ৩ লাইনে ক্লিক করার পর মানুষের মতো একটা আইকন দেখা যাবে। মানুষের মতো আইকনে ক্লিক করলে বেশ কিছু অফশন আসবে,তার মধ্যে profile settings এ ক্লিক করতে হবে। Profile settings এ ক্লিক করলে withdrawals বাটন আসবে।withdrawals বাটনে ক্লিক করলে ৩ টা অপশন আসবে।
  • 1. withdrawals amount
  • 2. Payment methods
  • 3. Phone number
এই ৩ টা দেওয়ার পর withdraw বাটনে ক্লিক করতে হবে।withdraw বাটনে ক্লিক করলে withdraw হয়ে যাবে।withdraw দিলে ঐ টা পেন্ডিং এ থাকবে।ঐ দিন রাতে তার টাকা পেমেন্ট করে দিবে।সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে পেমেন্ট পেয়ে যাবেন। এছাড়াও টাকা উত্তোলন করার জন্য একটা নিয়ম আছে।একদিন টাকা উত্তোলন করলে পরের দিন আবার সে টাকা উত্তোলন করতে পারবে না।সে একদিন টাকা উত্তোলন করার ৭ দিন পরে আবার টাকা উত্তোলন করতে পারবে।
payment methods: earning digital platform এ টাকা উত্তোলন করার জন্য ৭ টি methods এ টাকা উত্তোলন করা যায়।নিম্নে methods গুলো তুলে ধরা হলোঃ
  • 1.bKash
  • 2.Rocket
  • 3.upay
  • 4.Nagad
  • 5.Paytm
  • 6.Google pay
  • 7.Phonepe

লেখকের শেষ মন্তব্য

উপরিউক্ত অনুচ্ছেদের মাধ্যমে earning digital platform সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। আশা করি অনুচ্ছেদ টি পড়ে সকলে earning digital platform সম্পর্কে বিস্তারিত ভালো ভাবে বুঝতে পারছেন।বর্তমান সময়ে এই প্লাটফর্ম কাজ করার জন্য যেভাবে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, আশা করি এখানে কাজ করে সকলে ভালো ফলাফল পাবেন।এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।আসসালামু ওয়ালাইকুম।
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url