ফেসবুক পেজের নাম পরিবর্তন করার নিয়ম জানুন - ইউনিক ফেসবুক পেইজের নাম

আপনার ফেসবুক পেইজে যে নামটি দিয়েছেন সেটি পছন্দ হচ্ছে না পরিবর্তন করতে চাচ্ছেন বা পরিবর্তন করতে গিয়েও পারছেন না? তাহলে আজকে আমার ফেসবুক পেজের নাম পরিবর্তন করার নিয়ম আর্টিকেলটি পড়ুন। এখানে আমি আজকে বিস্তারিত ভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজের নাম পরিবর্তন করার কিছু টিপস শেয়ার কর।
ফেসবুক পেজের নাম পরিবর্তন করার নিয়ম
আপনারা যদি কোন কারণে ফেসবুকে নাম পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আমার এই আর্টিকেল টি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়লে ই বুঝতে পারবেন যে কি ভাবে সঠিক নিয়ম মেনে একটি ফেসবুক পেজের নাম পরিবর্তন করা যায় এবং এটি কিন্তু খুব সহজেই করা যায় যদি সঠিক ভাবে পালন করে থাকেন। তো আজকের আর্টিকেল থেকে আপনারা যে বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পারবেন সেগুলো হলোঃ ফেসবুক পেজের নাম পরিবর্তন করার নিয়ম, ফেসবুক পেজের নাম ইংরেজিতে, ইউনিক facebook পেজের নাম, আর্ট পেজের নাম, বাংলা স্টাইলিশ পেজের নাম ইত্যাদি।

পোষ্টের সূচিপত্রঃ ফেসবুক পেজের নাম পরিবর্তন করার নিয়ম

ফেসবুক পেজের নাম পরিবর্তন করার নিয়ম

আপনি যদি ফেসবুক পেজের নাম পরিবর্তন করার নিয়ম টি না জেনে থাকেন তাহলে আজকে আমার এই আর্টিকেল টি পড়তে পারেন এবং আজকের আর্টিকেলে আমি সম্পূর্ণ সঠিক ভাবে আপনাদের কে সঠিক নিয়মেই ফেসবুক পেজের নাম পরিবর্তন করার টিপস দিয়ে দিব। ফেসবুক পেজ কিন্তু আমরা অনেকে ই ব্যবসায়ী কাজের জন্য ব্যবহার করে থাকি। আবার অন্যান্য কাজে ও কিন্তু আমাদের এই পেজ ব্যবহার করতে হয়। তো সে ক্ষেত্রে দেখা যায় যে নাম দিয়েছি প্রথমে সেটি পছন্দ হচ্ছে না বা সেটি আমরা পরিবর্তন করব কিন্তু কোন ভাবে পরিবর্তন করা ও সম্ভব হচ্ছে না। 

ফেসবুক পেজের নাম পরিবর্তন করার নিয়ম তো আজকে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং সঠিক নিয়ম মেনে আপনারা যদি ফেসবুক পেজের নাম টি চেঞ্জ করতে যান তাহলে কিন্তু অবশ্যই হবে। প্রথমে বলি আর ফেসবুক অ্যাপস এর মাধ্যমে কিন্তু এই নাম পরিবর্তন হবে না। কারণ ফেসবুকে যে রুলস রেগুলেশন আছে তার ভিতর থেকে কিন্তু এই ফেসবুক পেজের নাম পরিবর্তন করা ইমপসিবল। ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য সরাসরি আমাদের ফোনে যে ফেসবুক অ্যাপস টি থাকে আমরা সেটি থেকে না গিয়ে অন্য ভাবে ট্রাই করবো। 

যেমন ধরেন আপনাদের ফোনে কিন্তু আরো অনেক গুলো ব্রাউজার থাকে গুগল, ক্রোম্য বা অন্যান্য যেসব ব্রাউজার আছে। আপনারা সেইসব ব্রাউজার ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদের কে সাজেস্ট করবো যে আপনারা google বা ক্রোমো থেকে Chrome browser টি সিলেক্ট করবেন। chrome Browser থেকে যে কোন কাজ খুব সহজে ই সমাধান পাওয়া যায়।ফেসবুক পেজের নাম পরিবর্তন করার নিয়মঃ
  • chrome Browser open করার পর সেখানে ফেসবুকের ভিতরে চলে যাবেন।
  • ফেইসবুক ওপেন হওয়ার পর একদম উপরে দেখতে পাবেন থ্রি লাইন আছে,, আপনারা সেখানে ক্লিক করবেন।
  • এর পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন পেজ নামে একটি অপশন আছে সেটিতে ক্লিক করবেন।
  • ফেসবুক পেজটি ওপেন হওয়ার পর সেখানে দেখতে পাবেন more নামে একটি অপশন আছে সেখানে চলে যাবেন।
  • এর পর দেখতে পাবেন এডিট পেইজ নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন।
  • এর পর পেজ ইনফর্মেশন বলে যে অপশন টি থাকবে সেটিতে ক্লিক করবেন।
  • এবার কিন্তু আপনি দেখতে পাবেন আপনার যে নাম টি প্রথম থেকেই দেওয়া আছে সেই নামটি শো করবে।
  • আপনি নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পুরাতন নাম টি চেঞ্জ করে যে নামটি দিতে চাচ্ছেন সেটি দিয়ে দিবেন।
  • আপনাদের এখানে ফাস্ট নাম এবং লাস্ট নাম দুইটা অপশন থাকবে,, আপনারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করে যে নামটি দিতে চাচ্ছেন সেটি প্রথম ঘরে এবং দ্বিতীয় ঘরে বসিয়ে ফিলাপ করবেন।
  • এরপর সর্বশেষ যে অপশনটি আপনারা দেখবেন সেটি হচ্ছে রিকোয়েস্ট চেঞ্জ। এরপর সেখানে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন হয়ে যাবে। তবে নামটি যে পরিবর্তন হয়েছে এটি আপনি দুই থেকে তিন দিনের ভিতরে দেখতে পাবেন এবং নাম চেঞ্জ করার পর থেকে আগামী ৭ থেকে ৮ দিনের মতো কিন্তু আপনি ওই পেজের আর কোন নাম পরিবর্তন করতে পারবেন না।

ফেসবুক পেজের নাম ইংরেজিতে

ফেসবুকে পেজের নাম কি ইংরেজিতে দিতে চাচ্ছেন? এমন কিছু ইউনিক নাম কি খুজছেন? যেটি আপনি আপনার ফেসবুক পেজটি তে ব্যবহার করতে পারেন। তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্য। আজকের আর্টিকেলে আমরা দেখবো ফেসবুক পেজে এর বেশ কিছু ইংরেজি নাম।
  • vitality Vibes, strangth society, fitness Frenzy, fitness fusion, active achievers, healthy harizons, energize life, Wellness way, thriver fitness, chic couture, glam and glow,, trendy tones, style spectrum, beauty bliss, fashion fitness, elegant edge, glamour guide, styles savvy, beauty binge, wonderlust wonders, globe trotters, adventure awaits, journey junction, travel tales, explore everyday, roaming realms, Nomadic NOOK, Epic escaps, Discover delight, Lifestyle landscape , global getaways, voyage vibes, roaming routes, gamer, preview text, oxygen, story line, Emotionless, love, feeling, darkness, Heartless, Akkas , creation, brand of pain, Lima, Pagla creator , official BD, fake smile, page creator, nothing official, South Indian actress, golpo Kotha, daiji, Amar life, love failure, emotion, broken heart, broken life, our story, kabbo nil, Mr legend, motionless, love bird, my life etc.
উপরে কিন্তু অনেক গুলা ফেসবুক পেজের ইংরেজি নাম আমরা দেখেছি। আমরা কিন্তু চাইলে এখান থেকে আইডিয়া নিয়ে বা এখান থেকে দেখে আমরা নিজেদের মতো করে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারব। বর্তমানে কিন্তু ফেসবুক পেজের প্রচলন অনেক বেশি এবং প্রত্যেক টি ব্লগার বা ইউটিউবার বা সাধারণ কন্টেন্ট মেকার সবারই কিন্তু একটা নিজস্ব পেজ থাকে। 
এই পেজ গুলোর নাম ইংরেজি তে নাম দিতে মন চাইলেও কিন্তু অনেক সময় কোন আইডিয়া মাথায় আছে না। তো আপনারা এখান থেকে কিন্তু দেখে পেজের নাম ইংরেজিতে দিতে পারেন। এখানে কিন্তু আমি অনেক গুলা ইংরেজি নাম আপনাদের সাথে শেয়ার করেছি। চাইলে এখান থেকে দেখে নিতে পারেন।

ইউনিক ফেসবুক পেইজের নাম

facebook পেজ কিন্তু এখন প্রতিটি মানুষ কম বেশি ব্যবহার করে থাকে ব্লগার কনটেন্ট মেকার সবাই কিন্তু এখন নিজস্ব পেজ ব্যবহার করতেছে। অনেকে আছেন যারা কিন্তু নতুন পেজ খুলতে চাচ্ছেন বা নতুন পেজ নিয়ে কাজ করার জন্য ভাবছেন। ইউনিক ফেসবুক পেইজের নাম তো তারা কি ধরনের নাম দিলে ফেসবুক পেজ গুলো একটু ইউনিক টাইপের হবে বা সবাই একটু এদিকে আকর্ষিত হবে। সেই নাম গুলো নিয়ে কিন্তু দুশ্চিন্তায় থাকেন। তাদের জন্য আজকে আমার এই আর্টিকেলটি করা। 

তারা চাইলে কিন্তু আমার এখান থেকে বেশ কিছু ইউনিক নাম আর সম্পর্কে জানতে পারবেন। এই পেজ গুলোর কিছু ইউনিক নাম কিন্তু তারা খুঁজে থাকে। আজকে আমি আপনাদের সাথে অনেক গুলো ফেসবুক পেজের ইউনিক নাম শেয়ার করবো। আপনারা কিন্তু চাইলে এখান থেকে আইডিয়া নিয়ে বা সরাসরি নাম গুলো দেখেও কিন্তু ফেসবুক পেজ খুলে নিতে পারেন বা ফেসবুক পেজের নাম পরিবর্তন করে নিতে পারেন। 

ইউনিক ফেসবুক পেইজের নামঃ রোমাঞ্চকর, ভালোবাসা, প্রেমের সমাধি, রোমান্টিক প্রেমের গল্প, চির বিদায়, রোমান্টিক লাভ স্টোরি, ভালোবাসার গল্প, ভালোবাসার রংধনু, ভালোবাসার কবিতা, বেঁচে থাকুক ভালোবাসা অভিমানী ভালোবাসা অসমাপ্ত ভালোবাসা, অন্ধ ভালবাসা, রোমান্টিক প্রেমের গল্প, রোমান্টিক গল্প লেখা, কাল্পনিক রোমান্টিক গল্প, রোমান্টিক লাভ স্টোরি, আবেগ, ট্যালেন্টেড কন্যা, ট্যালেন্টেড হারামি, রোমান্টিক জোকস এর সমাহার, ট্যালেন্টেড পোলা, মিমিক্রি, রান্নার রেসিপি, মজাদার খাবারের মেলায়, রান্না শিখুন, রকমারি রান্না, আসুন রান্না শিখি, চোখের রান্না, গৃহিণীদের রান্নাঘর, 

আমাদের রান্নাঘর ও গল্পের কথা, রূপকথার রান্না কথন, দেশ-বিদেশি সুস্বাদু রান্না, রান্না ঘরের রূপকথা, মায়ের হাতে রান্না, বাঙালি রান্না ইত্যাদি।এগুলো সব কিন্তু ইউনিক নাম এবং আপনারা কিন্তু চাইলে এই নাম গুলো ব্যবহার করে নিজেদের ফেসবুক পেজে পরিচিতি বাড়াতে পারেন। কারণ যত ইউনিক নাম আপনারা ফেসবুক পেজে ব্যবহার করবেন মানুষ ততই আকর্ষিত হয়ে আপনার পেজটি ভিজিট করার জন্য আসবে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন ফেসবুক পেজ ব্যবহার করার ক্ষেত্রে ফেসবুক পেজের নামটি যেন ইউনিক হয়।

আর্ট পেজের নাম বাংলা

পেজের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের পেইজ মানুষ খুলে থাকে। যেমন কেউ আর্টের পেজ খুলতে চাই, কেউ কেউ শিক্ষামূলক, কেউ রান্নার জন্য, কেউ নিজের বিজনেসের জন্য বিভিন্ন ধরনের পেজ কিন্তু খোলা থাকে। তো আজকে আমরা দেখব আর্ট পেজের বাংলা নাম গুলো কি কি। আর্ট পেজের জন্য কিন্তু আমরা অনেকে ই নাম খুঁজে ও পাই না। তো আজকে আমি আপনাদের সাথে এমনই কিছু আর্ট পেজে নাম শেয়ার করবো। যেগুলো থেকে আপনারা দেখে কিন্তু আইডিয়া নিয়ে বা নিজেদের মতো করে কিন্তু পেজের নাম পরিবর্তন করে বা নতুন পেজ খুলে নিতে পারবেন। 
শিক্ষাঙ্গন, রং তুলি, আর্ট পেজ, আর্ট গ্যালারি, আর্টবুক, আর্টিস্ট, হ্যাক, আর্ট এন্ড আর্টিস্ট, সিনেমাটিক আর্ট, আর্টিস্ট হ্যান্ডক্রাফট, টেলিগ্রাফি আর্ট, আর্ট ভিলেজ , আর্ট সিটি, আর্ট ফিল্ম, রং তুলির কাব্য, রঙিন আর্ট, শিল্পের ছোঁয়া, শিল্পের আকাশ, শিল্পের রংধনু, রং তুলির কাব্য, রূপকথা, রং তুলির আচড়, ক্যানভাসের কাব্য, ছবির ছন্দ, শিল্প বৃন্দ, তুলির কথা, ছবি আঁকা রং, তুলি কথা শিল্প রং, শিল্পাচ্ছন্দ। আর্ট পেজের জন্য যাদের আর কিছু নাম দরকার ছিল তারা কিন্তু এখান থেকে এই নাম গুলো নিতে পারেন।

স্টাইলিশ পেজের নাম

অনেকে কিন্তু পেজের নামকরণ করার জন্য নাম খুঁজে পাই না বা স্টাইলিশ কিছু নাম খুজে থাকেন। বর্তমানে কিন্তু মানুষের আধুনিকত্বের ছোঁয়া লেগেছে অনেক বেশি এবং মানুষ কিন্তু স্টাইলিশ ভাবে সবকিছুই করতে চাই। তো অনেকে কিন্তু আছেন যারা ফেসবুক পেজের নামে স্টাইলিশ ভাবে দিতে চাই। তারা আজকে আমার এই আর্টিকেলটি পড়লে বুঝতে পারবেন। ব্যর্থ প্রেমিক, চোখের জল, জীবনটাই বেদনার, কারাগার, মনের কষ্ট, ডিপ্রেশন, আবেগ, অনুভূতির গল্প, অবেলা, ছায়াবতী, জীবিত লাশ, নানুর মেয়ে, রেশমা ভাবি, কবিতা, ডায়েরী,আড়াল,

 কষ্টের তরী, গাং চিল, দুষ্টু মন্ত্রী, সিনিয়র হারামি, অবুঝ মন, ভাবের পাগল, রংতুলি, অচেনা এক রাজকুমারী, অচেনা এক রাজকুমার, রাজকন্যা, দুষ্টু বালক, পরিবারের বড় ছেলে, পরিবারের ছোট ছেলে, বাবা মায়ের একমাত্র রাজকন্যা, অসমাপ্ত ভালোবাসা, সাদা কালো জীবন, রঙিন জীবন, মিস্টার হাইপার, সিঙ্গেল লাইফ, শেষের কবিতা, রূপকথার রাজকুমার, মাইসা মায়া, স্বপ্নের পৃথিবী বিদায় ভাঙ্গা ঢেউ, মনের কারিগর, অচিন পাখি, মেঘ বালিকা, নীল আকাশের জোসনা, স্বপ্নের রাজকুমারী, অচিনপুরের রাজকুমার, সন্ধ্যা তারা, অলস, পালক, মিষ্টি মেয়ে, 
পাঞ্জাবিওয়ালা ছেলে, মনের পাখি তুমি, গল্পের শহর, হিজাবি কুইন, মায়াবী মেঘ, শেষ বিকেলের আলো, শান্ত ছেলে, ঘাসফড়িং, স্পর্শের তরী, ভাবি, রাজকুমার, গল্পের শেষের পাতা, নীলকাব্য, শিশির ভেজা ফুল, শ্রাবণ সন্ধ্যা, বাবা মায়ের ছোট মেয়ে, বাবা মায়ের একমাত্র মেয়ে, ভাবনার হৃদয়, ঝিনুক বিহীন মুক্তা, মেঘ স্পর্শিয়া, লিমা, আজাইরা ডট কম, ভালবাসার দিওয়ানা, আড্ডা, পাগলের কারখানা, জোকস, বাক্স, আড্ডার পেজ, মজার জোকস, পাগলি মেয়ে, হাবুডুবু, রং তামাশা, রাতের আড্ডা, টেডি, ডাব, বিজনেস, প্যাসেঞ্জার, ব্লাড সেন্টার, ব্যবসা, বিজনেস, সফল ব্যবসায়ী, অনলাইন ইনকাম, ডেভলপার, সফল উদ্যোক্তা, অনলাইন জব ইত্যাদি।

ফেসবুক পেজের নাম কতবার পরিবর্তন করা যায়

ফেসবুক পেজের নাম আপনি যতবার ইচ্ছা ততবার পরিবর্তন করতে পারবেন। তবে আপনাকে মাঝখানে কিছু গ্যাপ রেখে আবার ট্রাই করতে হবে। ধীরে ধীরে সব কিছুই জানতে পারবেন আ চলুন তার আগে দেখে নেয় ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করতে হয় এবং এটি কতদিন পর পর পরিবর্তন করা যাবে বা কতবার পরিবর্তন করা যাবে। ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য আপনাকে যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি ক্রমো ব্রাউজারটি সিলেক্ট করলাম।
chrome Browser open করার পর সেখানে ফেসবুকের ভিতরে চলে যাবেন।
  • ফেইসবুক ওপেন হওয়ার পর একদম উপরে দেখতে পাবেন থ্রি লাইন আছে আপনারা সেখানে ক্লিক করবেন।
  • এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন পেজ নামে একটি অপশন আছে সেটিতে ক্লিক করবেন।
  • ফেসবুক পেজটি ওপেন হওয়ার পর সেখানে দেখতে পাবেন মোর নামে একটি অপশন আছে সেখানে চলে যাবেন।
  • এরপর দেখতে পাবেন এডিট পেইজ নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন।
  • এরপর পেজ ইনফর্মেশন বলে যে অপশনটি থাকবে সেটিতে ক্লিক করবেন।
  • এবার কিন্তু আপনি দেখতে পাবেন আপনার যে নামটি প্রথম থেকেই দেওয়া আছে সেই নামটি শো করবে।
  • আপনি নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পুরাতন নামটি চেঞ্জ করে যে নামটি দিতে চাচ্ছেন সেটি দিয়ে দিবেন।
  • আপনাদের এখানে ফাস্ট নাম এবং লাস্ট নাম দুইটা অপশন থাকবে আপনারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করে যে নামটি দিতে চাচ্ছেন সেটি প্রথম ঘরে এবং দ্বিতীয় ঘরে বসিয়ে ফিলাপ করবেন।
  • এরপর সর্বশেষ যে অপশনটি আপনারা দেখবেন সেটি হচ্ছে রিকোয়েস্ট চেঞ্জ এরপর সেখানে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন হয়ে যাবে।
  • তবে নামটি যে পরিবর্তন হয়েছে এটি আপনি দুই থেকে তিন দিনের ভিতরে দেখতে পাবেন এবং নাম চেঞ্জ করার পর থেকে আগামী ৭ দিনের মতো কিন্তু আপনি ওই পেজের আর কোন নাম পরিবর্তন করতে পারবেন না।
তার পর থেকে আপনি ফেসবুক পেজের নাম যতবার ইচ্ছা ততবার পুরো পরিবর্তন করতে পারবেন। তবে আপনাকে মাঝখানে সাত থেকে আট দিনের গ্যাপ রাখতে হবে এর ভিতরে আপনি কোন ভাবে ফেসবুক পেজটির নাম পরিবর্তন করতে পারবেন না। ফেসবুকের বেশ কিছু রুলস আছে এই রুলস গুলো যদি আপনি ব্রেক করেন তাহলে আপনার ফেসবুক পেজ টি ব্যান্ড হতে পারে। তাই আপনি যদি আজকে ফেসবুক পেজটির নাম পরিবর্তন করে থাকেন তাহলে আর সাত থেকে আট দিন পর আপনি আবার ট্রাই করবেন এইভাবে করে আপনি যতবার ইচ্ছা ততবার ফেসবুক পেজের নাম পরিবর্তন করে নিতে পারবেন।

লেখক এর শেষ মন্তব্য

সোশ্যাল মিডিয়া আমাদের গুরুত্বপূর্ণ একটি সাইট আমরা এই সাইট ছাড়া কিন্তু এখন চলতে পারি না। আর আজকে আমরা ফেসবুক পেজের নাম পরিবর্তন করার নিয়ম রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত ভাবে জানলাম আমরা অনেকেই কিন্তু ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করতে হয় বা ফেসবুক পেজের ইংরেজিতে কিভাবে নাম দিতে হয়, আর কত নাম রয়েছে বা facebook এর ইউনিক কিছু পেজের নাম ইত্যাদি সম্পর্কে কিন্তু অনেকেই আছেন যারা জানতেন না বা জানতে আগ্রহী। তারা কিন্তু আজকে আমারে আর্টিকেলটি মনোযোগ দিয়ে একটু পড়লে কেউ বুঝতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করা হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url