ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ - সিলেট থেকে ঢাকা ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে অনেকে কিন্তু সিলেট যেতে চান তবে সময়সূচী বা ট্রেন এর ভাড়া সম্পর্কে
তারা হয় তো কিছু জানে না। জানতে চাই বা জানতে অনেক বেশি আগ্রহী। তাদের জন্য
কিন্তু আজকের এই আর্টিকেল টি করা আপনারা চাইলে এখান থেকে আর ঢাকা থেকে সিলেট
ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ সম্পর্কে জানতে পারবেন। অনেকে ই কিন্তু
বন্ধু-বান্ধব ভ্রমণের জন্য ঢাকা থেকে সিলেট যেতে চাই।
তবে কোথা ও যাওয়ার ক্ষেত্রে প্লানিং এর ভিতরে কিন্তু কোথায় যাবে, কি করবে বা কত
ভাড়া পড়বে সব কিছু ই আর নির্ধারণ করে রাখতে হয়। সে জন্য আপনারা আজকের আর্টিকেল
টি মনোযোগ দিয়ে পড়বেন এবং এখান থেকে আপনারা ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী ও
ভাড়া ২০২৫ সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পারবেন। আপনারা যদি এ গুলো আগে থেকে
জেনে রাখেন তাহলে কিন্তু আপনাদের নির্দিষ্ট একটি গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য
কিন্তু অপেক্ষা করা লাগবে না।
পোস্টের সূচিপত্রঃ ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ - সিলেট থেকে ঢাকা ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
ঢাকা থেকে সিলেট ট্রেনের চলাচলের জন্য অনেক জনপ্রিয় একটি রুট হচ্ছে এই রেলওয়ে
টি। ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য কিন্তু অনেক যাত্রীরা সময় সূচি ও ভাড়া
সম্পর্কে জানতে আগ্রহী। ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ অনেক
ই ঠিক সময় মতো এই গুলো খোঁজ খবর নিতে পারেন না বিধায় সঠিক সময়ে সঠিক গন্তব্যে
পৌঁছাতে পারে না। তাই আপনারা যদি এই ঢাকা থেকে সিলেট ট্রেনে সময় সূচি সম্পর্কে
আগে থেকে জেনে রাখেন তাহলে কিন্তু আপনারা যে সময় টি তে যেতে চান সেই সঠিক সময়ে
কিন্তু আপনার সঠিক মন্তব্যে পৌঁছাতে পারবেন।
আর চলুন শুরু করি আমরা আজকে যে বিষয় বস্তু সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটি
হচ্ছে ঢাকা থেকে সিলেট ট্রেন সময় সূচি ও ভাড়া ২০২৫ এ কেমন হতে পারে। ঢাকা থেকে
সিলেট রুটে চার টি ট্রেন চলাচল করে। ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী ও
ভাড়া ২০২৫ এই ট্রেনের সময় সূচী সম্পর্কে আমরা এখন নিচে জেনে নিব ।
ট্রেনের নামঃ
- পার্বত্য এক্সপ্রেস ট্রেন টি যাত্রা শুরু করবে ঢাকা থেকে সকাল ৬ টা ৩০ মিনিটে এবং সিলেটে গিয়ে যাত্রা শেষ করবে দুপুর ১ টার সময়।
- জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন টি যাত্রা শুরু করবে ঢাকা থেকে সকাল ১১:১৫ মিনিটে এবং সিলেটে গিয়ে যাত্রা শেষ করবে সন্ধ্যায় ৭ টায়।
- উপবন এক্সপ্রেস ট্রেন টি যাত্রা শুরু করবে ঢাকা থেকে রাত দশ টায় এবং সিলেটে গিয়ে যাত্রা শেষ করবে ভোর পাঁচ টায়।
- কালানি এক্সপ্রেস ট্রেন টি যাত্রা শুরু করবে ঢাকা থেকে দুপুর ২ টা ৫৫ মিনিটে এবং এটি সিলেটে গিয়ে যাত্রা শেষ করবে রাত 9 টা 3০ মিনিটে।
উপরে উল্লেখিত এই ট্রেন গুলো ঢাকা থেকে ই যাত্রা শুরু করবে এবং সিলেটে গিয়ে ই
থামবে। আপনারা এই সময় গুলো দেখে এখান থেকে ই নিজেদের পছন্দ মতো ট্রেন সিলেক্ট
করে টিকিট কেটে কিন্তু নিজের গন্তব্যে পৌঁছাতে পারবেন। যে গুলো তে আপনারা অনেক
বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং এই ট্রেনের ভিতরে আপনাদের বিভিন্ন ধরনের সুযোগ
সুবিধা দেওয়া হবে।
সিলেট থেকে ঢাকা ট্রেনের সময়সূচী
সিলেট থেকে ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে আপনি যদি বিস্তারিত ভাবে জানতে চান
তাহলে কিন্তু আজ কে আমার এই আর্টিকেল টি মনোযোগ দিয়ে পড়তে হবে। কারণ আজকের এই
আর্টিকেলে আমি আপনাদের কে ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা
করব। আপনারা কিন্তু এখান থেকে দেখে আপনাদের সঠিক গন্তব্য স্থানে সঠিক সময়
পৌঁছাতে পারবেন।
সিলেট থেকে ঢাকা এই রুটের কিন্তু আন্তঃনগর এর ট্রেন চলে এবং এই আন্তঃনগর ট্রেন
গুলোর মধ্যে রয়েছে জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, কল্যাণী এক্সপ্রেস,
উপবন এক্সপ্রেস ইত্যাদি। এই ট্রেন গুলো কখন ছাড়বে সেটি কিন্তু অনেকের ই অজানা
এবং এটি সম্পর্কে কিন্তু অনেকে ই জানতে আগ্রহী হয়। কারণ সময় সম্পর্কে আগে থেকে
জানা থাকলে কিন্তু আমাদের অনেক ধরনের সুবিধা হয়।
ট্রেনের নামঃ
- পারাবত এক্সপ্রেস ৭১০ মঙ্গলবার সিলেট থেকে ট্রেন টি ছাড়বে দুপুর ৩ টা ৪৫ মিনিটে এবং ট্রেন টি ঢাকা গিয়ে পৌঁছাবে ১০ টা ৪০ মিনিটে।
- জয়ন্তিকা এক্সপ্রেস ৭১৮ বৃহস্পতিবার সিলেট থেকে ট্রেন টি ছাড়বে সকাল ১১ টা ১৫ মিনিটে এবং ঢাকা গিয়ে পৌঁছাবে সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে।
- উপবন এক্সপ্রেস ৭৪০ সিলেট থেকে এই ট্রেন টি ছাড়বে রাত ১০ টা ৩০ মিনিটে এবং ট্রেন টি ঢাকা গিয়ে পৌঁছাবে ভোর ৬ টা ৪৫ মিনিটে।
- কালানি এক্সপ্রেস ৭৭৪ সিলেট থেকে এই ট্রেন টি ছাড়বে ভোর 6:15 মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছাবে দুপুর এক টার সময়।
উপরে উল্লেখিত ট্রেন গুলোর এই সময় কিন্তু নির্ধারিত থাকবে এবং আপনারা যদি এই
ট্রেনে যেতে চান তাহলে কিন্তু আপনাদের কে এই সময়ের ভিতরে ই পৌঁছাতে হবে এবং আপনি
কিন্তু আগে থেকে ই এই সময় গুলো সম্পর্কে জেনে রাখলে আপনার জন্য অনেক সুবিধা হবে
আপনি সময় মতো ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন।
ঢাকা টু সিলেট ট্রেনের ভাড়া
ঢাকা টু সিলেট রুটে যে ট্রেন গুলো চলে তার মধ্যে উল্লেখিত রয়েছে জয়ন্তিকা
এক্সপ্রেস, পার্বত এক্সপ্রেস, কালানি এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ইত্যাদি। এই
ট্রেন গুলোর মূলত ঢাকা টু সিলেট হতে চলে। এই ট্রেন গুলোর কিন্তু আলাদা আলাদা
ভাড়া রয়েছে এবং আমরা অনেকে কিন্তু এই গুলো সম্পর্কে জানে না। ট্রেনের ভাড়া
সম্পর্কিত বিষয় গুলো থেকে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। অনেকে ই রয়েছেন যারা
ট্রেনের টিকিট কাটার জন্য কিন্তু আগে থেকে ভাড়া দাম সম্পর্কে জানতে চাই।
তারা আজ কে কিন্তু আমার এই আর্টিকেল এ ভাড়া সম্পর্কে আপনারা মোটা মুটি ভালো একটা
ধারণা পাবেন। কারণ এই ভাড়া সম্পর্কিত বিষয় গুলো কিন্তু সরাসরি ট্রেনের রেলওয়ে
থেকে নেওয়া হয়েছে। আপনারা যারা সরাসরি স্টেশনে গিয়ে ট্রেনের ভাড়া সম্পর্কিত
বিষয় গুলো সম্পর্কে ধারণা নিতে পারেন না তারা কিন্তু এই অনলাইনে সার্চ করে আমার
এই আর্টিকেল টি দেখতে পারেন।
- শোভন চেয়ারের জন্য আর টিকিটের ভাড়া পড়বে ৩৭৫ টাকা।
- প্রথম আসনের জন্য টিকিটের ভাড়া পড়বে ৫৭৫ টাকা।
- স্নিগ্ধা টিকিটের জন্য ভাড়া পড়বে ৭১৯ টাকা।
- এসিএস টিকিটের জন্য ভাড়া পড়বে ৮৬৪ টাকা।
- এসি বার্থ টিকিটের জন্য ভাড়া পড়বে ১২৮৮ টাকা।
আপনারা কিন্তু এখান থেকে অনলাইনে সার্চ করে এই ভাড়া গুলো সম্পর্কে ধারণা নিতে
পারেন এবং আপনি আপনার টিকিট টি কেটে নিতে পারেন। ভাড়া সম্পর্কে ধারণা থাকলে আপনি
যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবেনই টিকিট কাটতে পারবেন।
ঢাকা টু সিলেট ট্রেনের কেবিন ভাড়া
ঢাকা থেকে অনেকে ই কিন্তু সিলেট ট্যুরে যেতে চাই এবং যারা ট্রেনে করে অন্যান্য
বিভিন্ন কাজের জন্য যেতে চাই তারা কিন্তু অনেকে ই জানেন না ঢাকা টু সিলেট ট্রেনের
কেবিন ভাড়া আর কেমন হতে পারে। অনেকে কিন্তু অনলাইনে সার্চ করে এ গুলো খুঁজে
থাকে। অনেকেই আর সাধারণ বগীর থেকে কেবিন নেওয়া ওটা বেটার মনে করেন। কারণ কেবিনে
আপনার কোন আর ঝুট ঝামেলা নাই। সেখানে আপনি আপনার মত করে থাকতে পারবেন এবং কেবিন
নিলে আপনার কিন্তু কোন ধরনের কোন সমস্যা হবে না।
আপনি নিজের মতো করে সেখানে টাইম স্পেন্ড করতে পারবেন। এ জন্য বেশির ভাগ মানুষ
কিন্তু বাজেটের ভিতরে ই এই কেবিন আর ভাড়া করে ঢাকা থেকে যেতে চান। তবে অনেকে ই
আছেন যারা ঢাকা টু সিলেট ট্রেনের কেবিন ভাড়া সম্পর্কে কিন্তু কিছু ই জানেন না।
অনেকে ই আছেন নতুন যারা ঘুরতে যেতে চাই কিন্তু ভাড়া সম্পর্কে জানে না তারা
কিন্তু অনলাইনে সার্চ দিয়ে আমার আর্টিকেল টি দেখতে পারেন। নিচে ঢাকা টু সিলেট
ট্রেনের কেবিন ভাড়া সম্পর্কে আলোচনা করা হলো -
- ✪ নন এসি কেবিন প্রতি সিটের জন্য ভাড়া পড়বে ৫৭৫ টাকা।
- ✪ এসি কেবিনের জন্য প্রতি সিটের ভাড়া পড়বে ৮৬৩ টাকা।
প্রতি টা কেবিনে এর তিন থেকে ছয় টা করে সিট থাকে। আপনি যে সিটের কেবিন নিতে চান
সেই সিটের উপর ভিত্তি করে ই আপনারা দাম নির্ধারিত হবে। দুইটা বেডের মতো কিন্তু
একটি কেবিন পাওয়া যায় যেটি তে থাকে ছয় টা সিট। আপনারা যদি সেই ছয় ছিট এর
কেবিন নিতে চান তাহলে প্রতি সিটের জন্য আপনাদের কে ৫৭৫ অথবা ৮৬৩ টাকা পেমেন্ট
করতে হবে। আপনাদের এই কেবিন টি আপনারা নন এসি নিতে চাচ্ছেন নাকি এসি নিতে চাচ্ছেন
সেটি ঠিক করতে হবে।
ভাড়া সম্পর্কে জেনে রাখতে পারবেন। আপনার যদি ছয় ছিট এর বা তিন ছিট এর একটি
কেবিন নিয়ে সেখানে যত জন মানুষ ই থাকেন না কেন আপনাদের ভাড়া কিন্তু ওই একই রকম
পড়বে। মানে যে কয় টি সিট রাখবে সেই কয় টি সিটের উপর ভিত্তি করে ই আপনার দামটি
ধরা হবে। এবং সেখানে আপনারা যত জন থাকতে চান থাকতে পারবেন।
ঢাকা টু সিলেট ট্রেনের টিকেট বুকিং
ঢাকা টু সিলেটের ট্রেনের টিকিট বুকিং করার জন্য আপনারা কিন্তু চাইলে অনলাইন
মোবাইল ব্যবহার ট্রেনের টিকেট বুকিং করতে পারেন অথবা অফলাইনে সরাসরি ট্রেন
স্টেশনে গিয়ে ও টিকিট বুকিং করতে পারেন। তবে আপনাদের সুবিধার্থে আপনারা অনলাইনে
ঘরে বসে কিন্তু টিকিট বুকিং দিতে পারবেন। অনলাইনে ট্রেনের টিকিট বুকিং দেওয়ার
জন্য আপনাদের কিন্তু ওয়েবসাইটে যেতে হবে আপনারা চাইলে কিন্তু এটি অ্যাপস দিয়ে ও
করতে পারেন।
- আপনারা যদি অ্যাপস এর মাধ্যমে টিকিট বুকিং করতে চান তাহলে আপনি আপনার প্লে স্টোর চলে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ করে সার্চ দিবেন rail Sheba.. এই টি লিখে সার্চ করার পর আপনি এই রেলস্টেশনের অ্যাপস টি পেয়ে যাবেন এবং সেখানে প্রবেশের জন্য আপনি অ্যাপসের উপর ক্লিক করবেন। এর পর অ্যাপস টি ওপেন হয়ে গেলে আপনি সেখানে আপনার নাম, ইমেইল এড্রেস, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। সব গুলো প্রসেস আপনারা স্টেপ বাই স্টে ফলো করবেন এবং সর্ব শেষে দেখবেন যে আপনার একাউন্টে সচল করার জন্য আপনার ইমেইল একটি লিংক পাঠানো হবে সেই লিংক টি যদি আপনি ভেরিফাই করে ওকে করেন। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট টি একটিভ হয়ে যাবে এবং আপনি সেখান থেকে চাইলে খুব সহজে ঘরে বসে কিন্তু অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন।
- আপনারা যদি ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং করতে চান। তাহলে আপনাদের ফোনের যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এরপর ব্রাউজারে গিয়ে সার্চ অপশনের সার্চ করতে হবে https://www.esheba.cnsbd.com সার্চ দেওয়ার পর আপনার সামনে কিন্তু আর রেলে স্টেশনের ওয়েবসাইট চলে আসবে। আপনি সেখানে প্রবেশ করবেন। প্রবেশের পর আপনার সামনে যে অপশন গুলো আসবে সেখানে আপনি আপনার ফোন নাম্বার, নাম, ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বললে সেটি করবেন। আপনি আর লগ ইন করার পর আপনার মেইলে একটি ভেরিফাই লিংক পাঠানো হবে। আপনি যদি ওই লিংক টি ভেরিফাই করে ডান করে দেন তাহলে কিন্তু আপনার একাউন্টে একটিভ হয়ে যাবে এবং আপনার একাউন্ট একটিভ হওয়ার পর আপনি ঘরে বসেই ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন।
ঢাকা থেকে সিলেট বাস ভাড়া
আব্দুল্লাহপুর, মহাখালী, গাবতলী, আরামবাগ, ফকিরাপুল, সায়দাবাদ ঢাকার রাজধানী
গুলোর মধ্যে ঢাকা থেকে সিলেট বাস গুলো সিলেট টু ঢাকা রুটেই চলে। এখানে কিন্তু
নিচে দুই টা ধরনের বাস আপনারা পাবেন। কোনো টার ভিতরে এসি ফিট করা, আবার কোনটার
ভিতরে এসি নাই। যে বাসের ভিতরে এসি ফিট করা সে গুলোর ভাড়া একটু বেশি এবং যে বাস
গুলোর ভিতরে এসি নাই সে গুলো ভাড়া কিন্তু একটু কম আছে।
ঢাকা থেকে সিলেটে বাসে করে গেলে আপনার সময় লাগতে পারে ছয় থেকে সাত ঘণ্টার মতো।
তবে আপনি যদি একটু দ্রুত গতি সম্পন্ন গাড়ি তে যান তাহলে কিন্তু এর আগে ও গিয়ে
পৌঁছাতে পারেন। ঢাকা থেকে সিলেটের নন এসি বাসের ভাড়া ৫৫০ টাকা এবং ঢাকা থেকে
সিলেট এসি বাসের ভাড়া ৬১০ টাকা। আবার কিছু কিছু বাস রয়েছে যে গুলোর নন এসির
ভাড়া ও কিন্তু একটু বেশি যেমন ঢাকা থেকে সিলেট নন এসি বাসের ভাড়া 700 থেকে ৭৫০
টাকা আবার দেখা যাচ্ছে যে ঢাকা থেকে সিলেট এসি বাসের ভাড়া কিন্তু ৯৫০ থেকে ১৫৫০
টাকার মতো।
চট্টগ্রাম থেকে সিলেট ট্রেনের সময়সূচী
চট্টগ্রাম থেকে সিলেট ট্রেনের সময় সূচী সম্পর্কে কিন্তু অনেকে জানতে চান এবং
অনেক মানুষ আছেন যারা সময়ের অভাবে খোঁজ খবর নিতে পারেন না। তারা অনলাইনে সার্চ
করে এই গুলো খুজে থাকেন। যেমন আজ কে আমার এই আর্টিকেলে চট্টগ্রাম থেকে সিলেট
ট্রেনের সময় সূচী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ট্রেনের নামঃ
- পাহাড়িকা এক্সপ্রেস ৭১৯ সোমবার ট্রেন টি চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করবে সকাল ৯ টায় এবং ট্রেন টি সিলেটে গিয়ে যাত্রা শেষ করবে সন্ধ্যা ৬ টায়।
- উদয়ন এক্সপ্রেস ৭২৩ শনিবার ট্রেন টি চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করবে রাত ৯:৪৫ মিনিটে এবং ট্রেন টি সিলেটে গিয়ে যাত্রা শেষ করবে ভোর ৬ টায়।
- জালালাবাদ এক্সপ্রেস ১৩ ট্রেন টি চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করবে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে এবং সিলেটে গিয়ে ট্রেনটি যাত্রা শেষ করবে সকাল 11 টায়।
যারা চট্টগ্রাম থেকে সিলেটে আসতে চান তারা কিন্তু এখান থেকে এই সময় দেখে এবং
ট্রেন টি কোথা থেকে কোন জায়গায় যাত্রা শুরু করে শেষ করবে সে গুলো ঠিক রেখে
কিন্তু আপনারা ট্রেনের টিকিট কেটে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন। এই সময় গুলো
সম্পর্কে আপনাদের ধারণা অনেকের ই থাকতে না ও পারে। আপনার অনলাইনে সার্চ করে খুঁজে
এই আর্টিকেল টি পড়বেন। আজকের আর্টিকেলে আমরা জেনেছি চট্টগ্রাম থেকে সিলেট ট্রেন
টি কোন সময়ে বা কখন যাবে সেই সম্পর্কে।
লেখক এর শেষ মন্তব্য
আজকে কিন্তু আমরা অনেক গুরুত্ব পূর্ণ বিষয় ঢাকা থেকে সিলেট ট্রেনের
সময়সূচী ও ভাড়া ২০২৫ সম্পর্কে জেনেছি আমরা অনেকে ই কিন্তু ঢাকা থেকে সিলেট
ঘুরতে যাওয়ার জন্য বন্ধু বান্ধব মিলে বা অফিসের কলিগ রা মিলে প্ল্যানিং করে থাকি
যে কখন আমরা এখান থেকে রওনা দিব বা কখন গিয়ে পৌঁছাব বা ভাড়া কত পড়বে সব কিছু
বুঝে নিতে পারেন। এবং আপনাদের প্ল্যানিং অনুযায়ী আপনারা কিন্তু সঠিক গন্তব্য
স্থানে পৌঁছাতে পারবেন। ট্রেনের এই ভাড়া সম্পর্কে বা সময় সম্পর্কে কিন্তু
আপনাদের অনেক ধরনের কাজে লেগে থাকে। তাই এগুলো জেনে রাখা আপনাদের জন্য ভালো।
আপনারা যদি ঘুরতে যান বা কোথাও কোনো কাজের জন্য যান তাহলে কিন্তু এই সময়ের আমরা
সঠিক জায়গাতে পৌঁছাতে পারবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url