ভ্রমণের সেরা ২৫ টিপস - ট্যুরের প্রয়োজনীয় জিনিস বিস্তারিত তথ্য জানুন
আপনি কি সুন্দর পরিপাটি সাজানো গোছানো একটি ভ্রমণট্যুর দিতে চান? সাজানো গোছানো
কেন বলছি জানেন? ভ্রমণে যাওয়ার আগে আমরা এতটাই বেশি কৌতুহলী থাকি যে আমাদের
জিনিসপত্রগুলো ঠিকঠাক ভাবে গুছিয়ে নিতে পারি না। তাড়াহুড়া করে অনেক সময় অনেক
ধরনের ভুল করে ফেলি তাই ভ্রমণের সেরা ২৫ টিপস জানবো। যেটি থেকে আমাদের ভ্রমন
যাত্রাটি খারাপ না হয়।
তাই আমাদের সকলের উচিত ভ্রমণে যাওয়ার আগে একবার হলেও ভ্রমণ সম্পর্কিত এই ২৫ টি
টিপস জেনে নেওয়া। এই ভ্রমণের সেরা ২৫ টিপস গুলো যদি আপনারা আগে থেকে জেনে রাখেন
তাহলে ভ্রমণে যাওয়ার সময় তাড়াহুড়া করে বের হলেও আপনারা কোন জিনিস ভুল করে
ফেলে যাবেন না বা কোন ভুল হবে না।
পোস্টের সূচিপত্রঃ ভ্রমণের সেরা ২৫ টিপস - ট্যুরের প্রয়োজনীয় জিনিস
ভ্রমণের সেরা ২৫ টিপস
আজকের পোস্টে আপনাদের জন্য ভ্রমণের সেরা ২৫টি টিপস সম্পর্কে আলোচনা করব। এছাড়াও
কিন্তু আজকের পোস্টটা আপনাদের জন্য আরও থাকছে কক্সবাজার ভ্রমণের জন্য প্রয়োজনীয়
জিনিসপত্র, পাহাড়ে ঘুরতে গেলে কি কি জিনিস নিয়ে যেতে হয়, কক্সবাজার যাওয়ার
প্রস্তুতি ইত্যাদি।ভ্রমণে যাওয়ার আগে যদি এই টিপসগুলো সম্পর্কে আপনার ধারণা থেকে
থাকে তাহলে কিন্তু ভ্রমণে যাওয়ার সময় কোন ঝামেলায় পড়তে হবে না। সঠিকভাবে
ভ্রমণটি ইনজয় করতে পারবেন। ভ্রমণে তো মানুষ যাইই হচ্ছে আনন্দ করতে তো কোন ভুল না
করে এই টিপস গুলোই ফলো করুন। ভ্রমণের সেরা ২৫ টিপস গুলো জেনে নিনঃ
- ১. সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।
- ২. এরপর জিনিসপত্রের লিস্ট বানিয়ে ফেলতে হবে।
- ৩. ভ্রমণের জন্য যে স্থানগুলোতে আপনি যাবেন সেইখানকার ভাষা সম্পর্কে একটু হলেও জেনে নেওয়া উচিত।
- ৪. প্রয়োজনীয় কাপড়-চোপড় প্যাক করে নিতে হবে।
- ৫. কিছু শুকনো খাবার দাবার সাথে নেওয়া ভালো।
- ৬. মোবাইল বা ল্যাপটপের চার্জার সাথে নিতে হবে।
- ৭. দরকারি কাগজপত্র গুলো সাথে নেওয়া উচিত।
- ৮. প্রয়োজনীয় ঔষধপত্র সাথে নিয়ে নিন।
- ৯. কিছু বই সাথে নিয়ে নিতে পারেন।
- ১০. ফেসওয়াশ, শ্যাম্পু, মেকআপ প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিতে হবে।
- ১১. হেয়ার ড্রায়ার সাথে নিতে পারেন।
- ১২. ভ্রমণের জন্য যেখানে যাবেন সেখানকার প্রয়োজনীয় নাম্বার ও এড্রেস গুলো একটা জায়গায় নোট করে নিতে পারেন।
- ১৩. ভ্রমণের জন্য যদি কোনো টিকিট কেটে থাকেন তাহলে প্রয়োজনীয় টিকিটটি আগে ব্যাগে গুছিয়ে নিন।
- ১৪. ভ্রমণের জন্য যে কয়টা ব্যাগ লাগে গুছিয়ে নিন।
- ১৫. সাথে একটা হেডফোন নিয়ে নেওয়া ভালো কারণ ভ্রমণে যাওয়ার সময় গান শুনতে অনেক ভালো লাগে
- ১৬. ছোটখাটো একটা পানির বোতল সাথে ক্যারি করা ভালো।
- ১৭. প্রয়োজনীয় ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সাথে নেওয়া উচিত।
- ১৮. নগদ কিছু ক্যাশ টাকা নেওয়া উচিত।
- ১৯. টাকাগুলোকে তিনভাগ করে আলাদা আলাদা জায়গাতে রাখা উচিত বিপদের সময় কাজে লাগতে পারে।
- ২০. টিকিটে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে তার থেকে 30 মিনিট আগে স্টেশনে পৌঁছানো উচিত।
- ২১. যানবাহনের বিজয় থাকা অবস্থায় আর প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে সাবধান রাখা উচিত।
- ২২. ভ্রমণের যাত্রাকালে ট্রেন বা পরিবহনের ভিতর ঘুমিয়ে পড়া থেকে বিরত থাকতে হবে।
- ২৩. ল্যাপটপ, মোবাইল, পাওয়ার ব্যাংক ইত্যাদি আগের থেকে ব্যাগে নিয়ে নেওয়া উচিত।
- ২৪. ভ্রমণ কালের আগের দিন রাত্রে ভালোভাবে ঘুমিয়ে নিতে হবে।
- ২৫. ভ্রমণের দিন খুব সকালে উঠে গুছিয়ে বের হয়ে পড়তে হবে।
কক্সবাজার ভ্রমণের প্রয়োজনীয় জিনিসপত্র
কক্সবাজার ভ্রমণের যাওয়ার জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সাথে নিতে পারেন
সেগুলো আপনার ভ্রমণের সময় কাজে লাগবে।
- ১. কক্সবাজার ভ্রমণে যাওয়ার আগে সেখানকার সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জেনে নিন।
- ২. বৃষ্টির থেকে বাঁচার জন্য ছাতা সঙ্গে নিতে পারেন।
- ৩. প্রয়োজনীয় ইলেকট্রনিক্স জিনিস সঙ্গে নিতে হবে।
- ৪. পাওয়ার ব্যাংক, মোবাইল, ল্যাপটপ, চার্জার ইত্যাদি গুছিয়ে নিতে হবে।
- ৫. প্রয়োজনীয় ছোট বড় পোশাক সাথে নিতে হবে।
- ৬. ভ্রমনে যাওয়ার সময় যে পরিবহন গুলোতে আপনারা যাবেন সেগুলোর নাম্বার আগে থেকেই নোট করে রাখতে হবে।
- ৭. কক্সবাজারের মতো জায়গায় ভ্রমণে যাওয়ার পর বিপদে পড়তেও পারেন এজন্য আগে থেকে হসপিটাল থানা ইত্যাদি সম্পর্কে জেনে নিতে পারেন।
- ৮. শুকনো কিছু খাবার সাথে নিতে পারেন।
- ৯. প্রয়োজনীয় ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা নগদ টাকা সাথে নিতে হবে।
- ১০. টাকাগুলোকে এক জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় ভাগ করে রাখতে পারেন যাতে বিপদের সময় কাজে লাগতে পারে।
- ১১. কক্সবাজার যেহেতু একটু দূরের পর তাই ভারী কোন ব্যাগ ক্যারি করা উচিত নয়।
- ১২. খুব বেশি প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে ব্যাগের ভিতর গুছিয়ে নিতে হবে।
- ১৩. আইডি কার্ড, পাসপোর্ট, ছবি, মোবাইল নাম্বার ইত্যাদি সাথে নেওয়া উচিত।
- ১৪. প্রয়োজনীয় ঔষধপত্র সাথে নেওয়া ভালো।
- ১৫. প্রাথমিক পর্যায়ে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য ফার্স্ট এইড বক্স নেয়া উচিত।
- ১৬. ভ্রমণের জন্য আলাদা ধরনের জুতা বা বুট কিনতে পাওয়া যায় সেগুলো নিতে হবে।
ট্যুরের প্রয়োজনীয় জিনিস
ভ্রমণের সেরা ২৫ টিপস গুলো জানলাম এখন ট্যুরে যাওয়ার জন্য প্রয়োজনীয়
জিনিসপত্রগুলোকে আগের দিন রাত্রে ব্যাগে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। কারণ
তাড়াহুড়াতে আমরা অনেক জিনিসই ভুলে যাই। তারপর ট্যুরে গিয়ে আমাদের মুডটাই
খারাপ হয়ে যায়। এজন্য ভ্রমণের যাওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয়
জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখুন এবং পরদিন খুব ভরে ওঠে ভ্রমণের জন্য বেরিয়ে
পড়ুন।
- ১.সবার প্রথমে আপনাদের একটি সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।
- ২. এরপর প্রয়োজনীয় জিনিসপত্রের লিস্ট বানিয়ে ফেলতে হবে।
- ৩.তাড়াহুড়া করে যাওয়ার সময় ছোটখাটো জিনিস গুলো আমরা ভুলা যায় এজন্য ছোটখাটো জিনিস গুলা আগে ব্যাগে গুছিয়ে নিতে হবে।
- ৪.টিকিট আমাদের ভ্রমণের জন্য সবথেকে মেইন ইম্পরট্যান্ট জিনিস এটিকে ব্যাগের এক সাইটে রেখে দিতে হবে।
- ৫.এরপর বাহিরে গিয়ে কোন বিপদ আপদ হলে তার জন্য সেফটি হিসেবে কিছু কাগজপত্র নিতে পারেন। যেমন আইডি কার্ড, পাসপোর্ট, ছবি, ইত্যাদি।
- ৬.আপনার যদি ভিজিটিং কার্ড না থেকে থাকে। সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার এবং এড্রেসটি কোন একটা জায়গায় নোট করে নিজের কাছে রাখতে পারেন।
- ৭.নগদ টাকা সাথে ক্যারি না করাই ভালো।
- ৮.শুধুমাত্র মানিব্যাগে টাকা না রেখে টাকা গুলোকে আলাদা আলাদা তিনটা সেক্টরে ভাগ করে রাখা ভালো।
- ৯.সাথে একটা পানির বোতল নিলে ভালো হয়।
- ১০.ফোন ল্যাপটপ পাওয়ার ব্যাংক চার্জার সবগুলো সেভ জায়গায় রাখা।
- ১১.ভ্রমণে যাওয়ার সময় গল্পের বই পড়া, গান শোনা, কফি খাওয়া এগুলো হচ্ছে একটা অন্যরকম শান্তি প্রদান করে তো এগুলো সাথে নেওয়া ভালো।
পাহাড়ে ঘুরতে গেলে কি কি নিয়ে যেতে হয়
পাহাড়ে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কি কি
নিয়ে যেতে হবে সেসব বিষয় নিয়ে আজকে পোস্টে আমরা আলোচনা করব। পাহাড়ি
জায়গাটা কিন্তু খুব বেশি নিরাপদ না তারপরও আমরা সেখানে যাওয়ার জন্য অতি
আগ্রহী থাকে। পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আপনার বিশেষ কিছু জিনিসের
দরকার পড়তে পারে। সেগুলো হলোঃ
- ১.ট্রেকিং করার জন্য মজবুত লাঠি নিতে হবে।
- ২.বর্ষাকালে পাহাড়ে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বর্ষা কালীন জুতা, রেইনকোট থাকা ইত্যাদি নিতে হবে।
- ৩.শীতকালে পাহাড়ে ঘুরতে গেলে আপনাকে শীতকালীন কিছু পোশাক নিতে হবে। কারণ পাহাড়ে অনেক বেশি শীত পড়ে।
- ৪.পাহাড়ের মত জায়গায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অনেক জরুরী।
- ৫.পারে ঘুরতে গেলে খাবারের সমস্যা হতে পারে সেজন্য শুকনো খাবার দাবার সাথে নেওয়া উচিত। ৬. পাহাড়ে যেহেতু বাগান আগান বেশি তাই সেখানে মশা মাছি থেকে বাঁচার জন্য কিছু সেফটি জিনিসপত্র নিতে পারেন।
- ৭.প্রয়োজনীয় ঔষধপত্র সাথে নিতে পারেন।
- ৮.সেফটির জন্য একটা ফাস্টেড বক্স নিতে পারেন।
পাহাড়ে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকেই কৌতুহলবশত অনেক ভুল করে ফেলেন।
পাহাড়ের মত জায়গাতে গেলে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ পাহাড়ের
আশেপাশে অনেক পিচ্ছল থাকে। সেখানে পদে পদে আপনাদের বিপদ হতে পারে সেজন্য অবশ্যই
আপনারা সতর্কতার সহিত এগিয়ে যাবেন।
কক্সবাজার যাওয়ার প্রস্তুতি
কক্সবাজার যদি ঘুরতে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেই ভাবে প্রস্তুত
হতে হবে। কারণ কক্সবাজারের মত জায়গাতে কিন্তু আপনি ইচ্ছা করলেই সবকিছু করতে
পারবেন না। সেখানকার হোটেল, হসপিটাল, থানা, আশেপাশের জায়গা সবকিছু সম্পর্কে
আপনাকে আগে থেকেই ধারণা নিতে হবে।, সেখানকার হোটেল খাবার দাবার এবং পরিবহন
ভাড়ার সম্পর্কে আপনাকে আগে থেকে অবগত হতে হবে। আপনি যদি প্রথমবারের মতো
কক্সবাজার যেতে চান তাহলে কিন্তু অবশ্যই কক্সবাজার সম্পর্কে আগে বিস্তারিতভাবে
একটু হলেও ধারণা নিতে হবে।
কারণ সেখানকার পরিবেশ পরিস্থিতি একটু অন্যরকম। সেখানে প্রত্যেকটি পদে পদে আপনার
থেকে কিন্তু তারা বেশি পরিমাণে টাকা নিয়ে নিবে। পর্যাপ্ত পরিমাণে টাকা-পয়সা
রাখতে হবে তবে নগদ টাকা কাছে না রেখে কিছু টাকা বিকাশ-নগদ এটিএম কার্ড এর মধ্যে
রাখতে পারেন।
যেটুকু কক্সবাজার ঘুরতেই যাবেন তো সে ক্ষেত্রে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রের
একটি লিস্ট বানিয়ে সেই জিনিস গুলো আপনারা ব্যাগে নিতে পারেন তাছাড়াও কিছু
এক্সট্রা জিনিস আপনারা সাথে নিতে পারেন। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার
জন্য অতিরিক্ত উত্তেজিত হয় কোন বিপদে পড়বেন না। সাবধানতার সাথে ভ্রমণ করুন।
বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা রচনা
বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা করার জন্য কিন্তু আমাদেরকে আগে ঠিক করতে হবে যে
আমরা কোথায় যেতে চাচ্ছি, কতদিন থাকতে চাচ্ছি, কি খেতে চাচ্ছি, কিভাবে সেখানে
গেলে ভালো হয়,কি কি জিনিস নিলে ভালো হয় এই সকল সম্পর্কে আলোচনা করতে হবে।
এরপর আমাদের সেই ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী সকল জিনিসপত্র গুছিয়ে নিতে হবে। তবে
বন্ধুর সাথে আলোচনা করার সময় এটা ঠিক করে নিতে হবে যে আমরা কোন জায়গাতে
ভ্রমনে যাবো সেখানকার আবহাওয়া পরিবেশ পরিস্থিতি কেমন বিস্তারিতভাবে একটু জেনে
নিতে হবে ।
তবে ভ্রমণে যাওয়ার জন্য কিন্তু আমাদের অবশ্যই অনেক টাকা থাকতে হবে। কারণ বাইরে
কোথাও ভ্রমণে গেলে সেখানে প্রচুর পরিমাণে টাকা পয়সা লাগতে পারে। প্রয়োজনীয়
কাগজপত্র নিতে ভুললে হবে না। ওহ হ্যাঁ আরো একটা কথা বলি ভ্রমণে যাওয়ার জন্য
আমরা যেই যানবাহন গুলোতে যাবো সেগুলোর ভাড়া সম্পর্কে আগে থেকে অবগত থাকতে হবে
কারণ আমাদের কাছ থেকে ৫০ টাকা ভাড়া হলে ৫০০ টাকা ভাড়া নিয়ে নিবে আর আমরা
সেটা বুঝতেও পারবো না। তাই আমাদেরকে সকল বিষয় সম্পর্কে আগে থেকে অবগত থাকতে
হবে। আমাদের কোন ভুল করলে চলবে না।
ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে থাকে এজন্য আমাদেরকে সঠিক
পরিকল্পনা অনুযায়ী এই কাজগুলো সম্পন্ন করতে হবে। ভ্রমণে যাওয়ার আগে কি কি
লাগবে সেগুলো আমরা একটা লিস্ট বানিয়ে আগে থেকে ব্যাগে গুছিয়ে রাখবো এবং ছোট
ছোট জিনিস গুলো আমরা ভুলে যেতে পারি তাই আগের ভাগে ছোট ছোট জিনিসগুলোকে আমরা
সাইডে রেখে দিব। লাইফের বেস্ট ভ্রমণ ট্যুর করবো আমি আর বন্ধু। কোন প্রকার ভুল
ভ্রান্তি না করেই আমরা লাইফের বেস্ট ভ্রমণ ট্যুর দিব।
ট্রাভেল টিপস
ট্রাভেল করার জন্য কিন্তু অনেক ধরনের টিপস রয়েছে। আপনারা যদি প্রথমবারের মতো
ট্রাভেল করতে চান তাহলে কিন্তু এই টিপসগুলো আপনার অনেক বেশি উপকারে আসবে। কারণ
ট্রাভেল করার জন্য অনেক বেশি উত্তেজিত থাকার কারণে ট্রাভেল করার সময় অনেক বেশি
ভুলও হয়ে যাই। তাই এই টিপস গুলো যদি আপনি আগে থেকে জেনে রাখেন তাহলে আর কোন
ভুল হওয়ার সম্ভাবনাই থাকে না।
- ১.ট্রাভেল করার জন্য আগে একটি সুন্দর পরিকল্পনা গ্রহণ করতে হবে।
- ২.এরপর নিজের জিনিস পত্র গুলো ব্যাগে গুছিয়ে নিতে হবে।
- ৩.প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে নিতে হবে।
- ৪.ট্রাভেলের জন্য টিকিট অনেক বেশি ইম্পরট্যান্ট এটি ভুলে যাওয়ার আগেই ব্যাগের ভিতরে রেখে দিতে হবে।
- ৫.মোবাইল ল্যাপটপ পাওয়ার ব্যাংক ইত্যাদিতে চার্জ ফুল করে নিতে হবে।
- ৬.যতটুকু টাকা প্রয়োজন পড়ে তার থেকেও একটু বেশি পরিমাণে টাকা কাছে রাখতে হবে।
- ৭.শুকনো কিছু খাবার-দাবার সাথে নিতে পারেন।
- ৮.ট্রাভেল করার সময় বই পড়তে বা গান শুনতে অনেক বেশি ভালো লাগে তো সাথে কিছু বই বা হেডফোন নিতে পারেন।
- ৯.ছোট একটা কফি পট ক্যারি করতে পারেন।
- ১০.ট্রাভেল করতে যাওয়ার আগের দিন রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার।
- এই ট্রাভেল টিপস গুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ট্রাভেল হবে আনন্দময়।
ভ্রমণের পোশাক
ভ্রমণের জন্য কিন্তু সঠিক পরিকল্পনা অনেক বেশি প্রয়োজন। সঠিক পরিকল্পনার উপর
ভিত্তি করে কিন্তু ভালোভাবে ভ্রমণ করতে পারবেন। ভ্রমণটি কখন করবেন সেটার উপর
নির্ভর করেই কিন্তু আপনাদেরকে পোশাক আশাক নিতে হবে। কারণ যেখানে আপনারা ভ্রমণে
যাবেন সেখানকার আবহাওয়া সম্পর্কে আগে বিস্তারিতভাবে জানবেন। তারপর আপনারা
ভ্রমণের জন্য নিজেদের পোশাক নির্ধারিত করবেন। আবহাওয়া এক এক জায়গায় এক এক
রকমের হয়ে থাকে। আমাদের এখানে গরম থাকলেও যেখানে আপনি ভ্রমণে যাবেন সেখানে
দেখা গেল প্রচুর পরিমাণে শীত।
তো আপনাকে কিন্তু সেই শীতের পোশাকে ক্যারি করতে হবে। যেমন জ্যাকেট, সোয়েটার,
চাদর, ব্লেজার ইত্যাদি। আর যেখানে ভ্রমণে যেতে চাচ্ছেন সেখানে যদি গরম কাল হয়ে
থাকে তাহলে সাথে একটি ছোট চার্জার ফ্যান করতে পারেন। গরমকালীন কিছু পোশাক নিতে
পারেন। ভ্রমণের জন্য বিশেষ পোশাক আদি থাকে তো আপনারা ভ্রমণে যাওয়ার আগে সেই
বিশেষ পোশাক গুলো নিতে পারেন। ভ্রমণে যাওয়ার জন্য আপনারা যদি সেখানকার
আবহাওয়া সম্পর্কে না জানতে পারেন তাহলে আপনারা শীতের জন্য শীতের কিছু পোশাক আর
গরমের জন্য গরমের কিছু পোশাকে নিতে পারেন।
আরো পড়ুনঃ বাংলাদেশের বিভিন্ন উৎসব গুলো কি কি
তবে আমি মনে করি শীতকালীন ভ্রমণ টাই সব থেকে বেস্ট হবে। কারণ গরমের ভিতরে ভ্রমন
করতে বা ঘুরতে কিন্তু একটুও ভালো লাগে না বা ভালো দেখায় না। গরমে আপনার মেকআপ
নষ্ট হতে পারে বা আপনার অবস্থা অনেক খারাপ হয়ে যেতে পারে কারণ ভ্রমণে তো
ঘোরাঘুরি একটু বেশিই হয়ে থাকে। এজন্যই কিন্তু ভ্রমণে যাওয়ার জন্য বেস্ট সময়
হচ্ছে শীতকাল আপনারা শীতকালে যদি ভ্রমণে যে যান সে ক্ষেত্রে অনেক সুন্দর
পরিপাটি একটি ভ্রমন টুর দিতে পারবেন। যার যেটা ওপেনিয়ান সেই সেই আবহাওয়াতেই
ভ্রমণ করুক তবে পোশাকটা আবহাওয়ার ওপর নির্ভর করে আপনাদেরকে ক্যারি করতে হবে।
লেখক এর শেষ মন্তব্য
উপরে আমরা ভ্রমণের সেরা ২৫ টিপস সম্পর্কিত অনেক কিছু বা তথ্য জানলাম। যা লাইফে
প্রথমবারের মতো ভ্রমণে যেতে চাই তাদের জন্য এই আর্টিকেলটি অনেক বেশি হেল্প
করবে। কারণ প্রথমবারের মতো ভ্রমণে যেতে হলে অনেক ভুল ভ্রান্তি হতেই পারে। যদি
এই বিষয়গুলো সম্পর্কে আপনি আগে থেকে ধারণা রাখেন তাহলে কিন্তু আর কোন ভুল
হওয়ার চান্স থাকে না। ভ্রমণের যাওয়ার আগে টিপসগুলো জেনে রাখলে আপনি একটি
সুন্দর ভ্রমণ ট্যুর দিতে পারবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url