শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার এর ৫ টিকে ব্যবহার - আমাদের জীবনে কম্পিউটার এর ব্যবহার
মানবজীবনে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম।কম্পিউটার হচ্ছে একটি গণনাকারী যন্ত্র, এটাকে আমরা হিসাব ধারণকারী যন্ত্র হিসেবেও তুলনা করতে পারি। আমরা কমবেশি সবাই জানি, আমাদের জীবনে কম্পিউটার এর ব্যবহার আধুনিক যুগের এক বিস্ময়কর আবিষ্কার। শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার এর ৫ টিকে ব্যবহার বাংলাদেশ কম্পিউটারের অনেক চাহিদা বেড়েছে।
মানুষ তার কাজের উন্নয়নের জন্য কম্পিউটারকে কাজে লাগিয়ে থাকে। কম্পিউটারের
ব্যবহারে নির্ভর ও গতিশীল হয়ে পড়ে প্রতিটি কাজ। আর তাই প্রতিনিয়ত কম্পিউটারের
ব্যবহার বেড়েই চলছে। বর্তমান মানব জীবনে প্রতিটি ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার
হচ্ছে। এই কম্পিউটার প্রযুক্তির ছোঁয়া দিয়ে, আমাদের যোগাযোগ ব্যবস্থাও অনেক সহজ
করে দিয়েছে। শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার এর ৫ টিকে ব্যবহার ,কম্পিউটার আমাদের কি কি কাজে ব্যবহার হয়, কিংবা কম্পিউটারের বিভিন্ন
ব্যবহার নিয়ে আলোচনা করবো।
পোস্টের সূচিপত্রঃ শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার এর ৫ টিকে ব্যবহার - আমাদের জীবনে কম্পিউটার এর ব্যবহার
আমাদের জীবনে কম্পিউটার এর ব্যবহার
আমাদের জীবনে কম্পিউটার প্রযুক্তির ছোঁয়া যোগাযোগ ব্যবস্থাও অনেক সহজ করে
দিয়েছে।ঘরের কাজ থেকে শুরু করে ব্যবসায়িক, বৈজ্ঞানিক ইত্যাদি নানা ক্ষেত্রে এর
গুরুত্ব অপরিসীম। চিকিৎসা এবং মানবকল্যাণেও এটি এক অনন্য সঙ্গী। এক কথায়
কম্পিউটার এমন এক যন্ত্র যা প্রায় সকল কাজই করতে সক্ষম হয়।কম্পিউটারের রয়েছে
প্রচুর পরিমানে ব্যবহার।বর্তমান মানব জীবনে প্রতিটি ক্ষেত্রে এর ব্যবহার
হচ্ছে।শিক্ষা, বিজ্ঞান গবেষণা, তথ্য যোগাযোগ, বিনোদন ও ব্যবস্যা থেকে শুরু করে সব
ক্ষেত্রেই আজকাল কম্পিউটার এর ব্যবহার হয়ে থাকে। চলুন আমাদের জীবনে কম্পিউটার এর ব্যবহার বিস্তারিতগুলো জেনে নেওয়া
যাক।
শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার
- বর্তমানে শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি আনতে কম্পিউটারের ভুমিকা অনেক । এখন প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষণযন্ত্র হিসাবে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। বিদ্যালয় থেকে স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় এর প্রয়োজনীয় সকল কাজ যেমন – অ্যাডমিট কার্ড,মার্কশীট, বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন,ইন্টারনেটের মাধ্যমে (ONLINE TEST) বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সব কাজে কম্পিউটার ছাড়া এখন কল্পনা করা অসম্ভব ।
-
বিজ্ঞান গবেষণায় কম্পিউটারের ব্যবহার
- গবেষণার কাজে কম্পিউটারের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ , এখন বিজ্ঞানীরা কম্পিউটার ব্যবহার করে যে কোনো জটিল গণনাকে অনেক দ্রুত কাজ সম্পন্ন করে থাকে খুব সহজে। বিজ্ঞানের ক্ষেত্র গুরুত্বপূর্ণ রিসার্চ ও ডেটা সঞ্চয় করে রাখতে কম্পিউটার অবদান অপরিসিম।বিজ্ঞান গবেষণার কাজে যে সব কম্পিউটার ব্যবহার করা হয় সেই সকল কম্পিউটার গুলো অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন হয়।
-
তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় কম্পিউটারের ব্যবহার
- বর্তমান সময়ে সুপার কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন উপগ্রহ কিংবা স্যাটেলাইট গুলো নিয়ন্ত্রণ করা হয় ,যার জন্যে আমরা বেতার ও টেলিভিশন প্রোগ্রামগুলো সরাসরি উপভোগ করতে পারি, অন্যদিকে সহজ ইন্টারনেট ,ই-মেল,ব্যবহার -এর কারণে খুব কম সময়ের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব দ্রুত তথ্য পাঠানো কিংবা যোগাযোগ করা সম্ভব হয়ে থাকে যা কম্পিউটারের সাহায্য ছাড়া কখনোই সম্ভব না।
-
বিনোদন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার
- বর্তমানে বিনোদন জগতে কম্পিউটার গুরুত্ব অপরিসীম। কেননা এখন প্রায় সকল মানুষ কম্পিউটার ও ল্যাপটপ ব্যাবহার করে বিভিন্ন রকমের গান,সিনেমা, নাটক এবং কম্পিউটার বিভিন্ন ধরনের গেমস খেলে বিনোদন উপভোগ করছে।এছাড়াও অনেক ক্ষমতা সম্পর্ণ কিছু কম্পিউটারের মাধ্যমে অ্যানিমেশন ও স্পেশাল এফেক্ট-এর ব্যবহার করে বিভিন্ন ধরণের চলচ্চিত্র তৈরি এবং নতুন নতুন কম্পিউটার গেমস তৈরি করা হচ্ছে।
-
ব্যবসা-বাণিজ্যে কম্পিউটারের ব্যাবহার
- আধুনিক সময়ে কম্পিউটারের ব্যবহার ছাড়া ব্যবসা ও বাণিজ্য করা সম্ভব না। বিজ্ঞাপন জগৎ থেকে শুরু করে আধুনিক ব্যাঙ্কিং সিস্টেমে ATM-এর ব্যবহার করা,সব জায়গায় এখন কম্পিউটারের ব্যবহার লক্ষ্য করা যায়। এছাড়া অন্যদিকে শেয়ার বাজার,রেল ও বিমানের টিকিট বুকিং, অ্যাকাউন্টিং সিস্টেম বিভিন্ন ক্ষেত্রে হিসাব রাখার কাজে কম্পিউটার ব্যবহৃত হয়ে থাকে।
-
খেলাধুলার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার
- বর্তমানে বিভিন্ন খেলার মাঠে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। যেমন, ক্রিকেট খেলার মাঠে থার্ড আম্পায়ার কম্পিউটারের মাধ্যমে গণনা করে সঠিক সিদ্ধান্ত নেয়। এছাড়া ফুটবল, ক্রিকেট ও অনান্য গেম লাইভ ব্রডকাস্ট করার জন্য অনেক কম্পিউটার ব্যবহার করা।
- ডেটা প্রসেসিং
- ডেটা প্রসেসিং বিভিন্ন সরকারি বা বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত তথ্য, গবেষণা ও বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা থেকে প্রাপ্ত তথ্যকে কম্পিউটারের সাহায্যে অর্থপূর্ণ ডেটা অথবা ইনফরমেশনে পরিণত করে থাকে ।
-
প্রশাসনিক কাজে কম্পিউটার ব্যবহার
- বিশ্বের সমস্ত দেশেরই অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রেই প্রশাসনিক কাজে কম্পিউটার আজ খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
-
আবহাওয়ার পূর্বাভাস গণনা করতে কম্পিউটারের ব্যবহার
- বিজ্ঞানীরা যে সমস্ত কৃত্রিম উপগ্রহ কিংবা স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করে তা নিয়ন্ত্রিত হচ্ছে সুপার কম্পিউটারের মাধ্যমে। সেই সমস্ত সুপার কম্পিউটার ব্যবহার করে ভূপৃষ্ঠ কৃত্রিম উপগ্রহগুলি নিয়ন্ত্রিত করার পাশাপাশী স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহ করে সেইগুলি বিশ্লেষণ করে এবং যথেষ্ট নির্ভুলভাবে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানা সম্ভব হয়ে থাকে।
কম্পিউটার ব্যবহার করার নিয়ম
কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ।কম্পিউটার ব্যবহার করার নিয়মগুলো
নিন্মে দেওয়া হলোঃ
- ১.কম্পিউটারের মনিটর ও মাথার লেভেল সমান্তরাল রাখবেন। পর্দার উপরিভাগ চোখের সমান্তরালে রাখতে হবে , যাতে ঘাড় উঁচু করে না দেখতে হয়।
- ২.হাত দুটো কি-বোর্ড থেকে অল্প দূরে কি-বোর্ডের লেভেলে রাখবেন।
- ৩.পাদানির ওপর কিংবা সমতল মেঝেতে পা রাখতে হবে ।
- ৪.পেছনে এবং কোমরে সাপোর্ট রাখতে পারেন। এ জন্য পোলো বা বালিশ কিংবা প্যাঁচানো তোয়ালে ব্যবহার করতে পারেন।
- ৪.কাজের ফাঁকে মাঝে মধ্যেই একটু হেঁটে নিবেন অবশ্যই।
- ৫.একভাবে কম্পিউটারে ২-৩ ঘন্টার বেশি কাজ কখনোই করবেন না।
- ৭.রিভলভিং চেয়ারের পরিবর্তে কাঠের চেয়ার ব্যবহার করার চেষ্টা করবেন। এমনটা করলে শরীরের ক্ষতি হবে না।
- ৮.প্রতি ২০ মিনিট পরপর মনিটর থেকে চোখ সরিয়ে অন্য দিকে বা সবুজ কিছু দেখবেন ।
- ৯.সূর্যের আলো যেন ব্যাঘাত না ঘটায় এমন জায়গায় কম্পিউটার ডেস্ক রাখতে হবে।
- ১০.শরীরকে সার্বিকভাবে সুস্থ রাখতে প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করবেন অবশ্যই।
- শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার এর ৫ টিকে ব্যবহার
- আমাদের জীবনে কম্পিউটারের ব্যবহার অপরিসীম। কম্পিউটার ব্যবহার করে এখন কঠিন কাজগুলো খুব সহজেই করে ফেলতে পারি।
শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার এর ৫ টিকে ব্যবহার
১.শেখার সুবিধা
কম্পিউটার শেখার প্রক্রিয়ায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে।শিক্ষার্থীরা যখন দৃশ্যত
আকর্শনীয় শিক্ষার উপাদান দেখে তখন তারা মনে রাখে।কম্পিউটার তাদের মাল্টিমিডিয়া
ক্ষমতা সহ,পাঠ্য,গ্রাফিক্স এবং ভিডিও সহ একটি সমৃদ্ধ শিক্ষার পরিবেশ প্রদান করে।
২.যোগাযোগ
কম্পিউটারের সাহায্যে শিক্ষার্থীরা তাদের শিক্ষক, সহ পাঠী এবং সারা বিশ্বের যে
কারো সাথে কথা বলতে পারে।
৩.পরিক্ষা এবং মুল্যয়ন
কম্পিউটার ভিত্তিক পরিক্ষার মাধ্যমে ফলাফল দ্রুত এবং আরও সঠিক হয়।এরফলে শিক্ষকদের
অনেক সময় ও শ্রমও কম লাগে।
৪.উচ্চ শিক্ষা
শিক্ষাদান এবং প্রশাসনিক উদ্দেশ্যে উচ্চ শিক্ষায় কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহার
হয়।কারণ এটি তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করতে,উপাস্থাপনা করতে এবং অনলাইনে ক্লাস
পরিচালনা করতে সাহায্য করে।
৫.শিক্ষাগত গবেষণা
শিক্ষাগত গবেষণার ক্ষেত্রে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম। এটিকে প্রচুর পরিমানে
তথ্য সহজ অ্যাক্সস সরবরাহ করে এবং গবেষকদের দক্ষতার সাথে ডেটা বিশ্লেষণ করতে
সক্ষম হয়।
কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধা
আমাদের দৈনদিন জীবনে কম্পিউটারের ব্যবহার অপরিসীম। কম্পিউটার এ-র মাধ্যমে
দেশ-বিদেশের বিভিন্ন ধরনের তথ্য এক মুহুর্তেই পেয়ে থাকি।আবার কম্পিউটার ব্যবহার
করলে মানুষেমানুষের চোখে মনিটরের থাকে আলোক রশ্নি চোখে সমস্যা করে নানা ধরনের
সমস্যা দেখা দেয়। কম্পিউটার ব্যবহারের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও রয়েছে চলুন
তাহলে যেনে নেই।
কম্পিউটার ব্যবহারের সুবিধা
- ১. গতিশীলতা ও নির্ভুলতা
- এটি অত্যন্ত দ্রুতগতিতে নির্ভুলভাবে কাজ করতে সক্ষম হয় ।
- ২. তথ্য ও পরিসংখ্যান সঞ্চয়
- কম্পিউটার তার হার্ডডিস্কে অনেকে তথ্য সংরক্ষণ করতে পারে। এছাড়াও আবার প্রয়ােজনমতাে তা অতি দ্রুত সরবরাহও করতে পারে।
- ৩. সংযােগ
- অনেকগুলো কম্পিউটারকে লােকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করে একই তথ্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের গণনা বিভিন্ন কম্পিউটারে করতে পারে৷
- ৪. কর্মক্ষমতা
- যান্ত্রিক ত্রুটি না ঘটলে কম্পিউটার অবিরাম নিখুঁতভাবে কাজ করতে পারে।
কম্পিউটার ব্যবহারের অসুবিধা
- ১. যান্ত্রিক অসুবিধা
- কম্পিউটার একটি যন্ত্র ও এটি বিদ্যুতের ওপর নির্ভরশীল।তাই যন্ত্র বিকল হলে কিংবা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে এটি কাজ করা যায় না।
- ২. বিষয়বস্তু উপস্থাপনের অসুবিধা
- সাধারণত কম্পিউটারের মনিটর ছােটো হয়ে থাকে , আর তাই এতে একসঙ্গে অনেক বিষয় উপস্থাপন করা সম্ভব হয় না৷
- ৩. সংবেদনশীলতার অভাব
- কম্পিউটার যন্ত্র হওয়ায় এর পক্ষ থেকে কোনাে ধরনের সংবেদনশীল প্রতিক্রিয়া পাওয়া যায় না।
দৈনন্দিন জীবনে কম্পিউটার বিসিএস
তথ্য প্রযু্ক্তির যুগে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ধারণা থাকা খুবিই
গুরুত্বপূর্ণ । ডিজিটালাইজেশনের যুগে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি জ্ঞান ছাড়া
উন্নত জীবন পরিচালনা করা খুবই কঠিন।কেননা আইসিটি আমাদেরকে ইন্টারনেট এবং আরো কিছু
সুবিধার মাধ্যমে তথ্য যোগাযোগকে সহজ করে তুলছে।যার ফলে আমাদের সৃজনশীলতা ও দক্ষতা
বেড়েছে অনেক গুণ বেশি।
আর তাই কম্পিউটার শুধু মাত্র একটি যোগাযোগ মাধ্যমই নয় বরং জ্ঞানআহরণ, তথ্য আদান
প্রদান এবং ভৌগোলিক বাধা অতিক্রম করে আনন্দের সাথে কাজ করার মঞ্চে পরিণত হয়েছে।
আইসিটি ব্যবহার আমাদেরকে অজানা জ্ঞানের ধারণা দিয়ে থাকে ইত্যাদি।
দৈনন্দিন জীবনে কম্পিউটার
দৈনন্দিন জীবনে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম। দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহার
বলে শেষ করা যাবে না।কেননা জীবনের প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটার এর ব্যবহার হয়ে
চলেছে।দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার নিয়ে নিন্মে আলোচনা
করা হলোঃ
- ১.বর্তমানে শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি আনতে কম্পিউটার এর ভুমিকা অনেক।
- ২.গবেষণার কাজে কম্পিউটারের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ।
- ৩.চিকিৎসাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার অনেক বেড়ে চলেছে।
- ৪.ব্যাংকিং এ কম্পিউটার এর ব্যবহার ক্রমবর্ধমান।
- ৫.বর্তমান সময়ে সুপার কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন উপগ্রহ বা স্যাটেলাইট গুলো নিয়ন্ত্রণ করা হয়ে থাকে,যার জন্য আমরা বেতার ও টেলিভিশন প্রোগ্রামগুলো সরাসরি উপভোগ করে থাকি।
- ৬.অনলাইন ব্যবসা বাণিজ্য এবং ট্রাভেল ট্রান্সপোর্ট সংস্থায় কম্পিউটারের ব্যবহার বহুগুন বেশি।
গবেষণায় কম্পিউটারের ব্যবহার
গবেষণায় কম্পিউটারের ব্যবহার অপরিসীম। আধুনিক যুগে গবেষণা কাজে কম্পিউটারের
ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে।কম্পিউটার বিভিন্ন সফটওয়্যারএবং অনলাইন ফুলগুলো
গবেষকদের কাজকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করে তুলেছে।নিচে গবেষণায় কম্পিউটারের
গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হলোঃ
- ১.তথ্য সংগ্রহ
- ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে তথ্য সংগ্রহ করা যায়।গবেষকরা বিভিন্ন ডাটাবেজ, অনলাইন লাইব্রেরি এবং সাচ ইঞ্জিন ব্যবহার করে তাদের গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য খুঁজে পেয়ে থাকেন।
- ২.তথ্য সংরক্ষণ
- কম্পিউটার ব্যবহার করে গবেষকরা বড় পরিসরের তথ্য সহজে সংগ্রহ ও সংরক্ষণ করতে পারে।
- ৩.যোগাযোগ
- ইমেইল, ভিডিও কনফারেন্সিং এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে গবেষকরা বিশ্বের যেকোনো গবেষকদের সাথে যোগাযোগ করতে পারে ইত্যাদি।
উপসংহার
মানবজীবনে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম।আমাদের দৈনন্দিন জীবনে শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার এর ৫ টিকে ব্যবহার বা কম্পিউটার প্রযুক্তির সেরা উপহার। তারা বিনোদন, তথ্য, জ্ঞান এবং বুদ্ধিমত্তা একটি প্যাক।
নিঃসন্দেহে, কম্পিউটারগুলি মানুষের জীবনে এবং অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান
রেখেছে। কম্পিউটারের মাধ্যমে ছাত্র ছাত্রীদের পরীক্ষার ফলাফল সহজেই বের করা যায়।
এছাড়া কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের হিসাব নিমিষেই বের করা হয়। এবং অনেকে
ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে অনলাইনে কাজ করে অনেক টাকা ইনকাম করছে। এটা
কম্পিউটারেরই অবদান।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url