কানাডা যাওয়ার খরচ কত ২০২৫ - কানাডা যাওয়ার যোগ্যতা জেনে নিন
বর্তমানে কিন্তু অধিকাংশ মানুষ দেশের বাইরে যাওয়ার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড
এবং তারা এই দেশের বাইরে কানাডা যাওয়ার জন্য কত খরচ হতে পারে বা কানাডা যাওয়ার খরচ কত ২০২৫ এ খরচের
কোনো পরিবর্তন হয়েছে কিনা এসব সম্পর্কে হয়তো বা অনেকে জানেন না। তো তাদের জন্য
আজকের এই আর্টিকেলটি করা।
কানডার মতো জায়গা তে কিন্তু অনেকেই সেটেল হওয়ার স্বপ্ন দেখেন। তো কানাডা
যাওয়ার জন্য যে প্রসেস গুলো রয়েছে বা কানাডা যাওয়ার খরচ কত ২০২৫ হতে পারে বা কিভাবে কাদের মাধ্যম
দিয়ে তারা এই কানাডার মত জায়গায় পৌঁছাতে পারে বা কি ধরনের ভিসা করলে তাদের
জন্য ভালো হয়,কি ধরনের যোগ্যতা লাগে সব কিছুই আজকে আমার এই আর্টিকেল থেকে আপনারা
জানতে পারবেন। কানাডা যদি যেতে চান তাহলে আপনারা আগে থেকে ধারণাগুলো নিয়ে রাখতে
পারেন। কারণ অনেক মানুষ আছে যারা আপনাদের ভিসা করে দেওয়ার নাম করে শুধু শুধু
আপনাদের সময় নষ্ট করবে। আর আপনারা সেটা বুঝতেও পারবেন না।
পোষ্টের সূচিপত্রঃ কানাডা যাওয়ার খরচ ২০২৫
কানাডা যাওয়ার খরচ কত ২০২৫
কানাডা মতো জায়গা তে কে না যেতে চাই বলেন? এখন প্রায় অধিকাংশ মানুষেরই ড্রিম
হচ্ছে কানাডায় গিয়ে সেটেল হওয়া বা উচ্চ শিক্ষার জন্য কানাডায় যাওয়া। এখানে
কিন্তু বিভিন্ন ধরনের ভিসার উপর ভিত্তি করে বা আপনি বাইরে কানাডার মত জায়গাতে কি
কারনে যেতে চাচ্ছেন সেগুলোর উপর নির্ভর করেও কিন্তু আপনার খরচটা কম বেশি হয়ে
থাকবে। তো আপনাদের কে অবশ্যই আগে এটি নির্ধারণ করতে হবে যে আপনি কি কাজের জন্য
যেতে আগ্রহী! পড়াশোনা জন্য নাকি? অন্য কোন কিছুর জন্য ঘুরতে যেতে চান? আপনারা
মূলত যে কাজের জন্য যাবেন সেই কাজের উপর নির্ভর করেই আপনাদের খরচের টাকাটা ধরা
হবে। কানাডা যাওয়ার খরচ কত ২০২৫ বর্তমানে কিন্তু কানাডা তে তিন ধরনের ভিসার জন্য মানুষ এপ্লাই করে থাকে।
যেমনঃ
- এক হচ্ছে স্টুডেন্ট ভিসা যেটি সাধারণত ছাত্র ছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বাইরে কানাডার মত জায়গাতে যেতে চাই।
- এরপর হলো ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিটে যারা যাবেন তারা শুধুমাত্র সেখানে কাজের জন্য যেতে পারবেন।
- আরো একটা আছে যেটি হচ্ছে টুরিস্ট ভিসা। আপনারা কানাডাতে যদি ঘুরতে যেতে চান তাহলে আপনারা এই টুরিস্ট ভিসা করতে পারেন। এখন আমরা আছি অনেকেই জানিনা যে কোন ভিসার উপরে কত করে খরচ পড়তে পারে।
এখানে কিন্তু এই তিন ধরনের ভিসার উপরে ভিত্তি করেই আপনারা কানাডাতে যেতে পারবেন
এবং যদি সেটেল হওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে সেখানে যাওয়ার পর আপনারা যোগাযোগ
করে সেখানে কার অধিবাসী হতে পারবেন।আমরা এতক্ষণ দেখলাম যে ভিসার উপরে ভিত্তি করে
কানাডা যাওয়ার খরচ কেমন হতে পারে। এবার আমরা আসি এই খরচ গুলো কি কি কারণে হয়ে
থাকে।
আরো পড়ুনঃসৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ
কানাডা যাওয়ার খরচ কত ২০২৫ মাধ্যমে ভিসা করতে দিবেন তার দালালি খরচ, বাংলাদেশ থেকে বাইরে যেতে গেলে
মেডিকেল করা অবশ্যই জরুরী তো মেডিকেল খরচ রয়েছে, ইমিগ্রেশনের জন্য যে টাকাটা
দিতে হয় সেই খরচ, নিজেদের ডকুমেন্টস রেডি করতে ব্যক্তিগত কিছু খরচ রয়েছে। এসব
খরচ একসাথে মিলিয়ে কানাডায় যাওয়ার জন্য কম করে হলেও ৭ থেকে ১০ লাখ টাকা খরচ
হতে পারে। এর থেকে বেশিও হতে পারে আবার কম হতে পারে। ভিসা যে তিনটা ধরন রয়েছে।
স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ও টুরিস্ট ভিসা। এগুলোর ওপর ভিত্তি করে কত খরচ
হতে পারে সেটা দেখে নেব।
- স্টুডেন্ট ভিসায় যদি না কানাডা প্রবেশ করতে চান তাহলে আপনার খরচ করতে পারে ৭ থেকে ৮ লাখ টাকার মতো।
- ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যদি কানাডা যেতে চান তাহলে আপনারা খরচ পড়তে পারে ১০ থেকে ১২ লাখ টাকার মতো।
- এবং টুরিস্ট ভিসা নিয়ে আর যদি কানাডা যেতে চান তাহলে আপনার খরচ করতে পারে চার থেকে পাঁচ লাখ টাকার মতো।
সব জায়গায় কিন্তু এক রকম টাকা খরচ নাও হতে পারে। কারণ আপনারা যে দালালটির
মাধ্যমে এখানে ভিসা করতে চাচ্ছেন তাদের লাভ রেখে তারপর আপনাদের খরচের টাকাটা তারা
অফিসিয়াল ভাবে পাঠাবে। তো তারা নিজেদের যেহেতু খরচটা রাখতে চাইছে তাই আপনার থেকে
এ থেকে আরও বেশি করে নিতে পারে । এ সম্পর্কে ধারণা থাকলে আপনারা নিজেরা খোঁজখবর
নিয়ে ভালো একটা মাধ্যমে ভিসা করতে পারবেন।কানাডার মতো জায়গায় ওয়েল ইডুকেটেড
পার্সনরা শুধুমাত্র যেয়ে থাকে। তাদের অনেকে স্বপ্ন ওখানে যেয়ে কাজ করবে বা ঘুরতে
যাবে বা সেটেল হবে। তো তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য টাকা অনেক সময় মাঝখানে
বাধা হয়ে দাঁড়ায়। তাদের জন্য বলছি আপনারা শুধুমাত্র ধারণা নিয়ে রাখেন নিজেরা
খোঁজখবর নিবেন তারপর আপনারা ভিসা করবেন।
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা
কানাডা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনি যদি এপ্লাই করতে চান তাহলে আপনার নূন্যতম
বয়স টুকু থাকতে হবে। প্রাপ্ত বয়স্ক ছাড়া কেউ এপ্লাই করতে পারে না। এ জন্য
আপনার বয়স হতে হবে ২১ বছরের উর্ধ্বে আপনি যদি কানাডা কাজ করার জন্য ভিসার আবেদন
করে থাকেন তাহলে আগে আপনার বয়স টা দেখতে হবে। আপনি যদি ২১ বছরের থেকে ছোট হয়ে
থাকেন তাহলে কিন্তু এখানে ওয়ার্ক পারমিটের জন্য এপ্লাই করতে পারবেন না। যাদের
বয়স ১৮ বছর হয়েছে তারা কিন্তু শুধুমাত্র উচ্চ শিক্ষার জন্য এপ্লাই করতে
পারবে।
কানাডিয়ান ভিসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কন্ডিশন রুলস রেগুলেশন আছে। সে
গুলো যদি আপনার না থেকে থাকে তাহলে আপনি কানাডা ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
এ কানাডা ওয়ার্ক পারমিট ভিসায় আপনি যদি সরকারি কাগজপত্র ছাড়া যান তাহলে কিন্তু
অনেক বেশি খরচ পড়ে যাবে এবং এটি রিস্কের ব্যাপার রয়েছে। কানাডা ওয়ার্ক পারমিট
ভিসার জন্য ১২ থেকে ১৫ লাখ টাকার মত খরচ হতে পারে এবং আপনি যদি কানাডা ওর্য়াক
পারমিট ভিসার জন্য সরকারি ভাবে কাগজপত্র করে তারপরে প্রবেশ করতে চান।
তাহলে সে ক্ষেত্রে কিন্তু আপনার খরচ করতে পারে সাত থেকে নয় লাখ টাকার মত। এই
টাকা গুলো কিন্তু সব জায়গাতে একই রকম নির্ধারিত থাকে না। এটা আপনারা যাদের
মাধ্যম দিয়ে এখানে যাবেন তারা আপনার থেকে কম নিতে পারে আবার বেশিও নিতে পারে।
দালালি করে যারা খায় তারা কিন্তু ভিসা করে দেওয়ার নাম করে টাকা খায়। যদি লাগে 5
লাখ তো তারা নিয়ে থাকে দশ লাখ বাকিটা তাদের লাভ রেখে তারা কিন্তু এই ভিসার কাজ
করে থাকে। তো সে ক্ষেত্রে আপনারা সতর্কতার সাথে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে
তারপর কানাডা ভিসা করতে পারেন।
ওয়ার্ক পারমিট হোক বা স্টুডেন্ট যে কোনো ভিসার কাজ করার জন্য আপনাদের আগে ভালো
মানুষ খুঁজে বের করতে হবে। যাদের মাধ্যম দিয়ে আপনারা এই ভিসা গুলো করলে খুব
তাড়াতাড়ি এবং কম খরচের ভিতর সম্পন্ন করতে পারবেন। ওয়ার্ক পারমিট ভিসাতে আপনি
যদি কানাডা প্রবেশ করেন তাহলে কিন্তু ফুল টাইম কাজের জন্য আপনাকে পারমিশন দেয়া
হবে এবং আপনি যেকোনো জায়গায় কাজ করতে পারবেন। ওয়ার্ক পারমিট ভিসা যখন আপনারা
করবেন। তখন সেখানে কিন্তু কাজের ধরণের লেখা থাকবে। তো আপনি পছন্দ মতো সেখান থেকে
যেকোনো কাজ সিলেক্ট করে নিতে পারেন অথবা আপনি ভিসা করে সেখানে গিয়ে আপনারা ভালো
ভালো কাজ খুঁজে নিতে পারবেন।
কানাডা যাওয়ার যোগ্যতা
কানাডা যেতে গেলে কিন্তু অবশ্যই যোগ্যতার প্রয়োজন হবে। কানাডা কিন্তু সবাই
প্রবেশ করতে পারে না। এজন্য অবশ্যই কানাডা যাওয়ার যোগ্যতা এবং যোগ্যতার উপর ভিত্তি করে
আপনি কানাডা তে প্রবেশ এর জন্য অনুমতি পাবেন। কানাডার মতো জায়গাতে কিন্তু
অধিকাংশ মানুষই যেতে চাই। এবং অনেকেরই তো স্বপ্ন থাকে যে কানাডা গিয়ে সেটেল হবে
বা কানাডা ঘুরতে যাবে। কানাডা তে প্রবেশ করতে চায় এমন কিছু মানুষ আছেন যারা শুধু
মাত্র ঘুরতে যাওয়ার জন্য কানাডিয়ান ভিসা করে থাকে।
আরো কিছু আছে কানাডা যাওয়ার যোগ্যতা যারা স্টুডেন্ট ভিসা করে থাকে যারা উচ্চ শিক্ষা নেওয়ার জন্য বাইরে
কানাডার মত দেশে যেতে চাই। আবার কেউ কেউ তো কাজের জন্য ওয়েট পারমিট ভিসা নিয়ে
কানাডাতে যেতে চাই। কানাডা যাওয়ার জন্য বিভিন্ন ধরনের বিচার উপর যোগ্যতা নির্ভর
করে তারপর ভিসার এপ্লাই করা যায় তো সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসার জন্য এক রকম
যোগ্যতা,টুরিস্ট ভিসার জন্য একরকম যোগ্যতা,এবং ওয়ার্ক পারমিটের জন্য এক রকমের
যোগ্যতা দরকার হয়।
- কানাডাতে স্টুডেন্ট ভিসাই যাওয়ার জন্য কি ধরনের যোগ্যতার প্রয়োজন পড়বে আমরা এখন সেটি দেখে নিবো।
- একটি পাসপোর্ট থাকা আবশ্যিক জরুরী তো এর জন্য অবশ্য একটি পাসপোর্ট থাকতে হবে। ছবি দিতে হবে দুই কপি।
- ব্যাংক স্টেটমেন্ট,ব্যাংক সলভেন্সি,পুলিশ ক্লিয়ারেন্স,অ্যাপ্লিকেশন ফর্ম,ইউনিভার্সিটি অফার লেটার,সর্বশেষ আপনার অর্ধানরত কলেজে থেকে একটি সত্যায়িত করা সনদের কপি। যদি স্কলারশিপ নিয়ে কেউ কানাডা স্টুডেন্ট ভিসায় যেতে চান তাহলে অবশ্যই আপনাকে IELTS পরীক্ষা দিতে হবে এবং এ পরীক্ষায় আপনাকে ভালো স্কোর নিয়ে পাস করতে হবে।
- তবেই কিন্তু আপনি স্কলারশিপ নিয়ে কানাডা স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন। তবে এই IELTS এর পরীক্ষায় অবশ্যই আপনাকে ৬ থেকে ৭ স্কোর নিয়ে আসতে হবে।
- ওয়ার্ক পারমিটের জন্য কানাডাতে যে যোগ্যতা লাগে সেগুলো হলোঃ অবশ্যই কিন্তু একটি পাসপোর্ট আপনার থাকতেই হবে পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি বাইরের দেশে কোন কিছু করতে পারবেন না।
- দুই কপি ছবি,জন্ম নিবন্ধন,এনআইডি কার্ড, ব্যাংক স্টেটমেন্ট,ব্যাংক সলর্ভেন্সি,ভিসা ফর্ম এছাড়াও আবেদনকারী কিন্তু বিভিন্ন ধরনের ডকুমেন্টস লেগে থাকে।
- কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য যে যোগ্যতা থাকতে হবে সেগুলো ভিতরে হলঃ প্রথমত আপনাকে অবশ্যই একটি পাসপোর্ট থাকতে হবে এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স,ব্যাংক স্টেটমেন্ট,ব্যাংক সলভেন্সি,জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড,ছবি বা অন্য কোন দেশে যদি এর আগে ভ্রমণের জন্য গিয়ে থাকেন তাহলে সেটির কপি,আপনি গিয়ে কোন হোটেলে উঠবেন সেটিও এখান থেকেই ডিসাইড করে তারপর আপনাকে যেতে হবে তার জন্য অবশ্যই কিন্তু হোটেল বুকিং এ ডকুমেন্টস লাগবে।
- এছাড়াও কিন্তু আপনার বয়সটাও ১৮ থেকে বিশ এর ঊর্ধ্বে থাকতে হবে।
কানাডায় স্টুডেন্ট ভিসা হতে সর্বোচ্চ কত সময় লাগে
কানাডা স্টুডেন্ট ভিসা এপ্লাই করার জন্য আপনাদের কে কিন্তু অনেকগুলো ডকুমেন্টস
এবং IELTS এর পরীক্ষায় ভালো স্কোর নিয়ে আসতে হবে। স্টুডেন্ট ভিসাতে যেহেতু
স্টুডেন্টদের অনেক ধরনের ডকুমেন্টস চেয়ে থাকে। তো সে ক্ষেত্রে কিন্তু একটু সময়
লাগতে পারে কারণ কানাডা ভিসা অ্যাপ্লাই করার পর আপনার যদি একটি ডকুমেন্টস মিসিং
থাকে তাহলে কিন্তু আপনাকে আবার ডকুমেন্টস দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হবে। তো সে
ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় পরীক্ষা-নিরীক্ষা দিয়ে সবকিছু কমপ্লিট
করে আসতে দুই থেকে তিন মাসের মত সময় লেগেই যাবে।
আর এরপরেও যদি আপনারা ভালো একজন দালাল বা এজেন্সির মাধ্যমে যদি আপনারা ভিসা
এপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এর থেকে আরও তাড়াতাড়ি হয়ে যেতে পারে।
তবে কিছু কিছু সময় কিন্তু বিভিন্ন কারনে আপনাদের কে কানাডা যেতে সময় লাগতে
পারে। তবে অফিসিয়াল ভাবে কানাডা স্টুডেন্ট ভিসা হতে সর্বোচ্চ তিন থেকে চার মাসের
মতো সময় লাগবে যদি আপনার পুরো ডকুমেন্টস সবকিছু ঠিক থাকে তাহলে কিন্তু দুই থেকে
তিন মাসের মতো সর্বোচ্চ সময় লাগবে।
কানাডা যেতে কত বয়স লাগে
কানাডার মত জায়গাতে কিন্তু ইচ্ছা করলেই যাওয়া যায় না। বা কেউ ইচ্ছে করলেই
কিন্তু এই কানাডার জন্য ভিসা এপ্লাই করতে পারে না। এই জন্য অবশ্যই কিছু প্রসেস আর
কিছু ডকুমেন্টস, কিছু যোগ্যতা আর প্রাপ্ত বয়স হতে হয়। সব গুলো যদি ঠিক থাকে
তাহলেই আপনি কিন্তু কানাডাতে যেতে পারবেন আর না হলে কোথা ও আপনি কিন্ত ভিসা
এপ্লাই করতে পারবেন না। কানাডা ওর পারমিট এর জন্য সর্বনিম্ন যে বয়সটা লাগে আমার
জানামতে সেটি হল 21 বছর। কারণ তারা যোগ্যতা যাচাই করে তারপর আপনাকে কানডা ভিসা
অ্যাপ্লাই করার জন্য অনুমতি দিবে।
আপনারা যদি প্রাপ্ত বয়স্ক না হয়ে থাকেন তাহলে কানাডার মতো দেশে আপনারা যেতে
পারবেন না। উচ্চ শিখার জন্য কানাডা স্টুডেন্ট ভিসা করার ক্ষেত্রে আপনার বয়স হতে
হবে ১৯ বছর বা তার একটু কম হলেও হবে হয়তো । তবে অবশ্যই আপনাকে ১৮ বছরের উর্ধ্বে
বয়স থাকা লাগবে। আপনি টুরিস্ট ভিসা করেন বা আপনি স্টুডেন্ট ভিসা করেন। যে কোন
ভিসার ক্ষেত্রে আপনাকে ১৮ বছরের উপরে বয়স থাকতেই হবে।
কানাডা স্টুডেন্ট ভিসার খরচ কত
স্টুডেন্ট ভিসায় আপনি যদি কানাডাতে যেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বেশ
কিছু প্রসেস ফলো করতে হবে এবং স্টুডেন্ট ভিসার জন্য আপনি এপ্লাই করতে আপনার বেশ
কিছু যোগ্যতার প্রয়োজন হবে। স্টুডেন্ট ভিসায় যদি কানাডা প্রবেশ করতে চান তাহলে
আপনার খরচ করতে পারে ৮ থেকে ১০ লাখ টাকার মতো। তবে আপনি যদি স্কলারশিপ নিয়ে
স্টুডেন্ট ভিসায় কানাডা তে প্রবেশ করতে চান। তাহলে কিন্তু আপনার স্কলারশিপ এর
উপর ভিত্তি করে কিছু পার্সেন্ট গভমেন্ট থেকে আপনাকে দিয়ে দিবে এবং বাকিটা আপনাকে
নিজেকে দিতে হবে।
তবে এ স্কলারশিপ এর জন্য আপনাকে অবশ্যই IELTS এর পরীক্ষা দিতে হবে এবং ভালো একটি
স্কোর নিয়ে সেখান থেকে পাশ করতে হবে। তাহলে সরকার আপনাকে স্কলারশিপ হিসেবে
কানাডাতে যাওয়ার জন্য সুযোগ করে দিবে। স্কলারশিপ এর উপর ভিত্তি করে কিন্তু আবার
আপনার টাকার পরিমান কম বেশি হতে পারে কারণ আপনি যদি ফুল স্কোর নিয়ে স্কলার্শিপ
নিতে পারেন। তাহলে কিন্তু যাওয়ার পুরো খরচটাই আপনার গভমেন্ট দিয়ে থাকবে। আর যদি
আপনি স্কলারশিপ না পান তাহলে পুরো খরচটা আপনাকে ক্যারি করতে হবে।
যদি IELTS পরীক্ষায় কম স্কোর পেয়ে থাকেন তাহলে কিন্তু সরকার অর্ধেক দিবে এবং
বাকি অর্ধেক আপনাকে দিতে হবে। স্টুডেন্ট ভিসায় কানাডা যাওয়ার কিন্তু অনেক ধরনের
সুযোগ-সুবিধা রয়েছে এবং এখানে কিন্তু ফুল ওয়ার্ক পারমিটের জন্য যে পারমিশন গুলো
দেওয়া হয় সেগুলো এই যে স্টুডেন্ট ভিসায় আপনি না পেলেও,স্টুডেন্ট ভিসায় যদি
আপনি সেখানে যেয়ে থাকেন তাহলে কিন্তু তিন থেকে চার ঘণ্টার মতো কাজ করার জন্য
পারমিশন পাবেন।
অনেক সময় কিন্তু আবার আপনারা যে দালালের মাধ্যম দিয়ে ভিসা এপ্লাই করতে চাচ্ছেন
তারাও কিন্তু নিজেরা টাকা খেয়ে আপনাদের থেকে হয়তো বা অনেক বেশি করে নিয়ে থাকে।
সে ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা একটু বেশি পড়বে দালালদের উপরে নির্ভর করেও
কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে।
লেখক এর শেষ মন্তব্য
আজকে আমরা উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কানাডা যাওয়ার খরচ কত ২০২৫ এবং কানাডা যাওয়ার যোগ্যতা সম্পর্কে জানলাম। অধিকাংশ মানুষের
কিন্তু এখন বাইরে যাওয়ার জন্য অনেক বেশি আগ্রহী এবং তারা এই কানাডার মত জায়গাতে
যাওয়ার জন্য যে রুলস বা যে যোগ্যতাগুলোর প্রয়োজন পড়ে বা কিভাবে গেলে কত খরচ
পড়তে পারে এসব সম্পর্কে জানতেন চান। তো তারা আজকে আমার এই আর্টিকেলটি পড়ে অনেক
গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন এবং আমি মনে করি এটি থেকে আপনারা
একটু হলেও হেল্প হয়েছে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url