সেন্টমার্টিন পরিবহন অনলাইন টিকিট - সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস টিকিটের মূল্য
আপনারা কি বাংলাদেশের ভিতরে ভালো কোন জায়গায় ভ্রমণ করতে চাচ্ছেন? তাহলে কিন্তু
অবশ্যই সেন্ট মার্টিন এর নামটি আগে আসে। কারণ বাংলাদেশের সব থেকে ভালো ভ্রমণের
একটা জায়গার নাম হচ্ছে সেন্ট মার্টিন। সেন্টমার্টিন পরিবহন অনলাইন টিকিট সেখানে গেলে আপনি মানসিক শান্তি পাবেন,
ঘোরার মতো সুন্দর প্লেস পাবেন, পাহাড় দেখতে পাবেন। এক কথায় বলা যায় বাংলাদেশের
ভিতরে ভ্রমণের জন্য সবথেকে সুন্দর জায়গা টি হচ্ছে সেন্ট মার্টিন।
আপনি যদি প্রথম বারের মতো সেন্ট মার্টিনে যেতে চান তাহলে কিন্তু আপনা কে অবশ্যই
এই সম্পর্কে ধারণা নিয়ে তারপর যেতে হবে। সেন্টমার্টিন পরিবহন অনলাইন টিকিট যাওয়ার জন্য টিকিট
কাউন্টারে গিয়ে টিকিট কাটার মত সময় আপনাদের হাতে না থাকে বা অন্য কোন সমস্যার
কারণে যদি যেতে না পারেন সে ক্ষেত্রে কিন্তু ঘরে বসে আপনি একটি ওয়েবসাইটের
মাধ্যমে একটি অ্যাকাউন্ট করে সেখান থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে পরিবহনের টিকিট
কাটতে পারবেন।আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন সেন্ট মার্টিনের বিভিন্ন
রকম অনলাইন টিকিট কিভাবে কাটা যায়।
পোস্টের সূচিপত্রঃসেন্ট মার্টিন পরিবহন অনলাইন টিকিট
সেন্ট মার্টিন পরিবহন অনলাইন টিকিট
প্রথমবারের মতো সেন্ট মার্টিন যেতে গেলে কিন্তু অবশ্যই সেন্ট মার্টিন সম্পর্কে
বিস্তারিত ভাবে জানতে হবে কারণ সেন্ট মার্টিন খুবই সেনসিটিভ একটি জায়গা। সেখানে
প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে। পরিবহনে যাওয়ার ক্ষেত্রে ও কিন্তু অনেক
ধরনের প্রবলেম হতে পারে। তাই আমি বলবো যে আপনারা অবশ্যই যাওয়ার আগে একবার হলে ও
এই সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবেন। আর সেন্ট মার্টিনে যাওয়ার জন্য যদি আপনারা
কোন সমস্যার কারণে টিকিট কাউন্টারে যেতে না পারেন বা সময়ের অভাবে টিকিট কাউন্টার
যাওয়া পসিবল না হয় তাহলে কিন্তু অনলাইনে ঘরে বসে সেন্ট মার্টিন পরিবহনের টিকিট
টি কেটে নিতে পারবেন।
এর জন্য আপনাকে কিছু প্রসেস ফলো করতে হবে। প্রথমে একটি ওয়েবসাইটে যেতে হবে এবং
সেখানে একটি একাউন্ট করে এই সেন্ট মার্টিন এর অনলাইন পরিবহনের টিকিট কেটে নিতে
পারবেন। তবে অনলাইন টিকিট সম্পর্কে আপনারা আগে বিস্তারিত ভাবে জানবেন তারপর
আপনারা এই প্রসেস গুলো ফলো করে আপনার টিকিট টি ক্রয় করবেন। অনলাইনে কিন্তু এমন
অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যেখানে অনলাইন টিকিট বিক্রির নামে ধান্দা বাজি করে
খাই। আপনাদের কে এই সব ভুয়া সাইট গুলো থেকে বিরত থাকতে হবে এবং যাচাই বাছাই করে
অনলাইন টিকিট কাটতে হবে। অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে যে সেন্টমার্টিন পরিবহন অনলাইন টিকিট নিয়ম গুলো আপনারা ফলো
করবেন সেগুলো হলোঃ
- ১. প্রথমে সেন্ট মার্টিনের একটি ওয়েবসাইটে যেতে হবে।
- ২. এর পর ওয়েবসাইটে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।
- ৩. আপনি যদি শুধুমাত্র oneway টিকিট নিতে চান তাহলে আপনি কোথা থেকে কোথায় যাবেন এটা ঠিক করতে হবে।
- ৪. এরপর কোন তারিখে আপনি যেতে চাচ্ছেন সেটা ঠিক করতে হবে।
- ৫. আপনি কয়টা থেকে কয়টা ভিতরে যেতে চাচ্ছেন সেই সময় টুকু নির্ধারণ করে দিতে হবে।
- ৬. এরপর আপনি পরিবহনের ওখানে কোন দিকে সিট টি নিতে চাচ্ছেন সেটি নির্ধারণ করতে হবে।
- ৭. সিট টা কি জানালার দিকে হবে নাকি ভিতরের দিকে হবে সেটি ও ঠিক করতে হবে।
- ৮. এর পর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি পেমেন্ট করে দিতে পারেন।
- পেমেন্ট process শেষ করার পর কিন্তু আপনার টিকিট টি অনলাইনে বুকিং হয়ে যাবে। এরপর আপনি আপনার টিকিট টি নিয়ে সময় মতো গন্তব্য স্থানে যেতে পারবেন।
গ্রীন সেন্টমার্টিন পরিবহন অনলাইন টিকিট
বর্তমানে কিন্তু ফোনের যুগ এসে আমাদের অনেক বেশি উপকার হয়েছে। আমরা আমাদের যে
কোন জিনিস ফোনের মাধ্যমে ঘরে বসে ই করতে পারি। আমাদের সময় নষ্ট হয় না,, আমাদের
কাজের ক্ষতি হয় না বা আমাদের অন্য কোথাও যেতে হয় না। স্মার্ট ফোন এসে আমাদের
জীবন কে অন্য রকম ভাবে সাজিয়ে দিয়েছে। আমরা চাইলে যে কোন জিনিস এখন ঘরে বসে
করতে পারি। সেন্ট মার্টিন যাওয়ার জন্য এখন আর কিন্তু কাউন্টারে গিয়ে টিকিট কাটা
লাগবে না। আপনারা ঘরে বসে ই যে কোন পরিবহনের টিকিট অনলাইনে কাটতে পারবেন। আজকে
এমনই কিছু বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব। ঘরে বসে স্মার্ট ফোনের মাধ্যমে
গ্রীন সেন্ট মার্টিন পরিবাহনের অনলাইন টিকেট কাটার জন্য কিছু ট্রিকস ফলো করতে
হবে। যেমনঃ
- প্রথমে সেন্ট মার্টিনের একটি ওয়েবসাইটে যেতে হবে।
- এর পর গ্রীন সেন্ট মার্টিন অনলাইন ওয়েবসাইটে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।
- আপনি যদি শুধুমাত্র oneway টিকিট নিতে চান তাহলে আপনি কোথা থেকে কোথায় যাবেন এটা ঠিক করতে হবে।
- আর আপনি যদি round trip টিকিট কিনতে চান তাহলে যাওয়া আসা ২ টা সময় নির্ধারণ করতে হবে। মানে আপনি কবে যাবেন,, কোথায় যাবেন আর কবে আবার ফেরত আসবেন।
- এরপর কোন তারিখে আপনি যেতে চাচ্ছেন সেটা ঠিক করতে হবে।
- আপনি কয়টা থেকে কয়টা ভিতরে যেতে চাচ্ছেন সেই সময় টুকু নির্ধারণ করে দিতে হবে।
- এর পর আপনি পরিবহনের এখন কোন দিকে সিট টি নিতে চাচ্ছেন সেটি নির্ধারণ করতে হবে।
- সিট টা কি জানালার দিকে হবে নাকি ভিতরের দিকে হবে সেটি ও ঠিক করতে হবে।
- আপনি ছেলে নাকি মেয়ে সেটি ও এখানে ঠিক করে দিতে হবে।
- এরপর সব কিছু যদি ঠিক ঠাক থাকে তাহলে আপনি পেমেন্ট করে দিতে পারেন।
পেমেন্ট ডান করার পর আপনার টিকিট টি অনলাইনে বুকিং হয়ে যাবে। আপনি এবার এই টিকিট
দিয়ে আপনার গন্তব্য স্থানে একদম আরামসে যেতে পারবেন। আপনি যদি কাউন্টারে গিয়ে
টিকিট টি কাটতে না চান সে ক্ষেত্রে গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাতে কিন্তু আপনাকে
অনলাইনে টিকিট বুকিং প্রসেস টি ফলো করতেই হবে। এই প্রসেস ফলো না করে আপনি অনলাইনে
টিকেট বুকিং করতে পারবেন না।
শ্যামলী পরিবহন অনলাইন টিকিট
পাহাড়ি এলাকাতে কিন্তু শ্যামলী পরিবহন অনেক বেশি জনপ্রিয়। শ্যামলী পরিবহনের
টিকিট- কাউন্টারে গিয়ে কাটতে হতো। কিন্তু এখন বর্তমানে যেহেতু যুগ জামানা
পাল্টেছে। আধুনিকত্বে ভরে গিয়েছে আমাদের দেশ। তো এখন অনলাইনের যুগে কিন্তু ঘরে
বসেই শ্যামলী পরিবহনের টিকিট টি অনলাইনে মাধ্যমে কাটতে পারবেন। শ্যামলী পরিবহনে
কিন্তু এসি এবং নন এসি দুইটাই পাবেন। আপনার আপনাদের সুবিধা মতো নিতে পারেন।
শ্যামলী পরিবহনের অনলাইন টিকিট কাটার জন্য ওয়েবসাইটে গিয়ে শ্যামলী পরিবহনের
অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন টিকিট কাটতে পারেন।
এইজন্য আপনা কে ওয়েব সাইটের ভিতর একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর আপনি কোন
জায়গা তে যেতে চাচ্ছেন সেই জায়গা টি নির্ধারণ করতে হবে। আপনি কত দিনের জন্য
যাবেন বা কখন যাবেন, কত তারিখে যাবেন, কত জন যাবেন,কিভাবে যেতে চাচ্ছেন, কোন দিকে
সিটি নিতে চাচ্ছেন এই সব গুলো কিন্তু আপনা কে নির্ধারণ করে নির্দিষ্ট করে দিতে
হবে। অনলাইনে এ টিকেট কাটার ক্ষেত্রে কিন্তু আপনা কে বেশ কিছু সতর্কতা অবলম্বন
করতে হবে। কারণ আপনি যদি একবার টিকিট টি কেটে ফেলান আর কিন্তু কিছু করা যাবে
না।
তাই সতর্কতার সাথে সব কিছু দেখে শুনে বুঝে তারপর আপনারা অনলাইনে টিকিট টি বুকিং
করবেন। আপনাদের যদি এই বিষয়ে আগে থেকে কোন ধারণা না থাকে তাহলে আপনি আজ কে আমার
আর্টিকেল টি পড়তে পারেন। সম্পূর্ণ আর্টিকেল টি পড়লে আপনাদের কিন্তু অনলাইনের
টিকিট কাটার ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনারা নিজেরা নিজেদের টিকিট
গুলো অনলাইনে ঘরে বসেই কেটে ফেলতে পারবেন।
শ্যামলী পরিবহন কিন্তু বাংলাদেশের অনেক বেশি পরিচিত একটি পরিবহন। শ্যামলী
পরিবহনের জনপ্রিয়তা অনেক বেশি। তাই বেশির ভাগ মানুষ এই শ্যামলী পরিবহনের টিকিট
টি বেশি কেটে থাকে। এই শ্যামলী পরিবহন টি বেশির ভাগ ক্ষেত্রে পাহাড়ি এলাকাতে ই
দেখা যায়। শ্যামলী পরিবহনের সবাই ঘুরতে যাওয়ার জন্যেই কিন্তু বেশি এই টিকিট
কেটে থাকে।
সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস টিকিটের মূল্য
স্লিপার বাস টিকিটের মূল্য সম্পর্কে আপনারা যদি জানতে ইচ্ছুক হন তাহলে আজকের
আর্টিকেল টি আপনার জন্য। আপনি এই আর্টিকেল থেকে সেন্ট মার্টিন ট্রাভেলস স্লিপার
বাস টিকিট এর দাম সম্পর্কে জানতে পারবেন। সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস
টিকিট ঢাকা থেকে কক্সবাজার এসি স্লিপারের মূল্য পড়বে ২ হাজার ৫০০ টাকা। আপনি যদি
আবার সেন্ট মার্টিন ট্রাভেল স্লিপার টিকেট টি নন এসি নিতে চান তাহলে কিন্তু এর
থেকে দাম কম পেয়ে যাবেন।
সেন্ট লাইটিং ট্রাভেলস স্লিপার এর নন এসি টিকিট এর মূল্য পড়তে পারে ১ হাজার ৫০০
টাকার মতো। তবে সব জায়গায় কিন্তু একই রকম দাম নির্ধারিত থাকে না। এটি কখনো কখনো
পরিবর্তন হয়ে থাকে। তাই আপনারা অবশ্য খোঁজ নিবেন খোঁজ নেওয়ার পর যেয়ে বাছাই করে
নিবেন। দেখা যায় এক জায়গায় যদি একটি নন এসি টিকিট এর দাম থাকে ৮০০ থেকে ৯০০
টাকা হয় তো এই সেম টিকিট এর দাম অন্য জায়গায় হতে পারে এক হাজার চারশ টাকা বা
তার বেশি।
সেন্টমার্টিন পরিবহন কাউন্টার নাম্বার
সেন্ট মার্টিন কিন্তু তাও অনেক জনপ্রিয় একটি পরিবহনের নাম। এখানে কিন্তু সেন্ট
মার্টিনের সেবা গুলো অনেক ভালো। এবং এই সেন্ট মার্টিন এর সেবা অন্য পরিবহন সেবা
গুলোর থেকে এটা তে অনেক কম। এজন্য সবাই এই সেন্ট মার্টিন পরিবহন অনেক বেশি পছন্দ
করে। আর এই কারণে ই কিন্তু পরিবহন গুলো সব সময় বুক হয়ে থাকে। আপনারা যদি সেন্ট
মার্টিন পরিবহনের কোনো রুটের বাস নিতে চান তাহলে কিন্তু আপনাদের কে অবশ্যই আগে
থেকে কন্টাক করতে হবে। এই জন্য ই কাউন্টারের নাম্বার গুলা আপনারা সংরক্ষণ করে
রাখতে পারেন।
আপনাদের যখন যেটা সুবিধা হয় আপনারা সেই সুবিধা ও অসুবিধা অনুযায়ী সেন্ট মার্টিন
পরিবহনের কাউন্টারে ফোন দিয়ে সকল খোঁজ খবর নিতে পারেন এবং যাওয়ার জন্য অনলাইনে
টিকিট বুকিং করতে পারেন। অনলাইন ছাড়া ও কিন্তু কাউন্টারে গিয়ে ও আপনারা টিকিট
গুলো সংগ্রহ করতে পারবেন। তবে সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টারের নাম্বার গুলো
আপনাদের কে আগে থেকে সংগ্রহ করতে হবে। আজ কে আমি আপনাদের সাথে সেন্ট মার্টিন
পরিবহনের সকল কাউন্টারের নাম্বার গুলো সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব। ঢাকা
জেলার ভিতরে সব কয়টা কাউন্টারের নাম এবং ফোন নাম্বার গুলো নিম্নে উল্লেখ করা
হলোঃ
- ঢাকা জেলা শহর আরামবাগ কাউন্টার - 01313-476410.
- ঢাকা জেলা শহর ফকিরাপুর কাউন্টার- 01732-406352.
- ঢাকা জেলা শহর কলাবাগান কাউন্টার- 01732-406352.
- ঢাকা জেলা শহর কল্যাণপুর কাউন্টার - 01313-476413.
- ঢাকা জেলা শহর চট্টগ্রাম রোড কাউন্টার - 01822-881400.
- চট্টগ্রাম জেলা শহর দামপাড়া কাউন্টার- 01313-476401.
- চট্টগ্রাম জেলা শহর বিআরটিসি কাউন্টার- 01313-476402.
- চট্টগ্রাম জেলা শহর একে খান মোড় কাউন্টার- 01313-476403.
- কক্সবাজার জেলা শহর কলাতলি কাউন্টার - 01732-406351.
- কক্সবাজার জেলা টেকনাফ বাজার কাউন্টার - 01732-406354.
- টেকনাফ কক্সবাজার জেলা সেইন্ট মার্টিন দ্বীপ কাউন্টার - 01732-406353.
উপরোক্ত এই নাম্বার গুলা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। আপনাদের প্রয়োজনের সময়
তাহলে আর খোঁজা খুঁজি করা লাগবে না। আজ কে আমার আর্টিকেল থেকে আপনারা নাম্বার
গুলো নিয়ে সংরক্ষণ করে রাখেন। যখন সেন্ট মার্টিন যাবেন তখন এই নাম্বার গুলো
প্রয়োজন পড়বে। সেন্ট মার্টিনের সকল রুটের নাম্বার এখানে দেওয়া আছে। টেকনাফ
কক্সবাজার চট্টগ্রাম সহ আরো অনেক জায়গায়। যে সেন্টমার্টিন যাওয়ার জন্য যে রুট
গুলোর কাউন্টার এর নাম্বার গুলো আপনাদের প্রয়োজন পড়তে পারে আমি আজকে এখানে সে
গুলো দেওয়ার চেষ্টা করেছি। আজকের এই আর্টিকেল কি আপনাদের কিন্তু অনেক বেশি হেল্প
করবে সেন্ট মার্টিন যাওয়ার ক্ষেত্রে।
সেন্টমার্টিন পরিবহন ঢাকা টু কক্সবাজার ভাড়া
নতুন কোনো জায়গা তে যাওয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই সেসব সম্পর্কে একটু হলে ও
ধারণা রাখতে হয় কারণ আমরা যে জায়গা গুলো তে যাব সেখানে ভাড়া কত,, কোন জায়গায়
যাব,, কত দিয়ে খরচ হবে সবকিছু একটা লিস্ট তৈরি করতে হয়। সে ক্ষেত্রে সেন্ট
মার্টিন পরিবহন ঢাকা থেকে কক্সবাজার ভাড়া গুলো আপনারা জেনে রাখতে পারেন। আপনারা
সেন্ট মার্টিন পরিবহন কিন্তু এক একটা এক এক রকমের প্রাইস রয়েছে।
আরো পড়ুনঃশীতকালীন পর্যটনের জন্য সেরা জায়গা
আপনারা চাইলে এগুলো যাচাই-বাছাই করে শুনে বুঝে তারপর নিতে পারেন। এ জন্য ভাড়া
সম্পর্কে কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। নতুন জায়গাতে ভাড়া সম্পর্কে যদি আপনার
জানা না থাকে তাহলে কিন্তু অন্য মানুষেরা আপনাদের ফায়দা উঠাবে। সেখান কার ভাড়া
বেশি নিয়ে নিবে। এজন্য ই আমি আজ কে আপনাদের সাথে শেয়ার করব সেন্ট মার্টিন
পরিবহন ঢাকা টু কক্সবাজার যেতে ভাড়া কত করে লাগে।
- ঢাকা থেকে কক্সবাজার হুন্ডাই কোচের টিকিটের মূল্য দুই হাজার টাকা এবং এর পরিবহন টি ছাড়বে আনুমানিক রাত ১০ টার সময়।
- ঢাকা থেকে কক্সবাজার হুন্ডাই কোচের টিকিটের মূল্য দুই হাজার টাকা এবং এর পরিবহন টি ছাড়বে আনুমানিক রাত ৮ টার সময়।
- ঢাকা থেকে কক্সবাজার এসি স্লিপারের মূল্য পড়বে ২ হাজার ৫০০ টাকা।
- ঢাকা থেকে কক্সবাজার এসি বিজনেস ক্লাসের মূল্য পড়বে ২০০০ হাজার ২০০ টাকা।
- ঢাকা থেকে কক্সবাজার এসি ইকোনোমিক ক্লাসের মূল্য পড়বে ১ হাজার ৪০০ টাকা।
- ঢাকা থেকে কক্সবাজার নন এসি বিজনেস ক্লাসের মূল্য পড়বে ১ হাজার ২০০ টাকা।
- ঢাকা থেকে কক্সবাজার নন এসি ইকনোমিক ক্লাসের মূল্য পড়বে ১ হাজার ১০০ টাকা।
- ঢাকা থেকে কক্সবাজার বিজনেস ক্লাসের মূল্য পড়বে ১ হাজার ৩০০ টাকা।
- ঢাকা থেকে কক্সবাজার ইকনোমিক ক্লাসের মূল্য পড়বে ১ হাজার ১০০ টাকা।
- ঢাকা থেকে কক্সবাজার স্লিপার কোচ এর মূল্য পড়বে দুই হাজার টাকা।
লেখকের শেষ মন্তব্য
সেন্ট মার্টিন যাওয়া আমাদের অনেকেরই স্বপ্ন। কেউ কেউ বা ঘুরে ও এসেছেন আবার কেউ
কেউ যাননি,কেউ যেতে চান এমন তো অনেকেই আছে। আজ কে এই সেন্ট মার্টিন যাওয়ার জন্য
টিকিট কাটার বিষয়গুলো নিয়ে কথা বলেছি সেন্টমার্টিন পরিবহন অনলাইন টিকিট যাওয়ার জন্য টিকিট কিভাবে
কাটতে হয় ইত্যাদি। এটা কিন্তু আমাদের সব সময় কাউন্টারে গিয়ে কাটা সম্ভব হয় না।
আমাদের অনেকের অনেক সমস্যা থাকতেই পারে।
তো সে ক্ষেত্রে আপনারা অনলাইনে সেন্টমার্টিন যাওয়ার জন্য টিকিট গুলা কিভাবে
কাটতে পারেন বা কোন জায়গা থেকে কাটলে ভালো হবে, কোন জায়গা টিকিটের প্রাইস কেমন।
অনেক সময় সেন্ট মার্টিন যাওয়ার জন্য পরিবহন কাউন্টারের নাম্বার গুলো প্রয়োজন
থাকে। তবে আমরা আজকের আর্টিকেল থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য বিভিন্ন অজানা
তথ্য সম্পর্কে বিস্তারিত ভাবে জেনেছি। আজকের পর এই বিষয়গুলো নিয়ে আমাদের আর কোন
সমস্যা থাকতে পারে বলে মনে হয় না।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url