সিমেন্টের দাম ২০২৫ - বসুন্ধরা সিমেন্টের দাম নিয়ে নতুন তথ্য জেনে নিন

বর্তমানের সব কিছুরই দাম বৃদ্ধি পেয়েছে তাই এই সিমেন্টের দাম বেড়েছে। আমরা কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলছি আর তাই আমাদের সবকিছু সম্পর্কে জ্ঞান রাখা অবশ্যই জরুরী। ২০২৪ এর যে সিমেন্টের দাম ছিল ৪০০ টাকা, বর্তমানে এখন সেই সিমেন্টের দাম ৬০০ থেকে ৭০০ টাকা হয়েছে। সিমেন্টের দাম ২০২৫ নিয়ে আপডেট তথ্য জেনে নিন।
সিমেন্টের দাম ২০২৫
তাই আমাদের অবশ্যই জানতে হবে কোন ব্রান্ডের সিমেন্ট কেমন এবং কোন ব্রান্ডের সিমেন্টের দাম কত? এগুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে।আজকের পোস্টে আমি আপনাদের সাথে সিমেন্ট রিলেটেড অজানা কিছু তথ্য আলোচনা করব। বিভিন্ন রকমের ব্র্যান্ডের সিমেন্টের দাম ২০২৫ সম্পর্কে বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো।

পোস্টের সূচিপত্রঃ সিমেন্টের দাম ২০২৫ - বসুন্ধরা সিমেন্টের দাম 

সিমেন্টের দাম ২০২৫

বাংলাদেশে বর্তমানে সব কিছুর ই দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যেমন ধরেন আপনার বসুন্ধরা সিমেন্ট, ফ্রেশ সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, হোলসিম সিমেন্ট, রবি সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, মীর সিমেন্ট ইত্যাদি। তাই বর্তমানে ২০২৫ সালে কোন ব্রান্ডের সিমেন্টের দাম কেমন সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ২০২৫ সালের কোন সিমেন্ট ভালো, কোন সিমেন্টের দাম ২০২৫ কেমন সেটি সম্পর্কে বিস্তারিত জানতে সাথেই থাকুন।
  • 1. bashundhara cement - 490 tk
  • 2. Shah cement - 495 tk
  • 3. Akij cement - 499 tk
  • 4. Holcim water protect cement - 650 tk
  • 5. Scan multi purpose cement - 510 tk
  • 6. Bengal cement - 480 tk
  • 7. Eastern cement - 470 tk
  • 8. Supercrete cement - 492 tk
  • 9. Aman advance cement - 477 tk
  • 10. premier cement - 479 tk
  • 11. Seven ring cement - 505 tk
  • 12. scan cement - 527 tk
  • 13.Insee Portland composite cement-515tk
  • 14. lafarge supercrete plus cement - 522 tk
  • 15. Seven horse cement - 463 tk
  • 16. Tiger cement - 485 tk
  • 17. Holcim strong structure cement - 530
  • 18. Montania tiger white Portland cement - 1300 tk.
উপরোক্ত এই ব্র্যান্ডের সিমেন্ট গুলোর দাম কিন্তু এর থেকে কম বা বেশি হতে পারে। স্থান ভেদে কখনো কখনো জিনিসের দাম বেড়ে যায় আবার কখনো কখনো কমে যায়। গ্রামের বিভিন্ন জায়গায় এগুলোকে খুচরা অথবা পাইকারি বিক্রি করা হয়। তবে খুচরা নিলে এক রকম দাম পড়বে আর পাইকারি নিলে আরেক রকম দাম পড়বে। মানে আমি বলতে চাচ্ছি যে খুচরা নিলে আপনাদের দামটা একটু বেশি পড়বে আর পাইকারি নিলে আপনারা একটু কমের ভিতরে পাবেন।

শাহ সিমেন্ট স্পেশাল দাম

বাংলাদেশে কিন্তু অনেক ধরনের ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যে সিমেন্টগুলোর কোনোটার মান ভালো আবার কোনো কোনোটার দাম বেশি, কোনো কোনোটা উন্নত লেভেলের। এই ব্রান্ডের সিমেন্ট গুলো কিন্তু বাংলাদেশে অনেক বছর ধরে প্রচলিত আর এখন বর্তমানে এটি আরো অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে। এই সিমেন্টগুলো কিন্তু বস্তা বা খোলা আকারে বিক্রি করা হয় আপনারা আপনাদের পছন্দমত খোলা অথবা বস্তা সিমেন্ট নিতে পারেন। তবে পাইকরি দামে বস্তা সিমেন্ট নেওয়াই ভালো। 

খোলা সিমেন্টের দাম একটু বেশি পড়ে যাবে। শাহ সিমেন্টের ৫০ কেজির বস্তার দাম ছিল 580 টাকা। কিন্তু বর্তমান বাজারে জিনিসের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে এই সিমেন্ট গুলোরও দাম বেড়েছে। আর এখন বর্তমানে 2025 এ শাহ সিমেন্টের দাম প্রতি কেজিতে ১৫ টাকা করে বৃদ্ধি পেয়ে ৫০ কেজি বস্তার দাম হয়েছে ৭৫০ টাকা। তবে সব জায়গায় কিন্তু এই সিমেন্ট দাম একই রকম নাও হতে পারে। কারণ বিভিন্ন অঞ্চলে পাইকারি যে দোকানগুলো রয়েছে সেখানে ডিলার তাদের স্বার্থ অনুযায়ী নিজেরা দাম কমিয়ে বা বাড়িয়ে বিক্রি করে থাকে। 

বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে তারা এই শাহ সিমেন্টগুলা খুচরা অথবা পাইকারি বিক্রি করে থাকে। তবে আপনি যেভাবে খুশি সেভাবেই নিতে পারেন। কেজি অনুযায়ী বা বস্তা অনুযায়ী বা নিজের ইচ্ছামতো সিলেক্ট করে নিতে পারেন। বাংলাদেশ কিন্তু অনেক ধরনের ব্রান্ড রয়েছে আর সেগুলোর ডুপ্লিকেট ও রয়েছে তাই অবশ্যই যাচাই-বাছাই করে তারপর আপনারা আপনাদের পছন্দমত সিমেন্ট ক্রয় করবেন।
অনেক জায়গায় ডিলাররা আপনাকে রিয়েলটা বলে নকলটা দিতে পারে। তবে আপনি যদি এই সম্পর্কে আগে থেকেই জ্ঞান রাখেন তাহলে কিন্তু আপনাকে কেউ ঠকিয়ে নকল জিনিস দিতে পারবে না। তাই অবশ্যই আজকে পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন।

বসুন্ধরা সিমেন্টের দাম

জিনিসপত্রের দাম কিন্তু বহু মূল্যে বৃদ্ধি পেয়েছে আপনারা হয়তো এটা জানেনই। আজকের বর্তমানে 2025 এ বসুন্ধরা সিমেন্টের দাম ও বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক বস্তায় বসুন্ধরা সিমেন্ট আগে যা ছিল তা ছাড়া ৩০ বা ৫০ টাকা বেশি দিয়ে বস্তা নিতে হচ্ছে। বসুন্ধরা সিমেন্টটি কিন্তু অনেক পরিচিত একটি প্রচলিত সিমেন্ট এটি কিন্তু সব জায়গাতে বেশি দেখতে পাওয়া যায় এবং এটির প্রচলন বেশি হওয়াতে মানুষের কাছে অনেক জনপ্রিয়ও বটে। এই বসুন্ধরা সিমেন্ট বাড়ি নির্মাণ কাজে অনেক বেশি ব্যবহার করে থাকে তাই এটি পরিচিত বেশি। 

বসুন্ধরা সিমেন্টের বস্তায় 50 কেজির মতো সিমেন্ট থাকে এটি দাম নিতে পারে ৪৬০ বা ৪৭০ তবে এটা কিন্তু একই রকম নির্ধারিত দাম নয়। এটি কম বেশিও হতে পারে। এক এক জায়গায় একেক রকম দাম নিয়ে থাকে। যদি আপনারা খুচরা দামে এই বসুন্ধরা সিমেন্টটি নিতে চান তাহলে কিন্তু এর থেকে একটু বেশি দাম পড়তে পারে। তবে যদি আপনারা বস্তা ধরে নিতে চান পাইকারি দামে তাহলে কিন্তু এর থেকে কম দামে কিনতে পারবেন। 

অনেক জায়গায় আবার খুচরা ও পাইকারি দুইটা জিনিসের রেট কম থাকে। আপনাদেরকে অবস্থান বুঝে জিনিসের দাম করতে হবে। আজকের পোস্টটি থেকে আপনারা যতটুকু ধারনা পাবেন ততটুকু ধারণা নিয়েই কিন্তু আপনারা দোকানে যেয়ে ভালো জিনিসটি দেখে শুনে কিনে নিতে পারবেন।

ফ্রেশ সিমেন্ট এর দাম

বাংলাদেশে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যেমন ধরেন আপনার বসুন্ধরা সিমেন্ট, ফ্রেশ সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, হোলসিম সিমেন্ট, রবি সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, মীর সিমেন্ট ইত্যাদি। এর ভিতরে সব থেকে কম দামে ফ্রেশ সিমেন্ট টি ভালো উন্নত মানের একটি সিমেন্ট। এই সিমেন্ট দিয়ে আপনার বাড়ি নির্মাণের কাজ সহ বিভিন্ন ধরনের নির্মাণ কাজ করতে পারবেন এবং এই সিমেন্ট অরজিনাল হয়ে থাকে এতে এখনো প্রকার ভেজাল না দেওয়া থাকে না। অনেক সিমেন্ট রয়েছে সেগুলোতে ভেজাল দেওয়ার কারণে কিন্তু কিছুদিন পরে সেগুলো ধ্বসে পড়ে। 

এই ফ্রেশ সিমেন্ট টি অনেক ভালো উন্নত লেভেলের একটি সিমেন্ট। বর্তমানে কিন্তু বাংলাদেশের সিমেন্টের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। আর আগেকার দিনের তুলনায় এখনকার সব জিনিসেরই দাম বেড়েছে। তাই সিমেন্ট যেহেতু আমাদের ঘর নির্মাণের একটি গুরুত্বপূর্ণ সামগ্রী। এটিতে দাম কয়েক টাকা করে বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজিতে আপনার ২০ থেকে ৪০ টাকার মতো বৃদ্ধি পেয়ে এক বস্তা মানে ৫০ কেজি সিমেন্টের দাম হয়েছে ৫৮৫ বা ৫৯০ টাকার মতো। এই ফ্রেশ সিমেন্টটি আপনারা চাইলে কিন্তু খুচরা বা পাইকারি দুইটা ভাবে কিনতে পারবেন। 

তবে খুচরা কেনার ক্ষেত্রে আপনাদের একটু খরচ বেশি পড়বে। আর পাইকারি কিনলে আপনারা একটু কম দামের ভিতরে পাবেন। তবে এক বস্তা দাম যদি 595 হয়ে থাকে তাহলে দুই বস্তার দাম এর থেকে দ্বিগুণ হওয়ার কথা। তবে সেটি কিন্তু দ্বিগুণের থেকেও একটু বেশি পড়ে থাকে৷ এই ফ্রেশ সিমেন্টের দাম একটু বেশি হলেও কিন্তু সিমেন্টটি অনেক ভালো কাজ করে। বর্তমানে বাংলাদেশে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যেমন ধরেন আপনার বসুন্ধরা সিমেন্ট, ফ্রেশ সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, হোলসিম সিমেন্ট, রবি সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, মীর সিমেন্ট ইত্যাদি। 
এর ভিতরে সব থেকে কম দামে ফ্রেশ সিমেন্ট টি ভালো উন্নত মানের একটি সিমেন্ট। এটিতে আবার ইচ্ছা মতো সুন্দর ডিজাইনের ঘরবাড়ি নির্মাণ করতে পারবেন। এটি কনস্ট্রাকশনের সব কাজে কম বেশি ব্যবহার করে থাকে ।কনস্ট্রাকশন এর কাজ বলতেই। কিন্তু সিমেন্ট অবশ্যই লাগে ।এতে আপনারা যদি ভালোর ভিতরে উন্নত মানের সিমেন্ট নিতে চান তাহলে অবশ্যই ফ্রেশ সিমেন্ট টি একবার হলেও ব্যবহার করে দেখবেন। এটি দিয়ে বাড়ি নির্মাণের কাজ করলে কিন্তু আপনারা অনেক বছর পর্যন্ত নিরাপদে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন।

প্রিমিয়ার সিমেন্ট দাম

আপনি যদি প্রিমিয়ার সিমেন্ট কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে যাচাই বাছাই করে তার সম্পর্কে জানতে হবে। তারপর আপনি এই প্রিমিয়ার সিমেন্ট কিনবেন নাকি অন্য কোন সিমেন্ট কিনবেন সেটি ঠিক করবেন। তারপর আপনাকে দাম নিধারন করতে হবে। তবে এই সম্পর্কে আপনাকে আগে থেকে কিন্তু জেনে রাখতে হবে। আমাদের এই পোস্টটি আজকে প্রিমিয়ার সিমেন্টের দাম সম্পর্কে আলোচনা করা হবে। 

আগেকার দিনে এই প্রিমিয়াম সিমেন্টের একটা বস্তার দাম ছিল ৪৫০ টাকা কিন্তু এখন বর্তমানে এই প্রিমিয়ার সিমেন্টের দাম ৫৫০ টাকা। আপনি যদি প্রিমিয়ার সিমেন্ট ক্রয় করতে চান তাহলে কিন্তু আগে তুলনায় এখন প্রতি বস্তাতে ২৫ থেকে ৩০ টাকার মতো বেশি দিয়ে নিতে হবে। যেহেতু এটি আগে তুলনায় অনেকখানি বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৫৫ টাকা। এই প্রিমিয়ার সিমেন্ট কিন্তু বিভিন্ন রকমের রয়েছে। আপনারা যদি ভাল মানের প্রিমিয়ার সিমেন্ট নিতে চান তাহলে সে ক্ষেত্রে আপনাদেরকে ৫৫০ টাকা বেশি দাম দিয়ে আপনাদেরকে ভালো জিনিসটা নিতে হবে। 

যেহেতু এটি আপনার বাড়ির নির্মাণের সাহায্য করবে সেহেতু আপনাদের অবশ্যই ভালো জিনিসটাই নিতে হবে। এমন অনেক জিনিস আছে যেগুলো দেখতে অরিজিনাল হলেও তার ভিতরে কিন্তু ভেজাল থাকে। তাই আপনাদেরকে অবশ্যই সতর্কতার সাথেই সবকিছু করতে হবে। আপনারা যদি এপ্রিমার সিমেন্ট ক্রয় করতে যান তাহলে অবশ্যই আগে থেকে দাম সম্পর্কে ভালোভাবে জেনে তারপর হচ্ছে যাবেন। সিমেন্টের ধারণা অনুযায়ী কিন্তু আবার দাম কম বেশি হতে পারে। 

কোন কোন জায়গায় খুচরা দামে একটু কম বেশি মূল্য ধরে আবার কোন কোন জায়গায় পাইকারি দাম একটু বেশি কম মূল্য ধরে। তো আপনারা যাচাই করে শুধুমাত্র দাম সম্পর্কে ধারণা নিয়ে দোকানে ক্রয় করার সময় সেখানকার অবস্থান বুঝেই দাম বলে জিনিসটি ক্রয় করতে পারবেন।

হোলসিম সিমেন্ট দাম

হোলসিম সিমেন্টটি কিন্তু আমাদের কাছে ওতোটাও বেশি পরিচিত না। তবে এই সিমেন্ট কিন্তু অনেক ভালো নির্মাণ কাজের জন্য। এই বিভিন্ন রকমের নির্মাণ কাজে এই হোলসিম সিমেন্ট ব্যবহার করা হয়। হোলসিম সিমেন্ট কিন্তুঅন্য সিমেন্টের তুলনায় মানে অনেক ভালো। এই সিমেন্টের দাম খুব বেশিও না আবার খুব কম ও না একে বারে মাঝারি প্রাইজের ভিতরে আছে। আপনারা চাইলে কিন্তু এই হোলসিম সিমেন্টটি নিজেদের নির্মাণ কাজে একবার হলেও ব্যবহার করে দেখতে পারেন। 

এই হোলসিম সিমেন্টের ব্যবহার অনেক বেশি জনপ্রিয় না হলেও এর গুণগত মান দেখে অনেকেই আমরা নির্মাণ কাজে এই হোলসিম সিমেন্ট টি ব্যবহার করে থাকি। এই সিমেন্টের এক বস্তার দাম আগে ছিল ৫০০ টাকার মতো তবে এখন বৃদ্ধি পেয়ে এটি হয়েছে ৫৬২ টাকা বা তার থেকেও বেশি হতে পারে। কারণ এটি সব জায়গাতে একই রকম থাকবে এমনটাও নয়। 
ডিলাররা যেখান থেকে এই জিনিসগুলো বিক্রি করে থাকে সেখানে তারা তাদের ইচ্ছামতো দাম ধরে ক্রেতাদের থেকে নিয়ে নাই। তো এজন্য আপনারা অবশ্যই দাম সম্পর্কে ধারণা রাখবেন তারপর নিজেদের পছন্দমত যাচাই-বাছাই করে জায়গা বুঝে জিনিসের ধরন দেখে তারপর জিনিসটি ক্রয় করবেন।

রুবি সিমেন্ট দাম

বাংলাদেশের সিমেন্টের যে ব্রান্ডগুলো রয়েছে তার মধ্যে কিন্তু রুবি সিমেন্ট অন্যতম একটি ব্র্যান্ডের নাম। এই সিমেন্ট টির অনেক বেশি জনপ্রিয়তা না পেলেও কিন্তু এই সিমেন্টের বাড়ি নির্মাণের কাজে ব্যবহৃত হলে বাড়িটি অনেক বেশি মজবুত হয়। এই রুবি সিমেন্টের দাম কিন্তু বর্তমানে অনেকটাই বেড়েছে। আগের তুলনায় এখন যে দামটি বৃদ্ধি হয়েছে সেটি হচ্ছে ৪৯৫ টাকার বেশি। এক একটি বস্তাতে পঞ্চাশ কেজির মতো সিমেন্ট থাকে। 

তো সেই তুলনায় আপনারা যদি খুচরা দামে সিমেন্টে কিনতে চান তাহলে কিন্তু এর থেকেও বেশি দাম পড়তে পারে। আর যদি পাইকারি দামে এক বস্তা ধরে নিতে চান তাহলে একটি এক বস্তার দাম পড়বে 495 টাকা মতো। স্থান অনুযায়ী এই রুবি সিমেন্টের দাম কিন্তু কম বেশিও হতে পারে। এটি নির্ধারিত কোন নির্দিষ্ট দাম না। আপনারা চাইলে কিন্তু এই রুবি সিমেন্ট একবার হলেও নিজেদের বাড়ির নির্মাণের কাজের জন্য ব্যবহার করে দেখতে পারেন। নিজেরা যতক্ষণ পর্যন্ত না ব্যবহার করবেন ততক্ষণ পর্যন্ত জিনিসের গুণগত মান সম্পর্কে ধারণা হবে না তাই অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন।

মীর সিমেন্ট দাম

বাংলাদেশের জনপ্রিয় একটি ব্রান্ডের মধ্যে কিন্তু মির সিমেন্ট ব্রান্ড টি অন্যতম ব্রান্ডের।মীর সিমেন্ট টি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় অনেক বেশি পরিচিত এবং জনপ্রিয় একটি ব্র্যান্ডের নাম। মীর সিমেন্টটি আপনারা কাজে ব্যবহার করে দেখতে পারেন। এই ব্রান্ডের সিমেন্ট টিতে ভালো উন্নত সামগ্রী ব্যবহার করে তৈরি করা হয়। তাই নির্মাণের কাজে আপনার নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। তবে আগে মীর সিমেন্টের যে দাম ছিল বর্তমানে তার থেকে অনেকখানি বেড়ে গিয়েছে। 

আগে মীর সিমেন্টের দাম ছিল ৪৩০ টাকার মতো আর এখন বর্তমানে সেই সিমেন্টের দাম বের হয়েছে ৪৮৫ টাকার মতো। তবে কোন কোন জায়গায় কিন্তু এর থেকেও বেশি দামে আপনারা জিনিসটি পেতে পারেন। পাইকারি বিক্রেতাদের কাছ থেকে যদি আপনারা সিমেন্ট নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা কম দামের ভিতরে ক্রয় করতে পারবেন। 

আর যদি আপনারা মনে করেন যে আপনারা খুচরা দামের খোলা অবস্থায় এই সিমেন্ট টি ক্রয় করে বাড়ি নির্মাণের কাজে আগে পরীক্ষা করে দেখবেন তাহলে কিন্তু এভাবেও কিনতে পারেন। তবে সে ক্ষেত্রে আপনাদেরকে কেজি ধরে কিনতে হলে একটু দামটা বেশি পড়ে যাবে। কিন্তু অন্যান্য ব্রান্ড বসুন্ধরা সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট ফ্রেশ সিমেন্ট এই সিমেন্ট গুলোর মতই কিন্তু অনেক বেশি জনপ্রিয় একটি পরিচিত সিমেন্ট।

লেখক এর শেষ মন্তব্য

এখনকার বাজারে কিন্তু আমাদের জিনিসপত্র যাচাই-বাছাই করেই কিনতে হয়। এজন্য আগে থেকে সবকিছু জেনে রাখা ভালো। আর আজকে পোস্টে আপনাদের সাথে সিমেন্টের দাম ২০২৫ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে যেগুলো আমাদের কিন্তু নতুন ঘরবাড়ি করার ক্ষেত্রে বা অন্যান্য প্রয়োজনেও লেগে থাকে। আগেকার দিনে যে দাম ছিল তার থেকে কিন্তু এখনকার মূল্যটা অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে।

তাই আগেকার দিনের মূল্য নিয়ে আপনারা যদি দোকান গুলোতে যান তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আর যাচাই-বাছাইও করতে পারবেন না। তাই অবশ্যই ২০২৫ এ কোন জিনিসের কোন ব্র্যান্ডের সিমেন্টের দাম কি রকম হয়েছে এগুলো সম্পর্কে অবশ্যই জেনে তারপর হচ্ছে আপনারা ক্রয় করবেন। আশা করি আজকের পোষ্টটি আপনাদের জন্য একটু হলেও উপকারে আসবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url