কম টাকায় সেরা কিছু ড্রোন ক‍্যামেরার তালিকা 2025

ড্রোন ক্যামেরাটি এখন সারা বিশ্বে অনেক বেশি জনপ্রিয়। আপনারা কি জানেন এইটার জনপ্রিয়তার কারণ কি? মানুষ যেই কাজ গুলা সাধারণ ক্যামেরার মাধ্যমে করতে পারেনা সেই কাজ গুলো মানুষ ড্রোন ক্যামেরার মাধ্যমে করে থাকে। তবে অনেকেই জানেন না যে কম টাকায় সেরা কিছু ড্রোন ক‍্যামেরার তালিকা 2025 গুলো আসলে পাওয়া যায় কিনা।
কম টাকায় সেরা কিছু ড্রোন ক্যামেরার তালিকা 2025
আজকে আমি তাদের জন্য ড্রোন ক্যামেরা সম্পর্কিত বিশেষ কিছু তথ্য শেয়ার করব। যেটি থেকে আপনারা বুঝতে পারবেন যে কম টাকায় আসলেই কি ভালো ড্রোন ক্যামেরা কিনতে পাওয়া যায়? হ্যাঁ অবশ্যই যায়। আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের আলোচিত বিষয়বস্তু গুলো আজকের আলোচনায় আপনাদের জন্য থাকছে কম টাকায় সেরা কিছু ড্রোন ক‍্যামেরার তালিকা 2025, বাজেট ড্রোন ক্যামেরা রিভিউ, ১০ হাজার টাকার নিচে ড্রোন ক্যামেরা, 15000 টাকার মধ্যে সেরা ড্রোন ক্যামেরা ইত্যাদি।

পোস্টের সূচিপত্রঃ কম টাকায় সেরা কিছু ড্রোন ক্যামেরার তালিকা 2025

কম টাকায় সেরা কিছু ড্রোন ক্যামেরা তালিকা ২০২৫

ড্রোন ক্যামেরা সারা বিশ্বেই অনেক বেশি জনপ্রিয়। আর এখন বর্তমানে বাংলাদেশে ড্রোন ক্যামেরা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে। এর কারণ যেই কাজগুলা মানুষের পক্ষে করা সম্ভব হয় না সেই কাজগুলো কিন্তু মানুষ ড্রোন ক্যামেরার মাধ্যমে খুব সহজেই সম্পন্ন করতে পারে। অনেকে জানেনা যে কম টাকার ভিতরে ভালো ড্রোন ক্যামেরা পাওয়া যায় কি না। তো তাদের জন্য বলব হ্যাঁ অবশ্যই কম টাকার ভিতরে ভালো কিছু সেরা ড্রোন ক্যামেরা রয়েছে। যেগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো। কম টাকায় সেরা কিছু ড্রোন ক‍্যামেরার তালিকা 2025 জেনে নিনঃ
  • 1. 4K dual camera with K3 Wi-Fi Drone এটির দাম ৫০০০ থেকে শুরু করে ৬০০০ পর্যন্ত হতে পারে। কারণ জায়গা ভেদে এই ড্রোন ক্যামেরার দাম কম বেশি হয় এই জন্য কোথাও ৫২০০ কোথাও ৫৪০০ আবার কোথাও তার একটু বেশি হয়ে থাকে।
  • 2. 4K camera with Traveller 3 Drone এটির দাম পড়তে পারে ৭ থেকে ৮ হাজারের ভিতরে। এই ক্যামেরাটি অনেক বেশি শক্তিশালী এবং এটি অনেক দূর থেকে কন্ট্রোল করা যায়। এদের চার্জ ধারণ ক্ষমতা অনেক বেশি। এটিতে বেশ কিছু ফিচার এড করা আছে তার মধ্যে অটোমেটিক বিউটি ফিচারটি অন্যতম।
  • 3. 4K camera with G2 3D rolling headless Wi-Fi এটির দাম পড়তে পারে ৮ হাজার থেকে ৮৫০০ টাকার মধ্যে। তবে কোন কোন জায়গায় কিন্তু এর থেকে কম বা বেশিও নিতে পারে। এই ড্রোন ক্যামেরাটি অন্য ড্রোন ক্যামেরার তুলনায় অনেক বেশি সহজলভ্য। এটি সহজেই আপনি এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যেতে পারবেন। এটি ব্যাটারির ধারণ ক্ষমতা ও অনেক। এই ড্রোন ক্যামেরাটি দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয়।
  • 4. Dual camera with Rs537 RC 4K drone এটি দাম পড়তে পারে ৫৫০০ থেকে ৬০০০ এর মধ্যে। এটিতে নিত্য নতুন সব পারফেক্ট টিচার অ্যাড করা রয়েছে যেটি আপনি খুব সহজেই আনন্দের সাথে ব্যবহার করতে পারবেন। কারণ এটিতে রয়েছে গ্রেস্কোপ সেন্সর ,ব্যাটারি ১ হাজার ৮০০ অ্যাম্পিয়ার। এই ড্রোন ক্যামেরাটি সত্যিই অসাধারণ আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন।

বাজেট ড্রোন ক্যামেরার রিভিউ

ড্রোন ক্যামেরা এমন একটি জিনিস যেটি দিয়ে উন্নত মানের ভিডিও তৈরি করা যায়। তবে আপনারা কি জানেন বাজেটের মধ্যেও কিন্তু ভালো মানের ড্রোন ক্যামেরা কিনতে পাওয়া যায়। আর এই ক্যামেরা গুলোই কিন্তু অ্যাডভান্স লেভেল এর নতুন নতুন ফিচার এড করা রয়েছে। এই ড্রোন ক্যামেরা গুলো আপনি আপনার বাজেটের মধ্যেই পেয়ে যাবেন। আপনি যদি বাংলাদেশে নাগরিক হয়ে থাকেন আর এই ড্রোন ক্যামেরা দিয়ে যদি কন্টেন্ট তৈরি করতে চান তো সে ক্ষেত্রে আমি মনে করি যে আপনার বাজেটটা একটু মধ্য লেভেলের হতে পারে। কারণ বাংলাদেশি মানুষের বাজেট কেমন হতে পারে সেই সম্পর্কে আমাদের কম বেশি সকলেই ধারণা আছে। আর আজকে আমরা সেই বাজেটের ভিতরে ড্রোন ক্যামেরার রিভিউ গুলো দেখবো।
  • E89 pro - 7100 tk.
  • ZFR F185 PRO- 7850 tk.
  • DJI Wi-Fi FPV- 4850 tk.
  • K109 - 6700 tk.
  • E88 PRO - 5000 tk.
  • Traveller 3 - 7000 tk.
  • Rs537 RC 4K drone - 6500 tk.
  • G2 3D rolling headless - 8000 tk.
এগুলো সবই উন্নত মানের 5 রেটিং প্রাপ্ত। এগুলো ১০ থেকে ১৫ মিনিট ভিডিও তৈরি করার জন্য পারফেক্ট তবে এটিতে চার্জ থাকবে কয়েক ঘন্টারও বেশি। এগুলো অনেক দূরত্ব থেকে কন্ট্রোল করা যায়। এটিতে রয়েছো অটোমেটিক বিউটি ক্যামেরা। এই ড্রোন ক্যামেরা গুলো মানে ভালো। বাজেট ফ্রেন্ডলি এটি স্থান ভেদে এই ড্রোন ক্যামেরা গুলোর দাম বেশি হতে পারে।

১০,০০০ টাকার নিচে সেরা ড্রোন ক্যামেরা

ড্রোন ক্যামেরা নামটা শুনলেই মনে হয় যেন অনেক বেশি দামি একটা জিনিস। তবে আপনারা কি জানেন 10000 টাকার নিচেও ভালো ড্রোন ক্যামেরা কিনতে পাওয়া যায়। তবে উন্নত মানের ড্রোন ক্যামেরা গুলো যেমন আপনি বিভিন্ন কাজের জন্য ঘন্টার পর ঘন্টা ব্যবহার করতে পারবেন। এগুলো আপনারা তার থেকেও একটু কম সময় ব্যবহার করতে পারবেন। যেমন দশ পনের মিনিট বা সর্বোচ্চ বিশ মিনিট ব্যবহার করা যাবে। তো চলুন দেখে নেই এই দশ হাজার টাকার নিচে ভালো ড্রোন ক্যামেরা গুলোর নাম কি
  • E89 pro ড্রোন ক্যামেরাটির দাম পড়তে পারে ৭ হাজার ১০০ টাকা। স্থানভেদে কিন্তু এই ড্রোন ক্যামেরাটির দাম কমবেশি হতে পারে।
  • ZFR F185 PRO এই ড্রোন ক্যামেরাটা অনেক বেশি পাওয়ার ফুল এবং এটি দাম পড়তে পারে ৭ হাজার ৮৫০ টাকার মতো। তবে স্থানভেদে এটির দাম কম বা বেশি হতে পারে।
  • DJI Wi-Fi FPV এটি দাম পড়বে ৪৮৫০ টাকা। এর থেকে কম বা বেশি হতে পারে।
  • K109 এই ড্রোন ক্যামেরাটি আপনি নরমাল ভিডিও করার জন্য ১০ থেকে ১৫ মিনিট ব্যবহার করতে পারবেন এবং এটির দাম পড়বে ৬৭০০ টাকার মতো।
  • E88 PRO এই ড্রোন ক্যামেরাটি তে ব্যাটারির চার্জ অনেকক্ষণ পর্যন্ত থাকে এবং এটির দাম পড়তে পারে 5000 থেকে একটু বেশি।
  • Traveller 3 এই ড্রোনকে আমরা একটি দাম করতে পারে 7 হাজারের মতো। এটি অনেক দূর থেকেও কন্ট্রোল করা যায় এবং বহনে অনেক সহজলভ্য।

১৫,০০০ টাকার মধ্যে সেরা ড্রোন ক্যামেরা

বাংলাদেশের ড্রোন ক্যামেরা গুলো ৫ হাজার থেকে শুরু করে ৫০ হাজার বা লক্ষ টাকারও বেশি হয়ে থাকে তবে ১৫০০০ টাকার মধ্যেও কিন্তু ভালো ড্রোন ক্যামেরা পাওয়া যায়। আজকে আমরা সেই গুলো দেখবো। নিচে ১৫ হাজার টাকার মধ্যে সেরা কিছু ড্রোন ক্যামেরার নাম ও দাম উল্লেখ করা হলো :
  • 1. xiaomi z908 pro max drone -13000 tk.
  • 2. E88 EVO drone - 6500 tk.
  • 3. S85 pro FPV 4K HD drone - 6000 tk.
  • 4. E58 Wi-Fi FPV 4K drone - 5000 tk.
  • 5. GOD OF WAR CD1804 drone - 5850 tk.
  • 6. E99 Max Wi-Fi return function drone - 11900 tk.
  • 7. FPV Mini drone K109 Wi-Fi control - 7050 tk.
  • 8. K88 Max 4K Wi-Fi dual camera drone - 9450 tk.
  • 9. P5 pro dual camera drone -8800 tk.
  • 10. S97 4k dual camera 360° Mini Drone camera - 12000 tk. এছাড়াও কিন্তু আরো অনেক ব্রান্ড রয়েছে যে গুলোর দাম ১৫ হাজারের মধ্যেই।

ফটোগ্রাফির জন্য সেরা বাজেট ড্রোন

ফটোগ্রাফির জন্য কিন্তু ভালো ড্রোন ক্যামেরা রয়েছে যেগুলো দিয়ে আপনারা ভালো ফটো তুলতে পারবেন। যে স্থানগুলোতে পৌঁছে আমাদের ফটো উঠানো সম্ভব হয় না সেখানে কিন্তু এই ড্রোন ক্যামেরা দিয়ে সুন্দর করে ফটো উঠানো সম্ভব হয়। এই ড্রোন ক্যামেরা গুলোতে বিশেষ ফিচার অ্যাড করা থাকে। এগুলোকে প্রকৃতির চারিপাশে ঘুরিয়ে ইচ্ছামত ছবি উঠানো যায়।
  • 4K dual camera with F190 Drone - 6560 tk.
  • RG107 Pro optical flow 4K dual camera drone - 7500.
  • S6 Mini dual camera 6k Drone with Wi-Fi and GPS - 15999 tk.
  • DM94 PRO Plus drone - 7000.
  • Kf -102 4K professional drone - 28500 tk.
  • K90 Max drone 90000 tk.
  • KF108 4K dual camera drone GPS - 28500 tk.
  • Rs537 Rc 4K drone with dual camera - 7950 tk.
এই ড্রোন ক্যামেরা গুলো আপনার বাজেট অনুযায়ী ফটোগ্রাফির জন্য একদম পারফেক্ট। এই ক্যামেরা গুলোতে অটোমেটিক ফিচার অ্যাড করা থাকে যেটা থেকে আপনার ফটোগ্রাফির সময় একটা সুন্দর লুক আসে। ফটোগ্রাফি মূলত ন্যাচারাল পরিবেশে সব থেকে বেশি সুন্দর হয়। আর সে জন্যই আমাদের ন্যাচারাল পরিবেশে ফটো ওঠানোর জন্য অনেক উপর থেকে বা চারিপাশে ঘুরে ঘুরে ছবি উঠাতে হয় সে ক্ষেত্রে কিন্তু ড্রোন ক্যামেরা অনেক বেশি উপকার করে থাকে। দিনে দিনে ড্রোন ক্যামেরা সারা বিশ্বব্যাপী অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে।

ড্রোন ক্যামেরা কেনার আগে যা জানা উচিত

যারা ড্রোন ক্যামেরা সম্পর্কে কিছুই জানেন না তাদেরকে আগে ড্রোন ক্যামেরা সম্পর্কে বিস্তারিত ভাবে জানা উচিত। কারণ ড্রোন ক্যামেরা যতটা ভালো ততটাই আপনার ক্ষতির কারণও হতে পারে। অন্য সবকিছুর মতো এই ড্রোন ক্যামেরা তেও খারাপ এবং ভালো দিক দুইটাই রয়েছে। তো আপনাদেরকে আগে এই ভালো খারাপ দিক দুইটা সম্পর্কেই জানা উচিত। তাহলে আপনারা বুঝে শুনে এটি কি ব্যবহার করতে পারবেন । এবং যেটি থেকে আপনার ক্ষতি হতে পারে সেই ক্ষতির কারণগুলো বিরত থাকতে পারবেন।
  • ১. ক্যামেরা এবং ফ্লাইট পারফরমেন্স দেখে নিতে হবে।
  • ২. নিরাপত্তা ফিচার এবং প্রযুক্তি আছে কিনা দেখতে হবে।
  • ৩. ড্রোন ক্যামেরাটি নিয়ম নীতি সম্পর্কে জানতে হবে।
  • ৪. বাজেট এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানতে হবে।
  • ৫. ড্রোন ব্যবহার করতে জানতে হবে।
  • ৬. ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফ এর জন্য ভালো কোয়ালিটি ফুল কিনা দেখতে হবে।
  • ৭. কৃষি প্রযুক্তিতেও কিন্তু ড্রোন ক্যামেরা ব্যবহার অপরিহার্য।
  • ৮. অনেক সময় ইমারজেন্সি কোন দরকার হতে পারে তখন ড্রোন ক্যামেরা অনেক ভাবে সাহায্য করতে পারে।

কম দামে ড্রোন কিনতে কী কী বিষয় দেখা উচিত

বাংলাদেশের ইদানিং এই ড্রোন ক্যামেরার কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা বাড়ছে। ড্রোন ক্যামেরা বিভিন্ন দামের রয়েছে ৫০০০ থেকে শুরু করে ৫০ হাজার বা ১ লক্ষ টাকার মধ্যেও কিন্তু এই ড্রোন ক্যামেরা গুলো পাওয়া যাচ্ছে। তো কম দামে ড্রোন ক্যামেরা কিনতে গেলে আমাদেরকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কারণ ক্যামেরার ভালো খারাপ দুইটা দিকই আছে সেটি থেকে আমাদের ক্ষতিও হতে পারে। এইজন্য আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
প্রথমত দেখতে হবে ড্রোন ক্যামেরাটি থেকে কোন বিপদের আশঙ্কা আছে কিনা। ড্রোন ক্যামেরার ব্যবহার অনেকেই জানে না। তো কেনার পূর্বে ড্রোন ক্যামেরার ব্যবহার সম্পর্কে একটু হলেও ধারণা রাখা উচিত। কম দামি ড্রোন ক্যামেরা গুলাতে কিন্তু মানুষ অনেক ধরনের নকল জিনিস ব্যবহার করে থাকে যেটি থেকে আমাদের ক্ষতি হতে পারে। কেনার পূর্বে অবশ্যই আসল নকল যাচাই করে নেওয়া উচিত। কম দামি জিনিস বলে সেটি যে খারাপ হবে এমনটা নয়। কম দামেও কিন্তু ভালো জিনিসও পাওয়া যায়। তবে কেনার আগে একটু যাচাই-বাছাই করে নিতে হবে।

ড্রোন ক্যামেরা কি কি কাজে ব্যবহৃত হয়

ড্রোন ক্যামেরা এখন সারা বিশ্বব্যাপী অনেক বেশি জনপ্রিয়। কারণ এই ড্রোন ক্যামেরা দিয়েই কিন্তু মানুষ অসাধ্য সাধন করছে। মানুষ যে জায়গাতে পৌঁছে তাদের কার্যসাধন করতে পারছে না সেখানে এই ড্রোন ক্যামেরা দিয়ে তাদের কার্যসম্পন্ন করতে পারছে। এতক্ষণ আমরা ড্রোন ক্যামেরা দাম ড্রোন ক্যামেরার ব্রান্ডের নাম ইত্যাদি সম্পর্কে জানলাম। এখন জানবো ড্রোন ক্যামেরা দিয়ে কি কি কাজ করা যায় বা কি কি কাজে এর ড্রোন ক্যামেরা ব্যবহৃত হয়ে থাকে।
  • ১. কৃষি কাজের জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়। ধানের ক্ষেতে কি পরিমাণ পানি লাগবে, কি পরিমানে সার লাগবে বা খাস হয়েছে কিনা ইত্যাদি পর্যবেক্ষণ করার জন্য কিন্তু ড্রোন ক্যামেরা ব্যবহৃত হয়ে থাকে।
  • ২. কোথাও কোন সমস্যা হলে সেখানে যদি মানুষের পৌঁছাতে দেরি হয়। তাহলে সে ক্ষেত্রে ড্রোন ক্যামেরাটি দিয়ে সেখানকার পরিবেশ পরিস্থিতি দেখে সেখানে কিন্তু দ্রুত গতিতে উদ্ধার করার জন্য লোক পাঠানো যেতে পারে।
  • ৩. ফটোগ্রাফারের জন্য কিন্তু ড্রোন ক্যামেরা ব্যবহৃত হয়ে থাকে। ন্যাচারাল পরিবেশে ফটোগ্রাফির জন্য অনেক উপর থেকে ছবি উঠালে খুব সুন্দর ছবি উঠে।
  • ৪. ভিডিওগ্রাফির জন্য তো সব থেকে পারফেক্ট হচ্ছে ড্রোন ক্যামেরা কারণ ভিডিও করার জন্য আমাদের এক স্থান থেকে অন্য স্থানে যেয়ে বা অনেক উচ্চু থেকে ভিডিও করতে হয় সে ক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এজন্যই ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়।
  • ৫. ড্রোন ক্যামেরা কিন্তু গোয়েন্দাগীরির ক্ষেত্রেও ব্যবহার করা হয়। গোয়েন্দারা বেশিরভাগ ক্ষেত্রে এই ড্রোন ক্যামেরাটি ব্যবহার করে থাকে কারণ তারা নিজেরা যেখানে যাইতে পারে না সেখানে তারা ড্রোন ক্যামেরা ব্যবহার করে পরিস্থিতি সম্পর্কে ধারণা লাভ করে।
এছাড়াও কিন্তু এখন প্রযুক্তি নির্ভরযুগে ড্রোন ক্যামেরার ব্যবহার অপরিহার্য। অনেক কাজেই ক্যামেরা ব্যবহার করা হয়। ড্রোন ক্যামেরা এখন জনপ্রিয়তার শীর্ষে যেয়ে পৌঁছেছে। সাধারণ ক্যামেরার তুলনায় কিন্তু ড্রোন ক্যামেরা অনেক বেশি কাজে আসে। তাই সবাই সাধারণ ক্যামেরা থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে এই ড্রোন ক্যামেরা কে। ড্রোন ক্যামেরা মানুষের সাধারণ জীবন যাপনের ক্ষেত্রে অনেক হেল্প করে থাকে। ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েট করে মানুষ তার ইনকামের সোর্স করে নেয় আর এই ছোটখাটো কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়ে থাকে।

লেখকের শেষ মন্তব্য

আমি মনে করি আজকের এই আলোচনা গুলো আপনার অনেক কম টাকায় সেরা কিছু ড্রোন ক‍্যামেরার তালিকা 2025 বেশি উপকারে আসবে। আপনি যখন নতুন ড্রোন ক্যামেরা কিনতে যাবেন বা ড্রোনকে ক্যামেরা সম্পর্কে আপনার যদি কোন আগ্রহ থেকে থাকে তাহলে ড্রোন ক্যামেরার দাম আর কোয়ালিটি নিয়ে চিন্তা করা লাগবে না। নিশ্চিন্ত হয়ে আপনি ড্রোন ক্যামেরা ক্রয় করতে পারেন। আপনি যদি ভালো ভিডিও মেক করতে চান তাহলে একটু দামি ড্রোন ক্যামেরা নিতে হবে। আর যদি আপনি এমনি সোশ্যাল মিডিয়াতে ৮ বা ১০ মিনিটের ভিডিও করার জন্য নিতে চান তাহলে আজকের উল্লিখিত দাম বা কোয়ালিটি আপনার জন্য একদম পারফেক্ট।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url