আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায়
আসসালামু আলাইকুম, সুপ্রিয় পাঠক উপরের টাইটেলটি দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার
বিষয় কি? তাই চলুন দেরি না করে জেনে নিই। আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায় এবং
আপওয়ার্ক কাজ কি এই সম্পকিত সকল তথ্য পেতে চাইলে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
আপওয়ার্ক এক ধরণের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেখানে সারা বিশ্বের মানুষ কাজ
করতে পারে। এটি ইল্যান্স, গুরু, ফ্রিল্যান্সার এর মত মার্কেটপ্লেস।এসব
মার্কেটপ্লেসে সকলে মুক্তভাবে কাজ করে অর্থ উপার্জন কর থাকে। আপওয়ার্ক এ কাজ
পাওয়ার উপায় এই মার্কেটপ্লেস এর মাধ্যমে একজন বায়ার(Byers) একজন ফ্রিল্যান্সারকে
নির্দিষ্ট একটা অর্থের চুক্তিতে ভাড়া করে কাজ করাই নিতে পারে।
পোস্টের সূচিপত্রঃআপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায়
আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায়
উপরই উক্ত শিরোনাম দেখে আমরা একটি বিষয়ে অবগত হয়েছি যে আজ কোন বিষয় নিয়ে
আলোচনা করব। তাই চলুন দেরি না করে মূল আলোচনায় ফিরে যাই। এখন আমরা জানবো
আপওয়ার্ক (upwork) এ কাজ করার উপায় এবং আপওয়ার্ক কাজ কি? নিম্নে আপওয়ার্ক এ
কাজ পাওয়ার উপায় তুলে ধরা হলোঃ
আপওয়ার্ক এ কাজ পাওয়া সহজ ব্যাপার নয় তবে, আপনি যদি কিছু টিপস অনুসরণ করেন,
তাহলে কাজ পাওয়া সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।
- ১.কোন কাজে অভিজ্ঞ বা কোন ধরণের কাজ খুজতেছেন তা নির্ধারণ করুন।
- ২.আপনার প্রোফাইলটি আকর্ষণীয় করে তুলুন। আপনার প্রোফাইলে কাজের দক্ষতা, অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা যোগ করুন।
- ৩.আপনার কাজের নমুনা সম্পর্কে একটা পোর্টফলিও তৈরি করুন যাতে, ক্লায়েন্ট আপনার কাজের গুনমান সম্পর্কে ধারণা পায়।
- ৪.ক্লাইন্টের সাথে যোগাযোগ করুন। যার মাধ্যমে আপনি ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবেন এবং কাজগুলো পেতে পারেন।
- ৫.নতুন কোনো অভিজ্ঞতা অর্জন করলে আপনার প্রোফাইলটি আপডেট করুন।
নিম্নে আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায় অতিরিক্ত কিছু টিপস যা আপনাকে আপওয়ার্কে
কাজ পেতে সাহায্য করবে
আরো পড়ুনঃঅনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- আপনার পোর্টফোলিওতে নতুন নতুন কাজ যুক্ত করুন।
- আপনার বিডগুলির জন্য প্রতিক্রিয়া জমা দিন।এটি আপনার বিডগুলি উন্নত করতে সাহায্য করবে।
- আপওয়ার্ক (uo work) কমিউনিটিতে অংশগ্রহণ করুন যার ফলে আপনি অন্যান্য ফ্রিল্যান্সারদের সাথে যোগাযোগ করতে এবং শিখতে পারবেন। উপরিউক্ত টিপস গুলো অনুসরণ করলে আপনার আপওয়ার্ক এ কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে।
আপওয়ার্ক মার্কেটপ্লেস পরিচিতি
১৯৯৮ সালে ওডেস্ক(oDesk) ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হিসেবে হাজির হয়। কিন্তু
২০১৫ সালে ওডেস্ক (oDesk) এবং ইল্যান্স( Elance) মিলে আপওয়ার্ক সৃষ্টি হয়।
আপওয়ার্ক মার্কেটপ্লেসে দীর্ঘদিন কাজের সুযোগ থাকায় বেশির ভাগ ফ্রিল্যান্সার এই
প্লাটফর্মে কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করে। আপওয়ার্ক মার্কেটপ্লেসে নির্দিষ্ট একটা
অর্থের বিনিময়ে ঘন্টাভিত্তিক কাজের সুযোগ রয়েছে।বর্তমানে আপওয়ার্ক মার্কেটপ্লেসে
১ কোটি ফ্রিল্যান্সার কাজ করছে।
আরো পড়ুনঃ বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্রের নতুন নিয়ম
এখন আপওয়ার্কে ৪ লাখের উপর কাজ রয়েছে। এছাড়াও আপওয়ার্ক থেকে কোনো ফ্রিল্যান্সার
যদি কোনো ক্লায়েন্টের কাছ থেকে ৫০০ ডলার আয় করে তাহলে তাকে ১০% সার্ভিস চার্জ
দিতে হয়। কিন্তু আয়ের পরিমাণ ১০ হাজার ডলারের বেশি হয় তাহলে তাকে ৫% সার্ভিস
চার্জ দিতে হয়। ফলে যারা দীর্ঘদিন ধরে একই ক্লায়েন্টের কাজ করে তারা কম চার্জের
বিনিময়ে পারিশ্রমিক সংগ্রহ করতে পারে।
আপওয়ার্ক (up work)একাউন্ট খোলার নিয়ম
আমরা ইতিমধ্যে জেনে গেছি কিভাবে আপওয়ার্ক থেকে কাজ পাওয়া যায়। তাই এখন আমরা
জানবো কিভাবে আপওয়ার্কে একাউন্ট খুলতে হয়।আপনি যদি আপওয়ার্ক মার্কেটপ্লেস এ কাজ
করতে চান তাহলে সর্বপ্রথম আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। তাই চলুন দেরি
না করে জেনে নিই, কিভাবে আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন? নিম্নে তুলে ধরা
হলোঃ
- সাইন আপ করুনঃ সর্বপ্রথম আপওয়ার্ক ওয়েবসাইটে যান এবং সাইন আপ বাটনে ক্লিক করুন তারপর আপনার গুগল একাউন্ট বা ইমেইল দিয়ে রেজিষ্ট্রেশন করুন।
- প্রোফাইল তৈরি করুনঃপ্রোফাইলটি এমনভাবে তৈরি করতে হবে যাতে ক্লায়েন্ট প্রোফাইলটি দেখে প্রফেশনাল মনে করে। আপনার প্রোফাইলে কাজের দক্ষতা, অভিজ্ঞতা, পোর্টফোলিএবং কাজের ধরণ উল্লেখ করুন।প্রয়োজনে আপওয়ার্ক সেক্টরে কাজ করে এমন কিছু মানুষের প্রোফাইল চেক দেখবেন তারা কি কি ইনফরমেশন দেয়।
- পরিচয় যাচাইঃ আপনার পরিচয় যাচাই করতে হবে ( ফটো, আইডি, ফোন নাম্বার)
- এছাড়াও পেমেন্ট পদ্ধতি সেট করার জন্য প্রয়োজন হতে পারে ( paypal, payoneer বা ব্যাংক একাউন্ট।
আপওয়ার্ক মার্কেটপ্লেসে কাজ করার সুবিধা
আমরা ইতিমধ্য কিভাবে আপওয়ার্কে একটা একাউন্ট তৈরি করবেন সেটা জানলাম। এখন আমরা
জানবো আপওয়ার্ক মার্কেটপ্লেসে কাজ করার সুবিধা সমূহ, তাই চলুন দেরি না করে জেনে
নিই,আপওয়ার্ক মার্কেটপ্লেস এ কাজ করার জন্য অনেক সুযোগ-সুবিধা রয়েছে নিম্নে তুলে
ধরা হলো :-
- ১. নিজের পছন্দমতো কাজ করা যায়।
- ২. আপওয়ার্ক টেলেন্ট স্কাউট নামে একটি ফিচার রয়েছে যা তাদের দক্ষতা বিবেচনা করে।দক্ষতা অভিজ্ঞতা অনুসারে টপ রেটেড, টপ রেটেড প্লাস, আপওয়ার্ক সার্টিফায়েড নামেও পরিচিত করে।যার ফলে তাদেরকে ক্লায়েন্টের কাছে নতুন করে দক্ষতার প্রমাণ দিতে হয় না
- ৩. ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের জন্য সরাসরি বার্তা বিনিময়ের পাশাপশি ভয়েস এবং ভিডিও কলেজ করা যায়।যার ফলে ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট স্বাচ্ছন্দে কথা বলতে পারে।
- ৪. বায়ার বা ফ্রিল্যান্সারের যেকোনো সমস্যার সমাধান দিয়ে থাকে আপওয়ার্ক। সাধারণত ১ থেকে ২ মিনিটের লাইভ চ্যাটের মাধ্যমে সমাধান দিয়ে থাকে।
আপওয়ার্ক (up work) এ কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি
বর্তমানে আপওয়ার্ক মার্কেটপ্লেসে ৪ লাখের উপর কাজে রয়েছে কিন্তু সব কাজের চাহিদা
একরকম নয়। বর্তমানে আপওয়ার্ক মার্কেটপ্লেসে চাহিদা রয়েছে এমন কিছু কাজের নাম
নিম্ন তুলে ধরা হলো :-
- ১. মাকেটিংঃ ডিজিটাল মার্কেটিং, SEO, স্যোশাল মাকেটিং।
- ২. লেখালেখিঃকন্টেন্ট রাইটিং, কপিরাইটিং
- ৩. গ্রাফিক্স ডিজাইনঃ লোগো ডিজাইন, স্যোশাল মিডিয়া ডিজাইন।
- ৪. ডেটা এনালিটিসঃ ডেটা এন্ট্রি, এনালিটিক্স
- ৫. Ui/Ux ডিজাইনঃএকটি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন বাহ্যিক দেখতে কেমন হবে সেটাই হলো ui আর তৈরি করা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ui ব্যবহার করে যে এক্সপেরিয়েন্স পাবে সেটাই হলো ux।
আপওয়ার্ক মার্কেটপ্লেস এর প্রতিষ্ঠাতা কে
আমরা ইতিমধ্যে উপরিউক্ত শিরোনাম থেকে আপওয়ার্কে কিভাবে একটা একাউন্ট খোলা যায়
সেটা জেনে গেছি। এখন আমরা জানবো আপওয়ার্ক মার্কেটপ্লেস এর প্রতিষ্ঠাতা কে?
বর্তমান সময়ে আপওয়ার্ক বিশ্বে একটা জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট। আগে যার নাম ছিল
ওডেস্ক।
আরো পড়ুনঃ ডেবিট ও ক্রেডিট বলতে কি বুঝায়
২০০৩ সালে ক্যালিফোর্নিয়ার ক্যাম্পবেলে তৎকালীন সময়ে অডিসিয়াস সাতালস এবং
স্ত্রাতিস কারামানলাকিস ওডেস্ক প্রতিষ্ঠা করেন। কিন্ত ২০১৫ সালে ওডেস্ক নাম
পরিবর্তন করে আপওয়ার্ক করা হয়।
লেখকের শেষ মন্তব্য
আপনি যদি একজন পেশাদার ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনাকে কোন একটি বিষয়ের উপর
দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জনের পর আপনাকে কাজ করার জন্য একটা
মার্কেটপ্লেস বেছে নিতে হবে এবং একটি ভালো প্রোফাইল তৈরি করতে হবে যাতে বায়ার
সহজে সবকিছু বুঝতে পারে।ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে।
কারণ:- আপনি যখন নতুন ফ্রিল্যান্সিং এ যুক্ত হবেন তখন কিছুদিন হয়তো কাজ নাও পেতে
পারেন এর জন্য ধৈর্য হারালে হবে না, কাজের প্রতি ধৈর্য রাখতে হবে। অনেকেই প্রথমত
কাজ না পেয়ে ধৈর্য হারা হয়ে এই কাজ ছেড়ে দেয়। তাই ফ্রিল্যান্সিং করতে হলে
ধৈর্য রাখা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপওয়ার্ক সম্পর্কিত সকল তথ্য পেয়েছেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url