ট্রেনে ভ্রমণ করার ১০টি গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন

আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ। আশা করি সকলে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুরতে তো আমরা কম বেশি সকলেই ভালোবাসি। তবে কেউ কম আর কেউ বেশি। দিন শেষে মাইন্ড ফ্রেশ রাখতে কিন্তু ভ্রমণে যাওয়াটা অনেক বেশি জরুরী । আর সেই জন্যই ভ্রমণ বিষয়ে জানতে হবে। ভ্রমণ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ভ্রমণের অনেক গুলা সাইট আছে যেমন ধরেন ট্রেনে ভ্রমণ, বাসে ভ্রমণ, বাইকে ভ্রমণ বা অন্যান্য যানবাহনে ভ্রমণ ইত্যাদি। আজকে আমি আপনাদের সাথে ট্রেনে ভ্রমণ করার ১০টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো।
ট্রেনে ভ্রমণ করার ১০টি গুরুত্বপূর্ণ টিপস
যেগুলো ট্রেন ভ্রমণে যাওয়ার আগে জেনে নিলে আপনি অনেক বেশি উপকৃত হবেন। এছাড়াও আজকের পোস্টে আপনাদের জন্য আরও কিছু বিষয় থাকবে যেগুলো বিস্তারিত ভাবে শেয়ার করবো। তো চলুন জেনে নেওয়া যাক আজকে বিষয়বস্তু সম্পর্কে। আজকের পোস্টে থাকছে ট্রেনে ভ্রমণ করার ১০টি গুরুত্বপূর্ণ টিপস,ট্রেনে ভ্রমণ নিয়ে ক্যাপশন, রাতের ট্রেন ভ্রমণ, প্রথম ট্রেনে চড়ার অভিজ্ঞতা ইত্যাদি। আপনারা সাথেই থাকুন আর উপরোক্ত বিষয় সম্পর্কে জেনে নিন ভ্রমণ কাজে হেল্প করবে।

পোস্টের সূচিপত্রঃট্রেনে ভ্রমণ করার ১০টি গুরুত্বপূর্ণ টিপস

ট্রেনে ভ্রমণ করার ১০টি গুরুত্বপূর্ণ টিপস

ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ একটি বাহন হলো ট্রেন। ট্রেন নিরাপদ হওয়ার কারণে মানুষও এটাই বেশি ব্যবহার করে থাকে। তবে ট্রেনে অনেক সময় অনেক ধরনের জানা অজানা বিপদের সম্মুখে পড়তে হয়। সেজন্য সব সময় সর্তকতা অবলম্বন করা ভালো। আজকে আপনাদের সাথে ট্রেনে ভ্রমণ করার জন্য গুরুত্বপূর্ণ ১০ টি টিপস শেয়ার করবো। তো চলুন ট্রেনে ভ্রমণ করার ১০টি গুরুত্বপূর্ণ টিপস শুরু করা যাক।
  1. প্রথমত স্টেশনে কল দিয়ে শুনে নিবেন ট্রেনটি নির্ধারিত সময়ে আসবে কি না। কারণ অনেক সময় সমস্যার কারণে ট্রেন লেটে এসে থাকে। ভ্রমণে যাওয়ার সময় তাড়াহুড়া করে বেড়িয়ে পড়া তে এটা ভুলে যায়।
  2. ট্রেন ভ্রমণে যাওয়ার আগে জরুরী জিনিসপত্র গুছিয়ে ব্যাগে ভরে নিন।
  3. ট্রেন স্টেশনে যেহেতু খাবারের মান ভালো নাহ আরও দামটা ও অনেক বেশি তাই প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে সাথে নিয়ে নিন।
  4. ট্রেনে উঠার আগে ভরপুর খাবার খাওয়ার দরকার নেই,, এতে করে সমস্যা হতেও পারে।
  5.  অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক ভাবে যে ঔষধ গুলোর প্রয়োজন হয় সেগুলো ব্যাগে নিয়ে নিতে পারেন।
  6. পকেট মারের থেকে সাবধানে থাকবেন। প্রয়োজনীয় টাকা গুলো সব এক জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় ভাগ করে রাখতে পারেন। এতে করে একটাতে কোনো সমস্যা হলেও বাকি টাকা গুলো থাকবে।
  1. ট্রেনের টিকিটটা সামলে রাখুন। ট্রেনের টিকিট হারিয়ে গেলে কিন্তু জরিমানা দিতে হবে।
  2. ট্রেনের উঠার সময় সাবধানতা অবলম্বন করুন। অসাবধানতা একটি দূর্ঘটনার কারণ হতে পারে।
  3. ট্রেনে উঠে ঘুমিয়ে পড়লে নিজের জিনিস গুলো সামলে রাখবেন নাহলে চুরি হতে পারে।
  4. ট্রেন ভ্রমণে যদি পরিবার সাহ যান তাহলে শিশুদের নজরে রাখবেন,, ট্রেনের বগি অনেক সময় খোলা থাকে যেটা থেকে দূর্ঘটনা ঘটতে পারে।ট্রেনে ভ্রমণের জন্য উপরোক্ত কথা গুলো মাথায় রাখবেন। তাহলে কোনো সমস্যা ফেস করতে হবে না।

ট্রেনে ভ্রমণ নিয়ে ক্যাপশন

ভ্রমণ তো আমরা সকলে করি কম বেশি। আজ ট্রেন ভ্রমণ নিয়ে কিছু ক্যাপশন শেয়ার করবো।
  •  "জীবনকে খুব কাছ থেকে উপভোগ করতে চাও? তাহলে ট্রেন ভ্রমনে চলে যাও"
  • "যদি তোমার অনেক বেশি মন খারাপ হয় তাহলে তুমি ট্রেন ভ্রমন করে দেইখো"
  • "কোনো এক বিকেলে তোমার সাথে ট্রেন ভ্রমণে গিয়ে প্রকৃতির সাথে মিশে যেতে চায়"
  • "একমাত্র ভ্রমণই পারে নিজেকে নিজের কাছে আবিষ্কারক হিসেবে মর্যাদা দিতে"
  • "ট্রেন ভ্রমণ শুধু ভ্রমণই নয় এটা মানসিক তৃপ্তি ও বটে"
  • "জীবন নামক কঠিন গণিতের সমাধান হিসেবে ট্রেন ভ্রমণই বেস্ট"
  • "তুমি আমি পাশাপাশি, চলো না ট্রেন ভ্রমণ থেকে ঘুরে আসি"
  • "ভ্রমন আপনার জীবন কে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখায়"
  • "কোনো অজুহাত ছাড়া জীবনে বাঁচুন আর অনুশোচনা ছাড়া ট্রেনে ভ্রমন করুন"

রাতের ট্রেন ভ্রমণ

ভ্রমণ করতে তো আঁকাল সকালই ভালো লাগে। তবে সেটি যদি হয় রাতের ট্রেন ভ্রমণ,, তাহলে ব্যাপারটা কেমন হয়? ভাবতেই যেন অজানা এক ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। রাতের ট্রেন ভ্রমণে জানালার পাশে ছিট, আকাশে তারা ও চাঁদের আলোয় আলোকিত চারিদিক,, ঝি ঝি পোকার ডাক, আর পাশে আছো তুমি। ওয়াও জাস্ট খুশিতে নেচে উঠছে মন। কোনো এক রাতে তোমার হাতে হাত রেখে গন্তব্যহীন ট্রেন ভ্রমণে যেতে চায়। ভ্রমণ তো জীবনে অনেক করা হলো কিন্তু ট্রেন ভ্রমণের মতো বেস্ট আর কোনোটায় হয়নি। 
রাতের ট্রেন ভ্রমণে সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা সেটা হলো নিরব আর নিস্তব্ধতায় ভরা একটা বিউটিফুল পরিবেশ। এমন নিস্তব্ধ পরিবেশ আমার মতো অনেকেই হয়তো অনেক অনেক ভালো লাগে। আবার কারো কারো কাছে বিরক্তিকর ও হতে পারে। সবার opinion তো আর এক রকম নাহ। এজন্য আমার বা আপনার ভালো লাগা জিনিসটা অন্য কারো কাছে বিরক্তের কারণ হয়ে উঠতে পারে। যাই হোক রাতের ভ্রমণ মানেই অন্য রকম প্রশান্তি। রাতের ট্রেন ভ্রমণ মানেই মানসিক শান্তি।

প্রথম ট্রেনে চড়ার অভিজ্ঞতা

আমার লাইফে প্রথম ট্রেনে চড়ার অভিজ্ঞতা শুনলে সবার হাসি পাবে। কেন হাসি পাবে জানেন? প্রথম বার বলে কথা অনেক বিষয়ে উলটা পাল্টা তো হবেই। যাই হোক আমি প্রথমবার ফ্যামিলির সাথে ট্রেনে চড়েছিলাম। ট্রেনের টিকিট কাটার পরে আমি অনেক বেশি excited ছিলাম কারণ এর আগে কখনো ট্রেনে উঠিনি। তো টিকিট কাটার পর থেকে অতিরিক্ত excitement এর কারণে আমার যেন ঘুমই আসে না। টিকিট কাটার ১ দিন পরে ছিলে আমাদের ট্রেনে চড়ার ডেট। 

তো একদিন কোনো ভাবে পার করলাম। তারপর খুব ভোরে উঠে ফ্রেশ হয়ে গোসল সেরে অল্প কিছু মুখে দিয়েই চলে গেলাম রেডি হতে। অন্য দিন আমার রেডি হতে মিনিমাম ১ ঘন্টা তো লাগেই কিন্তু ওই দিন আমি ২০ মিনিটেই রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম আর ট্রেন আসার আরও ২ ঘন্টা আগে গিয়ে বসে ছিলাম আর বার বার দেখতেছিলাম ট্রেন আসতেছে কি না। অনেক অপেক্ষার পর ট্রেন আসলো। কিন্তু সেখানে এত পরিমাণে ভিড় ছিলো যে আমি ভুল করে একাই অন্য একটা বগিতে চলে গিয়েছিলাম। আর সেখানে আমাকে দেখে একটা আন্টি ডাক দিলো। 
তারপর আমি একটু কাছে যেতেই আমার হাতটা ধরে বললো তোমার বাসা কই, কার সাথে এসেছো, কিসে পড়ছো, নাম কি ইত্যাদি অনেক কিছুই জিজ্ঞেস করলো। আমি মনে মনে ভাবলাম তিনি হয়তো কোনো ছেলের জন্য মেয়ে খুঁজছে। পরে দেখি সত্যিই তাই,তার ছেলের জন্য লক্ষী মেয়ে খুঁজছে। আমাকে দেখে তার নাকি ভালো লেগেছে। আল্লাহ কি একটা জ্বালায় পড়লাম, তিনি এমন ভাবে কথা বলছিলো মনে হচ্ছিল জোর করেই আমাকে তার ছেলের বউ বানিয়ে নিয়ে চলে যাবে। 
আমি কোনো মতে সেখান থেকে বের হলাম এবং আমার বগিতে যাওয়ার চেষ্টা করলাম। আমি ভুল করে আমাদের বগি ছাড়াও আরো ২ বগি সামনে চলে গিয়েছিলাম। ট্রেনে তো অনেক ভিড় হয়ে থাকে যারা উঠেছেন তারা জানেন। তো এই ভিড়কে উপেক্ষা করে আমি আমাট বগিতে পৌঁছাতে পারছিলাম না। অনেক কষ্টে ঠেলে, কথা কাটাকাটি করে, ঝগড়া করে অবশেষে আমার ফ্যামিলি মেম্বাদের বগিতে গিয়ে পৌঁছালাম। তো এই ছিলো আমার ট্রেনে চড়ার প্রথম অভিজ্ঞতা।

লেখকের শেষ মন্তব্য

ভ্রমণ করতে ভালো লাগে না বা ভালোবাসে না এমন লোকই নাই। একটু হলেও আমরা সবাই ভ্রমণ করতে ভালোবাসি। আর ট্রেন ভ্রমণ তো অন্য রকম ভালো লাগার এক অনন্য অনুভূতি। ভ্রমণে যেতে ইচ্ছে করলে কোনো অনুশোচনা ছাড়াই ট্রেনে ভ্রমণ করে আসুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url