বাংলায় ইংরেজি শেখার সহজ উপায় সমূহ জেনে নিন
সুপ্রিয় পাঠক সকল আজ আরও একটি নতুন তথ্য সম্পর্কে জানবো। শিরোনাম দেখার পরে হয়তো
এতক্ষণে বলার অবকাশ রাখে না তবুও বলছি আজ আমরা জানবো খুব সহজেই কি করে আমরা
বাংলায় ইংরেজি শেখার সহজ উপায় সমূহ গুলো জানবো। আপনিও যদি এসব টিপস্ সম্পর্কে
জানতে আগ্রহী হোন তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
ইংরেজিতে কথা বলতে পারা বা লিখতে পরা যথেষ্ট দক্ষতা ব্যাপার। যদি আমরা একটি
প্রতিবেদনেই জেনে যায় যে সহজে কোন কোন টিপস ফলো করে আমরা দৈনন্দিন জীবনে তা
প্রয়োগ করতে পারি তাহলে কেমন। আশা করি বাংলায় ইংরেজি শেখার সহজ উপায় তথ্য গুলো আপনাদের জন্য অনেক সহায়ক হবে।
তাই চলুন আমরা দেরি না করে মূল আলোচনায় ফোকাস করি।
পোস্টের সূচিপত্রঃ বাংলায় ইংরেজি শেখার সহজ উপায়
বাংলায় ইংরেজি শেখার সহজ উপায়
ইংরেজি শেখার জন্য ভালো উপায় হলো বেশি বেশি করে ইংরেজি গান শুনতে হবে। প্রথমে
গানের লেখাগুলোকে ভালো করে দেখে নিতে হবে। বাংলায় ইংরেজি শেখার সহজ উপায় এতে ইংরেজি লিসেনিং স্পিকিং স্কিল আপনার
দারুন উন্নত হবে।আরও অনেক উপায় আছে এই ইংরেজি শেখার। দেখার জন্য এমন ইংরেজি
সিনেমা বেছে নিতে হবে যেখানে ভিডিওর নিচে ইংরেজি সাবটাইটেল দেওয়া থাকবে।এতে
সিনেমাতে ইংরেজি দিয়ে কি বলতেছে তা আপনি যদি না বুঝেন তাহলে সাবটাইটেল দেখে
সহজেই বুঝতে পারবেন।
নিয়মিত ইংরেজি সংবাদপত্র বা বিভিন্ন ধরনের খবরের কাগজ ইংরেজিতে পড়ুন। বাংলা
বলার সাথে সাথে মাঝে মাঝে একটু করে ইংরেজি বাক্যগুলো বলুন।এতে খুব তাড়াতাড়িই
বাংলা থেকে ইংরেজি শিখতে পারবেন। বাংলায় ইংরেজি শেখার সহজ উপায় যেকোনো অবস্থায় ইংরেজিতে কী বলতে হয় তার একটি
তালিকা তৈরি করুন। ইংরেজি বাক্যগুলো মুখস্থ রাখুন।
এটি আপনার অনর্গল ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে। আপনি বাংলায় যেভাবে কথা বলেন
একই সময়ে ইংরেজিতে কী বলতেন সব সময় তা মনে মেনে ভাবুন আর উওর রেডি রাখুন। আমারা
যদি নিয়মিত বন্ধু কিংবা সবার সাথে ইংরেজিতে কথা বলি তাহলে আমারা অনেকটা ইংরেজিতে
পারদর্শী হয়ে উঠব।
সহজে ইংরেজি শেখার বই
আমরা বিভিন্ন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক পড়াশোনা করতে গিয়ে
অনেক সময় ইংরেজিকে শুধু ভাষাই নয় পরিক্ষা ভেবে বসি। ইংরেজি নতুন একটা ভাষা
শেখতে তো দৈনন্দিন জীবনে চর্চার একটা অংশ মনে করতে পারি। আমাদের শেখার পদ্ধতিটা
একটু বদলে নিলেই ইংরেজি শেখার যাএা হতে পারে সুন্দর ও আনন্দদায়ক। কয়েকটি ইংরেজি
শেখার বই নিচে দেওয়া হলোঃ
১.শুনন পডকাস্ট
পডকাস্ট এক বিশেষ ধরনের অডিও অনুষ্ঠান।এই পডকাস্টে বিভিন্ন ধরনের বিনোদন মূলক
আয়োজন থেকে শুরু করে রাজনৈতিক আলোচনা বা দক্ষতা সবই থাকে। অনেক তরুণ ইংরেজি
শেখার জন্য পডকাস্ট শোনেন ইংরেজি শেখার জন্য। অনেক সময় আপনারা পডকাস্ট শোনার
কাজে ব্যায় করতে পারেন। পডকাস্ট শোনার মাধ্যমে আপনি খুব সহজেই ইংরেজি বলতে
পারবেন। বিভিন্ন ব্রিটিশ কাউন্সিল, বিবিসির পডকাস্ট থেকে ইংরেজি শেখার বোঝার নানা
ধরনের কলাকৌশল সম্পর্কে জানতে পারবেন। ব্রিটিশ কাউন্সিল ও বিবিসির লিংক পডকাস্টে
পেয়ে যাবেন।
২.নতুন শব্দ শেখা
প্রতিদিন আপনি বাসা থেকে বের হওয়ার আগে ছোট একটি কাগজে কিংবা চিরকুটে কয়েকটি
ইংরেজি শব্দ লিখে সঙ্গে নিয়ে বের হলেন। এই নতুন শব্দগুলো দিয়ে আপনি আয়ও করবেন।
পথে পথে যেতে যেতেই শব্দ গুলো ব্যবহার করে আপনার মনে বাক্য গঠন করুন। আপনি
প্রতিদিন নতুন নতুন শব্দ শিখে আপনার মনে বাক্য তৈরি করুন। তাহলে আপনি খুব সহজেই
ইংরেজি শিখতে পারবেন।
ইংরেজি শেখার প্রথম ধাপ
বিভিন্ন ধরনের ইংরেজি সিনেমা, ইংরেজি টিভি শো দেখে বা ইংরেজিতে পডকাস্ট শোনার
মাধ্যমে শুরু করুন। আপনি প্রথমে ইংরেজিতে না বুঝলেও, ভাষার মাধ্যমে শুরু করুন বা
বিভিন্ন শব্দের সাথে নিজেকে পরিচিত করার দিকে মনোযোগী করুন। আপনার শ্রবণ শক্তি
উন্নতি করতে প্রতিদিন ইংরেজি বিভিন্ন অডিও উপকরণ এর সাথে জড়িত থাকুন। এছাড়াও
আপনি যদি ইংরেজি রিডিং ভালো করে পড়তে পারেন তাহলে আপনি ইংরেজি ভাষা শেখা শুরু
করে দিতে পারেন।
একটা ইংরেজি ভাষা শেখার জন্য কয়েকটি জিনিস প্রথমে শিখতে হয়। যেমন রিডিং,
স্পিকিং, রাইটিং ও লিসেনিং। আপনার মধ্যে ইংরেজির যদি ভালো বেসিক জানা না থাকে
সেক্ষেত্রে আপনি স্কুলের ইংলিশ ফর টু ডে বই দিয়ে শুরু করতে পারেন। আপনাকে ইংরেজি
বেসিক ভালো জানতে হবে। ইংরেজি শেখার প্রথম ধাপ হলো ইংরেজিকে ভয় না পেয়ে তাকে
বাংলা ভাষার মতো করে পড়তে হবে। তাহলে আমরা অতি দ্রুতই ইংরেজি শিখতে পারব।
ইংরেজি শেখার টেকনিক
ইংরেজি শেখার সবচেয়ে ভালো ৪টি উপায় নিচে বর্ননা করা হলোঃ
১.আছে ট্রেড টক
ট্রেড টক হলো বক্তৃতার মঞ্চ।এই মঞ্চে উঠে বক্তারা তাদের কিছু কথা বলার সুযোগ পান।
বিভিন্ন ধরনের ওয়েব সাইটে টেড টকের গান, নৃত্য কলা, অ্যানিমেশন থেকে শুরু করে
জলবায়ু পরিবর্তন সহ বক্তব্যও পাবেন আপনি। বিভিন্ন ধরনের পেশাজীবী বা বিভিন্ন বড়
বড় ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে থাকেন।এসব বক্তব্য শুনলে শুধু ইংরেজি
শোনার দক্ষতা বাড়ে না, নিজের বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে ধারণা বা আইডিয়া
কীভাবে উপস্থাপন করতে হয় সে সম্পর্কেও ভালো জানা যায়। টেড টকের বিভিন্ন ধরনের
ভিডিও গুলো ইউটিউবেও পেয়ে যাবেন।
২.অডিও বই
সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদ মনে করেন, এখনকার সময় ইংরেজি শেখার জন্য অডিও বই
বেশ কাজের। তিনি বলেন, ব্যবসা সংক্রান্ত বিভিন্ন ধরনের আন্তর্জাতিক বই আছে।
বিভিন্ন আলোচিত ব্যক্তিদের জীবনী সহ বিখ্যাত লোকের জীবনী এই অডিও বই আকারে পাওয়া
যায়। অডিও বইয়ের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল আছে। এছাড়াও অডিও বই শোনা যায়
অডিবলের মতো অ্যাপ থেকে। অডিও বইয়ের সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি অন্যান্য কাজ
করার পাশাপাশি অডিও বই শুনতে পারবেন।এতে আপনার সময় বেঁচে যাবে আবার দক্ষতাও
অর্জন হবে।
৩. সঙ্গী খুঁজে নিন
আপনি একজন ভালো সঙ্গী খুঁজে নিন যাতে সে আপনার মতো ইংরেজি শিখতে আগ্ৰহী। ইংরেজিতে
কথা বলুন আপনারা দুজন একে অপরের সাথে। এতে দুজনের মধ্যে অনেকটা ইংরেজি বলার জড়তা
কেটে যাবে। আমরা অনেকেই ভয় পাই যে আমাদের ভোকাবুলারি খুব একটা ভালো নয়। এতে ভয়
পাওয়ার কোন কারণ নেই।
আরো পড়ুনঃ শিশুর মানসিক বিকাশের উপায় জেনে নিন
আপনি যে কয়টি ইংরেজি শব্দ জানেন তা দিয়ে আপনি কথা বলতে পারবেন। আমাদের মূল
সমস্যা হলো আমাদের অনুশীলনের অভাব। আমাদের ইংরেজি শিখতে হলে বেশি বেশি করে ইংরেজি
অনুশীলন করতে হবে। তাহলে আমরা ইংরেজি ভাষায় কথা বলতে পারব।
৪.ইংরেজিতে ভাবুন
অবসর সময়ে আমরা আকাশ পাতাল চিন্তা করে থাকি। আপনার ভাবনাটাও ইংরেজিতে ভাবতে
পারেন। অধিকাংশ ক্ষেত্রে ইংরেজি বলার বা লেখার সময় আমরা মনে মনে বাক্যটা বাংলায়
সাজিয়ে নেই, তারপর সেটা আমরা ইংরেজিতে লিখি বা বলি। আমরা যদি ইংরেজিতে ভাবার
চর্চা করি তাহলে কাজটি অনেকখানি সহজ হয়ে যায়।
ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট
আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক লার্নার হন ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইটে ব্রিটিশ
কাউন্সিলের ফ্রি সাহায্যেও ইংরেজি শিখতে পারেন। আপনিও সদস্য হয়ে যেতে পারেন এই
ওয়েবসাইটের। অন্য ব্যবহারকারীদের সাথে আলোচনা এবং ফ্রি রিসোর্স ডাউনলোডের
মাধ্যমে সাইটটিতে প্রবেশ করতে পারেন। নিচে কয়েকটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে।
- লার্ন ইংলিশ ওয়েবসাইট।
- ১০ মিনিট স্কুল
- গেমসের মাধ্যমে ইংলিশ শেখা।
- ফান এন্ড গেমস।
- অডিও এবং ভিডিওর মাধ্যমে ইংলিশ শোনা।
আপনি বিভিন্ন ধরনের গেমস বা জোকসের মাধ্যমে ইংরেজি শিখতে পারেন। আপনাকে বিভিন্ন
গেমস থেকে আপনার উপযোগী গেমস খুজে বের করতে হবে যা আপনাকে আনন্দ দিতে
শেখাবে।আমাদের জন্য রয়েছে ল্যাঙ্গুয়েজ প্রাকটিসের প্রচুর পরিমাণে অডিও এবং
ভিডিও। তার মধ্যে রয়েছে বিবিসির পরিবেশনায় ল্যাঙ্গুয়েজ টিচিং টিভি প্রোগ্রামের
একটি সিরিজ এবং ভিডিও সঠিকভাবে কথা বলার যেখানে বিভিন্ন কৌশল দেখানো হয়।
লেখকের শেষ মন্তব্য
ইংলিশ শিখলে বাংলাদেশে বসে আপনি কোনোদিনও পস্তাবেন না। যে আপনি দেশে জব করেন বা
উচ্চ শিক্ষার জন্য বিদেশে যান। ইংলিশ দক্ষতা আপনাকে সার্বিক ক্যারিয়ার উন্নয়নে
বেশ সাপোর্ট দিবে। আর উপরের টিপস গুলো মনে রাখলে ইংলিশ শেখার জার্নি অনেকটা সহজ
হবে আপনার। ভালো ইংলিশ বলতে বা শিখতে হলে উপরের নিয়ম গুলো মনে রাখতে হবে। তাহলে
আমরা ভালো ইংলিশ পড়তে পারব।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url