ফেসবুক ডিলিট হওয়া ফটো পুনরুদ্ধার করার উপায়
প্রিয় শুভাকাঙ্ক্ষী ও পাঠকবৃন্দ সবাইকে জানায় আসসালামু আলাইকুম। আশা করি সকলে
ভালো আছেন। ফোন তো কম বেশি আমরা সবাই ব্যবহার করে থাকি। এখন ফোন ব্যবহার করে না
এমন মানুষই নাই বলতে গেলে। ফোন ব্যবহার করার ক্ষেত্রে সর্ব প্রথম যেটা চোখে পড়ে
সেটা হলো ফেসবুক ডিলিট হওয়া ফটো পুনরুদ্ধার করার উপায়। বাংলাদেশের ৯০% মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে। তবে ফেসবুক
সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি না বা বুঝি না।
আজকে তাদের জন্য বহুল জনপ্রিয় এই সাইট ফেসবুক সম্পর্কে কিছু অজানা তথ্য শেয়ার
করবো। আজকের পোস্টে আপনাদের জন্য থাকছে ফেসবুক ডিলিট হওয়া ফটো পুনরুদ্ধার করার উপায়, ফেসবুক ডিলেট করার নিয়ম, ফেসবুক পেজ ডিলেট করার নিয়ম, ফেসবুক একাউন্ট বন্ধ
করার নিয়ম, ফেসবুক আইডি কতদিন ডিএক্টিভ করে রাখা যাবে ইত্যাদি। এসকল বিষয়ে
বিস্তারিত জানতে সাথেই থাকুন।
পোস্টের সূচিপত্রঃফেসবুক ডিলিট হওয়া ফটো পুনরুদ্ধার করার উপায়
ফেসবুক ডিলিট হওয়া ফটো পুনরুদ্ধার করার উপায়
অনেকেই আমরা ফেসবুক ব্যবহার করি শুধু মাত্র ভিডিও দেখার জন্য।ফেসবুক ডিলিট হওয়া ফটো পুনরুদ্ধার করার উপায় এমন অনেকেই তো আছেন
যারা ফেসবুকের সব সেটিংস গুলোর সাথে পরিচিত নন। ফেসবুক স্ক্রল করতে গিয়ে অনেকের
অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়। অনেক সময় ফেসবুক ডিলেট হওয়া ফটো হারিয়ে যেতে
পারে। তো সেক্ষেত্রে ফেসবুক ডিলেট হওয়া ফটো ফিরিয়ে আনার জন্য আপনাকে রিসাইকেল
বিনে যেতে হবে।
তারপর সেখান থেকে রিস্টোর করলেই ডিলেট হওয়া ফটো ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। আমার
জানামতে ৩০ দিন পর্যন্তই ডিলেট হওয়া ফটো রিসাইকেল বিনের মধ্যে পাওয়া যায়। তবে এর
থেকে বেশি দিন হলেও পাওয়া যেতেও পারে। যদি এমন সমস্যা কারো হয়ে থাকে তাহলে বলবো
ত্রিশ দিনের আগে রিসাইকেল থেকে রিস্টোর করে নিতে।
আরো পড়ুনঃফেইসবুক মাকেটিং কি এবং কিভাবে করবেন
রিসাইকল অথবা ব্যাকআপ অপশন যার ওখানে যেটা থাকবে সেটা থেকেই ফটো পুনরুদ্ধার করা
যাবে।ফেসবুক ডিলিট হওয়া ফটো পুনরুদ্ধার করার উপায় ব্যাকআপ করলে আপনার যত পুরাতন ফটোই হারিয়ে যাক না কেন আপনি খুব সহজে ফিরিয়ে
আনতে পারবেন। ব্যাকআপ করলে অনেক অনেক দিনের পুরাতন স্মৃতি গুলো তরতাজা হয়ে ফিরে
আসে,, মানে পুরাতন ফটো গুলো পুনরুদ্ধার করা যায়।
ফেসবুক ডিলিট করার নিয়ম
প্রত্যেকটি মানুষই এখন ফেসবুক ব্যবহার করে। এই ওয়েবসাইটটি অনেক আলোচিত-সমালোচিত।
এমন আলোচিত-সমালোচিত বলারও কিন্তু কারণ আছে। কারণটা হইলো এর ভালো খারাপ দুইটি দিক
রয়েছে। সুবিধা অসুবিধা ও আছে। যদি কোনো কারণ বশত এটিকে ডিলেট করতে হয় তাহলে সেটা
আমরা কিছু নিয়মানুসারে করবো। যেমন প্রথমেঃ ফেসবুকটি লগইন করে নিয়ে সেটিংস এ যাব,,
তারপর সেটিংস এবং প্রাইভেসিতে গিয়ে ডিলেট ও ডিএক্টিভেট করার অপশন থেকে যেটি করতে
চাচ্ছেন সেটিতে ক্লিক করতে হবে।
ডিলিট করতে চায়লে ডিলিট অপশনে ক্লিক করলেই কিন্তু ফেসবুকটি ডিলেট হয়ে যাবে। তবে
এই ডিলেট হওয়া ফেসবুক কিন্তু চাইলে ৩০ দিনের মধ্যে আবারও রিকোভার করে নিতে
পারবেন। এর বেশি দিন গেলে আর ফিরে পাবেন নাহ। তবে ত্রিশ দিনের মধ্যে রিকোভার
করলেও এর সম্পূর্ণ তথ্য গুলো হারিয়ে যেতে পারে অথবা নব্বই দিনের সময় নিয়ে তথ্য
গুলো ফিরিয়েও দিতে পারে।
- login facebook
- select setting
- then setting & privacy
- delete & deactivated
- then select deactivated
- ok done
ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম
ফেসবুক পেজ ডিলিট করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে যেখানে সঠিক ভাবে তথ্য গুলো দিতে
পারলেই পেজটি ডিলিট হয়ে যাবে। তো আমরা দেখে নেই কিভাবে কি করলে ডিলেট করা যাবে।
এর জন্য পেজটি লগইন করে admin panel এ গিয়ে edit page লেখা থাকলে সেখানে ক্লিক
করে edit setting তারপর আপনার সামনে যেটা ওপেন হবে ওর একেবারে নিচের দিকে লেখা
আছে remove page সেখানে গিয়ে delete your page এ ক্লিক করবেন। এরপর ডিলেট করার
বিষয়টি নিশ্চিত করার জন্য আপনার কাছে জানতে চায়লে আপনি যদি হা বলেন তাহলেই পেজটি
ডিলেট হয়ে যাবে।
- Select Admin panel
- clik edit page
- then edit setting
- remove page
- delete your page
- DONE OK
ফেসবুক একাউন্ট বন্ধ করার নিয়ম
ফেসবুক একাউন্ট টি বন্ধ করার জন্য আগে ফেসবুক লগইন করে ফেসবুক সেটিংস এ গিয়ে
settings & privacy তে ক্লিক করতে হবে তারপর ডিলেট ও বন্ধ করার একটা অপশন
আসবে সেটিতে ক্লিক করে বন্ধ করার অপশন টা বেছে নিলেই ফেসবুক একাউন্ট বন্ধ হয়ে
যাবে। উদহারন স্বরূপ দেখানো হলোঃ
- login facebook
- select setting
- then setting & privacy
- delete & deactivated
- then select deactivated
- ok done
এভাবে করে আপনি আপনার ফেসবুক আইডিটা বন্ধ করে রাখতে পারবেন। ফেসবুক ইউজ করতে অনেক
সময় অনেক ধরনের সমস্যা দেখা দিতেই পারে। সেক্ষেত্রে কিছুদিন ফেসবুক বন্ধ করে
রাখতে পারেন। ত্রিশ দিনের মধ্যে সমস্যা সমাধান হলে আবার সেটা ঠিক করে নিতে
পারবেন। তবে এর থেকে বেশি দিন বন্ধ করে রাখলে ঐ আইডিটা আর ফিরে পাওয়ার সম্ভাবনা
থাকে না। ফেসবুক এখন অনেক প্রচলিত একটা প্রথা। তাই এটায় সুবিধা অসুবিধা ও থাকবেই।
সুবিধা অসুবিধা বুঝে আপনারা ফেসবুক একাউন্ট বন্ধ করে আবার অন করেও নিতে পারবেন।
ফেসবুক আইডি কতদিন ডিএক্টিভ রাখা যায়
ফেসবুক এখন বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত সবাই ব্যবহার করছে।
এটাই তো এখন নিত্যদিনের সঙ্গী। না খেয়ে থাকা যাবে কিন্তু ফেসবুক বা ফোন রেখে থাকা
যাবে না এমন একটা অবস্থা। ফেসবুকের অনেক সেটিংস আছে যেগুলা থেকে অনেক কিছু করা
যায়। ফেসবুক আইডিতে যদি কোনো সমস্যা হয়। আর আপনি ফেসবুক আইডিটা ডিলেট না করে এমন
কিছু করতে চাচ্ছেন যেটা তে আপনার ফ্রেন্ড ফলোয়াররা বুঝবে যে আপনার আইডিটা নষ্ট
হয়ে গেছে বা আপনি তাদের কে ব্লক করে দিয়েছেন।
তাহলে তখন আপনি কিছু দিনের জন্য আইডিটা ডিএক্টিভ করে রাখতে পারেন। তবে আইডি
ডিএক্টিভ করার ৩০ দিনের মধ্যে যদি আবার আইডি টা ওপেন না করেন তাহলে সেটা
পারমানেন্ট ভাবে ডিলেট হয়ে যাবে। আইডি ডিএক্টিভ করে আবার এক্টিভ করার ক্ষেত্রে
ফেসবুক প্যানেল থেকে এমন কিছু রুলস তৈরি করা হয়েছে যেখানে আইডি ডিএক্টিভ করার ৩০
দিনের মধ্যেই আবার আইডিটির নাম্বার পাসওয়ার্ড দিয়ে নতুন করে লগইন এর চেষ্টা করতে
হবে নাহলে সেটি পারর্মানেন্ট ভাবে ডিএক্টিভ হয়ে যাবে। তারপর ওই আইডি আর কোনো
ভাবেই ফিরে পাওয়া সম্ভব হবে না।
লেখকের শেষ মন্তব্য
উপরে আমরা ফেসবুক ডিলিট হওয়া ফটো পুনরুদ্ধার করার উপায় সম্পর্কে অনেক কিছু জানলাম। ফেসবুক বন্ধ করা,
ডিএক্টিভ করা, ফেসবুক পেজ ডিলেট করা সহ আরও অনেক বিষয়ে বিস্তারিত ভাবে জেনেছি।
আশা করি এখন নিজেরা চাইলেই ফেসবুক সম্পর্কে যেকোনো সমস্যা নিজেরাই সমাধান করতে
পারবো। ফেসবুক সম্পর্কে কম বেশি ধারণা তে সবারই আছে কিন্তু অনেক সেটিংস আছে অজানা
তথ্য আছে যেগুলো হয়তো আমরা অনেকেই জানতাম নাহ। সেই গুলা সম্পর্কে ব্যাসিক ধারনা
হলেও আমরা পেয়েছি। তাই সমস্যা হলে নিজেরা সমাধান করার চেষ্টা করতে পারবো।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url