আজকের সোনার দাম কত ২০২৫ বাংলাদেশ জেনে নিন

সোনার জিনিস পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে। তবে সোনার জিনিস শুধু পছন্দ করলেই হবে না সেটার দাম সম্পর্কেও ধারণা রাখতে হবে। আপনারা যদি সোনার জিনিস কিনে ঠকতে না চান তাহলে আগে থেকে আজকের সোনার দাম কত ২০২৫ বাংলাদেশ এই ধারণা গুলো আপনারা রাখতে পারেন।
আজকের সোনার দাম কত ২০২৫ বাংলাদেশ
এখনকার বাজারে যেন সোনার জিনিসের দাম নিয়ে প্রতিযোগিতা চলছে। যে যেমন পারছে সে তেমন ভাবে লুফে নিচ্ছে। তো সে ক্ষেত্রে সোনার জিনিস কিনতে গেলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সোনার জিনিসের দাম সম্পর্কে জানতে হবে। আজকে আপনাদের সাথে এমনই আজকের সোনার দাম কত ২০২৫ বাংলাদেশ বা সোনা সম্পর্কিত বেশ কিছু তথ্য শেয়ার করব। আজকের পোস্টে আপনাদের জন্য আলোচনায় থাকছে সোনার দাম কত, কত আনায় এক ভরি,১ ভরি সোনার দাম কত, ১০ গ্রাম সমান কত ভরি, ১০০ গ্রাম কত ভরি ইত্যাদি।

পোস্টের সূচিপত্রঃ আজকের সোনার দাম কত 2025 বাংলাদেশ জেনে নিন 

আজকের সোনার দাম কত ২০২৫ বাংলাদেশ

বাংলাদেশে এখন সোনার দাম কিন্তু অনেক বেড়েছে। সোনার দাম কিন্তু নির্ধারিত থাকে না এটি কখনো কমে কখনো বাড়ে। বাংলাদেশে বর্তমানে ভিত্তি করে সোনার দাম নির্ধারণ করা হয়ে থাকে। আজকে আমি ক্যারেট ও ভরি হিসাব করে সোনার দাম কত পড়বে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের সোনার দাম কত ২০২৫ বাংলাদেশ দেওয়া হলোঃ
  • প্রতি ভরি ১৮ ক্যারেট সোনার দাম পড়বে ১ লাখ ১৫ হাজার ৬৬৫ টাকা।
  • প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম পড়বে ১ লাখ ৩৫ হাজার ৪১৫ টাকা।
  • প্রতি ভরিতে ২২ ক্যারেট সোনার দাম পড়বে ১ লাখ ৪২ হাজার ৮৯৫ টাকা।
  • প্রতি ভরিতে ২৪ ক্যারেট সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৪৪৫ টাকা।
এখানে আজকের সোনার দাম কত ২০২৫ বাংলাদেশ ক্যারেট হিসাব করে সোনার যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে এর থেকে কিন্তু পরিবর্তনও হতে পারে। যতদিন যাচ্ছে সোনার দাম যেন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এটা আরো অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তবুও মানুষ কিন্তু সোনা কেনাকাটা থেকে বিরত নেই। মানুষ তার প্রয়োজনে সোনার জিনিস ব্যবহার করছে সেটা দাম বেশি বা কম হোক তাদের কাছে কোন ম্যাটার করে না। 
আপনারা যখন সোনার জিনিস কিনতে যাবেন তখন দেখা গেল যে ২১ ক্যারেটের সোনার দেওয়ার নাম করে আপনাদেরকে ১৮ ক্যারেট সোনা দিয়ে দিল। আপনারা কিন্তু এটা বুঝতে ও পারবেন না। সে ক্ষেত্রে আপনারা বিশ্বস্ত লোকের কাছে যাবেন এবং সোনার ভরি, ওজন, ক্যারেট, গ্রাম সবকিছু দেখে শুনে বুঝে নিবেন।

কত আনায় এক ভরি

সোনার দাম সম্পর্কে আমরা বেসিক ধারণা পেলেও কিন্তু সোনার বিভিন্ন সেক্টর আছে যেমন কত আনায় কত ভরি হয় এইগুলা কিন্তু আমরা অনেকেই জানিনা। আপনারা কি জানেন প্রাচীনকালে কিভাবে ভরির একক হিসাব করা হতো?? প্রাচীনকালে ভরির একক হিসেবে এক টাকার সমপরিমাণ হিসাব করে একক মূল্য ধরা হতো। ১ আনা = ৬ রতি। এখানে ভরির একক রতি ধরা হয়। ১ ভরি = ১৬ আনা এবং ১১.৬৮ গ্রাম = ১ ভরি। বাংলাদেশে কিন্তু সব জায়গাতেই ভরি, রতি, আনা, পয়েন্ট ইত্যাদি এককের হিসাব বেশি চলে। এটার প্রচলন আমাদের দেশে অনেক বেশি পরিচিত।
  • ১৬ আনাই ১ ভরি ।
  • ৯৬ রতিতে ১ ভরি ।
  • ৯৬০ পয়েন্টে ১ ভরি ।
  • ৬ রতিতে ১ আনা ।
  • ১০ পয়েন্টে ১ রতি ।
  • ৫.৮৩২ গ্রামে ৮ আনা ।
  • ১০.২০৬ গ্রামে ১৪ আনা ।
  • ১১.৬৬৩৮ গ্রামে ১ ভরি ।

১ ভরি সোনার দাম কত

আমাদের দেশে সোনার দাম এক এক সময় এক একটা নির্ধারণ করে দেয়া হয়। তবে বাংলাদেশে প্রতি ভরিতে ক্যারেট হিসাব করে দাম ধারা হয়ে থাকে। যেমনঃ ১ ভরি ১৮ ক্যারেট সোনার দাম পড়বে ১ লাখ ১৫ হাজার ৬৬৫ টাকা। ১ ভরি ২১ ক্যারেট সোনার দাম পড়বে ১ লাখ ৩৫ হাজার ৪১৫ টাকা। ১ ভরিতে ২২ ক্যারেট সোনার দাম পড়বে ১ লাখ ৪২ হাজার ৮৯৫ টাকা। ১ ভরিতে ২৪ ক্যারেট সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৪৪৫ টাকা। সোনার দাম কিন্তু নির্ধারিত হলেও সময়ের সাপেক্ষে দাম কম বেশি হয়ে থাকে।

10 গ্রাম সমান কত ভরি

বাংলাদেশে কিন্তু গ্রাম, পয়েন্ট, ক্যারেট, রতি, আনা, ভরি ইত্যাদি হিসেব করে সোনার দাম ঠিক করা হয়। তো আমরা আজকে জানবো গ্রাম হিসাব করে ভরিতে কত করে হয়।
  • ০.০৯ ভরি = ১ গ্রাম।
  • ০.১৭ ভরি = ২ গ্রাম।
  • ০.২৬ ভরি = ৩ গ্রাম ।
  • ০.৩৪ ভরি = ৪ গ্রাম।
  • ০.৪৩ ভরি = ৫ গ্রাম ।
  • ০.৫১ ভরি = ৬ গ্রাম ।
  • ০.৬০ ভরি = ৭ গ্রাম ।
  • ০.৬৯ ভরি = ৮ গ্রাম ।
  • ০.৭৭ ভরি = ৯ গ্রাম ।
  • ০.৮৬ ভরি = ১০ গ্রাম ।
  • ০.৯৪ ভরি = ১১ গ্রাম ।
  • ১.০৩ ভরি = ১২ গ্রাম ।
  • ১.১১ ভরি = ১৩ গ্রাম ।
  • ১.২০ ভরি = ১৪ গ্রাম ।
  • ১.২৯ ভরি = ১৫ গ্রাম ।
  • ১.৩৭ ভরি = ১৬ গ্রাম ।
  • ১.৪৬ ভরি = ১৭ গ্রাম ।
  • ১.৫৪ ভরি = ১৮ গ্রাম ।
  • ১.৬৩ ভরি = ১৯ গ্রাম ।
  • ১.৭১ ভরি = ২০ গ্রাম ।
এখানে ১ গ্রাম থেকে শুরু করে ২০ গ্রাম পর্যন্ত দেওয়া হলো। অনেকেই হয়তো বা জানতেন না ১ গ্রামে কত ভরি হয় বা ২০ গ্রামে কত ভরি হয় তো আমি ১ থেকে ২০ পর্যন্ত সব গ্রাম গুলা উল্লেখ করলাম। আপনারা যারা জানতেন না তারা এটা জেনে একটু হলেও উপকৃত হবেন।

১০০ গ্রাম কত ভরি

অনেকেই সোনার জিনিস অনেক বেশি পছন্দ করে কিন্তু শোনার জিনিসের দাম সম্পর্কে বা কত গ্রামে কত ভরি হয়, কত আনায় কত গ্রাম হয়, কত পয়েন্টে কত রতি হয় এইসব সম্পর্কে কিছুই জানেন না তো তাদের জন্য আজকের পোস্ট অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে।
বর্তমানে ৮.৫৭ ভরি = ১০০ গ্রাম। বিশ গ্রামে যদি ১.৭১ ভরি হয় তাহলে 100 গ্রামে কত ভরি হতে পারে এটি গাণিতিকভাবে বিশ্লেষণ করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন।

২১ ক্যারেট সোনার দাম

সোনার দাম সম্পর্কিত অনেক তথ্য আছে যেগুলো সাধারণ মানুষের জানার কথা নয়। তবে এই দাম যদি আপনার জানা থাকে কত ক্যারাটে কত টাকা হয় বা কত গ্রামে কত আনা হয় তাহলে কিন্তু সোনার জিনিস কিনতে গিয়ে আপনাকে আর ঠকতে হবে না বর্তমানে প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম পড়বে ১ লাখ ৩৫ হাজার ৪১৫ টাকা।

22 ক্যারেট স্বর্ণের দাম কত

বর্তমানে স্বর্ণের জিনিসের দাম কিন্তু অনেকটাই বেশি। সেই হিসাবে প্রতি ভরিতে ২২ ক্যারেট সোনার দাম পড়বে ১ লাখ ৪২ হাজার ৮৯৫ টাকা। তবে এটি পরিবর্তন হতে পারে। স্বর্ণের জিনিস বলে কথা তাই এক এক সময় একেক রকমের দাম নির্ধারণ করা হয়ে থাকে।

লেখকের শেষ মন্তব্য

কিছু কিছু মানুষের সোনার জিনিস কিন্তু অত্যন্ত প্রিয় বা শখের জিনিস হয়ে থাকে। আজকের সোনার দাম কত ২০২৫ বাংলাদেশ আর এই শখ থেকেই যখন মানুষ সোনার জিনিস তৈরি করতে যায় তখন দামের কাছেই অনেকে ঠকে যায়। আপনাদের যদি এই দাম সম্পর্কে আগে থেকেই ধারণা থাকে তাহলে কিন্তু আপনাকে আর কেউ ঠকাতে পারবেনা। উপরে আমরা সোনার দাম সম্পর্কে অনেক কিছুই জেনেছি ২২ ক্যারেট সোনার দাম কত হতে পারে, ১ ভরি সোনার দাম কত হতে পারে ইত্যাদি। এই বেসিক ধারণাটুকু থাকলেও কিন্তু আর কোথাও সোনার দাম নিয়ে ঠকতে হবে না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url