ভালো রাউটার চেনার উপায় - সবচেয়ে ভালো রাউটার কোনটি
বাংলাদেশ এখন প্রযুক্তি নির্ভরশীল দেশ। প্রযুক্তির উপর নির্ভর করেই অনেক কিছুই
পরিবর্তন হয়েছে। যেমন ধরেন মানুষের ভিতরে হাই স্পিডের ইন্টারনেট ব্যবহারের চাহিদা
বেড়েছে। রাউটারের মাধ্যমে হাই স্পিড এর এই ইন্টারনেট ব্যবহার করা হয়। ভালো রাউটার চেনার উপায় জেনে নিন।
বাংলাদেশে এখন রাউটার অনেক বেশি হয়ে গেছে তবে ভালো রাউটার চেনার জন্য আপনাকে বেশ
কিছু টিপস ফলো করতে হবে। আমি আপনাদের সাথে রাউটার সম্পর্কিত কিছু তথ্য আলোচনা
করব।তো আজকের পোস্টে আপনাদের জন্য বিশেষভাবে আলোচনায় থাকছে ভালো রাউটার চেনার
উপায়,সবচেয়ে ভালো রাউটার কোনটি, ভালো রাউটারের দাম কত, ওয়াইফাই রাউটার সেটআপ
ইত্যাদি।
পোস্টের সূচিপত্রঃ ভালো রাউটার চেনার উপায় - সবচেয়ে ভালো রাউটার কোনটি
ভালো রাউটার চেনার উপায়
ইন্টারনেটের ব্যবহার মানুষের জীবনকে নতুন রূপে সাজিয়েছে। আর হাই স্পিড এর
ইন্টারনেট ব্যবহারের জন্য মানুষ কিন্তু এখন রাউটার ব্যবহার করছে। তো ভালো রাউটার
চেনার জন্য আপনাকে কিছু টিপস সম্পর্কে জানতে হবে। ভালো রাউটার চেনার উপায় সমূহ জেনে নিনঃ
- ভালো রাউটার চেনার জন্য রাউটারের ব্র্যান্ড উইথ ও রাউটারের গতি পরীক্ষণ করা হচ্ছে অনেক জরুরী।
- আপনি যদি normal internet ব্যবহার করতে চান তাহলে সে ক্ষেত্রে ৩০০ এমবিপিএস ব্রান্ডউইথ রাউটার ব্যবহার করতে পারেন।
- আর যদি ইন্টারনেটটি আপনার ব্যবসায়ীক কাজের জন্য বা অন্য কাজের জন্য ব্যবহার করে থাকেন তাহলে ১ জিবিপিএস ব্যান্ডউইথ রাউটার ব্যবহার করতে পারেন।
- রাউটারটি কতদূর এরিয়া পর্যন্ত কভার করতে পারে সেটি দেখে নিতে হবে
- রাউটারটি যেন তার বিস্তৃর্ণ এলাকা জুড়ে কভার করতে পারে সেজন্য তার অ্যান্টেনা আছে কিনা সেটি দেখে নিতে হবে।
- এগুলো যদি আপনি আগে থেকে জেনে রাখেন তাহলে ভালো রাউটার চিন্তা আপনার কোন অসুবিধা হবে না।
সবচেয়ে ভালো রাউটার কোনটি
ইন্টারনেটের প্রচলন দিনে দিনে এত পরিমাণে বাড়ছে যে সাথে ইন্টারনেট স্পিড এর জন্য
ভালো রাউটারের প্রয়োজন পড়ছে। রাউটার এখন এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে ভালো
রাউটার চেনাও কিন্তু মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তো আজকে আপনাদের সাথে ভালো কিছু
রাউটার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব- Tenda F-3, DIR-615 N 300, TL-WR820N,
Netgear WNR614, TP-Link, TL-WR840N (V2), ASUS RT-N12 ইত্যাদি।
- Tenda F-3 : এই রাউটারের wifi Renge - 3000 বর্গফুট 6 antenna, ডুয়াল ব্রান্ডের ব্র্যান্ডউইথ 5.0 GHZ-1733 mbpsও 2.4GHZ-300 mbps, Mu-mimo : supported.
- এই রাউটারটি অনেক ভালো এটি দাম ৩৬০০ টাকা থেকে একটু বেশি হতে পারে।
- TP-Link : এই রাউটারে Wi-Fi range -4,
- 2000 বর্গফুট 4 antenna, 5.0 Ghz - 867 mbps ও 2.4 Ghz - 300 mpps, Mu-mimo: supported. এই রাউটারটি মাধ্যমে আপনি অনেক ভালো স্পিডের ইন্টারনেট কানেকশন পাবেন যেটিতে আপনি গেমিং সহ অন্যান্য সকল ধরনের কাজ সম্পন্ন করতে পারবেন। তবে এটি দাম পড়তে পারে ৩৫০০ টাকার মতো।
আপনারা অনেকেই সাশ্রয়ী দামে ভালো রাউটার ব্যবহার করতে চান তা আপনাদের জন্য টেনডা
আর টিপি লিংকের এই রাউটার দুটি সাজেস্ট করলাম। অন্য রাউটার গুলো একটু দাম বেশি
পড়তে পারে। তবে আপনারা চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন।
ভালো রাউটারের দাম কত
আমরা অনেকেই আছি যারা নতুন রাউটার কিনতে চাই কিন্তু সঠিক মানের দাম জানিনা। ভালো
রাউটারের দাম কেমন হতে পারে সে সম্পর্কে কোন আইডিয়াও নাই। তো তাদের জন্য আজকের
পোস্ট অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। আজকের পোস্টে আপনাদের সাথে ভালো রাউটারের
দাম সম্পর্কে আলোচনা করব।
- 1. Tenda single brand 2.4 Ghz 300 mbps, 2 dp 5 antenna 1099 tk.
- 2. D -Link single brand 2.4 ghz 300 mbps, 2dp 5 antenna 1330 tk.
- 3. Tp- link single brand 2.4 ghz 300 mbps, 3dp 5 antenna 1775 tk.
- 4. Tenda - F3 single brand 2.4 ghz 300 mbps 3 dp 5 antenna 1775 tk.
- 5. xiaomi single brand 2.4 Ghz 45 dp antenna 1500- 1700 tk.
এগুলো সবই হচ্ছে ভালো রাউটারের দাম। এই দামের ভিতরে কিন্তু ভালো ভালো রাউটার
আপনারা নিতে পারবেন। তবে যদি ইন্টারনেটের স্পিড বেশি নিতে চান বা হচ্ছে কোন বিশেষ
কাজে ব্যবহারের জন্য নিতে চান তাহলে এর থেকে ভালো দামি ব্র্যান্ডের রাউটার
ব্যবহার করতে পারেন।
ওয়াইফাই রাউটার সেটআপ
ওয়াইফাই রাউটার সেটআপের জন্য অবশ্যই আগে আপনাকে একটি রাউটার কিনতে হবে এরপর কিছু
টিপস ফলো করতে হবে। যেমন :
- রাউটার সেটআপ এর ক্ষেত্রে একটি নির্দিষ্ট জায়গা ঠিক করতে হবে। প্রয়োজনীয় ডিভাইস যেগুলোতে ওয়াইফাই চলবে সেগুলো নির্ধারণ করতে হবে সাথে ইন্টারনেট কেবল, রাউটার, পাওয়ার এডাপ্টার সব ঠিক আছে কিনা দেখে নিতে হবে।
- রাউটার সেটআপ এর ক্ষেত্রে সব সময় মাঝখানের দিকটি নির্ধারণ করে নিতে হবে। তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন রাউটার আর অন্যান্য ইলেকট্রিক সিগন্যালগুলো একসাথে একত্রিত না হয়ে যায়।
- রাউটারে নেটওয়ার্ক কেবল সংযুক্ত করার জন্য ওয়ান পোর্টের নেটওয়ার্ক ক্যাবলটি সিলেক্ট করতে হবে।
- ওয়াইফাই রাউটারটি সেটআপের পর ব্যবহারযোগ্য ডিভাইস গুলো ওয়াইফাই তে কানেক্ট করে নিতে হবে।
- মোবাইলের ক্রোমো ব্রাউজারে গিয়ে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে রাউটারের ডিফল্ট অ্যাড্রেস ১৯২.১৬৮.০.১ এবং ১৯২.১৬৮.১.১ লিখে রাউটারকে ওপেন করতে হবে।
- এরপর লগ ইন করার জন্য পাসওয়ার্ড এবং ইউজার নেম লিখতে হবে।
- এর পরবর্তী ধাপে ওয়াইফাই নেটওয়ার্ক চেনার জন্য ওয়াইফাই এর নামটি চেঞ্জ করে নিতে হবে।
১৫০০ টাকার মধ্যে ভালো রাউটার
পনেরশো টাকার মধ্যেও কিন্তু ভালো রাউটার পাওয়া যায়। আপনি যদি নতুন রাউটার কিনতে
গিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য। নিম্মে ১৫০০ টাকার মধ্যে ভালো কিছু রাউটারের
মডেলের নাম এবং দাম উল্লেখ করা হলো।
- Tenda f3 রাউটারের দাম ৯০০ টাকা।
- Mercurys Mw300re রাউটারের দাম ৯০০ টাকা
- Tenda HG6 N3, Totolink N300R রাউটারের দাম ১০০০ টাকা।
- Tp-link TL wR84N রাউটারের দাম ১১০০ টাকা।
- d-link DIR650IN রাউটারের দাম ১০৫০ টাকা।
- d-link DIR650X1 রাউটারের দাম ১০০০টাকা।
রাউটারের দূরত্ব
ফ্রিকোয়েন্সি ব্র্যান্ড এবং রাউটার রেঞ্জ নির্ভর করে ওয়াইফাই সিগন্যালের উপর।
অনেক সময় ওয়াইফাই রাউটারের এরিয়া কম দূরত্ব পর্যন্ত নিতে পারে। ধারণ ক্ষমতা যত
বেশি হবে আপনার ততদূর পর্যন্ত ওয়াইফাই সিগন্যালটি পৌঁছাবে। ওয়াইফাই রাউটারে
আউটডোর ব্যবহার করার জন্য ১০০ থেকে ২০০ মিটার পর্যন্ত দূরত্ব নিতে পারবে।
ওয়াইফাই রাউটারে ইন্ডোর ব্যবহার করার জন্য ৩০ থেকে ৩৫ পর্যন্ত নেওয়া যাবে।
অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়। এজন্য রাউটারকে আপনি কোথায় রাখতে চাচ্ছেন বা
কতদূর পর্যন্ত এই সিগন্যালটি পৌঁছাতে চাচ্ছেন সেগুলো নির্ধারণ করে রাউটারটি সঠিক
জায়গায় রাখতে হবে।
পকেট রাউটার দাম কত
পকেট রাউটার বিভিন্ন দামের রয়েছে। এক একটা রাউটারের দাম এক এক রকম। নিচে কিছু
পকেট রাউটারের দাম উল্লেখ করা হলোঃ
- TABWD E5783-plus LTE wireless data terminal price 2300 tk.
- Jio WD680+LTE advance mobile Wi-Fi hotspot price 1800 tk.
- OLAX MF982 4G 300MBPS pocket Wi-Fi router price 3130 tk.
- OLAX WD680 4G Wi-Fi pocket router price 2799 tk.
- JIOFi MF800 4G pocket router price 2490 tk.
লেখক এর শেষ মন্তব্য
আমরা ভালো রাউটার চেনার উপায় গুলো জানলাম। এখন ইন্টারনেটের যুগ আর ইন্টারনেট ব্যবহারে কিন্তু রাউটারের গুরুত্ব অপরিসীম।
ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য রাউটার ব্যবহার করা হয়। তবে আমরা অনেকেই আছি
যারা রাউটার সম্পর্কে খুব বেশি ধারণা রাখি না। তো আজকের পোস্ট পড়ার পর আমি মনে
করি যে রাউটার সম্পর্কিত বিষয়ে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url