কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস এর তালিকা জেনে নিন

কম্পিউটার এখন আমাদের নিত্যদিনের সঙ্গী বলা যায়। কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস এর তালিকা আমরা এমন অনেক জরুরী তথ্য ফাইল ডাটা বা প্রোগ্রাম রাখি যেগুলো নষ্ট হওয়ার কথা না তবুও অনেক সময় এগুলো ভাইরাস লেগে নষ্ট হয়ে যায়।
কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস এর তালিকা
তাই কম্পিউটারকে সুরক্ষিত রাখতে কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস এর তালিকা সম্পর্কে যদি আপনি আগে থেকে জেনে রাখেন তাহলে আপনার কম্পিউটারের প্রয়োজনীয় ফাইল, ডাটা বা প্রোগ্রামগুলো নষ্ট হবে না।

পোস্টের সূচিপত্রঃ কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস এর তালিকা জেনে নিন

কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস এর তালিকা

কম্পিউটার ভাইরাস হলো এমন একটি ভাইরাস যেটি কম্পিউটারের ভিতরে ঢুকে কম্পিউটারের ডাটা বা প্রোগ্রাম গুলো কে নষ্ট করে দিয়ে থাকে। আর এন্টিভাইরাস হলো কম্পিউটারের ভিতরে যে ভাইরাসটি ঢুকে কম্পিউটার প্রোগ্রাম গুলোকে নষ্ট করে দেয় সেগুলো থেকে কম্পিউটারকে মুক্ত করার প্রতিষেধক। তো কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস এর তালিকা গুলো কি কি সেগুলো আমরা একটু দেখে নেই।

কম্পিউটার ভাইরাসঃ-File virus,macro virus, trojan horse virus, boot sector virus, program virus, partition sector virus, command purpose virus, overwriting virus ইত্যাদি। এগুলো সবই কম্পিউটার ভাইরাস এছাড়াও আরো অনেক ভাইরাস রয়েছে যেগুলো কম্পিউটারের ভিতর ঢুকে কম্পিউটার এর প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ফাইল, ডাটা, প্রোগ্রাম বা অন্যান্য জিনিস নষ্ট করে দেয়।

কম্পিউটার এন্টিভাইরাসঃ- Avira anti-virus, comodo anti-virus, Avast anti-virus, AVG antivirus , Cobra antivirus , jone alarm anti-virus, PC tools stand anti-virus, IBM anti-virus, Norton antivirus ইত্যাদি। একটি কম্পিউটারে যখন ভাইরাস ঢুকে পুরো ফাইল নষ্ট করে দেয় তখন এন্টিভাইরাস গুলো সেখানে প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। এই এন্টিভাইরাস গুলো গোপনে কম্পিউটার ভাইরাসের ভিতরে গিয়ে সেখানে সংক্রমণ ঘটিয়ে কম্পিউটার ভাইরাস কে বিনষ্ট করে দেয়।

কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস কি

কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস হলো একটি অপরটির পরিপূরক কারণ কম্পিউটার ভাইরাস কম্পিউটার এর ভিতরে ঢুকে গুরুত্বপূর্ণ ফাইল, ডাটা, প্রোগ্রাম সব গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করে দেয় আর এন্টিভাইরাস হচ্ছে এই কম্পিউটার ভাইরাস গুলোর প্রতিষেধক হিসেবে কাজ করে। ধরেন কম্পিউটারের ভিতরে কোন একটি গুরুত্বপূর্ণ ফাইলকে আপনি রেখে দিলেন দরকারে যেন সেটা কে আপনি কাজে লাগাতে পারেন কিন্তু সেটা ভাইরাসের কারণে নষ্ট হয়ে গেল। 
আপনি চাচ্ছেন সেটাকে পুনরুদ্ধার করতে। তাহলে সেক্ষেত্রে আপনার এন্টিভাইরাসের দরকার পড়বে। এই কম্পিউটার ভাইরাসটি বিভিন্নভাবে আপনার কম্পিউটারের ভিতর ঢুকে পড়তে পারে এবং ছদ্মবেশ নিয়ে সেখানে ডাউনলোড হয়ে থেকে আপনার কম্পিউটার সিস্টেমের ক্ষতি করতে পারে। এন্টিভাইরাস এর মাধ্যমে এই কম্পিউটার ভাইরাসগুলো থেকে কম্পিউটার কে মুক্ত করতে পারবেন। আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আবার পুনরুদ্ধার করে ফেরত নিয়ে আসতে পারবেন এন্টিভাইরাস এর মাধ্যমে।

১০ টি কম্পিউটার ভাইরাসের নাম

কম্পিউটার ভাইরাস বলতে কম্পিউটার মেমরিতে গিয়ে যে ভাইরাসটি ডাটা, ফাইল বা program গুলোকে নষ্ট করে দেয় তাকে বোঝায়। এমন দশটি কম্পিউটার ভাইরাসের নাম আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে।
  • ১. File virus ( ফাইল ভাইরাস) এই ভাইরাস টি ফাইল আকারের কম্পিউটারের ভিতরে গিয়ে executable ফাইল এর সাথে সংযুক্ত হয়ে সংক্রমণ ঘটায়।
  • ২. macro virus ( ম্যাক্রো ভাইরাস)  এটি অন্যান্য ফাইলের সাথে যুক্ত হয়ে ডাটা নষ্ট করে দেয়।
  • ৩. trojan horse virus ( ট্রোজান হর্স ভাইরাস)এই ভাইরাসটি কম্পিউটারের ছদ্মবেশ ধরে ডাউনলোড হয়ে থেকে গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করে দেয়।
  • ৪. boot sector virus (বুট সেক্টর ভাইরাস) এটি এমন একটি ম্যালওয়্যার যেইটা ডিস্কের পার্টিসন টেবিল বা বুট সেক্টরকে সংক্রমিত করে।
  • ৫. program virus ( প্রোগ্রাম ভাইরাস) এই ভাইরাসটি কম্পিউটার প্রোগ্রাম এর মধ্যে লুকিয়ে থেকে কম্পিউটার কে সংক্রমিত করে।
  • ৬. partition sector virus (পার্টিশন সেক্টর ভাইরাস) এটি এমন একটি ভাইরাস যেটি পার্টিশন টেবিল সেক্টর কে সংক্রমিত করে।
  • ৭. command purpose virus (কমান্ড পারপোস ভাইরাস) এই ভাইরাসটি কম্পিউটার নির্দিষ্ট কাজ করার জন্য আদেশ দিয়ে থাকে বা কম্পিউটার ভাইরাস চিহ্নিত করতে সাহায্য করে।
  • ৮. overwriting virus (ওভার রাইটিং ভাইরাস) এই ওভার রাইটিং ভাইরাসটি এতটাই মারাত্মক যে কম্পিউটারের ভিতর ঢুকে ফাইলগুলো নষ্ট করে কম্পিউটারকে অব্যবহারযোগ্য করে তোলে।
  • ৯. I love you virus ( আই লাভ ইউ ভাইরাস) এই আই লাভ ইউ ভাইরাসটি অনেক বেশি ভয়ানক। এটি মুহূর্তের মধ্যেই আপনার কম্পিউটার টিকে নষ্ট করে দিতে পারে।
  • ১০. tinba virus ( টিনবা ভাইরাস) এটি একটি ট্রোজান ভাইরাস যেটি কম্পিউটারের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নষ্ট করে দেয়।

কম্পিউটার ভাইরাস কি কি ক্ষতি করে

কম্পিউটার ভাইরাস হল এমন একটি ভার্সিটি কম্পিউটারের ভিতরে ঢুকে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে নষ্ট করে দেয়। কম্পিউটারে ভাইরাস ঢুকলে আপনারা কিছু বিষয়ে খেয়াল করলে বুঝতে পারবেন বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। কম্পিউটারের যে ফাইলগুলো আছে সেগুলোর নাম পরিবর্তিত হয়ে যাবে, ফাইলগুলো সাইজ বড় হয়ে যাবে, কম্পিউটারটি একা একা কাজ করতে থাকবে, কম্পিউটারটি হ্যাং করবে, অনেক সময় কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে। কম্পিউটারে ভাইরাস ঢুকলে এছাড়াও আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাইল ডাটা প্রোগ্রামগুলোকে নষ্ট করে দিতে পার। 
কম্পিউটার ভাইরাসটি মূলত কম্পিউটার মেমোরিতে গিয়ে সেখানে সংক্রমণ ঘটায়। কম্পিউটার ভাইরাস গুলা নিজে নিজে এতটাই সংক্রমিত হতে পারে যে মুহূর্তের মধ্যেই আপনার কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে ডিলিট করে সেটিকে তাদের আয়ত্তে নিয়ে আসতে পারে এবং কম্পিউটার থেকেও ব্যবহারযোগ্য করে তুলতে পারে। এখানে এমন কিছু ভাইরাস আছে যেগুলোতে ক্লিক করলে আপনার কম্পিউটারটি মুহুর্তের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। 

সেখান থেকে পুনরুদ্ধার করার ও কোন উপায় থাকে না। কম্পিউটার ভাইরাস কিন্তু শুধু একটি কম্পিউটারের পুরো সিস্টেমই নষ্ট করে না বরং আপনার গুরুত্বপূর্ণ তথ্য বা ফাইল সমূহ গুলোকেও কিন্তু নষ্ট করে দেয় যেগুলো আপনার দরকারী কাজের জন্য আপনারা কম্পিউটারে সংরক্ষিত করে রেখেছিলেন। কম্পিউটার ভাইরাস কিন্তু এছাড়া আরও অনেক ধরনের ক্ষতি করতে পারে তো আমরা এই ভাইরাসগুলো থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখার চেষ্টা করব।

পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি

পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসের নাম হচ্ছে ক্রিপার সিস্টেম। যেটি ১৯৭১ সালে প্রথম প্রকাশে আছে। এই ভাইরাসটি এতটাই ক্ষমতাশালী ছিল যে একটি কম্পিউটারকে মুহূর্তের মধ্যে অকেজো করে রাখতে পারে। কম্পিউটারটি যতক্ষণ পর্যন্ত না তার কর্মক্ষমতা হারায় ততক্ষণ পর্যন্ত এটি পুরো সিস্টেমে ফেলতে থাকে। এমন কিছু কিছু কম্পিউটার ভাইরাস রয়েছে যেগুলো কম্পিউটারের ভিতরে ঢুকে কম্পিউটারের পুরো সিস্টেমকে হ্যাক করে সিস্টেমটি নষ্ট করে দেয়। 
এছাড়াও আরো বেশ কয়েকটি কম্পিউটার ভাইরাস রয়েছে যেমন ফাইল ভাইরাস, ম্যাক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, প্রোগ্রাম ভাইরাস, পার্টিশন সেক্টর-ভাইরাস, ট্রোজান হর্স ভাইরাস, ওভার রাইটিং ভাইরাস, কমান্ড পারপোস ভাইরাস ইত্যাদি। এ সকল ভাইরাসগুলো কম্পিউটার সিস্টেমের পুরো ফাইল কে নষ্ট করতে পারে।

লেখকের শেষ মন্তব্য

উপরে কম্পিউটার সম্পর্কিত আমরা অনেক তথ্য জানলাম কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস এর তালিকা কম্পিউটারের ঢুকে কি কি ক্ষতি করতে পারে, এন্টিভাইরাস দিয়ে আমরা কম্পিউটার গুলোকে কিভাবে পুনুরুদ্ধার করতে পারব সব বিষয়ে আমরা জানলাম। তবে এমন কিছু কম্পিউটার ভাইরাস রয়েছে যেগুলো কম্পিউটারে ঢুকলে আপনার পুরো সিস্টেমটাই নষ্ট করে দিয়ে কম্পিউটারটি অগ্রহণযোগ্য করে তুলে। তাই আমরা এ বিষয়গুলো খেয়াল রেখেই কম্পিউটারটি ব্যবহার করব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url