বেসিক কম্পিউটার কোর্সে কি কি শেখানো হয়
বর্তমান বিশ্ব প্রযুক্তি উপর নির্ভর। প্রযুক্তি সম্পর্কে জানতে হলে প্রথমেই
আমাদের কম্পিউটারের মূল বাবেসিক কম্পিউটার কোর্সে কি কি শেখানো হয় বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। মৌলিক কম্পিউটার দক্ষতা
আয়ত্ত করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকাল অফিসের যেকোনো কাজের জন্য কম্পিউটার দক্ষতা অপরিহার্য। আমরা বেসিক কম্পিউটার কোর্সে কি কি শেখানো হয় বা থেকে
অ্যাডভান্স লেভেল পর্যন্ত কম্পিউটার শিখতে হয় এই নিয়ে আলোচনা করব।
পোস্টের সূচিপত্রঃবেসিক কম্পিউটার কোর্সে কি কি শেখানো হয়
বেসিক কম্পিউটার কোর্সে কি কি শেখানো হয়
বর্তমান সময়ে সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তির উপর জ্ঞান থাকা প্রয়োজন ।
মানুষ প্রযুক্তি নির্ভর হচ্ছে, বর্তমান সময়ে , সবার সাথে ক্যারিয়ার গড়ার জন্য
প্রথমে ধাপে কম্পিউটার বেসিক জানা খুবই দরকার।বেসিক কম্পিউটার কোর্সে কি কি শেখানো হয়
তা নিচে দেওয়া হলোঃ
- মাইক্রোসফট ওয়ার্ড
- মাইক্রোসফট এক্সেল
- মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
- ইন্টারনেট ব্রাউজিং
- বেসিক হার্ডওয়্যার
- বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং
মাইক্রোসফট ওয়ার্ড কি
বেসিক কম্পিউটার কোর্সে কি কি শেখানো হয় বা মাইক্রোসফট ওয়ার্ড হলো মাইক্রোসফট একটি সফটওয়্যার।মূলত এটি ব্যবহার মাধ্যমে
যাবতীয় লেখালিখির কাজ করা হয় এবংকোনো ডকুমেন্ট তৈরি বা আকর্ষণীয় ফরমেট তৈরি করা
কাজে ব্যবহার করা হয়। এছাড়া দরখাস্ত, চিঠি, আবেদন পএ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশ্ন,
দলিল টাইপিং কাজ, আসামেন্ট, প্রজেক্ট ইত্যাদি তৈরি কাজ করা হয়।
মাইক্রোসফট এক্সেল
মাইক্রোসফট এক্সেল হলো মাইক্রোসফট অফিসের একটি স্প্রেডশিট প্রোগ্রাম। প্রধানত এই
প্রোগ্রামটির সাহায্যে জটিল গাণিতিক গণনা, হিসাব-নিকাশ ইত্যাদি করা হয়।যেমনঃ
ডাটা এন্ট্রি করা,অ্যাকাউন্টিং এবং বাজেট তৈরি করা,ক্যালেন্ডার এবং শিডিউল তৈরি
করা ইত্যাদি।
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফটের প্রেজেন্টেশন তৈরির জন্য অন্যতম
একটি সফটওয়্যার।প্রেজেন্টেশন মূলত অফিসিয়াল কাজে ও শিক্ষা প্রতিষ্ঠানের
প্রেজেন্টেশনে পাওয়ার পয়েন্ট সব চেয়ে বেশি ব্যবহৃত হয়।
ইন্টারনেট ব্রাউজিং
যে সফটওয়ার বা অ্যাপ ব্যবহার করে ইন্টারনেটে প্রবেশ করা হয় তাকে ব্রাউজার বলে।
ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে কোন ওয়েব সাইট বা তথ্য অনুসন্ধান করার
প্রক্রিয়াকে বলে ব্রাউজিং।
গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, মজিলা ফায়ার ফক্স এগুলো
ব্রাউজারের উদাহরণ।
বেসিক হার্ডওয়্যার
বেসিক হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশকে বুঝায়। যে সব অংশ
গুলো চোখে দেখা যায় ও স্পর্শ করা যায় তাকেই হার্ডওয়্যার বলে বলে। উদাহরণ-
মাউস, কীবোর্ড, কেসিং, প্রসেসর, র্যাম, মাদারবোর্ড, সিডি রম, মনিটর ইত্যাদি।
বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং কি
কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটারে সাথে সংযুক্ত। এক কম্পিউটার
মাধ্যমে অন্য কোন কম্পিউটারের সাথে সংযুক্ত করা।
সরকারি কম্পিউটার কোর্স
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য সফল হয়েছে এবার একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে
সহযোগী প্রতিষ্ঠান হিসেবে- আইটি প্রশিক্ষণে উদ্বুদ্ধ করা হয় যা বেকারত্ব দূরীকরণে
উদ্যোক্ত তৈরী করা । তারই সাথে আমাদের আইটি প্রতিষ্ঠানটি প্রফেশনাল এবং দক্ষতা
উন্নয়নে দেশের প্রত্যন্ত অঞ্চলে আইটি প্রশিক্ষণ ও সেবা মানুষের কাছে পৌছে দেওয়ার
জন্য ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় “শ্যামল যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি”
যা সকারি কোর্স নামে পরিচিত।
আরো পড়ুনঃবিভিন্ন দেশের আজকের টাকার রেট কত
২০২১ সালে ফেব্রুয়ারীতে রা “এ্যাক্টিভ কারিগরি কম্পিউটার বাংলাদেশ” নামে একটি
আইসিটি প্রতিষ্ঠান নিবন্ধন করা হয়।এছাড়া আর অনেক সরকার যুব উন্নয়ন শাখা রয়েছে
যেখানে দেশের উন্নয়ন কাজ করে। এই সরকারি কোস এগুলো মাধ্যমে অনেকে উপকার হয়। এই
কোস অনেকে তাদের স্বপ্ন পূরণ করে।
কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন কোর্স কি
কোর্সের আওতায় মূল বিষয়
- বেসিক ইলেকট্রনিক্স ( ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পার্টস পরিচিতি , তাত্ত্বিক ও ব্যবহারিক।
- সার্কিট ডায়াগ্রাম ট্রেসিং এন্ড পিসিবি ডিজাইন।
- হবি প্রজেক্ট তৈরি সেনসর কন্ট্রোল সার্কিট এন্ড অডিও ভিডিও এমপ্লিফায়ার তৈরি ।
- কম্পিউটার হার্ডওয়ার এন্ড সফটওয়্যার ট্রাবলশুটিং।
- এলইডি টিভি ও মনিটর ইত্যাদি ।
বেসিক কম্পিউটার বই
আমাদের সকলে কম্পিউটার সম্পর্কে বেসিক জ্ঞান থাকা প্রয়োজন । কেননা বিশ্ব
প্রযুক্তি উপর নির্ভরশীল।কম্পিউটার বেসিক থাকার জন্য কম্পিউটার সম্পর্কিত কিছু
সাধারণ জ্ঞান বই পড়া প্রয়োজন কিছু বইয়ের নাম নিচে দেওয়া হলোঃ
যেমন কম্পিউটার পরিচর্যা,কম্পিউটার
- কম্পিউটার ডিকশনারি।
- শিশু কম্পিউটার।
- কম্পিউটার শিক্ষার সহজ পাঠ।
- কম্পিউটার ১ ভাগ।
- সবার জন্য কম্পিউটার।
- কম্পিউটারে হাতে খুড়ি।
- কম্পিউটার শিখো ২য়ভাগ।
- কম্পিউটার অভিধান।
- কম্পিউটার মৌলিক শিক্ষা।
- মা কম্পিউটার ট্রেনিং ইইনস্টিটিউট।
- কম্পিউটার কথা।
- সেলফ কম্পিউটার অপারেটিং।
- কম্পিউটার ইতিহাস।
- কম্পিউটারের অ আ ক খ।
- কম্পিউটার সহজ পাঠ ।
- বেসিক কম্পিউটার শিক্ষা ।
- কম্পিউটার বর্ণমালা।
- কম্পিউটার অপারেশন টিপস এন্ড ট্রিকস ।
সহজ ভাষায় কম্পিউটারে মৌলিক জ্ঞান এছাড়া অনেক বেসিক কম্পিউটার বই রয়েছে যেগুলো
থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি।
৬মাস মেয়াদি কম্পিউটার কোর্স সিলেবাস
যারা টাইপিং পারেন না কখনো কম্পিউটার শিখেন নাই কিংবা কিছুটা পারলেও এডভান্স কাজ
পারেন না কম্পিউটার পারেন কিন্তু সরকারী সার্টিফিকেট নেই অথবা বেসিক কাজে দক্ষ
হতে চাই তাদের জন্যে কম্পিউটার সলিউশন নিয়ে এলো ৬ মাস মেয়াদি কম্পিউটার অফিস
অ্যাপ্লিকেশন কোর্সটি প্রয়োজন।৬ মাস মেয়াদি কোর্সটিতে টাইপিং কাজ থেকে শুরু করে
মাইক্রোসফট ওয়ার্ড এর সিভি বানানো থেকে শুরু করে জমির দলিল, প্রশ্ন পত্র,
সনদপত্র, প্রত্যয়নপত্র করার কাজ শিখতে পারি।প্রিন্টারে প্রিন্ট করে আউটপুট কিভাবে
করতে হয় সব কাজে দক্ষ আমরা শিখতে পারি ।
মাইক্রোসফট এক্সেলের বেসিক কাজগুলো কিভাবে করতে হয় প্রজেক্ট বেজড করা যাবতীয়
এডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারি । এক্সেল অ্যাডভান্স শিখে দক্ষ হওয়ার মাধ্যমে
আমরা যেকোন অফিসে চাকুরির জন্যে অনেক এগিয়ে থাকতে পারব। কারন নতুন এবং সাম্প্রতিক
সময়ের সফটওয়্যার হওয়ায় অনেকেরই বেসিক এক্সেলের কাজ জানলেও এক্সেলের অ্যাডভান্স
লেভেল সম্পর্কে ধারণা নেই। সেই সাথে এক্সেল অ্যাডভান্স শিখে আমরা অনলাইন
মার্কেটপ্লেসে ফ্রীল্যান্সিং এর কাজও করতে পারব।
পাওয়ার পয়েন্টে আমাদের আগে থেকেই বানানো কয়েক হাজার স্লাইড বা টেমপ্লেট কালেকশন
দিয়ে আমরা সহজেই রিপোর্ট ও ডাটা ভিজুয়ালাইজেশন, বিপণন এবং বিক্রয়ের জন্যে
টেমপ্লেট, ব্যবসায়িক মিটিং, শিক্ষামূলক বক্তৃতা, সম্মেলন এবং প্রশিক্ষণ সেশনের
উদ্দেশ্যে স্লাইড প্রেজেন্টেশন সহজেই করতে পারবেন। এছাড়াও কিভাবে সহজে প্রফেশনাল
ডিজাইন, ভিডিও বা ওয়েবসাইট তৈরি করা যায় তা পেইড টুলস সহকারে হাতে কলমে দেখিয়ে
দিবো। শুধু সরকারী সার্টিফিকেট নয় আমাদের কম্পিউটার শিক্ষায় দক্ষ করে তলাই আমাদের
মূল লক্ষ্য ।
কম্পিউটার বেসিক প্রশ্ন কম্পিউটার বেসিক নলেজ
কম্পিউটার আধুনিক যুগের এক অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু
করে পেশাগত এবং শিক্ষাগত কাজে অমূল্য অবদান রাখছে। আজকের ডিজিটাল বিশ্বে
কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করা মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি
কেননা বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ। যার মাধ্যমে আমরা আমাদের এ জীবনকে
সহজতর এবং আরও দক্ষ করতে পারে।
কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান যেমনঃ
- কম্পিউটার শব্দটি কোথায় থেকে এসেছে ?
- কম্পিউটার কি, কম্পিউটার জনক কে?
- কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয় কেন?
- অপারেটিং সিস্টেম কি
- কম্পিউটারের কয়টি প্রধান বৈশিষ্ট্য আছে?
- আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার?
- কম্পিউটার স্থায়ী স্মৃতি শক্তিকে কি বলে
- কম্পিউটার ব্রেইন বলা হয় কাকে?
- কম্পিউটার কয় ধরনের ড্রাইভ থাকে?
- www এর পূর্ণরুপ কি
- কম্পিউটার শব্দ কোথায় থেকে এসেছে
এগুলো ছাড়া আর অসংখ্য প্রশ্ন রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের সকলের সাধারণ জ্ঞান
থাকা অবশ্য প্রয়োজন।
কম্পিউটার কি এবং কম্পিউটার জনক কে
কম্পিউটার হলো এমন এক ধরনের যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে বিভিন্ন
গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে। কম্পিউটার শব্দের আভিধানিক অর্থ
হচ্ছে গণনাকারী যন্ত্র এবং আধুনিক কম্পিউটারের জনক বিজ্ঞানী চালর্স ব্যাবেস। তিনি
১৮৩৩ সালে সর্বপ্রথম এ্যানালটিক্যাল ইঞ্জিন নামে একটি যান্ত্রিক কম্পিউটার তৈরীর
পরিকল্পনা গ্রহণ করেন এবং ইঞ্জিনের নকশা তৈরী করেন।
অপারেটিং সিস্টেম কি
অপারেটিং সিস্টেম হলো এমন এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটার প্রোগ্রামের
এক্সিকিউশনকে নিয়ন্ত্রণ করে এবং ইনপুট ও আউটপুট কন্ট্রোল, একাউন্টিং,
কম্পাইলেশন, স্টোরেজ অ্যাসাইনমেন্ট, ডেটা ম্যানেজমেন্ট এবং আনুষঙ্গিক কাজ করে
থাকে।
শেষ মন্তব্য
আমাদের জীবন চলার পথকে সুগম করতে বিশ্বের বুকে মাথা উচু করে চলতে বর্তমান তথ্য
প্রযুক্তির যোগে দক্ষতা অর্জনের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এজন্য আমাদের
সকলকেই কম্পিউটার বেসিক জ্ঞান অর্জন করতে হবে বা বেসিক কম্পিউটার কোর্সে কি কি শেখানো হয়। কারণ এখনকার সময়i চাকুরীর বাজারে
নিজেকে যোগ্য ও শ্রেষ্ট প্রমান করার জন্য বেশি বেশি স্কিল অর্জন করতে হবে।
বর্তমানে যার স্কিল যতো বেশি সে ততো এগিয়ে রয়েছে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url