ইউটিউব থেকে আয় করার ১৫ পদ্ধতি
বর্তমান সময়ে ইউটিউব কিন্তু মানুষের আয়ের একটা বড় সোর্স হয়ে দাঁড়িয়েছে। তবে
এই ইউটিউব থেকে আয় করার জন্য আপনাকে সঠিক পদ্ধতি গুলো আগে বিস্তারিত ভাবে জেনে
নিতে হবে। তাই আজকে জানুন ইউটিউব থেকে আয় করার ১৫ পদ্ধতি।
আর এই সঠিক পদ্ধতি গুলো অবলম্বনের মাধ্যমেই কিন্তু আপনি এখান থেকে আয় করতে
পারবেন। তো চলুন দেখে নেই সেই সঠিক পদ্ধতি গুলা কি কি। এছাড়াও কিন্তু আজকের
পোস্টে আপনাদের জন্য ইউটিউব থেকে ইনকাম রিলেটেড ইউটিউব থেকে আয় করার ১৫ পদ্ধতি আরও অনেক তথ্য থাকবে। তো সাথে
থাকুন বিস্তারিতভাবে জানতে।
পোষ্টের সূচিপত্রঃ ইউটিউব থেকে আয় করার ১৫ পদ্ধতি
ইউটিউব থেকে আয় করার ১৫ পদ্ধতি
ইউটিউব থেকে আয় করার জন্য আপনাকে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। ইউটিউব
কিন্তু মানুষ আগে আনন্দ পাওয়ার জন্য ব্যবহার করে থাকতো। আর এখন যে জামানায়
এসেছে তাতে ইউটিউব হচ্ছে মানুষের মেইন ইনকামের একটা সোর্স হয়ে দাঁড়িয়েছে। ইউটিউব থেকে আয় করার ১৫পদ্ধতি পড়াশোনা শেষ করেও অনেকেই কিন্তু বেকারত্বের ভুগ ছিলেন তারা হচ্ছে ইউটিউব থেকে
অনেকেই ইনকাম করে ভালো একটা পর্যায়ে পৌঁছাতে পারছে।
পড়াশোনা না জানা আরো অনেক মানুষ আছে যারা ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছে। তো
youtube থেকে ইনকাম করার জন্য যে ১৫ টি পদ্ধতি রয়েছে আমরা সে পদ্ধতি গুলো কি কি
একটু দেখে নেই। ইউটিউব থেকে আয় করার ১৫ পদ্ধতি গুলো জেনে নিনঃ
- ১. প্রথমে আপনাকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে।
- ২. এরপর সেখানে কিছু সেটিংস ঠিক করতে হবে যেমন ধরেন আপনি কি বিষয়ে কনটেন্ট তৈরি করতে চাচ্ছেন বা কাদের কাছে কনটেন্ট গুলো পৌছাইতে চাচ্ছেন ইত্যাদি।
- ৩. বর্তমানে যে কনটেন্ট গুলোর চল বেশি সেই টপিক এর উপরে কনটেন্ট তৈরি করতে হবে।
- ৪. কন্টেন্টটি সম্মত হতে হবে।
- ৫. পর্যাপ্ত আলো, এইচডি ক্যামেরা, মাইক্রোফোন, কনটেন্ট তৈরি করার জায়গাটা ভালো হতে হবে।
- ৬. চ্যানেলের সাবস্ক্রাইবার বানাতে হবে।
- ৭. সাবস্ক্রাইবার যত বেশি হবে আপনার ভিউজের পরিমাণও ততটাই বেড়ে যাবে।
- ৮. আর যত বেশি ভিউজ হবে আপনার ইনকাম তত বেশি হবে।
- ৯. প্রথম বছরটিতে ইনকামের জন্য আপনার ভিউয়ের প্রয়োজন হতে পারে চার হাজার ঘন্টা।
- ১০. কন্টেন্টটিতে বিজ্ঞাপন সেট করার মাধ্যমেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন।
- ১১. বিজ্ঞাপন ছাড়াও এখানে ইনকাম করার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে ইউটিউব পার্টনার প্রোগ্রাম বিজ্ঞাপনটি আপনার চ্যানেলে এড করে নিতে হবে।
- ১২. কনটেন্ট তৈরি না করে এখানে কিন্তু আপনি নিজের প্রোডাক্ট সেল করেও ইনকাম করতে পারবেন।
- ১৩. আপনার চ্যানেলটিতে মেম্বারশিপ এড করে রাখতে পারেন।
- ১৪. লাইভ স্ট্রিপির মাধ্যমেও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন।
- ১৫. ইউটিউব মনিটাইজেশন করে এখান থেকে ইনকাম করতে পারবেন।
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
ইউটিউব চ্যানেল কিন্তু দুই ভাবে খোলা যায় একটি হচ্ছে ব্যক্তিগত কাজের জন্য আর
একটি হচ্ছে ব্যবসা-বাণিজ্য করার জন্য। ইউটিউব থেকে আয় করার ১৫ পদ্ধতি তো youtube চ্যানেল খোলার জন্য আপনাকে
অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমরা যেহেতু youtube চ্যানেলেটি
নিজের ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করব তো তার জন্য প্রথমে একটি ইমেইল একাউন্ট
লাগবে।
আরো পড়ুনঃসৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ
যদি ইমেইল একাউন্ট না থাকে তাহলে ইমেইল একাউন্টটি খুলে নিতে হবে। তারপর ওই ইমেইল
দিয়ে ইউটিউবে যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে লগইন করে নিতে হবে। লগইনের পর
প্রোফাইলে গিয়ে সেখানে নিজের যে ব্যক্তিগত ডিটেইলসগুলা রয়েছে সেগুলো দিতে হবে।
এরপর কনফার্ম করতে হবে।
ইউটিউব থেকে আয় করার শর্ত
ইউটিউব থেকে আয় করার জন্য আপনাকে বেশ কিছু শর্ত এখানে মেনে চলতে হবে। এই
শর্তগুলো ইউটিউব চ্যানেল থেকে দেয়া হয়েছে। ইউটিউব থেকে আয় করার ১৫ পদ্ধতি বা ইউটিউব চ্যানেলের এই শর্তগুলো যদি
আপনি ব্রেক করেন তাহলে আপনার আইডিতে কমিউনিটি স্ট্যান্ডার্ড স্ট্রাইক আসতে পারে।
youtube থেকে আয় করার জন্য আপনাকে প্রথম বছরে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা
ভিউ থাকতে হবে এবং শর্টস ভিডিওর জন্য ১০ লাখ ভিউ থাকা লাগবে সেটিও তিন মাসের
মধ্যে।
চ্যানেলটিতে যে কনটেন্ট গুলো আপনারা মেক করবেন সেগুলো যেন কপিরাইট ফ্রী হয়।
নাহলে আপনার youtube চ্যানেলটি যদি ইউটিউবের রুলস ব্রেক করে তাহলে আজ পন্থাটি
রয়েছে সেটি বন্ধ করে দেয়া হবে।
ইউটিউব থেকে আয় কি হালাল
ইউটিউব থেকে আয় হালাল নাকি হারাম সেটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। আপনি কি
ধরনের কনটেন্ট মেক করছেন বা কি ধরনের বিজ্ঞাপন সেটিতে সেট করছেন সেটির উপরে
নির্ভর করবে। ইউটিউবে আসলে যে কনটেন্ট গুলা আপলোড করা হয় সেটিতে যে বিজ্ঞাপন সেট
করা হয় সেটির উপরে নির্ভর করেই কিন্তু ইউটিউব থেকে ইনকামটা আসে।
তো আপনারা ওই বিজ্ঞাপনটি যদি অশ্লীল বা খারাপ কোন কিছুই নির্ধারণ করে থাকেন তবে
সে ক্ষেত্রে আপনাদের ইউটিউব থেকে আয়টা হারাম হয়ে যাবে। তবে আপনারা যদি ওই
বিজ্ঞাপনটি ইসলামিক কোন কিছুর মাধ্যমে সেট করেন তাহলে সেখান থেকে ইনকাম হালাল
হবে।
ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম করা যায়
ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম করতে পারবেন বা করা যাবে সেটি নির্ভর করবে
পুরোটাই আপনার কনটেন্ট ও ভিউয়ের উপর। আপনার youtube চ্যানেলটি যত বেশি গ্রো করবে
যত বেশি ভিউ হবে আপনার ইনকামও এখান থেকে তত বেশি পরিমাণে বাড়বে। তবে এক বছরের
মধ্যে যদি আপনি ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ভিউ এবং শর্ট ভিডিওর জন্য তিন
মাসে ১০ লাখ ভিউ নিতে পারেন তাহলে মাসে একটা ভালো ইনকাম এখান থেকে আপনি করতে
পারবেন।
তবে ১১ লাখ ভিউ হলে সেখান থেকে আপনার ইনকাম আসতে পারে ৩৪৭০ মার্কিন ডলার বা
বাংলাদেশী টাকা যেখানে প্রায় সাড়ে তিন লাখ টাকার মত। আপনার কনটেন্টটি আসলে কোন
দেশ থেকে দেখছে সেই দেশের ভিউয়ের রেট কেমন আর হচ্ছে ভিউজ কতটা হচ্ছে সেটার উপর
নির্ভর করেই আপনার এখানে ইনকাম বাড়তে বা কমতে পারে।
ইউটিউব থেকে টাকা তোলার উপায়
ইউটিউব থেকে ইনকাম করার জন্য বা টাকা তোলার জন্য বেশ কিছু রুলস রয়েছে যেগুলো
আপনাকে মানতে হবে তবেই আপনি ইউটিউব থেকে টাকা তুলতে পারবেন। এজন্য আপনার ইউটিউব
চ্যানেলের পাশাপাশি প্রথমে আপনাকে একটি এডসেন্স একাউন্ট খুলে নিতে হবে। এরপর
পেমেন্টের মেথড হিসেবে এই অ্যাডসেন্সে একটি ব্যাংক একাউন্ট যোগ করতে হবে।
ব্যাংক একাউন্ট যদি আপনার না থাকে তাহলে সে ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিতে
হবে। ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার পর এখান থেকে আপনি টাকা উইথড্রো করতে পারবেন।
তবে প্রথম উইথড্রো করার ক্ষেত্রে আপনার এডসেন্সে কিন্তু ১০০ ডলার থাকতে হবে।
এডসেন্স কিন্তু ১০০ ডলারের নিচে পেমেন্ট করে না।
ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম
ইউটিউবে কিন্তু শুধুমাত্র ভিডিও করে যে ইনকাম করতে হবে এমনটা না। ইউটিউবে ভিডিও
না করেও আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কিন্তু একটু বুদ্ধি
খাটিয়ে কাজ করতে হবে কারণ আপনি ভিডিও যেহেতু তৈরি করতে পারছেন না বা আপনার কাছে
সেই সঠিক উপকরণগুলো নেই যেগুলো থেকে আপনি ভালো মানের একটি ভিডিও তৈরি করতে
পারবেন।
তো সেক্ষেত্রে আপনাকে অন্যের ভিডিও ডাউনলোড করে। ওই ভিডিওগুলো এডিট করে সুন্দর
করে সেটিং করে আপনাকে ছাড়তে হবে। যে ভিডিওটি আপনি ছাড়বেন সেটি যেন বোঝা না যায়
যে অন্য কারো ভিডিও বা সেটি আপনি অন্য কারো থেকে চুরি করে নিয়ে আসছেন।
লেখকের শেষ মন্তব্য
বাংলাদেশ বা অন্যান্য দেশগুলোতে ইউটিউব এখন জনপ্রিয় একটি ওয়েবসাইট। এই সাইটি
থেকে কম বেশি সবাই ইনকাম করার জন্য আগ্রহী হচ্ছে। ইউটিউব থেকে আয় করার ১৫ পদ্ধতি দিনে দিনে এর জনপ্রিয়তা
অনেকটাই বেড়ে চলেছে। অনেক পড়াশোনা শেষ করা বেকার যুবকদের বেকারত্ব দূর হচ্ছে
এখান থেকে। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এখন ঘরে বসে কিন্তু কম বেশি অনেকে লাখ
লাখ টাকা ইনকাম করছে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url