মেডিকেল চেকআপের খরচ - গামকা মেডিকেল খরচ
সবাইকে জানায় আসসালামু আলাইকুম। কি অবস্থা কেমন আছেন সবাই? আশা করি তো
আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা মানুষ যেহেতু সেজন্য রোগব্যাধি আমাদের শরীরে
থাকবে এটাই স্বাভাবিক। মেডিকেল চেকআপের খরচ তবে রোগব্যাধি হলে তার জন্য উন্নত চিকিৎসা ও আছে। নিয়মিত
চেক-আপ এর মাধ্যমে আপনারা নিজেদের কে সুস্থ ও ফিট রাখতে পারবেন।
এই মেডিকেল চেকআপের খরচ গুলো আপনারা কোথা থেকে আর কিভাবে করতে পারবেন সেসব বিষয়ে বিস্তারিত
আলোচনা করবো। বিস্তারিত জানতে কিন্তু সাথেই থাকবেন। তো আজকের পোস্টে আপনাদের জন্য
থাকবে মিডিকেল চেক আপের খরচ, বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করতে কত টাকা লাগে,
মেডিকেল টেস্ট কোথায় করানো হয়, মেডিকেল টেস্ট রিপোর্ট, গামকা মেডিকেল খরচ, সিরাম
ক্রিয়েটিনিন পরীক্ষার খরচ ইত্যাদি। এগুলো জেনে রাখলে আপনারা অনেকটাই উপকৃত হবেন।
পোস্টের সূচিপত্রঃ মেডিকেল চেকআপের খরচ
মেডিকেল চেকআপের খরচ
এখন কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরে রোগবালাই রয়েছে। আগেকার দিনে মানুষের বোধ হয়
রোগব্যাধি একটু কম হতো। মেডিকেল চেকআপের খরচ বর্তমান সময়ের মানুষেরা ছোট ছোট সমস্যা গুলো কে উপেক্ষা
করে উড়িয়ে দেয়। আর সেই ছোট খাটো বিষয় থেকেই পরবর্তীতে বড় ধরনের রোগের সৃষ্টি হয়।
সেইজন্য আমাদের সকলের উচিৎ নিজের শরীরের যত্ন নেওয়া। ছোট খাটো বিষয় গুলো কে
গুরুত্ব সহকারে দেখা। এই ছোট খাটো বিষয় থেকে বড় রোগের প্রতিক্রিয়া যখন দেখা দিতে
শুরু করে তখন আমাদের পুরো শরীরটা পরীক্ষা নীরিক্ষা করে দেখতে হয়।
আর মেডিকেল চেক-আপ হলো সেটায় যেখানে পুরো বডি স্ক্যান করে দেখা হয় কোথায় কি
সমস্যা আছে। মেডিকেল চেকআপ হলো এক ধরনের রুটিন পরিক্ষা। যেটা তে শরীরের প্রস্রাব
পরিক্ষা, থাইরয়েড পরিক্ষা, রক্ত পরিক্ষা, ডায়াবেটিস পরিক্ষা, মল পরিক্ষা
ইত্যাদি করা হয়ে থাকে। আর এগুলো করতে যেমন মেডিকেল চেকআপের খরচ
ঢাকা মেডিকেল চেকআপের খরচ
- সিবিসি -১৫০ টাকা
- মল-মূত্র - ৪০ টাকা
- সিরাম বিলুরুবিন- ৬০ টাকা
- সিরাম ইলেকট্রলাইট - ২৫০ টাকা
- কোলেস্টেরল -৫০
- ক্রিয়েটিনিন - ৫০ টাকা
- থাইরয়েড -৬০০ টাকা
- ডায়াবেটিস -৬০ টাকা
- এক্সরে -৭০ টাকা
- আল্ট্রাসনোগ্রাম -১১০ টাকা
ইউনাইটেড হাসপাতাল মেডিকেল চেকআপের খরচ
- সিবিসি - ৫৫০ টাকা
- মাল মুত্র - ৭০০ টাকা
- সিরাম বিলুরুবিন - ৩৫০ টাকা
- সিরাম ইলেকট্রনিক - ১০০০ টাকা
- কোলেস্টেরল - ৪৫০ টাকা
- ক্রিয়েটিনিন - ৫২০ টাকা
- ডায়াবেটিস - ৫০০ টাকা
- থাইরয়েড - ৩৫০০ টাকা
- এক্সরে - ৫০০ টাকা
- আলট্রাসনোগ্রাফি -২০০০ টাকা
মেডিকেল চেকআপের জন্য এক এক জায়গায় এক এক রকম খরচ হয়ে থাকে।
বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করতে কত টাকা লাগে
আপনি যদি বিদেশ যাওয়ার জন্য সাধারণভাবে মেডিকেল করাতে চান তাহলে আপনাকে অনেক
ধরনের টেস্ট করাতে হবে যেমন ধরেন এক্সরে, ডাক্তারি চেকআপ, রক্তের পরীক্ষা
ইত্যাদি। এছাড়াও আরো অনেক ধরনের টেস্ট আপনাকে করাতে হতে পারে। সবকিছু যদি ঠিক
থাকে তাহলে আপনি বিদেশ যাওয়ার জন্য মেডিকেল থেকে ভালো ফিডব্যাক পাবেন এবং আপনি
ভালোভাবে বিদেশ ভ্রমণে যাইতে পারবেন। এবার আসি বিদেশ যাওয়ার জন্য মেডিকেল খরচ টা
আসলে কেমন আসতে পারে? এটা টোটালি ডিপেন্ড করবে আপনার ভিসার ধরনটা কেমন সেটার
উপরে।আর আপনার খরচ টাও ঠিক তেমনি পড়বে।
আবার অনেক সময় মেডিকেল পরীক্ষার যে ধরনটা থাকে সেটার উপর ভিত্তি করেও কিন্তু
টাকা কম বেশি হতে পারে বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করাতে সাধারণত ৭০০০ থেকে শুরু
করে ১০০০০ পর্যন্ত খরচ করতে পারে। তবে মধ্যপ্রাচের যে দেশগুলো রয়েছে সেগুলোতে
কিন্তু ৮৫০০ টাকাও খরচ করতে পারে।
মেডিকেল টেস্ট কোথায় করানো হয়
মেডিকেল টেস্ট করানোর জন্য বিভিন্ন হসপিটাল, প্যাথলজি, ক্লিনিক, ডায়াগনস্টিক
ইত্যাদি সেন্টার রয়েছে। যেখানে মেডিকেল টেস্টগুলা করানো হয়। এছাড়াও মেডিকেল
টেস্ট করানোর জন্য কিন্তু মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ও রয়েছে। আপনি মেডিকেল
টেস্ট করানোর ফলে কিন্তু বাইরের দেশে ভ্রমণ করতে পারবেন। আপনি যেখানে যান না কেন
বাইরের দেশে ভ্রমণ বলেন বা অন্যান্য কাজের বিষয়ে বলেন আপনাকে মেডিকেল টেস্ট
করিয়ে তারপর দেশ ছাড়তে হবে।
মেডিকেল টেস্ট মূলত আপনার দেহে কোন রোগ ব্যাধি আছে কিনা আপনি সবকিছুর জন্য ফিট
আছেন কিনা এটা চেকআপের জন্যই মেডিকেল টেস্টটা করানো হয়। নিয়মিত চেকআপ কিন্তু
আমাদের শরীলকে ভালো রাখে সুস্থ রাখে। আর মেডিকেল চেকআপ টা হচ্ছে আপনি যদি নিয়মিত
চেকআপ করে থাকেন সেক্ষেত্রে মেডিকেল চেকআপের পর আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন।
মেডিকেল টেস্টটা কিন্তু রক্ত পরীক্ষা, আলট্রাসনোগ্রাম, এক্সরে, ডায়াবেটিস
পরীক্ষা, থাইরয়েড,, ক্রিয়েটেনিন, কোলেস্ট্রল সিরাম, ইলেকট্রোলাইট সিরাম আরো
অনেক পরীক্ষা-নিরীক্ষা করে তারপর মেডিকেল রিপোর্ট দেওয়া হয়।
মেডিকেল টেস্ট রিপোর্ট
নিয়মিত চেকআপ কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখে ভালো রাখে ফিট রাখতে সাহায্য করে।
মেডিকেল করানোর আগে আমরা যদি নিয়মিত চেকআপটা ঠিকঠাক ভাবে করি তাহলে কিন্তু
মেডিকেল টেস্ট এর রিপোর্টটা ভালো আসবে। ছোট ছোট রোগ ব্যাধি গুলো আমাদের শরীরে
একসময় বড় বড় রোগের ধারণ করে। তাই আমাদের সকলের উচিত ছোট ছোট বিষয়গুলোকে
উপেক্ষা করে উড়িয়ে না দিয়ে সেগুলোর প্রতি বিশেষ খেয়াল রাখা।
যার কারণে পরবর্তীতে বড় কোন রোগের আকার ধারণ করতে না পারে। মেডিকেল টেস্টটা
কিন্ত আপনার পুরো শরীরকে স্ক্যান করে রোগব্যাধি কোথায় কিভাবে বাসা বেধে আছে
সেগুলোকে কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করে বের করে। যেমন ধরেন আপনার শরীরের রক্ত
পরীক্ষা, মলমূত্র পরীক্ষা, ডায়াবেটিক্স, কোলেস্টেরল, এক্সরে, আলট্রাসনোগ্রাফি,
ক্রিয়েটিনিন, সিবিসি ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা করেই আপনাকে মেডিকেল টেস্টে
রিপোর্ট দেওয়া হয়। এই মেডিকেল টেস্ট রিপোর্টটা কিন্তু আপনি পাসপোর্ট এর মাধ্যমে
চেকিং করে দেখতে পারবেন।
গামকা মেডিকেল খরচ
ধামাকা মেডিকেল টেস্ট করতে আপনাকে কিন্তু বেশ কিছু প্রসেস ফলো করতে হবে। গামকা
মেডিকেল টেস্টটা কিন্তু সবাই করে না। যারা আরব দেশগুলোতে যেতে চাই শুধুমাত্র
তাদেরকেই গামকা মেডিকেল টেস্ট রিপোর্টটা বের করতে হয়। আরব দেশ বলতে সৌদি আরব,
কাতার, বাহরাইন, ওমান ইত্যাদি দেশগুলোতে যেতেই গামকা টেস্ট রিপোর্ট লাগে ।
রিপোর্ট বের করার জন্য এখানে বেশ কিছু ডকুমেন্টস দিতে হয়। তো চলুন দেখে নেই
এখানে গামকা টেস্ট রিপোর্ট বের করার জন্য কি কি ডকুমেন্টস দিতে হবে আর কত টাকা
খরচ হবে ।
- গামকা মেডিকেল রেজিস্ট্রেশন স্লিপ
- পাসপোর্ট এর অরজিনাল কপি এবং ফটোকপি
- পাসপোর্ট সাইজ ছবি চারটা
- সৌদি আরবের ভিসা নাম্বার, ভিসা ডেট এবং মোফা নাম্বার
- কুয়েতের অরিজিনাল ভিসার হার্ডকপি ইত্যাদি।
- এরপর গামকা মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের জন্য খরচ পড়বে ১৫০০ টাকা এবং গামকা মেডিকেল সেন্টার ফি ৮৫০০ টাকা।
সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষার খরচ
সিরাম ক্রিয়েটিনের পরীক্ষা মূলত কিডনিতে কি রোগ আছে সেটার পর্যবেক্ষণ করাকেই
সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা বলে। ক্রিয়েটিনিন পরীক্ষার মাধ্যমে কোন রোগ ব্যাধি
আছে কিনা কিডনিটা ড্যামেজ হচ্ছে কি ভালো আছে সেটা বোঝা যায়। রক্তে
ক্রিয়েটিনিনের ঘনত্ব কতটুকু আছে সেটা পরীক্ষা করেই কিডনি সম্পর্কে স্বাস্থ্য
বিষয় ধারণা দেওয়া হয়।
সিরাম ক্রিয়োটিনিনের পরীক্ষা এক এক জায়গায় একেক রকম হয়ে থাকে ডায়াগনস্টিক
সেন্টার বা হসপিটালের এক এক রকমের খরচ পড়ে থাকে। সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষার
খরচ পড়বে ঢাকা মেডিকেলে ৫০ টাকা এবং একই পরীক্ষার খরচ পড়বে ইউনাইটেড হাসপাতালে
৫২০ টাকা, ডায়গনস্টিক সেন্টারে পড়বে ৪০০ টাকা।
লেখকের শেষ মন্তব্য
শরীরকে সুস্থ স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত চেকআপ করবো পাশাপাশি মেডিকেল চেকআপ ও
করব। মেডিকেল চেকআপ করলে দেহে যত প্রকার রোগ ব্যাধি আছে যত সমস্যা আছে সবগুলোই
ধরা পড়বে। তার সাথে আপনি চেকআপের ফলে রিপোর্ট দেখে সুস্থতার আশায় চিকিৎসকের
পরামর্শ নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।4
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url