ঠোঁটের সৌন্দর্য প্রাকৃতিক ভাবে বৃদ্ধির উপায়

আমার প্রিয় পাঠক বৃন্দদের কে অন্তরের অন্তরস্থল থেকে জানায় আসসালামু আলাইকুম। আশা করি আমরা সকলে আল্লাহর অসীম রহমতে ভালো আছি। আজকের আলোচনায় আপনাদের জন্য থাকছে ঠোঁটের সৌন্দর্য প্রাকৃতিক ভাবে বৃদ্ধির উপায়,ঠোঁটের কালো দাগ দূর করার উপায়,ছেলেদের ঠোঁট গোলাপি করার ক্রিম,ঠোঁট গোলাপি করার লিপবাম ,,জন্মগত কালো ঠোঁট গোলাপি করার উপায়,ঠোঁট গোলাপি করার ঘরোয়া উপায় ,ঘরোয়া উপায়ে ঠোঁটের যত্ন ইত্যাদি। 
ঠোঁটের সৌন্দর্য প্রাকৃতিক ভাবে বৃদ্ধির উপায়
ঠোঁট হলো আমাদের মুখের মধ্যের সবচেয়ে আর্কষণীয় অংশ। তাই ঠোঁট সুন্দর গোলাপি হলে দেখতেও সুন্দর লাগে। আর এই ঠোঁটের সৌন্দর্য প্রাকৃতিক ভাবে বৃদ্ধির উপায় সেটাও শেয়ার করবো আপনাদের সাথে তো আজকের আলোচনা তাহলে শুরু করা যাক।

পোস্টের সূচিপত্রঃ ঠোঁটের সৌন্দর্য প্রাকৃতিক ভাবে বৃদ্ধির উপায়

ঠোঁটের সৌন্দর্য প্রাকৃতিক ভাবে বৃদ্ধির উপায়

প্রাকৃতিক ভাবে ঠোঁটকে সুন্দর করতে বিশেষ বা ঠোঁটের সৌন্দর্য প্রাকৃতিক ভাবে বৃদ্ধির উপায় কিছু টিপস্ আপনাদের সাথে শেয়ার করবো। যেমন: মধুর প্রলেপ, লেবু, চিনি ব্যবহার, বিট রুট, দুধের সর ইত্যাদি।

মধুর প্রলেপঃ

প্রাকৃতিক ভাবে ত্বক কে উজ্জ্বল রাখতে মধু বিশেষ ভূমিকা পালন করে। মধু ঠোঁটের কালো দাগ দূর করে সাথে ঠোঁট কে করে নরম কোমল ও তুলতুলে। রাতে ঘুমাতে যাওয়ার আগে অল্প একটুখানি মধু ঠোঁট এ লাগিয়ে সারা রাত রেখে দিতে হবে। পর পর কিছু সপ্তাহ এই ভাবে প্রত্যেক দিন শুতে যাওয়ার আগে ঠোঁটে লাগিয়ে নিতে হবে। এর পর পরিবর্তন টা আপনি নিজেই দেখতে পাবেন। বুঝতে পারবেন কিভাবে ধীরে ধীরে ঠোঁটের কালচে ভাব দূর হয়ে যাচ্ছে।

লেবুঃ

লেবুর রস ঠোঁটের কালো ভাব দূট করতে সাহায্য করে। এটি ব্লিচিং পাউডার এর মতোন কাজ করে থাকে। রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণে লেবু চেপে টাকটা রস দিয়ে ভালো করে ঠোঁটে ম্যাসাজ করতে হবে। নিয়ম অনুসারে প্রতিদিন এটা ব্যবহার করলে পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন।

চিনি ব্যবহারঃ

প্রাকৃতিক ভাবে ঠোঁটের কালো ভাব দূর করতে এবং মরা চামাড়া থেকে মুক্তি পেতে চিনি নিয়ে ঠোঁটে স্ক্রাব করতে হবে তাতে করে ঠোঁট এর কালো ভাব চলে যাবে এবং মরা চামড়ার থেকে মুক্ত হয়ে যেতে পারবেন। ঠোঁটের সৌন্দর্য প্রাকৃতিক ভাবে বৃদ্ধির উপায় ত্বক এর জন্য ম্যাসাজ বা স্ক্যাব যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই ঠোঁট এর জন্য তাই। দুই চামচ বাটারের সাথে তিন চামচের মতো চিনি নিয়ে এক সাথে মিশাতে হবে এবং একটি মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে। এই ভাবে সপ্তাহে ১-২ বার পেস্ট টি লাগিয়ে ম্যাসাজ করতে হবে। 

এতে আপনার ঠোঁটের মরা চামড়া দূর হবে এবং কালচেভাব দূর হয়ে ঠোঁটে গোলাপি আভা আসবে।ঠোঁট এর রং হালকা ও ঠোঁট এর উজ্জ্বলতা বাড়াতে অনেক উপকারী একটা উপাদান হলো বিটরুট। বিট রুট এর রস ঠোঁটের রক্তিমআভা নিয়া আসে। এই জন্য তাজা টাটকা বিট রুট এর রস ঠোঁটে সুন্দর মতো লাগিয়ে ঠোঁটের কালচেভাব দূর করতে পারেন। 
ঠোঁটের সৌন্দর্য প্রাকৃতিক ভাবে বৃদ্ধির উপায় প্রাচীন কালে দুধের সরের মাধ্যমে ঠোঁটের গোলাপি আভা ধরে রাখার এই পদ্ধতিটি শুরু হয়ে ছিল। রানীরা প্রাচীন যুগে এই পদ্ধতিটি অবলম্বন করতো । এই পদ্ধতিটির মাধ্যমে আপনিও আপনার ঠোঁট এর হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে পাইতে পারেন। দুধ এর সরের মধ্যে মধু মিশিয়ে দিনে কয়েকবার ঠোঁটে লাগিয়ে কিছু দিন ব্যবহার করলেই ঠোঁট গোলাপি হয়ে যাবে।

ঠোঁটের কালো দাগ দূর করার উপায়

ঠোঁটের কালো দাগ দূর করার জন্য আমাদের কিছু টিপস ফলো করতে হবে। যেমন: তিন চামচ মাখনের সাথে দুই চামচ চিনি নিয়ে এক সাথে মিশিয়ে একটি পেস্ট বানায়ে ফ্রিজ এ রেখে দিতে হবে । এবং প্রত্যেক সপ্তাহে এটা দু'বার এই পেস্টটি দিয়ে ঠোঁটে স্ক্রাব করতে হবে। ব্লিচিং উপাদান হিসেবে লেবুর রস অনেক ভাল কাজ করে। প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে টাটকা লেবু রস নিয়ে ঠোঁট এ ভালো ভাবে ম্যাসাজ করলে কালো ভাবগুলো দূর হয়ে যাবে সহজেই। 

ঠোঁটের কালো ভাব দূর করতে মধু, লেবু, দই, চিনি, দুধের সর ইত্যাদি উপকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জিনিস গুলো কয়েক দিন নিয়ম মেনে ব্যবহার করলে খুব দ্রুত ফলাফল পাওয়া যাবে। ঠোঁট যেহেতু আমাদের মুখের একটা গুরুত্বপূর্ণ অংশ তাই ঠোঁট কে সুন্দর আর্কষণীয় করে তুলতে আমাদেরকে এই টিপস গুলো ফলো করা উচিৎ।

ছেলেদের ঠোঁট গোলাপি করার ক্রিম

অনেক সময় ঠোঁট শুষ্ক হয়ে যায়, ফেটে যায়, অনেকর আবার জন্ম থেকেই ঠোঁট কালো থাকে,কিছু কিছু ছেলেদের সিগারেট বা ধূমপান করার কারণেও ঠোঁট কালো হয়ে যায় এসব থেকে পরিত্রাণ পেতে ঠোঁটকে সুন্দর আর্কষণীয় গোলাপি করতে বেশ কিছু ক্রীম রয়েছে। যেগুলো ব্যবহারের ফলে ঠোঁট হবে সুন্দর নরম ও গোলাপি। তো চলুন দেরি না করে ক্রীম গুলোর নাম জেনে নেওয়া যাক।
  • স্ক্রু ক্রীম।
  • হিমালয়া হারবাল লিপস কেয়ার ক্রীম।
  • ভ্যাসলিন লিপ থেরাপি রোসি লিপস ক্রীম।
  • ম্যাক্রিনীপ ক্রীম।
  • ল্যানিজি ক্রীম।
  • সেক্সি পিংক ক্রীম ইত্যাদি।
এই ক্রীম গুলো ব্যবহার না করলে হয়তো কেউ বিশ্বাসই করবে না তবে আমি বলবো যদি ঠোঁটকে সুন্দর করতে চান তাহলে এই ক্রীম গুলো একবার হলেও ব্যবহার করে দেখবেন।

ঠোঁট গোলাপি করার লিপবাম

ঠোঁট গোলাপি করার জন্য বেশ কিছু লিপবাম ও রয়েছে যেগুলো ও খুব ভালো ফলাফল দেয়। লিমবাম একটি কার্যকরী উপাদান যেটা ঠোঁট কে রাখে প্রানবন্ত। লিপবাম হলো এক ধরন এর তৈলাক্ত বা তেলযুক্ত মলম যেটা আমাদের ঠোঁট কে সুরক্ষা দিয়ে থাকে। লিপবামে থাকে এক বিশেষ টাইপের ময়েশ্চারাইজ উপাদান। যেটা ত্বকের অতিরিক্ত পানি হারায়ে শুষ্ক হওয়া থেকেও রক্ষা করে থাকে।লিপবাম গুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু লিপবামের নাম হলোঃ
  • অ্যালোভেরা লিপবাম।
  • রঙিন লিপবাম।
  • রং বিহীন লিপবাম।
  • পি কে জি সিক্রেট লিপবাম।
  • বায়োকুয়া লিপবাম।
  • লাইলাক লিপবাম।
  • লিপ জেলী স্ট্রবেরী লিপবাম ইত্যাদি।
এই লিপবাম গুলো ঠোঁটের গোলাপী রং ফিরিয়ে এনে আর্কষণীয় করে তোলে।

জন্মগত কালো ঠোঁট গোলাপি করার উপায়

ঠোঁটের কালো দাগ দূর করা এখন খুবই সহজ হোক সেটা জন্মগত কালো দাগ। অনেক ধরনের প্রাকৃতিক উপায় আছে যেগুলা ঠোঁটের কাল দাগ দূর করতে সাহায্য করে। যেগুলো তে ভালো ফলাফলের জন্য একটু বেশি ধৈর্য ধরতে হবে। ঠোঁটের অযত্নের কারণেই ঠোঁট কালে হয়ে যায়। এই জন্য ঠোঁটের গোলাপী রঙ ধরে রাখতে হলে ছোট খাটো কিছু কিছু জিনিসের অভ্যাস করে নেওয়া লাগবে।

এবং তার সাথে বেশ কিছু খারাপ অভ্যাস পরিবর্তন করে নিতে হবে যেগুলা ঠোঁট এর জন্য অনেক ক্ষতিকারক। ঠোঁটকে ভালো রাখাতে কিন্তু খুব বেশি কষ্ট করা লাগে না। কিন্তু দেখা যায় বেশির ভাগ মানুষ ই অলসতার জন্য ছোট খাটো কাজ গুলা করতে অলসতাপণা করে থাকে। অনেক মানুষ ভাব যে জন্ম গত ভাবে হওয়া কালো ঠোঁটকে গোলাপি করানো সম্ভব নয়। 
তবে আমি বলবো এইটা সম্পূর্ণ ভূল কথা। ঠোঁটের কালো দাগ দূর করার জন্য ক্রীম অথবা লিপবাম ব্যবহার করতে পারেন। এতে খিব দ্রুত রেজাল্ট পাওয়া যায়। এবং ভিতর থেকে কালচে ভাব দূর করে ঠোঁট কে করে সুন্দর আর্কষণীয়।

ঠোঁট গোলাপি করার ঘরোয়া উপায়

ঘরোয়া উপায়ে ঠোঁট কে গোলাপী করার জন্য বেশ কিছু উপকরণ রয়েছে। যেমনঃ হলুদ, লেবু, বীটরুট, শস, জলপাই এর তেল, অ্যালোভেরা, নারিকেল তেল, গোলাপ জল, দুধের সর, দই, বরফ ইত্যাদি। এই উপকরণ গুলো প্রত্যেক দিন নিয়ম মেনে ব্যবহার করলে ঠোঁট গোলাপি হবে। এসবের কোনো প্রকার সাইড ইফেক্ট নাই। প্রাকৃতিক উপাদানের তৈরি এসব উপরকরণে রেজাল্ট পেতে একটু সময় লাগলেও বেশ উপকারী এটা। তাই প্রাকৃতিক ভাবে ঘরোয়া উপায়ে ভালো রেজাল্ট পেতে ধৈর্য ধরতে হবে।

ঘরোয়া উপায়ে ঠোঁটের যত্ন

ঘরোয়া উপায়ে ঠোঁটের যত্নে ব্যবহার করুন জো-জোবা অয়েল, শিয়া বাটার, অ্যালো ভেরা জেল, গ্লিসা-রিন,নারিকেল তেল ইত্যাদি। যা ঠোঁট কে মসৃণ ও সুন্দর রাখতে বা করতে সাহায্য করে থাকে। কাঠ বাদাম এর তেল এবং লেবুর মিশ্রণে ও অনেক উপকার হয়। 
ঠোঁট এ গোলাপী আভা নিয়ে আসতে কাঁচা দুধ এর সাথে লেবু নিয়ে ভালো করে মিশিয়ে লাগাতে হবে এবং শুকিয়ে না যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর ভালো ভাবে ঘষে পরিষ্কার করলে মরা কোষ গুলো সব উঠে আসতে থাকবে। এছাড়াও ঠোঁটের যত্নে খারাপ বাজে অভ্যাস গুলো ত্যাগ করতে হবে যেমনঃ ধূমপান করা বাদ দিতে হবে। যেটার জন্য অনেক সময় ঠোঁট কালো হয়ে যায়।

লেখকের শেষ মন্তব্য

উপরে আমরা ঠোঁট কে আর্কষণীয় ও সুন্দর করতে বেশ কিছু টিপস সম্পর্কে জেনেছি। আমরা যারা ঠোঁটের সৌন্দর্য ধরে রাখতে চায় তারা সকলে চেষ্টা করবো উপরোক্ত টিপস গুলো ফলো করার প্রাকৃতিক ভাবে ঠোঁট কে সুন্দর করা থেকে শুরু করে ঘরোয়া উপায়ে কি কি করলে সুন্দর রাখা যাবে সবই জানলাম এখন সেগুলো মেনে চলার পালা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url