ফেসবুক পেজ বুস্ট করলে কি হয় তা জেনে নিন

আমার সুপ্রিয় পাঠক-পাঠিকাবৃন্দ সবাই কে জানায় আসসালামু আলাইকুম। আশা করি আমরা সকলে আল্লাহর অসীম কৃপাতে ভালো আছি। যুগ জামানা তো পাল্টেছে সাথে মানুষের চিন্তা ধারার ও বিপুল পরিবর্তন এসেছে। আগেকার মানুষ ফোন কি সেটায় জানতো নাহ আর এখন ফোন ছাড়া মানুষটি ১টি মিনিট ও থাকতে পারে না। ফোন এখন মানুষের নিত্য দিনের সঙ্গী। অনেকের তো এখন ইনকামের মেইন সোর্স হয়ে দাড়িয়েছে ফোন। ফেসবুক পেজ বুস্ট করলে কি হয় তা জেনে নিন ।
ফেসবুক পেজ বুস্ট করলে কি হয়
ফেসবুক পেজ বুস্ট করলে সেটা হাজার হাজারে মানুষের সামনে পৌঁছে যায়, সেখানে যে এড create করা হয় সেটাকে ইনকামের একটা সোর্স ধরা হয়। ফেসবুকের বেশ কিছু সাইড নিয়ে শুরু হতে যাচ্ছে আজকের আলোচনা। আজকের পোস্টে আপনাদের জন্য থাকবে ফেসবুক পেজ বুস্ট করলে কি হয়, ফেসবুক পেজ বুস্টিং কি, ফেসবুক পেজ বুস্ট করার নিয়ম, ফেসবুক বুস্ট করতে কোন কার্ড লাগে, ভিসা কার্ড দিয়ে ফেসবুক বুস্ট, ফ্রিতে ফেসবুক বুস্ট, বিকাশ দিয়ে পেজ প্রমোট ইত্যাদি। এসকল বিষয়ে বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো।

পোস্টের সূচিপত্রঃ ফেসবুক পেজ বুস্ট করলে কি হয়

ফেসবুক পেজ বুস্ট করলে কি হয়

ফেসবুক অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট। এটি ৯৫% মানুষই ব্যবহার করে। ফেসবুক পেজ বুস্ট করে আর্ন করা যায়। একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে সেটা বুস্ট করলে একাধিক মানুষের কাছে পৌছে যায়। ফেসবুক পেজ বুস্ট করলে কি হয় পেজটি একটি Advertisement এর মাধ্যমে বুস্টিং করা হয়। ওই এড টি যত গুলো মানুষের কাছে পৌঁছাবে পেজটি ততো বেশি পরিচিতি পাবে। আর পেজটি পরিচিতি পেলে সেখানে যতগুলা পোস্ট করা হবে ততোই ভিউ বাড়বে। 

ফেসবুক পেজ বুস্ট করলে কি হয় আর ভিউ বাড়লে ইনকাম আসবে। যেমন ধরেন একটি পোস্ট বা ভিডিও কত গুলা মানুষ কত মিনিট, সেকেন্ড ও কতবার দেখবে সেটাকে কাউন্ট করেই সেখান থেকে অর্থ প্রদান করা হবে। যারা বিজনেস করে তারা তাদের প্রডাক্ট গুলা ফেসবুক পেজ বুস্ট করার মাধ্যমে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয়। মূল কথা হলো ফেসবুক পেজ বুস্ট করে আপনি অনেক দিক থেকে উপকৃত হবেন, অনেক লাভবান ও হতে পারেন।

ফেসবুক বুস্টিং কি

Facebook বুস্টিং হইলো একটি পোস্ট, কন্টেন্ট অথবা পেজকে advertisement এর মাধ্যমে আপনার পেজের যে ফলোয়ার গুলো ছিল তাছাড়া আরও বহু মানুষের দ্বারে পৌঁছে দেওয়াকে বোঝায়। এই ফেসবুক বুস্ট করতে হয় টাকা দিয়ে। ফেসবুক বুস্ট করার মাধ্যমে আপনি খুব সহজেই অনেক বেশি মানুষের নিটক পৌঁছাতে পারবেন। বুস্টিং এর ফলে পরিচিতি বাড়বে। 
বিভিন্ন মানুষ আপনাকে চিনবে জানবে। আপনার কাজের বিষয়ে অবগত হবে, বিজনেস বাড়বে। যারা আপনাকে চিনেও না তারাও আপনাকে চিনবে। এখান থেকে সহজে ইনকাম ও করা যাবে। আশা করি ফেসবুক বুস্টিং সম্পর্কে আমরা একটু হলেও ধারণা পেয়ে গেছি।

ফেসবুক পেজ বুস্ট করার নিয়ম

ফেসবুক পেজ সঠিক নিয়ম মেনে বুস্ট করতে পারলে আপনার ফলোয়ার এর পাশাপাশি ইনকাম ও বেশি হতে পারে। তাই সবাই চেষ্টা করবেন যেন ফেসবুক পেজটা সঠিক নিয়ম মেনে বুস্ট করা হয়।
ফেসবুক পেজ বুস্ট করার ক্ষেত্রে প্রথমে সঠিক একটি কন্টেন্ট তৈরি করতে হবে।
  • কোনো একটা ভাইরাল টপিকের ব্যাসিকে কন্টেন্ট মেইক করতে হবে।
  • ফেসবুক পেজটার সেটিংস গুলা ঠিক করতে হবে।
  • কন্টেন্টটি মান সম্মত হতে হবে।
  • অন্য গুরুপ গুলাতে পেজটি বেশি পরিমাণে শেয়ার করতে হবে।
  • পেজটি প্রমোট করিয়ে নিতে হবে।
  • টাকা দিয়েই পেজ বুস্ট করাতে হবে।
  • বেশি করে হ্যাশট্যাগ (#) ব্যবহার করতে হবে।
  • ফেসবুক পেজ বুস্ট করলে যেহেতু এটা অনেক মানুষের সামনে পৌঁছে যাবে। তাই সব দিক খেয়াল রেখে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

ফেসবুক বুস্ট করতে কোন কার্ড লাগে

ফেসবুকের কোনো page অথবা video বুস্ট করার জন্য ডলার থাকতে হবে। আর সেই ডলারটি ব্যবহারের জন্য একটা debit card বা credit card লাগে। কিন্তু কম বেশি সকলেই debit card এর মাধ্যমেই ফেসবুক বুস্ট করে কারণ credit card খুব একটা দেখতে মিলে নাহ। তবে debit vard দিয়ে ফেসবুকে বুস্ট করাতে চায়লে ঐ কার্ডকে ডুয়াল (dual currency) কারেন্সি করিয়ে নেওয়া লাগবে। 
ডুয়াল কারেন্সি কার্ড (dual currency card) করতে হলে আপনাকে প্রথমে যেই ব্যাংক এর কার্ড সেইখানে যেয়ে passport এন্ডোর্স করে নিতে হবে। তাহলেই কিন্তু ডলার ইউজ করে আপনি লেনদেন করিতে পারিবেন। তবে যদি আপনার passport না থাকে সেক্ষত্রে debit কার্ড ব্যবহার করে আপনি ফেসবুকটি প্রমোট ও করাতে পারবেন নাহ। তার জন্য আপনারে অবশ্য নিকটবর্তী কোনো এজেন্সির থেকে সাহায্য সহযোগিতা চেয়ে নিতে হইবে তাহলে তারা আপনার পক্ষ হতে ফেসবুকটি বুস্ট করিয়ে দিবে।

ভিসা কার্ড দিয়ে ফেসবুক বুস্ট

ভিসার কার্ড আপনার যদি নিজের থাকে তাহলে সেই কার্ডকে আপনার একাউন্টটির সঙ্গে সংযুক্ত করিয়ে fb ক্যাম্পেইনটি এক্টিভ করিয়ে নিতে পারবেন। যেহেতু ভিসার কার্ড তৈরি করে নেওয়াটা একটু ঝামেলা স্বরূপ ব্যাপার তাই এটাকে ডুয়েল currency করে নিতে হবে। যার জন্য আপনার পাসপোর্ট এর প্রয়োজন হতে পারে । যেটা কিছু কিছু মানুষের কাছে অনেক বেশি ঝামেলা মনে হতে পারে। তাই আপনার কাছে যদি ভিসার কার্ড না থেকে থাকে তাহলে নিকটস্থ কোনো এজেন্সিকে দিয়ে এটা বিকাশের মাধ্যমে করিয়ে নিতে পারেন।

ফ্রিতে ফেসবুক পেজ বুস্ট

ফ্রিতে ফেসবুক পেজ বুস্টের কোথাও কোনো অপশন নাই। তবে fb কুপন code থাকলে ফ্রিতে ফেসবুক পেজ বুস্ট করা যাবে। কিন্তু এই কুপন code পাওয়া সহজ ব্যাপার নাহ। ফ্রিতে কোনো কিছু নেওয়াও ঠিক না। কেন বলছি জানেন? ফ্রিতে কোনো কিছু পাওয়ার ট্রাই করলে সেটা ভালোর থেকে বেশি খারাপটা হয়ে যায়। 
যেমন ধরেন আপনি ফ্রি তে ফেসবুক পেজ বুস্ট করার ট্রাই করলেন এটা সাকসেস না হলেও আপনার আইডিতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। দেখা গেল আপনার আইডিটা ডিজেবল ও হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে সাজেস্ট করবো ফ্রীতে পেজ বুস্ট করার ট্রাই যদিও করেন তবে তার জন্য আলাদা করে একটা আইডি বা পেজ খুলে নিবেন।তাহলে সমস্যা হলেও খুব বেশি ক্ষতি হবে না।

বিকাশ দিয়ে পেজ প্রমোট

পেজের প্রমোট আসলে বিকাশ দিয়ে হয়না। এর জন্য agency দের সাথে কথা বলে টাকা দিয়ে পেজের প্রমোট করিয়ে নিতে পারেন।দেশে এমন বহু agency আছে যারা digital মার্কেটিং এর মাধ্যমে ফেসবুক পেজ বুস্ট করে। এদের থেকে স্পেশাল সার্ভিস বা সাধারণ সার্ভিস এর মাধ্যমে নিজেদের পেজ প্রমোট করিয়ে নিতে পারবেন।

এই গুলো ছাড়াও কিন্তু আরো অনেক উপায় আছে যেগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট দিতে পারবেন। যেমন ধরেন: উপায়,নগদ, রকেট ইত্যাদি এগুলো সব কিন্তু mobile ব্যাংকিং। ব্যাংকের একাউন্ট টি ইউজ করেও পেজ প্রোমোট করাতে পারবেন।

লেখকের শেষ মন্তব্য

উপরে আমরা ফেসবুক সম্পর্কে অনেক না জানা কথা জানলাম। আশা করি সবটা বুঝতেও পেরেছি সবাই। ফেসবুক যেমন ভালো তেমন খারাপ। এই জন্য ফেসবুক ব্যবহারের সঠিক নিয়ম অনুসারে ব্যবহার করা ভালো। একটু উনিশ-বিশ হলে রিয়েল আইডিটাও নষ্ট হয়ে যেতে পারে। তাই সর্তক থাকা ভালো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url