সবচেয়ে ভালো স্মার্ট ওয়াচ কোনটি - 1500 টাকার মোবাইল ঘড়ি বিস্তারিত জানুন
ওয়াচের প্রচলন তো আগে থেকেই ছিল কিন্তু স্মার্ট ওয়াচের জনপ্রিয়তা দিনে দিনে
এত পরিমানে বেড়ে চলেছে যে বলাই মুশকিল। স্মার্ট ওয়াচ গুলাতে এখন এডভান্স লেভেল
এর ফিচার অ্যাড করা থাকে। যেখানে কলিং সিস্টেম থেকে শুরু করে আপনি সকল ধরনের
সুযোগ-সুবিধা পাচ্ছেন। সবচেয়ে ভালো স্মার্ট ওয়াচ কোনটি বিস্তারিত জেনে নিন।
বাংলাদেশে স্মার্টওয়াচের প্রচলন অনেক বেশি হওয়ার কারণে কিন্তু ভালো খারাপটা
আপনি বুঝতে পারবেন না। তো সে ক্ষেত্রে আপনাকে সবচেয়ে ভালো স্মার্ট ওয়াচ কোনটি সেইগুলা
আগে থেকে ধারণা রাখতে হবে। আজকের পোস্টে আপনাদের জন্য থাকছে সবচেয়ে ভালো
স্মার্টওয়াচ কোনগুলা, ১ হাজার টাকা ও ৫ হাজার টাকার মোবাইল ঘড়ির দাম ইত্যাদি।
পোস্টের সূচিপত্রঃ সবচেয়ে ভালো স্মার্ট ওয়াচ কোনটি - 1500 টাকার মোবাইল ঘড়ি
সবচেয়ে ভালো স্মার্ট ওয়াচ কোনটি
বাংলাদেশ এখন মর্ডান হচ্ছে সাথে মানুষের চিন্তাধারার ও ব্যাপক পরিবর্তন এসেছে।
মানুষ এখন স্মার্ট ওয়াচের মাধ্যমে অনেক কিছুই করতে পারছে। গ্যাজেটের কথা বলতে
গেলে প্রথমেই কিন্তু আমাদেরকে স্মার্টওয়াচের কথা বলতে হয়। কারন আমাদের অফিস,
আদালত, পড়াশোনা বা অন্যান্য কাজের ক্ষেত্রেও কিন্তু স্মার্টওয়াচের প্রয়োজন
পড়ে। স্মার্ট ওয়াচ বলতে গেলে আমাদের লাইফের একটি অংশ বলা যায়। যেটি ছাড়া আমরা
একেবারেই অচল।
তবে স্মার্ট ওয়াচের ভিতরে কিন্তু ভালো খারাপ রয়েছে। তো আমরা আজকে জানবো সবচেয়ে ভালো স্মার্ট ওয়াচ কোনটি বা সবচেয়ে ভালো স্মার্টওয়াচের ভিতরে পাঁচটি স্মার্ট
ওয়াচের কথা আমরা উল্লেখ করব যেমনঃ Amazfit, kieslect, Haylou, Mibro, Imiki
ইত্যাদি। এই ওয়াচ গুলো সবচেয়ে ভালো ব্রান্ডের মধ্যে অন্যতম।
এই ওয়াচ গুলোতে রয়েছে
ওয়াটারপ্রুফ সিস্টেম, ব্লাড প্রেসার মাপার ফিচার, কলিং ফিচার, ফায়ার প্রুফ
সিস্টেম, হেলথ ফিচার,এলার্ম সিস্টেম, মোবাইল ফোন সিস্টেম, সেন্সর সিস্টেম,
ব্যাটারি ব্যাকআপ সিস্টেম, আকর্ষণীয় লুক, কম প্রাইস
ইত্যাদি। এই স্মার্ট ওয়াচ গুলোতে এত বেশি সুবিধা পাচ্ছেন যে এটি দেখে আপনাকে
পছন্দ করতেই হবে। না পছন্দ করার মত কোন কারণ এই স্মার্ট ওয়াচ গুলোতে।
1000 টাকার মোবাইল ঘড়ি
বাংলাদেশের আধুনিকতাই নতুনত্ব এনেছে এই মোবাইল ঘড়ি গুলা। স্মার্ট লেভেলের
ফিচার্স এড করা এই ঘড়িগুলা অনেক জনপ্রিয় আমাদের দেশে। এখন প্রায় সব মানুষই এই
স্মার্ট লেভেলের ফিচার এড করা ঘড়িগুলাই কিনতে চাই। তবে অনেকেই সাশ্রয়ী দামের
ভিতরে ভালো স্মার্ট ঘড়ি পাই না। কিন্তু আজকে আপনাদের সাথে এমনই একটি বিষয়
শেয়ার করব যেখানে আপনারা ১০০০ টাকার কমে ভালো মোবাইল ঘড়ি কিনতে পারবেন।
- Y-68 sports smart watch : 240X240 pixel resolution waterproof IP 67. এটির দাম পড়তে পারে ৫৯৯ টাকা বা তার একটু বেশি। এই স্পোর্টস স্মার্ট ওয়াচটিতে অনেকদিন পর্যন্ত চার্জ থাকে এটিতে বিভিন্ন ফাংশন অ্যাড করা রয়েছে।
- D-18 smart bracelet watch : এই স্মার্ট ব্রেসলেট ওয়াচটিতে দারুন সব ফিচার অ্যাড করা রয়েছে যেমন রিমোট কন্ট্রোল, এলার্ম, রিমাইন্ডার, সোশ্যাল মিডিয়া ইত্যাদি। এটির ব্যাটারি ১৫০ অ্যাম্পিয়ার এবং একটি তে চার্জ থাকে টানা তিন থেকে চার দিনের মতো। এটি 1.3 inch TFP colour touch screen, non waterproof bracelet watch.
- এই স্মার্ট ব্রেসলেট আজ কি অনেক দূরত্ব থেকেও কন্ট্রোল করা যায়। এই স্মার্ট ব্রেসলেট অস্টিন দাম পড়তে পারে ৬৯৯ টাকা বা তার একটু বেশি।
- D-13 smart waterproof mobile watch : এটি স্মার্ট ওয়াটারপ্রুফ মোবাইল ওয়াচ। যেটিতে বিশেষ ফিচার্স এড করা রয়েছে। যেমন টাচ সিস্টেম, কলিং সিস্টেম, রিমাইন্ডার, রিজেক্ট কল, ব্লুটুথ ভার্সন, অটো লাইট স্ক্রিন সিস্টেম, ওয়াটারপ্রুভ ইত্যাদি। এছাড়াও আরো অনেক ধরনের সুবিধা এখানে পাওয়া যাবে। এটি দাম পড়তে পারে ৭৯০ বা তার একটু বেশি।
- A-1 smart mobile watch : এই স্মার্ট মোবাইল ওয়াচটিতে একসাথে অনেকগুলা সুবিধা পাওয়া যাবে। 2 megapixel ক্যামেরা বিশ্লেষ্ট এই স্মার্ট মোবাইল ওয়াচটিতে রয়েছে ব্লুটুথ সিস্টেম, ইন্টারনেট সিস্টেম, সিম কার্ড সিস্টেম, মেমোরি কার্ড সিস্টেম, রিচার্জেবল ব্যাটারি ৩৮০ অ্যাম্পিয়ার, রিমোট কন্ট্রোল সিস্টেম, হৃদস্পন্দন পরিমাপ সিস্টেম ইত্যাদি। এটির দাম পড়তে পারে ৯৪৯ টাকা। এর থেকে কম বেশিও হতে পারে।
- X-7 bluetooth mobile watch : এই ব্লুটুথ ওয়াচটিতে রয়েছে অনেক ধরনের ফিচার যেমন সুইচ, রিসেট ডিভাইস, সাইলেন্ট মুড, স্টপ মুড, ওয়াটারপ্রুভ, মনিটার সিস্টেম, কলিং সিস্টেম, গান সিস্টেম, রক্ত পরিমাপ সিস্টেম ইত্যাদি। এছাড়াও রয়েছে HD display, sensor, IP Touch screen, 240X240 pixel resolution. এটির দাম পড়তে পারেন ৯৯৮ টাকার মতো।
1500 টাকার মোবাইল ঘড়ি
বিশেষ ফিচার যুক্ত এই মোবাইল ঘড়ি কিন্তু ১৫০০ টাকায় ও পাওয়া যায়। আজকে ১৫০০
টাকার কিছু মোবাইল ঘড়ির সম্পর্কে জানব Smart watch X6 - ১৫০০ টাকা, k10 smart
watch SIM supported - ১৪৯৯ টাকা, Gt20 Smart watch waterproof - ১৫৫০ টাকা, T800
Ultra Smart watch - ১২৯৫ টাকা, z66 Ultra series 8 smart watch - ১৩৪০ টাকা।
এছাড়া আরো অনেক ব্রান্ড আছে সেগুলো ১৫০০ টাকার ভিতরেই। এগুলো সবই হচ্ছে উন্নত
ফাংশনালিটি সম্পূর্ণ।
5000 টাকার মোবাইল ঘড়ি
আপনারা কি জানেন ৫০০০ টাকার ভিতরে অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন মোবাইল ঘড়ি
আপনারা খুব সহজে পেতে পারেন। এর কিছু ব্রান্ড আছে যেগুলো ৫ হাজার টাকার ভিতরে
অনেক ভালো কোয়ালিটিফুল মোবাইল ঘড়ি দিয়ে থাকে। এমন বেশ কয়েকটি মোবাইল ঘড়ির
ব্রান্ডের নাম উল্লেখ করা হলোঃ
- Haylou Rs4 plus smart watch( metal strap),
- Mibro t1 calling amoled smart watch with free t-shirt,
- xiaomi smart band 7,
- joyroom jr-fc2 classic series calling waterproof smart watch.
এছাড়াও কিন্তু আরো অনেক ব্রান্ড রয়েছে যেগুলো ৫০০০ টাকার ভিতরে ভালো কোয়ালিটি
সম্পন্ন।
ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ি দাম
ঘড়ি কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী। আমরা যেকোন কাজ করি না কেন টাইমের সাথে তাল
মিলিয়ে আমাদেরকে কাজটি সম্পন্ন করতে হয় তো সে ক্ষেত্রে বারবার টাইম দেখা একটু
অসুবিধা হয়ে যাই। এইজন্য আমাদের দরকার ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ি। এই
ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ি টাইম ঢাকা ছাড়াও আর অন্যান্য সকল সুবিধা দিয়ে থাকে
যেটি আমাদের কাজ আরো সহজ করে দেয়। আজকে এমনই কিছু ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ির দাম
সম্পর্কে আমরা আলোচনা করব।
- ৮ স্ট্রাপ y80 আলট্রা স্মার্ট ওয়াচের দাম ১৪০০ টাকা।
- আল্ট্রা স্মার্ট ওয়াচ t800 দাম ৭০০ টাকা।
- আলট্রা 4g স্মার্ট ওয়াচ s8 দাম ৪০০০ টাকা।
- আল্ট্রা ২ স্মার্ট ওয়াচ t800 দাম ৭১০ টাকা।
- ২ আল্ট্রা t900 দাম ৮০০ টাকা।
- T900 Ultra 2৳ ৭৯০।
- 5g আল্ট্রা স্মার্ট ওয়াচ s8 এর সাথে সিম কার্ড রয়েছে যার দাম ৪১৬০ টাকা।
- স্মার্ট ব্লুটুথ কল ওয়াচ t500 দাম ৬৯৮ টাকা।
কম দামে মোবাইল ঘড়ি
বর্তমান যুগে এখন মোবাইল ঘড়ির প্রচলন বেশি। অনেকেই মনে করেন মোবাইল ঘড়ির দাম
হয়তোবা অনেক বেশি কিন্তু কম দামের ও মোবাইল ঘড়ি পাওয়া যায়। আজকে কম দামের
কিছু মোবাইল ঘড়ির সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব।
- D-13 smart waterproof mobile watch এটি স্মার্ট ওয়াটারপ্রুফ মোবাইল ওয়াচ। যেটিতে বিশেষ ফিচার্স এড করা রয়েছে। যেমন টাচ সিস্টেম, কলিং সিস্টেম, রিমাইন্ডার, রিজেক্ট কল, ব্লুটুথ ভার্সন, অটো লাইট স্ক্রিন সিস্টেম, ওয়াটারপ্রুভ ইত্যাদি। এছাড়াও আরো অনেক ধরনের সুবিধা এখানে পাওয়া যাবে। এটি দাম পড়তে পারে ৭৯০ বা তার একটু বেশি।
- A-1 smart mobile watch এই স্মার্ট মোবাইল ওয়াচটিতে একসাথে অনেকগুলা সুবিধা পাওয়া যাবে। 2 megapixel ক্যামেরা বিশ্লেষ্ট এই স্মার্ট মোবাইল ওয়াচটিতে রয়েছে ব্লুটুথ সিস্টেম, ইন্টারনেট সিস্টেম, সিম কার্ড সিস্টেম, মেমোরি কার্ড সিস্টেম, রিচার্জেবল ব্যাটারি ৩৮০ অ্যাম্পিয়ার, রিমোট কন্ট্রোল সিস্টেম, হৃদস্পন্দন পরিমাপ সিস্টেম ইত্যাদি। এটির দাম পড়তে পারে ৯৪৯ টাকা। এর থেকে কম বেশিও হতে পারে।
লেখকের শেষ মন্তব্য
বাংলাদেশে স্মার্টওয়াচ এবং মোবাইল ঘড়ির জনপ্রিয়তা এখন অনেক বেশি। এখন
প্রত্যেকটা মানুষই এইগুলা অনেক বেশি পছন্দ করছে। তাদের চলার পথের সঙ্গী হিসেবে এই
স্মার্ট ওয়াচ বা মোবাইল ঘড়িগুলা অনেক বেশি উপকারে আসছে। পড়াশোনার ক্ষেত্রে,
চাকরির ক্ষেত্রে বা অন্যান্য কাজের ক্ষেত্রেও কিন্তু এই মোবাইল ঘড়ি বা স্মার্ট
ওয়াচ গুলো হেল্প করছে। তবে অনেকে সবচেয়ে ভালো স্মার্ট ওয়াচ কোনটি বা কোনটা জানতেন না বা অনেকেই
আছে এক হাজার টাকা বা ১৫০০ টাকা বা ৫০০০ টাকার ভিতরে ভালো মোবাইল ঘড়ি পাওয়া
যায় কিনা এগুলো জানতেন না। তো আমি আশা করি আজকের এই পোস্টটি পড়ার পর আপনাদের
অনেক বেশি উপকার হয়েছে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url