ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম - ইন্ডিয়ান ভিসা করতে কি কি লাগে
বাংলাদেশে বসবাসরত্র মানুষের কাছে ইন্ডিয়ান ভিসা খুব প্রয়োজনীয় ভূমিকা পালন করছে। আমরা বিভিন্ন কাছে পাশ্ববর্তী দেশ ইন্ডিয়ায় ভ্রমণ করি। তাই আজ ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সকল তথ্য একটি প্রতিবেদনে জেনে রাখুন ইন্ডিয়ান ভিসা করতে কোন কোন উপায় আপনাকে জানতে হবে। অর্থ্য ভিসা সম্পর্কিত সকল তথ্য জানুন এই একটি প্রতিবেদনে।
ভিসা করতে কি কি কাগজ প্রয়োজন, ভিসা করতে কোন কোন বিষয় গুলো দরকারী, এবং
বর্তমান সময়ে ভিসা সম্পর্কিত কোন কোন তথ্যের৷ ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
আপডেট এসেছে তা বিস্তারিত জেনে নিন। তাই আজকের প্রতিবেদনটির সকল তথ্য জানতে
নিম্নে চোখ রাখুন।
পোস্টের সূচিপত্রঃ ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম - ইন্ডিয়ান ভিসা করতে কি কি লাগে
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
প্রিয় পাঠক আমরা ভিসার জন্য সমস্ত কাগজ জমা করবার পরের ধাপ হবে সেটি চেক করা।
তাই বর্তমান সময়ে কোন কোন মাধ্যমে আপনি ভিসা চেক করতে বা ইন্ডিয়ান ভিসা
চেক করার নিয়ম পারবেন তা এই অনুচ্ছেদে জানবো। বর্তমান সময় আধুনিকতার সময় তাই
স্মার্ট ওয়েতে ঘরে বসেই খুব সহজেই আপনি আপনার ভিসার আপডেট জানতে পারেন।
নিম্নে খুব সহজে উপায় অবলম্বনে ধাপ গুলো তুলে ধরা হলো বা ইন্ডিয়ান ভিসা চেক
করার জন্য আপনি অনলাইনে ভিসার স্ট্যাটাস দেখতে পারেন। এটি করার জন্য একটি সহজ
প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নিম্নবর্গের ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ধাপে
ধাপে নির্দেশনা দেওয়া হলো:
- ইন্ডিয়ান ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপরে স্ট্যাটাস চেক অপশনে ক্লিক করুন।
- এরপরে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে ( ভিসার আইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার)।
- এরপরে ক্যাপআপ কোড পূরণ করতে হবে।
- সবকিছু ঠিকঠাক পূরণকৃত তথ্য ঠিক থাকলে সাবমিট করুন।
SMS বা ইমেইল মাধ্যমে স্ট্যাটাস চেকঃ
কিছু ক্ষেত্রে, আপনি আবেদন জমা দেওয়ার পর আপনার মোবাইল নম্বর বা ইমেইলে
স্ট্যাটাস আপডেট পেতে পারেন। এ কারণে ভিসার আবেদন করার সময় আপনার সঠিক মোবাইল
নম্বর এবং ইমেইল প্রদান করা গুরুত্বপূর্ণ।আবেদন নম্বর সংরক্ষণ: আপনার ভিসার
আবেদন নম্বরটি সংরক্ষণ করুন। এটি স্ট্যাটাস চেক করার সময় প্রয়োজন হবে।
ইন্ডিয়ান ভিসা করতে কি কি লাগে
প্রিয় পাঠক আমরা ইতিপূর্বে উপরিউক্ত অনুচ্ছেদ ইন্ডিয়ান ভিসা চেক করার
নিয়ম জেনেছি যে কিভাবে ভিসা চেক করতে হয়। এখন আমরা জানবো ইন্ডিয়ান ভিসা করতে
কি কি লাগে বা কোন কোন কাগজ পত্র প্রয়োজন। আমরা ইন্ডিয়ান ভিসার পূর্বে একটি
তথ্য সকলে জানতে চায় যে কোন কোন কাগজ লাগতেছে। তাই বিষয়টি সহজ করতে আজকের আয়োজন
এই অনুচ্ছেদে খুব সহজেই তা জেনে নিন। অনেকে সঠিক তথ্য না জানার ফলে ভিসা অফিসে
গিয়ে হয়রানির স্বীকার হয়।
আরো পড়ুনঃজাতীয় পরিচয়পত্র সংশোধন
তাই ভিসা করবার পূর্বে সঠিক তথ্য জানা একান্ত আবশ্যক একটি বিষয়। ভিসা অফিস
সর্বদা সঠিক তথ্যের উপর নির্ভর করে একটি ভিসা নিশ্চিত করে। যদি আপনি ইন্ডিয়া
ভিসা করতে চাচ্ছেন এমতাবস্থায় সঠিক তথ্যের খোঁজ করছেন তাহলে জেনে নিন আজকের
অনুচ্ছেদ। আশাকরি আপনার জন্য অনেক উপকারী ভূমিকা পালন করবে। তাই চলুন আমরা সেসব
তথ্য সমূহ জেনে নিই।
- একটি নতুন পাসপোর্ট।
- পাসপোর্ট সাইজের ছবি ২ কপি সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি।
- একটি ভিসা আবেদন করার অনলাইন ফর্ম লাগবে এবং স্বাক্ষর করে নিতে হবে।
- অনলাইন ফি পরিশোধ করবার স্লিপ ফর্মটি লাগবে।
- আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ২ কপি।
- ব্যাংক স্টেটমেন্টের স্লিপ।
- বাসার বিদ্যুৎ বিলের কাগজের ফটোকপি ১ কপি।
এটি একটি ভিসার জন্য অবশ্যক কাগজ পত্র। তবে আপনি যেকারণে ইন্ডিয়ায় ভ্রমণ করতে
চাচ্ছেন (পর্যটক,টুরিস্ট, মেডিকেল) বিষয় ভেদে আরও কিছু ডকুমেন্ট প্রয়োজন পরবে।
ইন্ডিয়ান ভিসার আবেদন প্রক্রিয়া
অনলাইন আবেদন ফর্ম পূরণ করুন: প্রথমে ইন্ডিয়ান ভিসা পোর্টালে গিয়ে
অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
ফি পরিশোধ করুন: অনলাইন বা ভিসা সেন্টারে গিয়ে ভিসার ফি জমা দিন।
ডকুমেন্টস সংযুক্ত করুন: ফর্মের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত
করুন।
ভিসা সেন্টারে জমা দিন: নির্ধারিত ভিসা সেন্টারে গিয়ে আপনার আবেদন
ফর্ম এবং ডকুমেন্টস জমা দিন।
ভিসার জন্য সাক্ষাৎকার: কিছু ক্ষেত্রে ভিসা অফিসার সাক্ষাৎকারের জন্য
ডেকে পাঠাতে পারেন।
ভিসা সংগ্রহ: আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনাকে ভিসা সেন্টার থেকে
পাসপোর্ট এবং ভিসা সংগ্রহ করতে হবে।
ইন্ডিয়ান ভিসা প্রসেসিং
প্রিয় পাঠক আমরা ইতিপূর্বে উপরিউক্ত অনুচ্ছেদে ইন্ডিয়ান ভিসা চেক করার
নিয়ম গুরুত্বপূর্ণ দুটি গুরুত্বপূর্ণ তথ্য নিতে আলোচনা করেছি। এখন আমরা জনবো
যে একটি ইন্ডিয়ান ভিসা প্রসেসিং কিভাবে কাজ করে। ভিসা করার পূর্বে এই
গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে রাখুন পরবর্তীতে এটি আপনার জন্য সহজতর হবে। আপনি ঠিক
কোন উদ্দেশ্যে ইন্ডিয়াতে ভ্রমণ করবেন তা ভিসা করবার পূর্বে তা নির্বাচন
করুন।
মূলত এখন পর্যন্ত ইন্ডিয়ান ভিসায় চারটি মাধ্যমে প্রচলিত রয়েছে সেসব নিয়ে নিম্নে
আলোচনা করা হয়েছে। তাই একটি সঠিক ভিসা বা কম সময়ের মধ্যে ভিসা হাতে পেতে আপনার
করণীয় কি কি তা জেনে রাখুন। বর্তমান সময়ে খুব অল্প সময়ের মধ্যে একটি ভিসা
প্রস্তুত হচ্ছে। তাই ভিসা প্রসেসিং এর জন্য নিম্নবর্গের তথ্য গুলো জেনে নিন।
- ভিসার ধরন নির্বাচন করুন পর্যটক ভিসা (Tourist Visa): পর্যটনের উদ্দেশ্যে ভ্রমণ।
- ব্যবসায়িক ভিসা (Business Visa): ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ।
- মেডিকেল ভিসা (Medical Visa): চিকিৎসার উদ্দেশ্যে ভ্রমণ।
- স্টুডেন্ট ভিসা (Student Visa): পড়াশুনার উদ্দেশ্যে ভ্রমণ।
- ভিসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস ভিন্ন হতে পারে তা প্রস্তুত করে রাখুন।
- সঠিক তথ্য দিয়ে অনলাইন ভিসা আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- ডকুমেন্টস আপলোড করতে হবে উদাহরণ স্বরূপ
- অনলাইনে ভিসা ফি পরিশোধ করতে হবে এবং স্লিপটি সংরক্ষণ করে রাখতে হবে।
- এরপরে ভিসা অফিসের সব ডকুমেন্ট জমা করতে হবে।
- সাক্ষাৎকার (যদি প্রযোজ্য হয়)
- ভিসা প্রসেসিং এর জন্য কিছু তথ্য ভিসা সেন্টার বা দূতাবাস আপনার আবেদনটি পর্যালোচনা করবে এবং সমস্ত তথ্য সঠিক হলে ভিসা ইস্যু করবে।
- ভিসা প্রস্তুত হলে এসএমএসে আসবে।
- এরপরে সবকিছু ঠিকঠাক হলে ভিসা সংগ্রহ করতে হবে।ভিসা ইস্যু হলে, আপনাকে একটি নোটিফিকেশন পাঠানো হবে এবং নির্ধারিত দিনে আপনার পাসপোর্ট এবং ভিসা সংগ্রহ করতে হবে।
- পাসপোর্টের সাথে ইস্যু করা ভিসার কপি ভালোভাবে যাচাই করে নিন।
ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে
ভিসা করার পরে একটি তথ্য মাথায় ঘুরপাক খাইযে কবে আমি আমার ভিসা হাতে পাবো। বা
কতদিনের মধ্যে একটি ভিসা প্রস্তুত কার্য সম্পন্ন হয়। তাই আজকের এই অনুচ্ছেদে
থাকছে বিস্তারিত তথ্য। আপনার ভিসা প্রস্তুতের সময় যদি সকল ধাপ সঠিক মাধ্যমে
সম্পূর্ণ করেন তাহলে ঠিক কতদিন তা হাতপ পাবেন। একটি তথ্য জেনে রাখুন এখন একটি
ভিসা অল্প সময়ের মধ্যেই প্রস্তুত হচ্ছে।
আরো পড়ুনঃবিভিন্ন দেশের আজকের টাকার রেট কত
যদি প্রসেসিং ভুল হয় তাহলে একটু সময় বেশি লাগতে পারে এজন্য আপনাকে আপনার
নিকটবর্তী ভিসা আঞ্চলিক অফিয়ে যোগাযোগ করতে হবে। যাইহোক আমরা জানবো কতদিনে একটি
ভিসা হাতে পাবো চলুন তা জেনে নিই।
- ভিসার ধরন:পর্যটক ভিসা (Tourist Visa): সাধারণত ৩-৭ কর্মদিবসের মধ্যে ইস্যু করা হয়।
- ব্যবসায়িক ভিসা (Business Visa): এই ভিসা পেতে ৫-৭ কর্মদিবস সময় লাগতে পারে।
- মেডিকেল ভিসা (Medical Visa): সাধারণত ৩-৫ কর্মদিবসের মধ্যে ইস্যু করা হয়।
- স্টুডেন্ট ভিসা (Student Visa): এই ভিসা পেতে কখনও কখনও আরও বেশি সময় লাগতে পারে, প্রায় ৭-১০ কর্মদিবস।
- ডকুমেন্ট যাচাই:ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সঠিক এবং সম্পূর্ণ হলে ভিসা প্রসেসিং দ্রুত সম্পন্ন হয়। যদি ডকুমেন্টে কোনো সমস্যা থাকে বা আরও তথ্যের প্রয়োজন হয়, তবে সময়কাল বাড়তে পারে।
- আবেদন জমা দেওয়ার সময়:বিভিন্ন মৌসুমে ভিসা আবেদনকারীর সংখ্যা বেশি থাকে, যেমন পর্যটনের মৌসুমে। এ সময় ভিসা প্রসেসিংয়ে কিছুটা বিলম্ব হতে পারে।
- এছাড়া, হরতাল বা সরকারি ছুটির কারণে প্রসেসিং সময় বাড়তে পারে।
- সাক্ষাৎকার বা অতিরিক্ত যাচাই:কিছু ক্ষেত্রে ভিসা অফিসার সাক্ষাৎকার বা অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন বোধ করতে পারেন। এতে প্রসেসিংয়ের সময় বৃদ্ধি পেতে পারে।
- ই-ভিসা (e-Visa):ইন্ডিয়ান ই-ভিসা পেতে সাধারণত কম সময় লাগে, প্রায় ২-৪ কর্মদিবস। তবে ই-ভিসা শুধুমাত্র নির্দিষ্ট উদ্দেশ্যে (যেমন: পর্যটন, ব্যবসা, চিকিৎসা) ব্যবহার করা যায়।
- আবেদন জমা দেওয়ার স্থান:আপনার আবেদনটি কোন ভিসা সেন্টারে জমা দেওয়া হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। কিছু সেন্টারে দ্রুত প্রসেসিং হতে পারে, আবার কিছু সেন্টারে সময় বেশি লাগতে পারে।
ভিসা সম্পর্কিত শেষ কথা
একটি ভিসা করতে কি কি লাগে বা কি কি করণীয় তা ইতিপূর্বে আমরা সব তথ্য তুলে ধরার
চেষ্টা করেছি। যদি আপনার সময় অব্দি ভিসা অফিসের কোনো আপডেট না আসে তবে উপরিউক্ত
তথ্য গুলোর মাধ্যমেই একটি ভিসা আপনি প্রস্তুত করতে পারেন। আর একটি কথা যদি
উপরিউক্ত কোন একটি তথ্য বুঝতে সমস্যা মনে হলে কমেন্ট সেকশানে জানিয়ে রাখুন।
পরিশেষে প্রতিবেদনটি সহায়ক মনে হলে প্রিয়জনদের নিকট পৌঁছে দিন এবং নিয়মিত
প্রয়োজনীয় তথ্যের সন্ধান পেতে এই সাইটে ভিজিট করুন। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url