কিডনি ডাক্তারের তালিকা রাজশাহী - রাজশাহীর বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার

বর্তমান সময়কে একটু সহজ করতে আজ এবি আকাশ আইটি একটি গুরুত্বপূর্ণ তথ্য বহুল প্রতিবেদন নিয়ে এসেছে। বাংলাদেশ বহুল আলোচিত চিকিৎসা ব্যবস্থা আধুনিকতা আদলে বা উন্নত চিকিৎসা কেন্দ্র রাজশাহী বা কিডনি ডাক্তারের তালিকা রাজশাহী এবং রাজশাহীর বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার নিয়েই থাকছে আজকের প্রতিবেদনে আলোচনা। তাই চিকিৎসা জন্য তথ্য কিডনি ডাক্তারের তালিকা রাজশাহী জানতে আজকের আর্টিকেল পুরো মনোযোগ সহকারে পড়ুন।
কিডনি ডাক্তারের তালিকা রাজশাহী
বাংলাদেশে বর্তমান নানা বিদ করণে রোগ বালাই দিনে দিনে বৃদ্ধি ঘটে চলেছে তার মধ্যে অন্যতম কিডনি সমস্যা। এটি একটি মানব দেহের জন্য ঝুঁকিপূর্ণ রোগ বলেই বিবেচিত। খাদ্যভাসের ত্রুটির কারণে, অনিয়ম তথা একটানা রাত জাগা, পানি কম পান করা সহ বিশেষ কারণে কিডনিজনিত সমস্যা দেখা দেয়। আজ আমরা কিডনি ডাক্তারের তালিকা রাজশাহী এবং রাজশাহীর বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার সমূহ জানবো সাথে রাজশাহীতে চেম্বারের তালিকা জানবো। সুতরাং তথ্য সম্পর্কে সঠিক তথ্য জেনে নিন এই প্রতিবেদনে মাধ্যমে।

প্রতিবেদনের সূচিপত্রঃ

কিডনি

মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ গুলোর মধ্যে অন্যতম অঙ্গ হচ্ছে কিডনি। কিডনি আমাদের দেহের রেচনতন্ত্র হিসেবে কাজ করে বা ছাকুনির হিসেবে কাজ করে রক্তকে পরিশুদ্ধ করে বর্জ্য পদার্থ নির্গত করেন উদাহরণ স্বরূপ পটাসিয়াম, সোডিয়াম ত্যাগ করে রক্ত ভারসাম্য রক্ষা করে এবং মূত্র তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করে। এটি একটি মানব দেহের অন্তঃক্ষরাগ্রন্থি যা হরমোন নিষ্কাশন করে এবং রক্ত চাপ ঠিক রাখতে ভূমিকা পালন। মানব দেহে একজোড়া কিডনি বৃদ্ধমান রয়েছে যা মেরুদণ্ডের শেষে কোমর বরাবর দুইপাশে অবস্থিত।

কিডনি ডাক্তারের তালিকা রাজশাহী

যেসকল ব্যাক্তি সকল রাজশাহীর বাহিরে অবস্থান করেন রাজশাহীর কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহনের অধিক প্রয়োজন কিন্তু সঠিক তথ্য জানতে অনেকটা বেত পেতে হয় তাঁদের সেই ভোগান্তি পোহাতেই কিডনি ডাক্তারের তালিকা রাজশাহী আজকের এই প্রতিবেদনে মূল আলোচনা। বিভাগীয় শহর রাজশাহীতে উন্নত মানের চিকিৎসা প্রদান করে থাকে। 

যখন একটি ব্যাক্তির কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের সেবা গ্রহণ করা খুব দরকার হয়। তখন একটি বিষয়ই মাথাই আশে রাজশাহীর ভালো মানের ডাক্তার বা কিডনি বিষয়ে ভালো ডিগ্রী ধারন কারী ডাক্তার দ্বারায় চিকিৎসা সেবা গ্রহন। তাই আজ কিছুটা ভোগান্তি পোহাতে এই আর্টিকেলের মাধ্যমে খুব সহজেই কিডনি ডাক্তারের তালিকা রাজশাহী জেনে নিন এবং উন্নত চিকিৎসা সেবা গ্রহন করুন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা নিম্নে অন্যতম ডাক্তারদের তালিকা গুলো জেনে নিই।

1. Dr.AK M Monouarol Islam (Professor) 

  • একে এম মনোয়ারুল ইসলাম এমবিবিএস, 
  • বিবিএস স্বাস্থ্য,ডিসিএম।
  • এমডি নেফ্রোলজি,এফ-এসিপি।
  • কডনি বিশেষজ্ঞ রোগ, ডায়ালাইসিস,ট্রান্সপ্লান্টেশন সহ 
  • মেডিসিন বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেল কলেজও হাসপাতাল।
  • চেম্বারঃ জানতে নিম্নের অনুচ্ছেদ দেখুন।

2. Dr. Md. Siddiqur Rahman ( Sohel) Assistant professor.

  • ডা. মো: সিদ্দিকুর রহমান ( সোহেল) সহকারী অধ্যাপক। 
  • এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, কিডনি বিশেষজ্ঞ।
  • রাজশাহী মেডিকেল কলেজ এবং হাসপাতাল।
  • চেম্বারঃ জানতে নিম্নে দেখুন ।

3.Dr. Md. Nurul lslam Chowdhury. (Assistant Professor)

  • ডা.মো: নুরুল ইসলাম চৌধুরী ( সহকারী অধ্যাপক )
  • এমবিবিএস, এমডি নিফরোলজি,কিডনি বিশেষজ্ঞ, ডায়ালাইসিস এবং 
  • টান্সপ্লান্ট বিশেষজ্ঞ।
  • রাজশাহী মেডিকেল কলেজ এবং হাসপাতাল।
  • চেম্বারঃ জানতে নিম্নোর্ক্ত অনুচ্ছেদ দেখুন।

রাজশাহীর বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার

আমরা ইতিপূর্বে উপরিউক্ত অনুচ্ছেদের মাধ্যমে রাজশাহীর সেরা কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের নাম জেনেছি এখন আমরা এই অনুচ্ছেদের মাধ্যমে সেই সব ডাক্তারের চেম্বার সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা ডাক্তারের চেম্বার জানলে আমাদের জন্য বিষয়টি একটু সহজতর হয় কবে কোথায় এবং 

কখন বসে এসব তথ্য জানলে আমরা খুব সহজেই নিদিষ্ট সময়ে কোনো রকম ভোগান্তিতে না করেই সময়মত ডাক্তারের সেবা গ্রহন করতে পারবো। তাই চলুন কথা আর না বাড়িয়ে আমরা ডাক্তারের চেম্বার সমূহ জেনে নিই। নিম্নে উপরিউক্ত অনুচ্ছেদের ডাক্তারের চেম্বার বা রাজশাহীর বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার সমূহ তুলে ধরা হলোঃ

1.ডা.একে.এম. মনোয়ারুল ইসলাম

  • প্রথম চেম্বারঃ পপুলার ডায়গনস্টিক সেন্টার (ভবন ০২)
  • ঠিকানাঃ হাউজ নাম্বার #৪৭৪, চৌধুরী টাওয়ার, লক্ষ্মীপুর,রাজশাহী।
  • ডাক্তার দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৩টা হতে ৫টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)
  • সিরিয়ালের জন্য হটলাইনের নাম্বারঃ +8809613787811.
  • দ্বিতীয় চেম্বারঃ সিপলা ডায়গনস্টিক কমপ্লেক্স, রাজশাহী।
  • ঠিকানাঃ গ্রেটার রোড, লক্ষ্মীপুর, কাজীহাটা,রাজশাহী।
  • ডাক্তার দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৫ টা হতে রাত্রি ১০ টা পর্যন্ত ( শুক্রবার বন্ধ )।
  • সিরিয়ালের জন্য নাম্বারঃ +8801732-688664.

2.ডা.নুরুল ইসলাম ( সহকারী অধ্যাপক )

  • প্রথম চেম্বারঃ ইসলামি ব্যাংক হসপিটাল, রাজশাহী।
  • ঠিকানাঃ মেডিকেল মোড়, লক্ষ্মীপুর, রাজশাহী।
  • রোগীর দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৪ টা হতে রাত্রি ৮ টা পর্যন্ত ( শুক্রবার বন্ধ )।
  • সিরিয়ালের জন্য নাম্বারঃ +8801777-242536.
  • দ্বিতীয় চেম্বারঃ গ্রিন ডায়াগনস্টিক এবং কন্সুলেন্ট সেন্টার, রাজশাহী।
  • ঠিকানাঃ লক্ষ্মীপুর, রাজশাহী।
  • রোগীর দেখার সময়ঃ দুপুর ২ টা হতে ৪ টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)।
  • সিরিয়ালের জন্য নাম্বারঃ +8801766-655966.

3.ডা.সিদ্দিকুর রহমান ( সহকারী অধ্যাপক )

  • চেম্বারঃ পপুলার ডায়াগনস্টিক সেন্টার (ভবন ০২) রাজশাহী
  • ঠিকানাঃ হাউজ নাম্বার # 474, চৌধুরী টাওয়ার, লক্ষ্মীপুর, রাজশাহী।
  • রোগীর দেখার সময়ঃ বিকাল ৩ টা হতে রাত্রি ৯ টা পর্যন্ত.(শুক্রবার বন্ধ)।
  • সিরিয়ালের জন্য হটলাইনের নাম্বারঃ +8809613787811.

মন্তব্যঃ

মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি তাই এটি একটিও অচল হলে মানব দেহ অচল হয়ে যাবে তাই যদি আপনার কিডনিজনিত সমস্যার লক্ষণ দেখা দেয় তাহলে আর একটুও অবহেলা না করে অতি আবশ্যক কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহন করুন। বর্তমান কোনো কারনে কিডনি বিকল হলে ডায়ালাইসিস টান্সপ্লান্টের মাধ্যমে মানব দেহে কিডনি প্রতিস্থাপন করা সম্ভব তবে এটি ব্যয় বহুল মাধ্যমে। পরিশেষে প্রতিবেদনটির মাধ্যমে আপনি নিজে তথ্য জানুন এবং অপরজনকে জানানোর সুযোগ করে দিন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url