উপনিষদ কয়টি ও কি কি - ১০৮ টি উপনিষদের নাম

সুপ্রিয় সতীর্থব্লগারবৃন্দ সকল নতুন একটি ধর্মীয় আর্টিকেলে আপনাকে স্বাগত! আজ আমরা ধর্মীয় নতুন একটি তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের আর্টিকেল মূল টপিক হচ্ছে উপনিষদ সম্পর্কিত কিছু অজানা তথ্যকে কেন্দ্র করে যথা উপনিষদ কয়টি ও কি কি, ১০৮ টি উপনিষদের নাম, উপনিষদ মন্ত্র, উপনিষদের বিষয় বস্তু সহ আরোও কিছু তথ্য নিয়ে আমরা বিস্তারিত আলোচনা জানবো তাই সাথেই থাকুন।
ঋগ্বেদের চারটি শাখার মধ্যে উপনিষদ একটি আজ আমরা উপনিষদের গুরুত্বপূর্ণ তথ্য গুলো তুলে ধরবো। আপনিও যদি উপনিষদ কয়টি ও কি কি এবং বিষয় বস্তু কি বলে তা না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেল চোখ রাখুন এবং উপনিষদ সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। সনাতনী হওয়ার তরুন আমাদের ধর্মীয় জ্ঞান অর্জন করা একান্ত জরুরি একটি বিষয় তাই চলুন আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা উপনিষদ সম্পর্কিত কিছু অজানা তথ্য উপনিষদ কয়টি ও কি কি গুলো খুব সহজেই বাংলায় জেনে নিই। নিম্নে কয়েকটি অনুচ্ছেদের মাধ্যমে আমরা উপনিষদের তথ্য গুলো অংশ অংশ করে জানবো তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক।

পোস্টের সূচিপত্রঃ উপনিষদ কয়টি ও কি কি - ১০৮ টি উপনিষদের নাম

উপনিষদ কয়টি ও কি কি

উপনিষদ নিয়ে আজও বেশ কিছু মতভেদ প্রচলিত রয়েছে কারণ আজও উপনিষদ সম্পর্কে অনেকে বলেছেন যে উপনিষদ এর প্রকারভেদ হচ্ছে ১০,১১,১২ টি। যাই হোক প্রিয় পাঠক আজ আমরা এই অনুচ্ছেদের মাধ্যমে ১১ টি উপনিষদের নাম সমূহ নিয়ে তথ্য উপস্থাপন করবো। আপনিও উপনিষদ কয়টি ও কি কি যদি ১১ ধরনের উপনিষদের নাম সমূহ জানতে আগ্রহী প্রকাশ করেন তাহলে আজকের অনুচ্ছেদেটি আপনার জন্য হতে চলেছে। ধর্মীয় মতে আমাদের ১২ টি উপনিষদেরের কথা বলা হয়েছে তথাপি আজ আমরা ১১ টি সম্পর্কে বিস্তারিত জানবো।

উপনিষদ মূলত ঋগ্বেদের একটি শাখা বিশেষ গ্রন্থ এজন্য উপনিষদ সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের একান্ত জরুরি একটি বিষয়। অনেকের মাঝে আজও উপনিষদ নিয়ে কোনো স্পর্শ ধারণা সঠিক ব্যাখা প্রদানে ব্যার্থ তাই চলুন এই অনুচ্ছেদের মাধ্যমে আমরা ১১ খানা উপনিষদের নাম গুলো জেনে নিই। নিম্নোক্ত উপনিষদ কয়টি ও কি কি তা পয়েন্ট আকারে ১১ টি উপনিষদের নাম তুলে ধরা হলোঃ
  • ঐতরেয় উপনিষদ।
  • কঠ উপনিষদ।
  • কেন উপনিষদ।
  • ছান্দোগ্য উপনিষদ।
  • ঈশ উপনিষদ।
  • বৃহদারণ্যক উপনিষদ।
  • শ্বেতা অশ্তর উপনিষদ।
  • তৈত্তিরীয় উপনিষদ।
  • প্রশ্ন উপনিষদ।
  • মু্শুক উপনিষদ।
  • মান্ডূক্য উপনিষদ।

১০৮ টি উপনিষদের নাম

প্রিয় পাঠক সকল আমরা ইতিপূর্বে উপরিউক্ত অনুচ্ছেদ উপনিষদ কয়টি ও কি কি বা  প্রধান কয়েকটি নাম সমূহ জেনেছি এখন আমরা এই অনুচ্ছেদের মাধ্যমে উপনিষদেরের বিস্তারিত নাম বা ১০৮ টি উপনিষদের নাম সমূহ জানবো। আশাকরি উপনিষদ সম্পর্কে তথ্য গুলো জানলে আপনিও উপকৃত হবেন। 
এই অনুচ্ছেদের মাধ্যমে থাকছে উপনিষদের প্রধান উপনিষদের নাম সহ আরো বিস্তারিত নাম। তাই চলুন আমরা আর অধিক না বাড়িয়ে ১০৮ টি উপনিষদের নাম বাংলায় সহ ভাষায় জেনে নিই। নিম্নবর্গের পয়েন্ট আকারের ১০৮ টি উপনিষদের নাম তুলে ধরা হলোঃ আপনিও জানতে চোখ রাখুন নিম্নোক্ত পয়েন্টে যথাক্রমেঃ
  1. ঐতরেয় উপনিষদ।
  2. কঠ উপনিষদ।
  3. কেন উপনিষদ।
  4. ছান্দোগ্য উপনিষদ।
  5. ঈশ উপনিষদ।
  6. বৃহদারণ্যক উপনিষদ।
  7. শ্বেতা অশ্তর উপনিষদ।
  8. তৈত্তিরীয় উপনিষদ।
  9. প্রশ্ন উপনিষদ।
  10. মু্শুক উপনিষদ।
  11. মান্ডূক্য উপনিষদ।
  12. ব্রহ্ম উপনিষদ।
  13. কৈবল্য উপনিষদ।
  14. যাবাল উপনিষদ।
  15. হংস উপনিষদ।
  16. গর্ভ উপনিষদ।
  17. নারায়ণ উপনিষদ।
  18. পরমহংসদেব উপনিষদ।
  19. অমৃত বিন্দু উপনিষদ।
  20. অমৃত নাদ উপনিষদ।
  21. অথর্ব শির উপনিষদ।
  22. অথর্ব শিখ উপনিষদ।
  23. মৈত্রায়ণি উপনিষদ।
  24. কোষী তাকি উপনিষদ।
  25. বৃহজ্জাহ্বান উপনিষদ।
  26. নৃসিংহতাপনী উপনিষদ।
  27. কালাগ্নি রুদ্র উপনিষদ।
  28. মৈত্রেয়ী উপনিষদ।
  29. সুবাল উপনিষদ।
  30. ক্ষুরীক উপনিষদ।
  31. মান্ত্রিক উপনিষদ।
  32. সর্ব শার উপনিষদ।
  33. নিরালম্ব উপনিষদ।
  34. শুক রহস্য উপনিষদ।
  35. বজ্র সূচি উপনিষদ।
  36. তেজে বিন্দু উপনিষদ।
  37. নাদ বিন্দু উপনিষদ।
  38. ধ্যান বিন্দু উপনিষদ।
  39. ব্রহ্মবিদ্যা উপনিষদ।
  40. যোগ তত্ত্ব উপনিষদ।
  41. আত্মাবোধ উপনিষদ।
  42. পরিব্রত উপনিষদ।
  43. ত্রিষিখি উপনিষদ।
  44. সীতা উপনিষদ।
  45. যোগচূড়ামণি উপনিষদ।
  46. নিবার্ণ উপনিষদ।
  47. মন্ডলব্রাক্ষণ উপনিষদ।
  48. দক্ষিণামুর্তি উপনিষদ।
  49. শরভ উপনিষদ।
  50. স্বন্দ উপনিষদ।
  51. মহা নারায়ণ উপনিষদ।
  52. অদ্বয়তারক উপনিষদ।
  53. রাম রহস্যক উপনিষদ।
  54. রাম তাপনিক উপনিষদ।
  55. বাসুদেব উপনিষদ।
  56. মূদগুল উপনিষদ।
  57. শাশুিল্য উপনিষদ।
  58. পৈংগল্য উপনিষদ।
  59. ভিক্ষুক উপনিষদ।
  60. মহত্ত্ব উপনিষদ।
  61. শারীরিক উপনিষদ।
  62. যোগশিখা উপনিষদ।
  63. তুরীয়ানন্দ উপনিষদ।
  64. সংন্ন্যাস উপনিষদ।
  65. পরিব্রাজক উপনিষদ।
  66. অক্ষমালিক উপনিষদ।
  67. অব্যক্ত উপনিষদ।
  68. একাক্ষর উপনিষদ।
  69. অন্নপূর্ণা উপনিষদ।
  70. সূর্য উপনিষদ।
  71. অক্ষি উপনিষদ।
  72. অধ্যাত্না উপনিষদ।
  73. কুন্ডিক উপনিষদ।
  74. সাবিত্রী উপনিষদ।
  75. আত্মা উপনিষদ।
  76. পাশুপাত উপনিষদ।
  77. পরম ব্রহ্ম উপনিষদ।
  78. অবধূত উপনিষদ।
  79. ত্রিপুরাতপণি উপনিষদ।
  80. দেবী উপনিষদ।
  81. ত্রিপুর উপনিষদ।
  82. কঠরুদ্র উপনিষদ।
  83. ভবণ উপনিষদ।
  84. রুদ্র হৃদয় উপনিষদ।
  85. যোগ কুন্ডলিনি উপনিষদ।
  86. ভৈষ্ম উপনিষদ।
  87. রুদ্রাক্ষ উপনিষদ।
  88. গণপতি উপনিষদ।
  89. দর্শন উপনিষদ।
  90. তারসারণ উপনিষদ।
  91. মহাবাক্য উপনিষদ।
  92. পঞ্চ ব্রহ্ম উপনিষদ।
  93. প্রাণাগ্নি হেত্রো উপনিষদ।
  94. গোপাল তারনী উপনিষদ।
  95. কৃষ্ণ উপনিষদ।
  96. যাজ্ঞ বল্ক্য উপনিষদ।
  97. বরাহরুপ উপনিষদ।
  98. শাত্যায়ণি উপনিষদ।
  99. হয়গ্রীব উপনিষদ।
  100. দত্তায়েক উপনিষদ।
  101. জাবাল উপনিষদ।
  102. কঠ উপনিষদ।
  103. গাড়ুর উপনিষদ।
  104. কলি সন্তরণ উপনিষদ।
  105. সৌভাগ্য উপনিষদ।
  106. সরস্বতী রহস্যরিকা
  107. বহ্ বৃচ্ উপনিষদ।
  108. মুন্তিক উপনিষদ।

উপনিষদের বিষয়বস্তু কি

প্রিয় পাঠক সকল আজ আমরা ইতিপূর্বে উপরিউক্ত অনুচ্ছেদে উপনিষদের নাম সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা জেনেছি এখন আমরা এই অনুচ্ছেদের মাধ্যমে নতুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা জানবো আজকের মূল আলোচনা থাকছে উপনিষদের বিষয়বস্তু কি তা নিয়ে। আমরা যে কোনো গ্রন্থ পাঠ করার পূর্বে যদি সেই গ্রন্থটির বিষয় বস্তু কি জানতে পারি তাহলে কেমন হয়ে। আশা করি এই অনুচ্ছেদের মূল টপিক জানার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন। সুতরাং চলুন আমরা আর অধিক কথা না বাড়িয়ে উপনিষদের বিষয়বস্তু কি তা জেনে নিই। 

উপনিষদের বিষয়বস্তু জানার পূর্বে একটি তথ্য জেনে রাখা ভালো যে উপনিষদ হচ্ছে বৈদিক শ্রাস্তের পৌরাণিক কাহিনি ঋগ্বেদের একটি গুরুত্বপূর্ণ শাখা। আমাদের প্রত্যকটি জীবের একটি মহৎ উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করি তা হচ্ছে আমাদের মোক্ষলাভ। মোক্ষলাভ বলতে বুঝায় জীবের নিরাকার আত্মার সাথে পরমাত্মার মিলন বা নীল হয়ে যাওয়া এতে করে যেনো আর আমাদের জন্ম গ্রহণ না করতে হয়। আর এই গুরুত্বপূর্ণ তথ্য মোক্ষলাভই হচ্ছে উপনিষদের মূল বিষয়বস্তু। 

ধর্মীয় শ্রাস্ত্র মতে উপনিষদ সত্য যার প্রতিটি বাণী কোনো ব্যাক্তিগন দ্বারা সৃষ্টি হয়নি যা ঈশ্বরের সত্য বাণী তাই এটি একটি গুরুত্বপূর্ণ বা বিশেষ গ্রন্থ মানব জীবনের জন্য। পৃথিবীতে মানব জাতীকে সর্বস্রেষ্ট জাতি বলা হয় কারণ অন্য সব জীবের হতে মানব জাতির বিশেষ বিবেক বুদ্ধি রয়েছে তাই মানুষ কূলে জন্ম নীলে মোক্ষলাভ করা সহজতর হয় যদি কেউ যথার্থ ধর্ম জ্ঞানী হয়। 
তাই মানব জাতি কিভাবে বা কোন পথ অনুসরণ করলে আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারবে তাই নিয়েই বিস্তারিত ভাবে সঠিক ব্যাখা রয়েছে উপনিষদে তাই এই গ্রন্থ মানব জীবনের জন্য বিশেষ মূল্যবান। আপনি আধাত্মিক বা যোগ সাধনায় কিভাবে মানব জীব বা মোক্ষলাভ করতে সক্ষম হবে সে সকল তথ্যের জন্য আপনি উপনিষদ গ্রন্থ পাঠ করতে পারেন।

উপনিষদ মন্ত্র

প্রিয় পাঠক সকল আমরা ইতিপূর্বে উপরিউক্ত অনুচ্ছেদের মাধ্যমে উপনিষদের বিষয়বস্তু সম্পর্কে জেনেছি এখন আমরা এই অনুচ্ছেদের মাধ্যমে উপনিষদ মন্ত্র সম্পর্কে বিস্তারিত জানবো। তাই আপনিও যদি উপনিষদ মন্ত্র জানতে বিশেষ আগ্রহী হোন তাহলে আজকের এই অনুচ্ছেদে চোখ রাখুন এবং খুব সহজেই তা জেনে নিন। সুতরাং আমরা আর অধিক কথা না বারিয়ে চলুন মূল আলোচনা উপনিষদ মন্ত্র জেনে নিই। নিম্নবর্গের তা তুলে ধরা হলোঃ
ঈশা বাস্তমিদং সর্ব্ব যৎ কিঞ্চজগত্যাং জগৎ।
তেন ত্যক্তেন ভূঞ্জীথা মা গৃধঃ কস্যস্বি ধন।।
অনুবাদঃ পৃথিবীতে যত রকম জড় বা অজড় পদার্থ রয়েছে আছে তা সবই ঈশ্বরের মাধ্যমে বা ঈশ্বর হতেই ব্যাপ্ত। এই রুপে আমাদের ব্রহ্ম দেখতে হবে না হলে আমরা ভোগী হবো। আর আমর কারো ধনে কোনো অভিলাষ করবো না।

অসুর্যা নাম যে লোকে অন্ধনে তমসা বৃতাঃ।
তাভস্তে প্রেত্যাভিগচ্ছন্তি যে কে চাত্নহনো জনাঃ।।
অনুবাদঃ যে সকল আত্মা হনন কারী এবং জ্ঞানহীন তামসিক ভাবাচ্ছন্ন মানব, তারা মৃতুর পরে অসুর লোক গমন করে থাকে।

উপসংহার

উপনিষদ একটি বৈদিক পৌরাণিক শ্রাস্ত্র গ্রন্থ যেখানে মানব জাতী কিভাবে মুক্তির সন্ধান পাবে অর্থ্যাৎ মোক্ষলাভ সম্পর্কিত সকল তথ্য নিয়ে ধারণা প্রদান করে উপনিষদ যা ঋগ্বেদের অরণ্যকের শাখা গ্রন্থ চির সত্য বাণী রয়েছে এই গ্রন্থে। তাই জীবনের মোক্ষলাভের জন্য জানতে হলে উপনিষদ গ্রন্থ বিশেষ ভাবে জানে একান্ত জরুরি একটি বিষয় আমাদের সকলের জন্যই। সুতরাং জীবনকে সঠিক এবং ধর্মীয় রীতিনীতি মেনে পরিচালনা করতে আমাদের সকলেই উচিত হবে উপনিষদ গ্রন্থ পাঠ করা। পরিশেষে এই ধর্মীয় আলোচনা আপনার কেমন লেগেছে তা অবশ্যই নিজস্ব মতামত জানাবেন। আর ভালো লাগলে সিয়ার করার অনুরোধ রইলো নিয়মিত ধর্মীয় তথ্য জানতে এই সাইটে নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ সকলকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url