দূর্গা পূজার সময়সূচী ২০২৩ - দূর্গা পূজা আর কত দিন বাকি 2023

সুধি পাঠকবৃন্দ আজ আমরা নিয়মিত ধর্মীয় তথ্য উপস্থাপনের মতো একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলবো আজকের মূল টপিক দূর্গা পূজার সময়সূচী ২০২৩ - দূর্গা পূজা আর কত দিন বাকি 2023 জানবো। আপনি যদি এখন দূর্গা পূজা সময়সূচী ২০২৩ - দূর্গা পূজার আর কত দিন বাকি 2023 না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেল আপনার জন্য। কারণ এই আর্টিকেল সম্পন্ন শুর হতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে আপনি খুব সহজেই দূর্গা পূজার সময়সূচী ২০২৩ - দূর্গা পূজা আর কত দিন বাকি 2023 জানতে পারবেন।
দূর্গা পূজার সময়সূচী ২০২৩
সনাতনধর্মের প্রধান উৎসব হলো সর্বজনীন এই শারদীয় দূর্গা উৎসব। মাতা দুর্গা হলো সমস্ত শুভ শক্তির মূল আঁধার। প্রতি বছরের ন্যায় এবারও শরৎকালের দেবী দুর্গার অভিষেক হবে চারিদিকে কাঁশফুল ফুটবে বেঁচে উঠবে আনন্দ ধ্বনি সকলে মিলে হবে এক বিশাল ঐক্যতা সাথে হবে মিলন মেলা। এই নতুন বছরের কবে দুর্গা অনুষ্ঠিত হবে এমন দূর্গা পূজার সময়সূচী ২০২৩ তথ্য জানতে এই আর্টিকেলটি শুরু হতে শেষ পর্যন্ত পড়ুন।

পোস্টের সূচিপত্রঃদূর্গা পূজা আর কত দিন বাকি 2023 - দূর্গা পূজার সময়সূচী ২০২৩

দুর্গা প্রণাম মন্ত্র বাংলা

প্রিয় পাঠক প্রতিনিয়ত ধর্মীয় তথ্য উপস্থাপনের মতো আজকেও একটি নতুন তথ্য নিয়ে আলোচনা করবো। নতুন বছরের শারদীয় সকলকে অগ্রিম শুভেচ্ছা প্রতি ভালোবাসা রইল। আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থভাবে জীবন যাপন করছেন। আপনাদের উদ্দেশ্যই আজ কথা বলবো একটি নতুন তথ্য নিয়ে। 
আজকের এই অনুচ্ছেদের মূল আলোচনা হচ্ছে দেবী দুর্গার প্রণাম মন্ত্র বাংলা নিয়ে আপনারা হয়তো কম বেশি সকলে জানেন তবুও আর এক বার মনে করানোর জন্যই আজকের আলোচনা। যাইহোক আপন যদি এখনো দেবী দুর্গার প্রণাম মন্ত্রটি পাঠ করতে না জানেন তাহলে আজকের অনুচ্ছেদে চোখ রাখুন এবং খুব সহজেই তা জেনে নিন। নিম্ন দেবী দুর্গা প্রণাম মন্ত্র বাংলা তুলে ধরা হলোঃ

ওঁ সর্ব্ব মঙ্গলামঙ্গলে শিবে সর্বার্থে স্বাধিকে।
শরণ্যে ত্রাম্বকে গৌরি নারায়ণী নমহস্তুতে নমঃ নমঃ।।

দেবী দূর্গার বিভিন্ন নাম

প্রিয় পাঠক আজ আমরা দেবী দুর্গার বিভিন্ন নাম সমূহ জানবো। আমরা সকলে জানি যে মাতা দূর্গা সমস্ত শুভ শক্তির প্রতীক। তাঁর ডান চোখ সূর্য বাম চোখ চন্দ্র এবং তৃতীয় নয়ন সকল শুভ শক্তির প্রতীক। স্বর্গ রাজ্যে একবার অসুরদের অত্যাচার বেড়ে গেলে মহামায়া সে সময়ে অশুভ শক্তিকে দমন এবং শুভ শক্তিকে রক্ষা করতেই মহামায়ার আর্বিভাব ঘটে। 
মাতা দূর্গা এক দর্গম নামক অসুরের বধ করেন বলেই দূর্গা নামে অভিভূত হোক। এ ব্যাতিতও মাতা দূর্গার বিভিন্ন নাম রয়েছে আজ আমরা সেসকল নাম সমূহ নিয়েই বিস্তারিত আলোচনা করবো। আপনিও যদি মাতা দূর্গার বিভিন্ন নাম জানতে আগ্রহী হোন তাহলে আজকের অনুচ্ছেদে চোখ রাখুন এবং খুব সহজেই দেবী দুর্গার বিভিন্ন নাম সমূহ জানুন। নিম্নে মাতা দূর্গার বিভিন্ন নাম সমূহ তুলে ধরা হলোঃ
  • চন্ডিকা।
  • অম্ভিকা।
  • পার্বতী।
  • নারায়ণী।
  • যোগমায়া।
  • শারদা জয়ী।
  • মহিষাসুরবাসিনী।
  • বৈষ্ণবী।
  • সতী।
  • অদ্রিজা্।
  • নগনন্দিনী।
  • মহাকালী।
  • দক্ষিণয়নী।
  • সিংহ বাসিনী।

দূর্গা পূজার সময়সূচী ২০২৩

প্রিয় পাঠক আজ আমরা এই অনুচ্ছেদের মাধ্যমে আমরা এই নতুন বছরের শারদীয় দুর্গা পূজার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানবো। আপনি যদি এমন তথ্যের খোঁজ করেন তাহলে আজকের এই অনুচ্ছেদেটি আপনের জন্য হতে চলছে। সুতরাং কথা আর না বাড়িয়ে চলুন আমরা ২০২৩ সালের কোন সময়ে দুর্গা পূজার সময় জানবো। নিম্নোক্ত দূর্গা পূজার সময়সূচী ২০২৩ তুলে ধরা হলোঃ
মহালয়া শুরু ১৪ তারিখ ইংরেজি অক্টোবর ভোর ৫ টায়।
দুর্গা পূজা ২০২৩ বাংলা তারিখঃ
  • পঞ্চমী শুরু বাংলা তারিখ ১লা কার্তিক বৃহস্পতিবার।
  • মহাষষ্ঠী শুরু বাংলা তারিখ ০২ কার্তিক রোজ শুক্রবার।
  • মহাসপ্তমী শুরু বাংলা তারিখ ০৩ কার্তিক রোজ শনিবার।
  • মহাঅষ্টমী শুরু বাংলা তারিখ ০৪ কার্তিক রোজ রবিবার।
  • মহানবমী শুরু বাংলা তারিখ ০৫ কার্তিক রোজ সোমবার।
  • মহাদশমী হবে বাংলা তারিখ ০৬ কার্তিক রোজ মঙ্গলবার বিজয়া তিথি।
দুর্গা পূজা ২০২৩ ইংরেজি তারিখঃ
  • পঞ্চমী শুরু ইংরেজি তারিখ ১৯ অক্টোবর রোজ বৃহস্পতিবার।
  • মহাষষ্ঠী শুরু ইংরেজি তারিখ ২০ অক্টোবর রোজ শুক্রবার।
  • মহাসপ্তমী শুরু ইংরেজি তারিখ ২১ অক্টোবর রোজ শনিবার।
  • মহাঅষ্টমী শুরু ইংরেজি তারিখ ২২ অক্টোবর রোজ রবিবার।
  • মহানবমী শুরু ইংরেজি তারিখ ২৩ অক্টোবর রোজ সোমবার।
  • মহাদশমী হবে ইংরেজি তারিখ ২৪ অক্টোবর রোজ মঙ্গলবার বিজয়া তিথি।
১৯ তারিখ পঞ্চমী শুরু হবে মাতা দেবী দুর্গার আর্বিভাব বা বভন শুরু হবে চারিদিকে আনন্দ উৎসবে চারিদিকে মেতে উঠবে পূজো মন্ডবে মন্ডবে বাঁচবে ঢাক শানাই। এবং ২৪ তারিখ বিজয়াদশমী মাতা দুর্গার বিসর্জন দিয়ে এ বছরের দুর্গা উৎসব সমাপ্তি হবে আসছে বছর আবার নতুন ভাবে মাতা দর্শন দিবেন।

দূর্গা পূজা আর কত দিন বাকি 2023

প্রিয় পাঠক আমরা ইতিপূর্বে দুর্গা পূজার সময়সূচি নিয়ে বাংলা মাস এবং ইংরেজি মাস নিয়ে আলোচনা করেছে। এই অনুচ্ছেদের মাধ্যমে আমরা জানবো দূর্গা পূজা আর কত দিন বাকি 2023 আজ তারিখ হতে আর কত দিন আছে দুর্গা পূজা। সুতরাং চলুন আমরা সে তারিখ সমূহ জেনে নিই এই নতুন বছরের বাংলা মাস কার্তিক মাসের পহেলা তারিখেই পঞ্চমী দিয়ে দুৃর্গা পূজা শুরু হবে তাই যদি আমরা আজ হতে কত দিন আছে তা জানতে চান।

তাহলে ইংরেজি মাসের অক্টোবর মাসের ১৯ তারিখ হতে আজকের দিনের সময়কে বাদ দিন আজ তারিখ ০৬.০৭.২০২৩ তাহলে আর শুরু ১৯.০৮.২০২৩ তাহলে সময় দাঁড়াচ্ছে ৪৩ দিন বাকি রয়েছে। এর পরেই শুরু আমাদের সর্বজনীন শারদীয় দূর্গা উৎসব।
বিঃদ্রঃ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৯ অক্টোবর হতে বর্তমান তারিখ বাদ দিন তাহলে বাকি দিনই হবে দুর্গা উৎসব।
  • মহাষষ্ঠী শুরু ইংরেজি তারিখ ২০ অক্টোবর রোজ শুক্রবার।
  • মহাসপ্তমী শুরু ইংরেজি তারিখ ২১ অক্টোবর রোজ শনিবার।
  • মহাঅষ্টমী শুরু ইংরেজি তারিখ ২২ অক্টোবর রোজ রবিবার।
  • মহানবমী শুরু ইংরেজি তারিখ ২৩ অক্টোবর রোজ সোমবার।
  • মহাদশমী হবে ইংরেজি তারিখ ২৪ অক্টোবর রোজ মঙ্গলবার বিজয়া তিথি।

উপসংহার

উপরিউক্ত আর্টিকেলের মাধ্যমে আমরা দেবী দূর্গার প্রণাম মন্ত্র পাঠসহ এই চলতি বছরে কোন মাসে শুরু হবে তার বাংলা ক্যালেন্ডার এবং ইংরেজি ক্যালেন্ডার নিয়ে বিস্তারিত জেনেছি। পরিশেষে ধর্মীয় তথ্য সম্পর্কিত এই আর্টিকেলটি পড়ুন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন এবং প্রিয়জনদের সাথে সিয়ার করার অনুরোধ রইলো। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url