নাম দিয়ে রাশি জানার উপায় - জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায়
আমাদের প্রত্যেকের নাম দিয়ে রাশি জানার উপায় বের করতে পারি। আমাদের প্রত্যেকের নাম ভেদে রাশিফল ভিন্ন হয়ে থাকে। তাই আমাদের নাম দিয়ে রাশিফল জানার উপায় জানার পরেই আমরা আমাদের সঠিক রাশিফল সম্পর্কে জানতে পারবো। তাই নিম্নে আমরা আমাদের নাম দিয়ে রাশিফল জানার উপায় সম্পর্কে বিস্তারিত জানবো।
আমাদের নামের প্রথম অক্ষর দিয়ে কেবল সঠিক রাশিফল নির্ণয় সঠিক হবে না। আমাদের প্রত্যেকের জন্মলগ্ন আলাদা আলাদা হয়ে থাকে তাই আমরা যদি সেই জন্মলগ্ন সময় ধরে রাশিফল নির্ণয় করতে পারি সেইটা নামের সঠিক রাশিফল হবে ।
পোস্টের সূচিপত্রঃ নাম দিয়ে রাশি জানার উপায় - জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায়
নাম দিয়ে রাশি জানার উপায়
আমাদের নামের প্রথম অক্ষর দিয়েই আমরা রাশিফল জানতে পারি আমাদের রাশিফল কি।
রাশিফল জানার মাধ্যমে আমরা আমাদের অনেক কিছু জানতে পারি আমাদের বিপদ আয়
ব্যয় লাভ ক্ষতি বিস্তারিত রাশিফল এর উপর নির্ভর করে তবে জন্ম লগ্নে আর
রাশিফল আলাদা হতে পারে আমরা কি কোন রাশি তা নিয়ে থাকে বিস্তারিত
আলোচনা
মেষ রাশি
যে সকল ব্যক্তির নামে প্রথম অক্ষর অ, আ,লি, লু লো,চ,চে,চো ইত্যাদি
ইত্যাদি দিয়ে শুরু হয়। সেই সকল ব্যক্তির মানুষেরা মেষ রাশি হয়ে থাকে। এরা
মনের দিক থেকে খুবই ভালো হয়। নির অহংকারী এবং একটু রাগি সমভাবে হয়। তবে
মনের দিক থেকে খুব ভালো হয়। সকলের সাথে খুব সহজে বুঝতে পারে। তাই সকলের কাছে
খুব সহজে ভালবাসা লাভ করে। এদের প্রতীক ভাড়া হয়।
বৃষ রাশি
যে সকল ব্যক্তির প্রথম অক্ষর ই,উ,অ,ও,ভ,ভো,ভে,ইউ ইত্যাদি সে সকল ব্যক্তির
রাশি বৃষ রাশি। এরা মনের দেখতে খুব ভালো হয়। একটু অভিমানী তবে সবকিছু
মানিয়ে নিতে পারে। এদের মধ্যে অহংকার বোধ নেই বললেই চলে। মিশুকস্বভাবের খুব
সহজেই সকলের সাথে মিশতে পারে। এদের আয় ব্যয়ও ভালো। খুব সহজে সকলের কাছ থেকে
ভালোবাসা লাভ করে থাক। বৃষ রাশির প্রতীক ষাঁড় হয়ে থাকে।
মিথুন রাশি
যে সকল ব্যক্তির প্রথম অক্ষর ক, কি,কু, এন,এ, হ, হি,ইত্যাদি সে সকল ব্যাক্তি
মিথুন রাশি হয়। এরা অনেকটাই মিশুক স্বভাবের। অল্পতেই সহজেই সকলকে আপন করতে
পারে। বিনয় স্বভাবের হয়ে থাকে। এরা নির অহংকারী হয়। হালকা রাগী স্বভাব
লক্ষ্য করা যায়।তবে মনের দিক দিয়ে খুব ভালো মনে হয়ে। যেকোনো কাজ দিলে সে
কাজটা মনোযোগ সহকার করতে পার। একটু ধৈর্য শক্তি বেশি হয়ে থাকে। পুরুষ এবং
নারীর সংমিশ্রণ মিথুন রাশির প্রতীক হয়।
কর্কট রাশি
যে সকল ব্যক্তির প্রথম অক্ষর হ,হে,হি,ড,ডে,ডি ও ইত্যাদি হয় তাদের কর্কট রাশি
বলে। এরা অনেকটাই মিশুক স্বভাবের। ধৈর্য শক্তি বেশি সাথে নির অহংকারীও। সকলের
সাথে মিশতে খুব পছন্দ করে। অন্যান্য তুলনায় রাগ একটু কম থাকে।আয় ব্যয় একটু
ভালো হয়। ব্যবসায় দ্রুত লাভ করতে পারে। মনে দেখতে খুব ভালো হয়। কর্কট
রাশির প্রতীক হল কাঁকড়ার মতো।
সিংহ রাশি
যে সকল ব্যক্তির প্রথম অক্ষর ম, মে মা,মি,মো,ট, টে,টো,টি ইত্যাদি হয় সে সকল
ব্যক্তির সিংহ রাশি হয। সিংহ রাশি তুলনামূলক একটু সাহসী হয়।যেকোনো ভালো কাজে
সবার আগে সিংহ রাশি ঝাঁপিয়ে পড়ে। এটা মনে দেখতে খুব ভালো হয়। অহংকার বোধ
নেই বললেই চলে। অন্য রাশির তুলনায় সিংহ রাশির ধৈর্য শক্তি একটু কম। সকলের
সাথে খুব সহজে মিশতে পারে। অন্যায়কে প্রশ্রয় দিতে পছন্দ করেনা। সিংহ রাশির
প্রতীক হলো লিও।
তুলা রাশি
যে সকল ব্যক্তির প্রথম অক্ষর র,রা,রি,রো,ত, তা,তি,তো ইত্যাদি এরা তুলা রাশি
হয়ে থাকে। একটা তুলনামূলক কম সাহসী হয়ে থাকে। তবে মনের দিক থেকে খুব ভালো
মনের হয়ে থাকে। খুব সহজেই সকলের সাথে মিশতে পারে। তাই তুলা রাশি কে সকালে
পছন্দ করে এবং ভালোবাসে।তুলা রাশি একটু রাগী ধরনের হয়ে থাকে। এদের মধ্যে
অহংকার বোধ নেই বললেই চলে। তুলা রাশির প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা।
আরো পড়ুনঃ উপনিষদ কয়টি ও কি কি
কন্যা রাশি
যে সকল ব্যক্তির প্রথম অক্ষর ধ,প,পু, পো,পা,থ,থা,এন,এ ইত্যাদি হয় তারা কন্যা
রাশির হয়ে থাকে।এরা খুব ভালো মনের মানুষ হয়। অন্যান্য রাশির তুলনায় কন্যা
রাশির আয় ব্যয় সবচেয়ে বেশি। এরা অনেকটা শান্ত স্বভাবের হয়ে থাকে। ধৈর্য শক্তি
তুলনামূলক একটু বেশি থাকে।সকলের সাথে খুব সহজে মিশতে পারে। এদের মধ্যে অহংকার বোধ
নেই। এদের মধ্যে রাগ খুবই কম দেখা যায়। কন্যা রাশি প্রতীক হচ্ছে একটি নৌকায় বসে
থাকা একটি মেয়ে মতো।
বৃশ্চিক রাশি
যে সকল ব্যক্তির প্রথম অক্ষর ব,বে, বি,ট,টে,টি,ন,ল,আ,ই ইত্যাদি ইত্যাদি অক্ষর কে
বৃশ্চিক রাশি বলে। এরা অনেকটা শান্ত স্বভাবের হয়ে থাকে। ধৈর্য শক্তি তুলনামূলক
একটু বেশি থাকে।সকলের সাথে খুব সহজে মিশতে পারে। এদের মধ্যে অহংকার বোধ নেই।
সকলের সাথে খুব সহজে মিশতে পারে। অন্যায়কে প্রশ্রয় দিতে পছন্দ করেনা।বৃশ্চিক
রাশির প্রতীক হচ্ছে বৃশ্চিকস্বরুপ।
ধনু রাশি
যে সকল ব্যক্তির প্রথম অক্ষর ই,য়,ভ,ভা,ভো,ধ,ধা,ফ, ফা,ইত্যাদি অক্ষরকে ধনু রাশি
বলা হয়ে থাকে।
এরা অনেকটাই মিশুক স্বভাবের। ধৈর্য শক্তি বেশি সাথে নির অহংকারীও। সকলের সাথে
মিশতে খুব পছন্দ করে। অন্যান্য তুলনায় রাগ একটু কম থাকে।আয় ব্যয় একটু ভালো
হয়।ধৈর্য শক্তি তুলনামূলক একটু বেশি থাকে। ব্যবসায় দ্রুত লাভ করতে পারে। মনে
দেখতে খুব ভালো হয়। ধনু রাশি প্রতীক ধনুক সহ একটি ঘোড়া।
মকর রাশি
যে সকল ব্যক্তির প্রথম অক্ষর ভো,জ,জি,জে,জা,খ,খা,গ,গে,গি ইত্যাদি অক্ষরকে মকর
রাশি বলে। এরা অনেকটাই মিশুক স্বভাবের। ধৈর্য শক্তি বেশি সাথে নির অহংকারীও। সকলের সাথে
মিশতে খুব পছন্দ করে। অন্যান্য তুলনায় রাগ একটু কম থাকে।আয় ব্যয় একটু ভালো
হয়। ব্যবসায় দ্রুত লাভ করতে পারে। মনে দেখতে খুব ভালো হয়। এদের মধ্যে অহংকার
বোধ নেই বললেই চলে।মকর রাশি প্রতীক হরিণ আকৃতি দেখতে।
কুম্ভ রাশি
যে সকল ব্যক্তির প্রথম অক্ষর স,গ,দ,গে,সে,দা,দি এসব অক্ষরকে কুম্ভ রাশি বলে। এরা
অনেকটাই মিশুক স্বভাবের। ধৈর্য শক্তি বেশি সাথে নির অহংকারীও। সকলের সাথে মিশতে
খুব পছন্দ করে। অন্যান্য তুলনায় রাগ একটু কম থাকে। এদের মধ্যে অহংকার বোধ নেই।
আয় ব্যয় একটু ভালো হয়। ব্যবসায় দ্রুত লাভ করতে পারে। মনে দেখতে খুব ভালো হয়।
কুম্ভ রাশি প্রতীক মানুষ সাথে ফুলদানি আকৃতি।
মীন রাশি
যে সকল ব্যক্তির প্রথম অক্ষর ড,ডে,থ,য,ছ,চ,এসব অক্ষরকে মীন রাশি বলে।এরা অনেকটাই
মিশুক স্বভাবের। ধৈর্য শক্তি বেশি সাথে নির অহংকারীও। সকলের সাথে মিশতে খুব পছন্দ
করে। অন্যান্য তুলনায় রাগ একটু কম থাকে।আয় ব্যয় একটু ভালো হয়। ব্যবসায় দ্রুত
লাভ করতে পারে। মনে দেখতে খুব ভালো হয়। এদের মধ্যে অহংকার বোধ নেই বললেই চলে।মীন
রাশি প্রতীক জোড়া মাছ আকৃতি।
জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায়
- মেষ রাশি এর জন্ম সময় ২১মার্চ হতে এপ্রিল ২০ তারিখ পর্যন্ত।
- বৃষ রাশি এর জন্ম সময় ২১ এপ্রিল হতে ২১ মে তারিখ পর্যন্ত।
- মিথুন রাশি এর জন্ম সময় ২২ মে হতে ২১ জুন তারিখ পর্যন্ত।
- কর্কট রাশি এর জন্ম সময় ২২ জুন হতে ২২ জুলাই তারিখ পর্যন্ত।
- সিংহ রাশি এর জন্ম সময় ২৩ জুলাই হতে ২১ আগস্ট তারিখ পর্যন্ত।
- তুলা রাশি এর জন্ম সময় ২২ আগস্ট হতে ২৩ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত।
- কন্যা রাশি এর জন্ম সময় ২৪ সেপ্টেম্বর হতে ২৩ অক্টোবর তারিখ পর্যন্ত।
- বৃশ্চিক রাশি এর জন্ম সময় ২৪ অক্টোবর হতে ২২ নভেম্বর তারিখ পর্যন্ত।
- ধনু রাশি এর জন্ম সময় ২৩ নভেম্বর হতে ২৩ ডিসেম্বর তারিখ পর্যন্ত।
- মকর রাশি এর জন্ম সময় ২৩ ডিসেম্বর হতে ২০ জানুয়ারি তারিখ পর্যন্ত।
- কুম্ভ রাশি এর জন্ম সময় ২১ জানুয়ারি হতে ১৯ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত।
- মীন রাশি এর জন্ম সময় ২০ ফেব্রুয়ারি হতে ২০ মার্চ তারিখ পর্যন্ত।
আমার নামের প্রথম অক্ষর দিয়ে বিচার করলে, একটি রাশি হচ্ছে আর জন্মতারিখ অনুযায়ী বিচার করলে অন্য হচ্ছে । কোনটি সঠিক ? জন্মতারিখ অনুযায়ী নাকি নামের প্রথম অক্ষর অনুযায়ী।
মো:ইফরান জাহান মাহিন
ককন
ই
Md: Emran Hossain
মো: সিদ্দিক আলী
রাজিব